নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা সাংবাদিক অধ্যক্ষ সায়েম মাহবুব স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
ক্যান্সারে আক্রান্ত নাঙ্গলকোটের খাদিজাকে বাঁচাতে এগিয়ে আসুন😰
নামঃ- খাদিজা আক্তার লিপি (২০)
বাবার নামঃ- কবির আহমেদ
মায়ের নামঃ- নুরজাহান বেগম
গ্রামঃ রুদ্রচুমা
পোস্ট অফিসঃ- পেরিয়া বাজার
থানাঃ- নাঙ্গলকোট
জেলাঃ- কুমিল্লা
লিপির কিছু কথা....
আসসালামু আলাইকুম আমি খাদিজা আক্তার লিপি, আজ দুই বছর ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত।
ডাক্তার যখন যে চিকিৎসার কথা বলতো আমি সব চিকিৎসা করে আসছি নিজের বাবার টাকা দিয়ে,, কেমোথেরাপি আর রেডিওথেরাপি আর কত পরিক্ষা রক্ত দেওয়া থেকে বিভিন্ন খরচ সহকারে দশ লাখের উপরে খরচ করেছি, এখন রোগ ছোটো করে আনছে এখন অপারেশন করতে বলছে ডাক্তার,,, দুইটা অফরশেন করতে ১৩ লাখ কেমোথেরাপি আরো বিভিন্ন পরিক্ষা আর রেডিও থেরাপি তে পাচঁ লাখ টাকা প্রয়োজন, যা আমার অসহায় বাবার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই আপনাদের দেশ বিদেশের সবার নিকট সাহায্যের হাত বাড়ালাম আপনাদের
নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা, সাবেক সভাপতি অধ্যক্ষ সায়েম মাহবুব......
নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা, সাবেক সভাপতি অধ্যক্ষ সায়েম মাহবুব......
নাঙ্গলকোট প্রেসক্লাবের নতুন কমিটি
নাঙ্গলকোট প্রেসক্লাবের নতুন কমিটি
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সময়ের দর্পণ সম্পাদক এ এফ এম শোয়ায়েবকে সভাপতি, কালের কন্ঠ ও রূপসী বাংলা’র মাঈন উদ্দিন দুলালকে সিনিয়র সহসভাপতি, মানব জমিন ও আমাদের কুমিল্লা’র তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক, স্বদেশ প্রতিদিন, ডাক প্রতিদিন ও এসএম টিভি’র কেফায়েত উল্লাহ মিয়াজী’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
২৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সমাজ কন্ঠ ও ম্যাক টিভি’র এ এইচ এম আবুল খায়ের, সহ-সধারণ সম্পাদক যায়যায় দিন ও কুমিল্লার কাগজের বারী উদ্দিন আহম্মেদ বাবর, অর্থ সম্পাদক আমাদের অর্থনীতি’র আলা উদ্দিন, দপ্তর সম্পাদক আজকের পত্রিকার ইমরান হোসেন সোহান, সমাজ কল্যাণ সম্পাদক বিজয় টিভি’র আবুল কাল