আঁধার থেকে আলো পথে

আঁধার থেকে আলো পথে md.mubarok islam

02/09/2023

এতো সুন্দর লেখাটা!!

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দেখোনা? ঋতুরাও বদলাতে থাকে।

ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।

ধৈর্য হারিয়ে যায়।

কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?

যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।

তোমার মন ভেঙে যায়!

এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়

আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।

যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি

ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?

অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?

তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।

তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'

অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-

তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!

-মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি

একটা অসাধারন ক্যামেরায় তোলা ফটো 👍🙂ভালো করে ফটো টি লক্ষ্য করুন পরে লার্জ করুন -আর বলুন কি দেখতে পেলেন?? "সৃষ্টিতে যতক্ষণ...
31/08/2023

একটা অসাধারন ক্যামেরায় তোলা ফটো 👍🙂
ভালো করে ফটো টি লক্ষ্য করুন পরে লার্জ করুন -আর বলুন কি দেখতে পেলেন??

"সৃষ্টিতে যতক্ষণ দ্বিধা থাকে ততক্ষণ সুন্দর দেখা
যায় না , সামঞ্জস্য যখন সম্পূর্ণ হয় তখনই সুন্দরের আবির্ভাব।"

🏵️রবীন্দ্রনাথ ঠাকুর🏵️

কার কখন কিভাবে মৃত্যু ঘটে কেউ জানেনা একমাত্র উপরের মালিক ছাড়া। 🥺
27/08/2023

কার কখন কিভাবে মৃত্যু ঘটে কেউ জানেনা একমাত্র উপরের মালিক ছাড়া। 🥺

26/08/2023
একদিন একজন নব মুসলিমকে জিজ্ঞেস করা হয়েছিলো,, তুমি কেন হিন্দু থেকে মুসলিম হলে??সে উত্তরে বলেছিলো শ্মশানে যখনআমার বাবার লা...
23/08/2023

একদিন একজন নব মুসলিমকে জিজ্ঞেস করা হয়েছিলো,, তুমি কেন হিন্দু থেকে মুসলিম হলে??
সে উত্তরে বলেছিলো শ্মশানে যখন
আমার বাবার লাশ পুড়ানো হয়,, তখন তার শরীরে আগুন লাগার সাথে সাথে হাত-পায়ের রগ টানা দেয়,, ফলে বাবার লাশটি দাড়িয়ে যায়।। তখন এক ব্যক্তি বাবার লাশটি শোয়ানোর জন্য লাঠি দিয়ে খুব জোরে জোরে পিটাতে থাকে,, পিটানোর চোটে হাড় ভাঙ্গার শব্দ পাই।। অনেক দিন পর মায়ের মৃত্যুতে,, শ্মশানে বড় ভাই মায়ের মুখে আগুন দিলে তার গায়ের কাপড় পুড়ে বিবস্র হয়ে পড়ে,, মানুষের চোখের সামনে ফুটে উঠে মায়ের বিবস্র দেহ,, অথচ সারা জীবনে মানুষ মায়ে বিবস্র দেহ দেখাতো দুরের কথা মুখও ঠিক মত দেখতে পারেনি।। আমি হিন্দু হলেও এ নির্মম দৃশ্য সহ্য করতে পরিনি।। অথচ মুসলমানরা কত আদর করে তার প্রিয়জনের লাশ সমাহিত,, আদর করে গোসল করায়,, নতুন কাপড় দেয়,,এরপর আদর করে কবরে নামায়,, কবরের ডাইরেক্ট মাটিচাপা দেয় না,, প্রথমে বাশ-চাটাই দেয়,, এরপর মাটি দেয়।। এ দুটো বিষয় তুলনা করেই আমি মুসলমান হয়ে যাই,, এই দুনিয়াতে ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম!!
আলহামদুলিল্লাহ্ ❣

29/05/2023

শাহ্ সুলতান আখতার আলী রাজশাহী হুজুর কেবলার আলোচনার জ্ঞান হতে বুঝেছি.....
নামাজে কিছু খুঁজুন যদি ভিতরে কিছু খুজতে না পারেন তাহলে মুক্তির আশা কইরেন না। লাক লাক সওয়াব করছি তো অমুক করছি এগুলো দিয়ে কিছুই হবে না। সওয়াবের কথা হলো আপনাকে কনভাইটিজ করা যে খারাপ পথ থেকে ভালো পথে আশার একটা রাস্তা দেখানোর জন্য। কিন্তু সাধণা হচ্ছে আত্মার মুক্তির জন্য।
আমরা মানুষ যারা আমরা প্রাণী কুলের প্রাণীর থেকে যারা মানব হতে চায় তারাই আমরা রাসূলে পাক (সাঃ) এর দ্বীন গ্রহণ করে থাকি।এবং তাঁর দ্বীনের জ্ঞান অনুসারে নিজের মাঝে কিছু অন্বেষণ করি।এবং নিজেকে শুধরাইয়া নিয়া আমাদের জীবনকে ধন্য করার চেষ্টা করি।এটাই হলো মানব কুলের জীবন। নবী করীম (সাঃ) এই ভাবেই শিক্ষা দিয়েছেন।
মানব দেহের ভিতরে কিছু খুজতে হবে। কি খুজতে হবে ওলামাদের সাথে আলাপ করুন,আলেমদের সাথে আলাপ করুন, পীরদের সাথে আলাপ করুন যে খুঁজতে হবে কি হবে না? সবসময় খুঁজতে হবে এবং সেটা যদি খুঁজে উদ্ধার করতে না পারেন তাহলে আপনার জীবন হবে বৃথা।যতো ভালোই ইবাদতী হন না কেনো কোনো কাজেই আসবে না।তাই আমরা চেষ্টা করবো আর হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। আমরাতো না,আপনারা তোও না,এমনকি কোনো নবীজিও না।একমাত্র আল্লাহই আমাদের হেদায়েত দিবেন।কিন্তু আমদের তো প্রচেষ্টা থাকতে হবে। আমাদেরকে দেওয়া হয়েছে সায়ক আর আল্লাহ হলেন খালিক।সায়ক মানে চেষ্টাকারী আর আল্লাহ হলেন সৃষ্টিকারী। তাই আমরা সৃষ্টি করতে পারবো না চেষ্টা তো করতে পারবো।আর যদি একেবারে ভিতরে চেষ্টা করা বাদ দিয়ে দেই তাহলে আমরা নবীজির সুপারিশ পাবো তা আশা করি কিভাবে।
নামাজ যদি কেউ অস্বীকার করে তাহলে দলিল আছে সে কাফের।আর যদি স্বীকার করেন কিন্তু ঐ পদ্ধতি খুঁজেন না তাহলে ফতোয়া আছে আপনি ফাসেক।আর খুঁজলে হবেন আপনি কামেল।আর না খুঁজলে হবেন ফাসেক।
দুষ্ট খারাপ লোক যারা নিজেকে সবসময় বড় করে রাখার জন্য একটা না একটা কিছু করেই রাখবে যে
আমি বড় হয়ে থাকবো।নিজেই বড় হবে শুধু আর কাইকে বর হতে দিবেন না।কিন্তু নবীজির দ্বীন এমন একটা সুন্দর দ্বীন সবাই আপনার নিজেই নিজের খুঁজবেন। এখানে মূর্খ গরীব কিংবা অশিক্ষিত কিছু নেই।সব শ্রেণীর মানুষ আল্লাহকে পেতে পারেন।.. বলেন সুবাহান আল্লাহ।
যেই সাধনা করে সেই তাকে পেতে পারেন এই আশাটা রাখবেন। আল্লাহ বলেছেন.... লা তাকলাতুল্লি রকমাতিল্লাহ্।অর্থ তোমরা আমার রহমত হতে নিরাশ হইয়ো না।তাই এখানে কোথায়নিরাশ।নামাজ পড়তে যাচ্ছি আমরা কিন্তু নামাযের মানে কিছু খুঁজতে হবে এই কথাটা আমাদের দেশের শিক্ষিত উলামাদের কাছে কেনো জানতে চেষ্টা করছেন না।যে দেহের ভিতরে বুঝি কিছু খুঁজতে হয়? এই কথাটা বলেন না কেনো? যেদিন বুঝতে পারবেন যে হ্যাঁ খুঁজতে হয় সত্য কথা সেইদিন বুঝতে পারবেন আপনার সময় কিন্তু নষ্ট করে ফেললো।কতোগুলো অশান্ত বোকা শিক্ষিত লোকেরাই পৃথিবীটাকে অশান্ত করে রেখেছেন। যারা এই ভিতরকে খুঁজতে দেয় না শুধু বাহিরের লেভেলকে সুন্দর পোষ্টারিং করে জীবনকে সাঁজায়ে রেখেছেন। এই জীবনের কোনোই দাম নাই।আজকে আমরা সবাইকে সবাই শুধু দুষা দুষি করছি আমি ভালো আপনারা ভালো না। আপনি বলছেন আপনি ভালো আমি খারাপ এই আমি ভালো আপনি খারাপ এই কথাটা বলচেন কেনো।যদি আপনি ভালো হয়ে থাকেন তাহলে খারাপকে পরিত্রাণের চেষ্টা করুন। তাকে খারাপ বলে আরও নষ্ট কইরেন না।তাকে কিভাবে রক্ষা করা যায় সে প্রচেষ্টা করা আপনার আমার একান্ত দায়িত্ব। কিন্তু আমাদের খুবই দুঃখজনক নবীজি (সাঃ) এর আমরা উম্মত। অথচ আমদের বৈশিষ্ট্য ও আমাদের স্বভাব ভিন্ন হয়ে গেছে। আমরা বুঝতে পারছি না যে আমরা কি করবো।তাহলে আকিমুত সালাত আল্লাহর বিধান বড় কঠিন বিধান। এই এটাকে অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায় তাহলে কতো ভয়ংকর কথা।আমরা আকিমুত সালাত কে এমন এক কৌশলে সাজাঁইয়া নিয়েছি যেনো ভিতরে আর খুঁজতে না লাগে।এই বাহির বাহির দিয়ে আমরা চলে যাবো।কোথায় যে যাবেন কোনো খুঁজ খবর আমাদের দেন নাই।এই নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজের ওয়াজ সারা পৃথিবীতে চলছে।কিন্তু আকিমুত সালাতের মাঝে যে কিছু খুঁজতে হবে, কিছু উদ্ভাসিত করতে হবে এ আলোচনা থেকে আমরা অনেকেই বিরত হয়ে আছি। এই বিরত হওয়াটা আমাদের জন্য দুঃখজনক যে আমরা ইসলাম ধর্ম অনুসারী। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু ইসলামের মূলমন্ত্র যেটা সেটাকে আমরা অনেক দূরে সরিয়ে রেখেছি।দ্বিলের ক্বাল্বকে সবসময় জীবিত রাখাই হচ্ছে ইসলামের তথা সব ধর্মের মূলমন্ত্র। সব ধর্মের মূলমন্ত্র হলো ক্বাল্বকে জীবিত রাখা।শুধু ইসলামের নয়।সব ধর্মের একই মত শুধু ক্বাল্বকে তুমি জীবিত করো।মৃত ক্বাল্বের কোনো ইবাদত প্রভূর দরবারে যাবে না।আর জীবিত ক্বাল্বের ইবাদত আল্লাহর দরবারে যাবে।তাহলে নামাজে যখন আপনি দাড়াবেন তাহারিমা বাধঁবেন সেই সাথে যদি ক্বাল্বের সাথে সংযোগ দিতে পারেন সেখান থেকে কিছু অনিভূতির সৃষ্টি যেমন মাথা থেকে প্রায় পায়ের পাতা পর্যন্ত কোনো শক্তির বিচরন করে সেই বিচরনকারী শক্তিটাই হচ্ছে মানুষের নিরাকারের চিহ্ন। বলেন সুবাহান আল্লাহ।
তাহলে নিরাকার বাহিরে খুঁজার কি দরকার। আপনার মাঝেই তো তাকে খুঁজে পাবেন।আপনার মাঝেই তো সে সর্বদা বিরাজমান। এখন আপনি তর্ক করছেন কেনো একটু সম্মান করলে হয় না।তর্ক করার চেয়ে সম্মান করলে বেশি লাভ হবে।তর্কে অনেকেই ক্ষতিগ্রস্ত হতে হয়।আমাদের তর্ক কেনো গবেষণা করে দেখুন না নিজের মাঝে কিছু খুঁজেন না।একেবারে দেখবেন আপনি এমন শান্ত হবেন তখন আর আপনার ভিতর থেকে অন্য কথা আসবে না।আপনারা দেখুন হযরত ইউসুফ (আঃ) এর জামানাতে হযরত ইউসুফ আঃ ছিলেন পৃথিবীর সেরা সুন্দর পুরুষ।মিশরের মহিলারাও বিশ্বের মধ্যে অনেক সুন্দর। মিশরের এই মহিলারা তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিলেন। এখানে অনেকে বলেন ইউসুফ নবীকে দেখার জন্য ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছেন তাহলে কতটুকু ধ্যান মগ্ন ছিলেন। এমন এক ধ্যান তাঁর উপর ছিলো যে ধ্যানের জন্য তাদের কাটা ক্ষত জায়গাটায় ব্যাথা অনুভব করে নাই।ঐরকম যদি ক্বাল্বে আপনাদের ধ্যান থাকে তাহলে আপনার পার্থিব পৃথিবীর কোনো জ্বালা আপনার থাকবে না।

24/05/2023

বন্ধুরা সব সময় পাশে থাকে 🤗🤗

জীবন সবার জন্য এক না।বগুড়া রেল-স্টেশনে এভাবেই পড়ে আছে একটি ফুল 🌸🥲🥲
24/05/2023

জীবন সবার জন্য এক না।
বগুড়া রেল-স্টেশনে এভাবেই পড়ে আছে
একটি ফুল 🌸
🥲🥲

ভাই ভালো প্লেয়ার হতে গেলে গানে স্কিন লাগে না। ভালো কোন বান্ডিল পোশাক লাগেনা। শুধু নিজের একটু টেলেন্ট হলেই হয়। নিচে পিক...
18/05/2023

ভাই ভালো প্লেয়ার হতে গেলে গানে স্কিন লাগে না। ভালো কোন বান্ডিল পোশাক লাগেনা। শুধু নিজের একটু টেলেন্ট হলেই হয়। নিচে পিক দেখে লিজেন্ডরা বুঝবে।

15/05/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

অতীতের দিনগুলো ভালো-মন্দ গেছে। মহান আল্লাহতালার কাছে চাওয়া একটাই। আমি যেন আপনার এবাদত করে যেতে পারি সামনের দিনগুলো।আমিন
09/05/2023

অতীতের দিনগুলো ভালো-মন্দ গেছে। মহান আল্লাহতালার কাছে চাওয়া একটাই। আমি যেন আপনার এবাদত করে যেতে পারি সামনের দিনগুলো।
আমিন

😁😁😄😳😳😏😏😏☺️
17/04/2023

😁😁😄😳😳😏😏😏☺️

Address

Nakla

Website

Alerts

Be the first to know and let us send you an email when আঁধার থেকে আলো পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share