Short Cut

Short Cut স্বপ্নকে ছুয়ে দেখার অপেক্ষায়

01/01/2024

Happy new year 🎊🥳🎊

ডিজিটাল বাংলাদেশ 😁😄😄😄😄  লিজেন্ডরা বুঝবে শুধু
02/09/2023

ডিজিটাল বাংলাদেশ 😁😄😄😄😄 লিজেন্ডরা বুঝবে শুধু

20/06/2023
18/06/2023

পোস্ট দেখে মনে হচ্ছে একমাত্র আমি বাবাকে ভালবাসি না

30/05/2023

কেউ স্টোরি দেওয়ার একটু পরে ডিলিট করে দিলে বুঝতে হবে স্টোরি জায়গা মতো পৌঁছে গেছে!🙂

23/05/2023

Action

10/03/2023

ছোট্ট জীবনের দর্শন থাক সরলতা আর খুশি,
যা পেয়েছি তাই যে অনেক চাইনা আর বেশি। - ......SMN.......

Right.............
01/03/2023

Right.............

20/01/2023

Surprise birthday party for my friend 🎈 You are ready

স্যার একটা কথা কমু?-কি বল?-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?-কেন? কি করবা?-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।...
14/01/2023

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সারে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবা?
-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বি না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে পারি না।
তাই খাইতে পারি নাই।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন
লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু
রাইন্ধা রাখব। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?
হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।
তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে
না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমন অনেক
বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে
পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!
সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ
গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো
নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে
গায়ে দিয়ে ঘুরে
বেড়াই। ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক
টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর। গার্লফ্রেন্ডকে
নিয়ে চাইনিজ এ
অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ
গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন।
তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। ঐ
গরীব লোক গুলোর অপরাধ কি?
অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার
চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।

আসুন আমাদের যাদের সমর্থ রয়েছে আমরা এদের পাসে দারাই, আমাদের টাকা
থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি------😒😒😒😒... আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দিন আমিন
~ copy

13/01/2023

টাকা , খুব ছোট শব্দ
অথচ এই ছোট শব্দটার প্রভাবে
এতটাই বেশি যে এর
অভাবে হলে দেখা যায়
হাহাকার আর বেশি হলে দেখা যায়
অহংকার

06/01/2023

- একমাত্র নিশ্চুপ লোকই তার সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে...🙃

👉 Group 🌼

05/01/2023

ইচ্ছাগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে।লোকের কথায় কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে।

04/01/2023

রাগটা কন্ট্রোল করতে পারলে অনেকের কাছেই ভালো থাকতে পারতাম

শিক্ষণীয় পোস্ট  🌿🥀🌿এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারে...
10/10/2022

শিক্ষণীয় পোস্ট 🌿🥀🌿

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।

স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, 'এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়'।

ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বলল, 'বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে'। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন, 'আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।'

পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগল। সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করল। ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রশংসিত হচ্ছিল তাঁর কাজ।

একদিন ছেলেটির কাকা বলল, 'তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।'

ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই রেখে দিল।

কাকা জিজ্ঞেস করল, 'হারটি এনেছ?' ছেলেটি বলল, 'না কাকা, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার'।

তখন কাকা বলল, 'তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দা সময় বলেই কাকা আমাদের আসল জিনিষকে নকল বলছে'।

আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছ এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছ যা কিছু ভাবছ সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।

জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।

চমৎকার একটি শিক্ষনীয় গল্প।এক কলা বিক্রেতা ৫ টাকা পিছ দরে কলা বিক্রি করছিল। প্রচুর বিক্রি হচ্ছিল। মানুষ নিচ্ছে আর ছিলে ছি...
06/10/2022

চমৎকার একটি শিক্ষনীয় গল্প।

এক কলা বিক্রেতা ৫ টাকা পিছ দরে কলা বিক্রি করছিল। প্রচুর বিক্রি হচ্ছিল। মানুষ নিচ্ছে আর
ছিলে ছিলে খাচ্ছে।

এ দেখে বিক্রেতা ভাবল যদি কলা গুলো ছিলে রাখি তাহলে ক্রেতাদের ছিলতে কষ্ট হবেনা এবং ছিলে দেওয়ার কারনে দাম ও বেশি পাব।

তখন সে কিছু কলা ছিলে তার দাম ধার্য করল
৬ টাকা পিস।
এখন ক্রেতারা এসে দাম জিজ্ঞাসা করলে, সে বলছে এগুলো ৫ টাকা আর ছিলা গুলো ৬ টাকা। ক্রেতারা তখন ৫ টাকা দরের কলা নিয়ে যাচ্ছে।

সে ভাবল যখন কম দামি কলা থাকবে না, তখন দাম বেশি দিয়ে নিয়ে যাবে। এক সময় ৫ টাকার কলা সব শেষ৷

এখন আর কোন ক্রেতা তার কাছে আসে না। তবে প্রচুর মাছি এসে বিনামূল্যে কলা খাচ্ছে আর ভৌঁ ভৌঁ করে উড়ে বেড়াচ্ছে।
এখন সে ভাবল দাম কমালে বিক্রি হবে। সে দাম কমাতে কমাতে ০ টাকাতে চলে এলো, তবুও কেউ নিল না।

দিনের শেষে সেগুলো ড্রেনে ফেলে দিল৷ যে ড্রেন পরিষ্কার করে সে ওই সময় টাকা তুলতে এসেছিল। তার নজরে পড়ে গেল ছিলা কলা গুলো।

সে বলল, ভাই এত আবর্জনা করলে? এ আমি পরিস্কার করতে পারব না। অনেক কথার পর সে কিছু টাকা দিয়ে বলল কিছু মনে করো না পরিষ্কার করে দিও।

বর্তমান যুগের মেয়েদের অবস্থা ঠিক এই রকম। আগের মেয়েরা পর্দা করে চলত তাই তাদের টাকা দিয়ে সম্মানের সাথে নিয়ে যেত।

এখন এরা কলার মত খোলা থেকে দাম বাড়ানোর প্রচেষ্টায় আছে।
দাম তো বাড়ছেই না উপরন্তু কিছু মাছি জাতীয় জন্তু তাদের উপর বসে চুষে খেয়ে উড়ে পালাচ্ছে।

আর এরা নিজেদের দাম বাড়াতে গিয়ে এত কমে যাচ্ছে যে,
এদেরকে লক্ষাধিক টাকা দিয়ে পার করাতে হচ্ছে।

★নারীর মর্যাদা পর্দায় কমে না, বেপর্দায় কমে★
আল্লাহ পাক আমাদের বুঝার তাওফিক
দান করুন।
আমিন

30/09/2022

জীবনের একমাত্র আসল জিনিস হল অপ্রত্যাশিত জিনিস। অন্য সব কিছুই কেবল একটি মায়া।”

কথা কিন্তু সত্যি 🙃🙃
28/09/2022

কথা কিন্তু সত্যি 🙃🙃

🚫 ইরানে দা-জ্জালের অনুসারীদের হিজাব বিরোধী মহা বিদ্রোহ ও দা-জ্জালের আগমন খুব সন্নিকটে -----বিশ্বের অবস্থা খুব ভয়াবহ। হঠা...
24/09/2022

🚫 ইরানে দা-জ্জালের অনুসারীদের হিজাব বিরোধী মহা বিদ্রোহ ও দা-জ্জালের আগমন খুব সন্নিকটে -----

বিশ্বের অবস্থা খুব ভয়াবহ। হঠাৎ করে উত্তাল ইরান। লাখ লাখ নারী শিকল ভেঙে বেরিয়ে গেছে। পুড়িয়ে দেওয়া হচ্ছে হিজাব। অর্ধনগ্ন নাচে আত্মহারা। প্রতিটি রাস্তায় রাস্তায় নারীদের গণ বিস্ফোরণ। হিজাব কে ছিন্নভিন্ন করে নগ্ন দেহ কে প্রতিবাদ স্বরূপ প্রদর্শন করছে। জঘন্য ভাষায় হিজাব কে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। এক ভয়ংকর ম্যাসেজ দিচ্ছে দা-জ্জাল। সারা বিশ্বে যে গোপনে তার অনুসারী তৈরী করে ফেলেছে তার জানান দিচ্ছে দা-জ্জাল। এখন শুধু আত্মপ্রকাশের বাকি।

- ইসহাক ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, আমি আনাস ইবনে মালেক কে বলতে শুনেছি, ইসফাহানের (ইরান) ৭০ হাজার ইহুদী দা-জ্জালের অনুসারী হবে৷ তাদের গায়ে সবুজ রঙের চাদর থাকবে। ( সহীহ মুসলিম ;৪ খন্ড, পৃ, ২২৬৬)

- আয়েশা (রা) বলেন, একদিন রাসূল (স) আমার নিকট আগমন করলেন। আমি তখন বসে কাদছিলাম। আল্লাহর রাসূল (স) আমাকে কান্নার কারণ জিজ্ঞাসা করছিলেন। আমি বললাম হে আল্লাহর রাসূল (স) আমার দা-জ্জালের কথা মনে পড়ে গেছে। তা শুনে রাসূল (স) বলেন আর জীবদ্দশায় যদি সে আত্মপ্রকাশ করে তাহলে তোমার পক্ষে আমিই যথেষ্ট হবো। আর আমার পরে যদি সে আত্মপ্রকাশ করে তাহলে আতংকিত হবার কারণ নেই। কেননা সে মিথ্যাবাদী হতে এতটুকুই যথেষ্ট সে হবে কানা, তোমার রব কানা নয়। সে ইসফাহান (ইরান) থেকে আত্মপ্রকাশ করবে।
(মুসনাদে আহমাদ, খন্ড ৪.পৃ ১৭৫)

- নবী করীম (স) বলেছেন দা-জ্জালের যখন আগমন ঘটবে তখন নারীরা তার নিকট চলে যাবে। আতংকে মুমিন পুরুষ ঘরে গিয়ে তার মা,বোন,চাচি কে শিকল দিয়ে ঘরের খুটিতে বেধে রাখবে।

দা-জ্জালের সিংহভাগ অনুসারী হবে নারী। দা-জ্জাল যেহেতু ইরানের ইসফাহানে আগমন করবে তাই তার সিংহভাগ অনুসারী ইহুদী ও নারী তার পিছনে পিছনে ছুটবে। আজকে ইরানের নারীদের দেখে মনে হচ্ছে প্রতীক্ষিত সেই সময় দ্রুত ঘনিয়ে আসছে। ইরানের নারীরা শিকল ভেঙে এভাবেই বেরিয়ে গেছে। শুধু ইরান নয় সমগ্র মুসলিম বিশ্বের নারীদের অবস্থা একই হবে। যেহেতু ইরানের ইসফাহান হবে তার নারী ও ইহুদী অনুসারীর ঘাটি। তাই ইরানেই এসব ঘটনা এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। সে যে নারীদের হাতের মুঠোয় বন্দি করে ফেলেছে তার জ্বলন্ত প্রমাণ আজকের ইরান৷

চিন্তা করুন দা-জ্জালের ফিতনা কত ভয়ংকর হবে। আয়েশা (রা) স্বয়ং দা-জ্জালের কথা মনে পড়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন।
রাসূল (স) যখন দা-জ্জাল নিয়ে আলোচনা করতেন তখন ভয়ে তার চেহেরা লাল হয়ে যেতো।
আর আজকে আমরা মহা আনন্দে ডুবে আছি।
আল ইন্তিফাদা-----

24/09/2022

Allhamdulilla apnader vlobasay amader page 200 member hoyece apnader osokkho dhonnobad. ASHA Kori amader page ta onk Boro hbe insha'Allah Sobai help korben thanks all members

আলহামদুলিল্লাহ্🥰আবারো কুরআন প্রতিযোগিতায় লাল-সবুজের পতাকা বিশাল বিজয়❤️সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হ...
22/09/2022

আলহামদুলিল্লাহ্🥰
আবারো কুরআন প্রতিযোগিতায় লাল-সবুজের পতাকা বিশাল বিজয়❤️
সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমেদ তাকরীম তৃতীয় স্থান অর্জন করায় তাকে অভিনন্দন।

তুই থাকবি তোর জায়গায় কেউ নিতে পারবে না ♥️❤️
10/09/2022

তুই থাকবি তোর জায়গায় কেউ নিতে পারবে না ♥️❤️

09/09/2022

রোমান্টিক প্রেম একটি মায়া। আমাদের মধ্যে বেশিরভাগই এই সত্যটি কোনও প্রেমের সম্পর্কের শেষে আবিষ্কার করে অথবা অন্যথায় যখন প্রেমের মিষ্টি সংবেদনগুলি আমাদের বিবাহের দিকে পরিচালিত করে এবং তার শিখাকে নষ্ট করে দেয়।”

04/09/2022

প্রানের দেশ বাংলাদেশ ❤️❤️❤️

💝💝
22/07/2022

💝💝

Address

Nageswari
Nageswari
5660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Short Cut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Short Cut:

Videos

Share


Other Digital creator in Nageswari

Show All