হৃদয়ে নাগরপুর

হৃদয়ে নাগরপুর নাগরপুর এর সকল সংবাদ ও ছবি পেতে লাইক দিয়ে পাশে থাকুন।

24/11/2024

🚫🚫"জরুরী ঘোষণা "🚫🚫
আগামীকাল ২৫/১১/২০২৪ ইং রোজ সোমবার সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য নাগরপুর জোনাল অফিসের আওতায় নাগরপুর ও চৌহালী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
অনুরোধক্রমে টাংগাইল পল্লিবিদ্যুৎ সমিতি নাগরপুর জোনাল অফিস নাগরপুর,টাংগাইল।

তাফসীরুল কুরআন মাহফিল, শ্রীবড়টিয়া,মামুদনগর,নাগরপুর।
16/11/2024

তাফসীরুল কুরআন মাহফিল, শ্রীবড়টিয়া,মামুদনগর,নাগরপুর।

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ হাট-বাজারের মেঠো নরসুন্দররালোকেশন: তেবাড়িয়া হাট, নাগরপুর, টাঙ্গাইল ।
23/10/2024

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ হাট-বাজারের মেঠো নরসুন্দররা
লোকেশন: তেবাড়িয়া হাট, নাগরপুর, টাঙ্গাইল ।

আসকে বছরের শেষ সূর্যগ্রহণ । সূর্য গ্রহণ ২০২৪ । ২০২৪ সালের শেষ সূর্যগ্রহণ২০২৪ সালের শেষ সূর্য গ্রহণ পড়ছে ২রা অক্টোবর ২০২...
02/10/2024

আসকে বছরের শেষ সূর্যগ্রহণ । সূর্য গ্রহণ ২০২৪ । ২০২৪ সালের শেষ সূর্যগ্রহণ
২০২৪ সালের শেষ সূর্য গ্রহণ পড়ছে ২রা অক্টোবর ২০২৪। এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ, মানে এই গ্রহনটি যেই এলাকা থেকে দেখা যাবে সেই এলাকায় দিনের বেলায় সাময়িক সময়ের জন্য সুর্যকে আংটির মত দেখা যাবে।

অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণ কালে চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না। তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায়। এই ধরনের বলয় আকৃতির সূর্যগ্রহণকে বলয়গ্ৰাস সূর্যগ্রহণ বলে।

সূর্য গ্রহণ কখন শুরু হবে?
বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে ২রা অক্টোবর রাত ৯ টা ৪৩ মিনিটে । গ্রহণ শেষ হবে ৩রা অক্টোবর রাত ৩ টা ৪৭ মিনিটে। এবং ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে ২রা অক্টোবর রাত ৯ টা ১৩ মিনিটে এবং গ্রহণ শেষ হবে ৩রা অক্টোবর রাত ৩ টা ১৭ মিনিটে।

*সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ সময় রাত ১২ টা ৪৫ মিনিট এবং ভারতীয় সময় রাত ১২ টা ১৫ মিনিট।

সূর্য গ্রহণ কোথায় দেখা যাবে?
এই সময় ভারতীয় উপমহাদেশের দেশ গুলোতে রাত থাকায় ভারত সহ বাংলাদেশ থেকে এই গ্রহনটি দেখা যাবেনা।
অনেকে ভাবতে পারেন রাতের সময় কিভাবে সূর্যগ্রহণ হবে? আসলে পৃথিবীর একপ্রান্তে রাত থাকলে অপর প্রান্তে দিন থাকে, সুতরাং আমাদের দেশে তখন রাত থাকলেও একই সময়, ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা এইসব দেশে দিন থাকবে।

দক্ষিণ আমেরিকা, দক্ষিন পূর্ব প্রশান্ত মহাসাগর, দক্ষিন আটলান্টিক ও এন্টার্কটিকায় দেখা যাবে গ্রহণ টি। ঐ এলাকায় কিছু সময়ের জন্য চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্যের আলো, তখন দিনের বেলায় সূর্যকে আংটির মত দেখা যাবে বলয়গ্রাস পূর্ন সূর্যগ্রহণ এলাকায়।

বাংলাদেশে পূর্ন সূর্য গ্রহণ কবে দেখা যাবে?

বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ন সূর্যগ্রহণ দেখা যাবে আগামী ২১১৪ সালে, মানে আমাদের কপালে এইজনমে আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা হবেনা এইটা প্রায় নিশ্চিত। এছাড়া বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ২১১৮ সালে।

সূর্যগ্রহণ এর সময় করনীয় কি?
সূর্যগ্রহণ এরসময় করনীয় : সূর্যগ্রহণ এর সময় করনীয় বলতে কিছুই নেই, আপনারা স্বাভাবিক সময়ের মতো ঐসময়ও স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। গ্রহণ দেখা ব্যতিত কোন প্রকার সতর্কতার প্রয়োজন নেই। এবং কিছু ইউটিউব চ্যানেলের বলা এই মানতে হবে সেই মানতে হবে এইরকম কোন কিছু বিশ্বাস বা পালন করার নেই।

তবে আমাদের নবী এই সময় বেশি বেশি নফল নামাজ পড়তেন ও প্রচুর দোয়া তওবা করতেন। মুসলিমেরা এইটা করতে পারেন।

আরো দেখুনঃ রাডার ইমেইজ ও এনিমেশন এখানে

চাঁদ সূর্যের গ্রহণ পৃথিবীর জন্য কতটা বিপজ্জনক?
আসলে যখন কোন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সংঘটিত হয়, তখন চাঁদ পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে, তখন এই তিন অবযেক্ট এর প্রবল অভিকর্ষ বলের কারনে গ্রহাণু বেল্ট থেকে কোন উল্কা পৃথিবীর দেকে ধেঁয়ে আসার একটা সম্ভাবনা থাকে। তাই এইসময় পৃথিবীর স্বাভাবিক সময় থেকে কিছুটা বেশি ঝুকিপূর্ণ থাকে।

এইকারণে গ্রহণ চলাকালীন সময়ে বিপদের সম্ভাবনা থাকে, কিন্তু গর্ভবতী মহিলা বা কোন রাশির মানুষের উপর গ্রহন এর কোন প্রভাব নেই। আর আপনারা কখনও খালি চোখে সূর্যগ্রহণ দেখার ভুলেও চেষ্টা করবেন না। কারন ঐসময় সূর্যের অতি বেগুনি রশ্মি তে আপনার চোখের যথেষ্ট ক্ষতি বা চিরস্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

রিপোর্ট: বিডব্লিউওটি।
পোস্ট টি পড়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ।

উপজেলা ভূমি অফিস কর্মকর্তা / কর্মচারীদের নম্বরের তালিকা।
01/10/2024

উপজেলা ভূমি অফিস
কর্মকর্তা / কর্মচারীদের নম্বরের তালিকা।

27/09/2024
10/09/2024

বর্তমানে লোডশেডিং এর মূল কারণ:

দেশে ১৫০ টা পাওয়ার প্ল্যান্টের ৪৩ টা প্ল্যান্ট সম্পূর্ণ বন্ধ দেখাচ্ছে। যার দরুন বর্তমান জেনেরেশন সক্ষমতা ২৬৯৪৭ মেগাওয়াট হলেও পিক আওয়ার জেনেরেশন ১৪৩৮৯ মেগাওয়াট। এসব প্ল্যান্ট বন্ধের মূল কারণ সেগুলো আইপিপি অথবা কুইক রেন্টাল ছিল এবং চুক্তির মেয়াদ শেষ, তাছাড়াও আছে ডিজেলের অপ্রাপ্যতা, গ্যাসের যোগান না থাকা৷
ইম্পোর্টেট পাওয়ারের ক্ষেত্রে আদানির একটা ইউনিট থেকে কোনো রকম পাওয়ার আসতেছে না৷
[(ক) ২১ টা প্ল্যান্টের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বন্ধ আছে৷
(খ) ইঞ্জিনের সমস্যা জনিত কারণে ২২ টা প্ল্যান্ট (পার্শিয়াল লোডে চলতেছে)।
(গ) আন্ডার মেইনটেনেন্সে আছে ৮ টা
(ঘ) গ্যাস শর্টেজে ২৩ টা প্ল্যান্ট যার মধ্যে ৯ টা পার্শিয়াল লোডে চলতেছে আর ১৪ টা বন্ধ সম্পূর্ণ।
(ঙ) ২৮ টা প্ল্যান্ট ফুয়েল শর্টেজ দেখাচ্ছে যাদের ২৬ টা প্ল্যান্ট পার্শ্বিয়াল লোডে চলতেছে আর ২ টা সম্পূর্ণ বন্ধ।
(চ) তাছাড়াও আরও ৬ টা প্ল্যান্ট বিভিন্ন কারণে বন্ধ।

10/09/2024

অথচ ২ মাস আগেও গ্যাসের সংকট ছিল, অন্যান্য প্ল্যান্টগুলো চালু ছিল, নিয়মিত মনিটরিং হতো সার্বিক অবস্থা। আর শহরে গ্রামে বৈষম্য না করে যেখানে দরকার সেখানে লোড শেড হতো।

এখন উপজেলা ও গ্রাম এলাকার পরিস্থিতি অস্বাভাবিক। রাতেও যাচ্ছে বিদ্যুৎ। সারাদেশে লুটপাট, ডাকাতি আর ছিনতাই - এর মধ্যে বিদ্যুৎ না থাকায় জনমনে ভীষণ আতঙ্ক বিরাজ করছে।

12/07/2024

"জরুরী ঘোষণা "
আগামীকাল ১৩/০৭/২০২৪ইং শনিবার টাংগাইল আরিচা রোডের বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত নাগরপুর জোনাল অফিসের আওতায় নাগরপুর ও চৌহালী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
অনুরোধক্রমে ডি,জি,এম নাগরপুর।

অবশেষে টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা লাউহাটী গ্রামে দেখা পাওয়া গেল রাসেল ভাইপার।। আর এই সাপটি মেরেছে হালিম জাহিদ ওবি ওলি।
21/06/2024

অবশেষে টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা লাউহাটী গ্রামে দেখা পাওয়া গেল রাসেল ভাইপার।। আর এই সাপটি মেরেছে হালিম জাহিদ ওবি ওলি।

আমরা সফল
29/05/2024

আমরা সফল

29/05/2024

আপনার ভোট কেন্দ্রের নির্বাচনী ফলাফল কমেন্ট করুন।

নাগরপুর উপজেলা নির্বাচন ২০২৪ ইং ;

29/05/2024

ধন্যবাদ নাগরপুর বাসিন্দাদের।
আনারস বিপুল ভোট এ জয় হবে ইনশাআল্লাহ।
আগেই কইছিলাম,ব্যালোটের মাধ্যমে মানুষের ক্ষোভ প্রকাশ পেয়েছে

আগামীকাল ২৫ মে শনিবার সকাল ৭:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
24/05/2024

আগামীকাল ২৫ মে শনিবার সকাল ৭:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

20/05/2024

গতকাল সন্ধায় মাগরিবের সময় ঐতিহ্যবাহী উপেন্দ্র সরোবর - দিঘীর দক্ষিন পাড় থেকে দুই বাড়ির দুইটা টিউবয়েল এবং পূর্ব পাশ থেকে মোটরের একটা টিউবয়েল চুরি হয়েছে গতকাল রাতেও মেশিনের পাম্প সহ তিনটা টিউবয়েল চুরি হয়েছে।এছাড়া নাগরপুর কবরস্থানের দুইটা টিউবয়েল এবং গার্লস স্কুলের টিউবয়েল এছাড়া কাঠুরী এতিমখানার ব্যাটারি সহ প্রায় ১৫ টি টিউবয়েল চুরি হয়েছে।এগুলো স্থানীয় এবং প্রত্যেক এলাকার নেশাখোর দের মাধ্যমে এসব কাজ হচ্ছে প্রত্যেক এলাকায় তাদের অঙ্গ এবং সংগঠন আছে।নিজের জিনিস পত্র সাবধানে রাখুন।সবাই সর্তক থাকুন ও সাবধান হন।

Address

Nagarpur, Tangail
Nagarpur
1935

Telephone

01534658012

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয়ে নাগরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হৃদয়ে নাগরপুর:

Share

Category