Saiful Arefeen

Saiful Arefeen রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন,✨
🌿"প্রচার কর যদি একটি মাত্র আয়াতও হয়"📖
[📚বোখারী শরীফ- ৩৪৬১💛]
(8)

শাইখ আব্দুল মুহসিন আল-আব্বাদ (হাফি.) বলেন—"স্ত্রীকে জানতে হবে যে, তার স্বামীর প্রতি আনুগত্য কোনো দাসত্ব নয়, বরং এটি আল্ল...
24/12/2024

শাইখ আব্দুল মুহসিন আল-আব্বাদ (হাফি.) বলেন—

"স্ত্রীকে জানতে হবে যে, তার স্বামীর প্রতি আনুগত্য কোনো দাসত্ব নয়, বরং এটি আল্লাহর প্রতি আনুগত্যের একটি অংশ।”

[ফাতাওয়া আব্দুল মুহসিন আল-আব্বাদ, পৃষ্ঠা: ১২০]

16/12/2024

রাসূল ﷺ কে একবার আবু জাহেল বলেছিল, ‘মুহাম্মদ তুমি বড়ই কুৎসিত।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

হযরত ওমর (রা.) প্রতিবাদ করে বললেন, ‘আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

হযরত আবু বকর (রা.) বললেন, ‘রাসূল ﷺ , আপনি দুজনকেই বললেন ঠিক বলেছো - এর অর্থ কি?’

রাসূল ﷺ বললেন ‘মানুষ যখন কিছু দেখে, তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়!’ অর্থ্যাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে! যে নিজে যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়!

-সুবহানআল্লাহ্! ❤️❤️

10/12/2024

আলহামদুলিল্লাহ

07/12/2024

ইনশাআল্লাহ আর মাত্র একদিন
good bye Bangladesh ✈️😅

05/12/2024

- মনে রাখবেন! একজন সাহসী ব্যাক্তির চেহারা, কাপুরুষের তরবারির চেয়েও ভয়ংকর।⚔️⚠️

- আরতুগ্রুল ❤️

ইবনে শায়খুল হাদিসের অসুস্থতার খবর নিতেহসপিটালে আমীরে জামায়াত!আল্লাহ তা'আলা হযরত'কে দ্রুত সুস্থতা দান করুক।🥲
03/12/2024

ইবনে শায়খুল হাদিসের অসুস্থতার খবর নিতে
হসপিটালে আমীরে জামায়াত!

আল্লাহ তা'আলা হযরত'কে দ্রুত সুস্থতা দান করুক।🥲

আর্তুগ্রুল গাজী (রহ.) এর জীবনী নিয়ে তৈরি করা ১৫০ ভলিউমের একটি সিরিজ দিরিলিস আর্তুগ্রুল। গল্পের খাতিরে যদিও কিছু কিছু পরি...
02/12/2024

আর্তুগ্রুল গাজী (রহ.) এর জীবনী নিয়ে তৈরি করা ১৫০ ভলিউমের একটি সিরিজ দিরিলিস আর্তুগ্রুল।

গল্পের খাতিরে যদিও কিছু কিছু পরিবর্তন করা হয়েছে। তবুও তো ইতিহাস সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

কি নেই এ সিরিজে!
মায়া,মহব্বত, আবেগ,রাগ, অভিমান,ষড়যন্ত্র, কলা-কৌশল, টেনশন,বিনোদন গাদ্দারী,অফাদারী,মারামারি, হারানোর বেদনা, পাওয়ার আনন্দ,এক কথায় সব আছে সব।

হ্যাঁ, একটা জিনিস নেই।
আর সেটা হলো-নগ্নতা বা অশ্লিলতা।অশ্লিলতার রেশ মাত্র নেই

এর থেকে শেখারও কিছু আছে-

➤১/ লক্ষ্য ও চেষ্টা অটুট থাকলে যাযাবর কবিলা থেকে উঠে এসেও সম্রাজ্য প্রতিষ্ঠা করা যায়

➤২/ আমার জন্য জীবন দিতে পারে এমন মানুষের কাছেও সব কথা বলা যাবে না।

➤৩/ কিছু কথা সময় মতো বলতে হয়,সময়ের এক মিনিট আগেও না।

➤৪/ প্রচন্ড ধৈর্য ছাড়া সফলতার চেহারা থেকে নিকাব সরানো যায় না।

➤৫/ দুশমন এর চাইতে কয়েকগুণ বেশি ক্ষতি করে আমাদের আশেপাশে থাকা বন্ধুরূপী কিছু বিশ্বাসঘাতক।

➤৬/ বিপদে ভেঙে পড়তে নেই।বিপদ যত বড়ই হোক,তাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।
➤৭/পরিকল্পনা ব্যর্থ হলে পরিকল্পনা পরিবর্তন করতে হবে, লক্ষ্য পরিবর্তন করা যাবে না।
Saiful Arefeen

29/11/2024
22/11/2024

জুম'আ রিমাইন্ডার..

→ সূরা কাহাফ পড়া
→ বেশি বেশি দরূদ পাঠ করা
→ বেশি বেশি দোয়া করা
→ উত্তমরুপে গোসল, সুগন্ধি ও উত্তম পোশাক পরিধান করা।

প্রিয়তমা_আমি চাই আমাদের ভালবাসাগুলো সুন্নাহ হোক!যেমনটা ছিল প্রাণের নবী সঃ ও আম্মাজান আয়েশা রাঃ এর ভালোবাসা!আপনিও মাংস ...
20/11/2024

প্রিয়তমা_
আমি চাই আমাদের ভালবাসাগুলো সুন্নাহ হোক!
যেমনটা ছিল প্রাণের নবী সঃ ও আম্মাজান আয়েশা রাঃ এর ভালোবাসা!
আপনিও মাংস খেয়ে হাড় গুলো আমাকে দিবেন_
আমি আপনার খাওয়া জায়গা থেকে খাব!
আপনি পানি পান করলে গ্লাসে অবশিষ্ট রাখবেন_
আমি আপনার মুখ লাগানোর স্থানে মুখ লাগিয়ে পানি পান করব!
কখনো কখনো আপনার কোলে মাথা রাখবো_
আপনি চুলের মধ্যে আঙ্গুল বুলিয়ে দেবেন।
মাঝরাতে ঘুমের ঘোরে হঠাৎ যদি আমাকে পাশে না পান_
তবে মন্দ ধারণা করবেন না!
আমাকে আপনি তাহাজ্জুদের জায়নামাজে খুঁজে নেবেন।
আমি তাহাজ্জুদের জায়নামাজে থাকবো,
পর নারীর কাছে নয়!!
ইন_শা_আল্লাহ ।
আর যদি আপনি উঠে দেখেন আমি ঘুমিয়ে আছি_
তাহলে আমাকে ডেকে তুলে মেসওয়াক ধরিয়ে দেবেন।
আমি দু'রাকাত সালাত শেষে আপনার আমার কল্যাণের জন্য দোয়া করব।।
আপনি বেশি বেশি অভিমান করবেন_
যেন আমি আয়েশা বলে বারবার ডাকতে পারি!
যেন আমিও হুমায়রা পাখি বলে_
কাছে ডাকতে পারি।
আপনি আমাকে বন্ধু ভাববেন।
আমাকে মাঝে মাঝে নাম ধরে ডাকবেন খুশি হবো।
আমাকে কখনো ভয় পাবেন না তবে সম্মান করবেন।
আমাকে আপনার সব থেকে কাছের মনে করবেন হৃদয়ের একাংশ!!
মনে রাখবেন আপনি আমার হুমায়রা পাখি_
আমার প্রিয়তমা আয়েশা।।
©️ সংগৃহীত
Saiful Arefeen

দিনশেষে আমারও একজন ব্যক্তিগত মানুষ থাকুক-যাকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হবে-যে আমার থেকেও আমাকে বেশি ভালো বুঝবে-মন খা...
18/11/2024

দিনশেষে আমারও একজন ব্যক্তিগত মানুষ থাকুক-
যাকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হবে-
যে আমার থেকেও আমাকে বেশি ভালো বুঝবে-
মন খারাপ কিংবা মন ভালোতে সব সময় পাশে থাকবে-
দিন শেষে আমারও একজন থাকুক, যার কাছে আমার প্রশান্তি মিলবে।
যার কাছে নির্দ্বিধায় সবকিছুই বলা যাবে।
সে শুধু সব সময় নয় বরং দুঃসময়ও সঙ্গী হবে-
যার সাথে কারণে-অকারণে অভিমান করা হবে-
এমন একজন মানুষ থাকুক যে ভুল করলে কখনো ছেড়ে যাবে না।
বরং পাশে থেকে ভুলগুলো শুধরে নিবে।
দিনশেষে এমন একজন মানুষ আমারও থাকুক-
যার কথা আমাকে আল্লাহ ও তার নবী (সঃ) কে ভালবাসতে শেখাবে।
দিন শেষে আমারও একজন ব্যক্তিগত মানুষ থাকুক। যার ভালবাসা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে।।।।
Saiful Arefeen

🥺🥺
13/11/2024

🥺🥺

শুক্রুবার জুমুআতে করণীয়..
08/11/2024

শুক্রুবার জুমুআতে করণীয়..

28/10/2024

হারাম সম্পর্কের করুণ পরিণতি!

তুমি পর্দা করে চোখ গুলোকে নজরকাড়া করে সাজিয়ে প্রোফাইলে, কভারে দিচ্ছো, স্টোরিতেও দিচ্ছো সাথে আবার মিউজিক এড করে!আবার সে...
10/09/2024

তুমি পর্দা করে চোখ গুলোকে নজরকাড়া করে সাজিয়ে প্রোফাইলে, কভারে দিচ্ছো, স্টোরিতেও দিচ্ছো সাথে আবার মিউজিক এড করে!

আবার সেই তুমিই কিনা স্ট্যাটাস দিচ্ছো; আমি নারী আমাকে জানতে এসো না, ফেতনায় পড়ে যাবে!

ব্যাপারটা এমন হয়ে গেলো না?ঘরের দামি জিনিস পত্র উন্মুক্ত রেখে, দরজা-জানালা খোলা রেখে চোর'দের ডেকে ডেকে বলছো; চোর, তোরা চুরি করিস না!

 বিয়ের পর প্রথম রাতেই সে তার প্রিয়তমা নববধুকে বললো, খুব শীঘ্রি আমি তোমাকে নিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করবো ইনশাআল্লাহ।স্ত্রী...
03/09/2024



বিয়ের পর প্রথম রাতেই সে তার প্রিয়তমা নববধুকে বললো, খুব শীঘ্রি আমি তোমাকে নিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করবো ইনশাআল্লাহ।
স্ত্রী মুচকি হেসে বললো, অবশ্যই ইনশাআল্লাহ! আমরা একসাথে তাওয়াফ করবো।
অবশেষে তারা হজ্জব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করলো। এবং তাওয়াফ চলাকালীন স্ত্রী তার স্বামীকে বললো, আমাকে এক মিনিট সময় দাও! এক মিনিট পরেই আমি ফিরে আসছি। আমি কী করছি তা দেখার জন্য তুমি আমার দিকে তাকাবেনা।ঠিক আছে? স্বামী সায় দিল।
স্বামী রাজি হওয়ার পর সে দ্রুত স্থান ত্যাগ করে কোন একটা ফকির খুঁজতে লাগলো।কিছুক্ষণ পরে একটা ফকিরের দেখা পেল। তৎক্ষণাৎ ফকিরকে কিছু সদকা করল এবং দু'চোখের অশ্রু ছেড়ে দিয়ে মনে মনে দুআ করলো, হে আমার দয়াময় আল্লাহ! তুমি আমাকে এমন এক স্বামী দিয়ে সম্মানিত করলে যে বাসর রাতেও তোমাকে ভোলেনি। তোমার কাছে আমার প্রার্থনা আমাদের মাঝে কখনো বিচ্ছেদ ঘটিয়ে দিওনা। আমাদের জীবনকে সৌভাগ্যমণ্ডিত,স
াফল্যময় এবং নিষ্কলুষ ভালোবাসাময় করো। আমরা যেন সর্বদা তোমার অনুগত থাকি সেই তওফীক দিও। আমাদেরকে সকল প্রকার হিংসা এবং অনিষ্ট থেকে রক্ষা করো হে আল্লাহ!
দুআ শেষ করে আগের জায়গায় এসে দেখে তার স্বামী নেই। হায় একি হলো!?
সে তার প্রিয় স্বামীকে খুঁজতে লাগলো। না, কোথাও তার দেখা মিলছেনা। কোথায় গেল সে?
দীর্ঘক্ষণ তালাশ করার পর সে দেখতে পেল তার স্বামীও একটি ফকিরকে সদকা করছে । সে দৌড়ে ছুটে গিয়ে বললো,তুমি এখানে কী করছো? আমি তো তোমাকে খুঁজে খুঁজে হয়রান।
স্বামী বললো, তুমি তো বলেছিলে এক মিনিট পরেই ফিরে আসবে। এক মিনিট পর আমি তোমার দিকে তাকিয়ে তোমাকে আর পেলাম না। দীর্ঘক্ষণ তালাশ করার পর এই ফকিরকে পেলাম। এবং তাকে কিছু সদকা করে আল্লাহর কাছে দুআ করেছি, তিনি যেন তোমাকে আমার কাছে ফিরিয়ে দেন।
আহ! সেই স্বামী-স্ত্রীর ভালোবাসা এবং মুহাব্বত কতইনা উত্তম এবং নির্মল মুহাব্বত এবং ভালোবাসা! যা কেবলই আল্লাহর জন্য হয়।
অবশেষে ,দুয়া করি যারা বিয়ে করিনি, আল্লাহ যেনো তাদেরকে এমন পূত পবিত্র স্বামী/স্ত্রী দান করেন। যার গুণাবলী আল্লাহ তায়ালা কোরআন শরীফে নিজ ভাষায় ব্যক্ত করেছেন।
ﻣُﺴْﻠِﻤَﺎﺕٍ ﻣُّﺆْﻣِﻨَﺎﺕٍ ﻗَﺎﻧِﺘَﺎﺕٍ ﺗَﺎﺋِﺒَﺎﺕٍ ﻋَﺎﺑِﺪَﺍﺕٍ ﺳَﺎﺋِﺤَﺎﺕٍ ﺛَﻴِّﺒَﺎﺕٍ ﻭَﺃَﺑْﻜَﺎﺭًﺍ .
এবং অশ্লীল স্ত্রী থেকে হেফাজত করুক আমীন।

লেখা আলেমা মোছাঃহাদিয়া দিনিয়াস সুলতানা।

Address

Nabinagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saiful Arefeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share