ইনবক্সে - ïñbôx

ইনবক্সে - ïñbôx মনে ভাষা গুলো প্রকাশ করি…!!

28/11/2024

"চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা আল্লাহর সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও কারণ সেটা তো তোমার সৃষ্টি…!!❤️‍🩹🌺

25/11/2024

"আপনি খুব সুন্দর নিজের যত্ন নিন অন্যের জন্য নিজের মস্তিষ্কের কষ্ট দিবেন না…!! 🤝💜🦋

25/11/2024

"সারা জীবন মানুষরে বুঝাইলাম অথচ
শেষে এসে দেখে আমি নিজেই অবুঝ..!🙂💔

কি একটা অবস্থা 🥺💔
23/11/2024

কি একটা অবস্থা 🥺💔

20/11/2024

আপনি যাকে ভালোবাসেন তাকে স্মরণ করেন, কিন্তু সে যে আপনাকে স্মরণ করে তার কোন নিশ্চয়তা নেই। আপনার এত ভালোবাসা এত স্মৃতিকারতা সব বৃথা যেতে পারে!

কিন্তু আল্লাহ তায়ালা বলেন তুমি আমাকে স্মর'ণ করো! আমি তোমাকে স্মরণ করবো…!!🖤🌺

19/11/2024

ধর্ষিত হওয়া নারী ও একদিন নিজেকে গুছিয়ে নিতে পারে!

কিন্তু মস্তিষ্ক ধর্ষণ হওয়া পুরুষ কোনোদিন নিজেকে গুছিয়ে নিতে পারে না..!!

(That is the truth)

19/11/2024

"মনে রাখবেন, কর্মফল খুব ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন..!!💔🌺

16/11/2024

"কি তুমি না বলছিলা?২০২৪ এর শুরুতে; এই বছর এ সব চেঞ্জ করে ফেলবা!

তুমি না নিজেকে কথা দিছিলা; তা এখন; বলো কেমন কাটলো তোমার ২০২৪?🙂❤️‍🩹

16/11/2024

আমার মত্রে এক নারীতে আসক্ত বা এক পুরুষে আসক্ত বলতে কিছু হয় নাহ!! সব কিছু Hormones এর কারনে হয়!! সময়ের পরিবর্তনে অন্য কাউ কে

ভালো লাগবে, কিন্তু আপনার বিবেক আপনাকে বাধা দিবে যে আপনি এক জন, কে ভালোবাসেন আপনি তার সাথে বেইমানি করতে পারবেন নাহ!!🥲❤️‍🩹

15/11/2024

"জীবনে কতরকম মানুষের সাথে পরিচয় হলো। আবার কত মানুষের চেহারা টাও ভুলে গেছি। যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে; সে ততটুকু রাস্তাই আমার সাথে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না। কারণ চির বাস্তব হলো- মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই..!"

কে চলে গেলো; কেনো চলে গেলো, এসব কারণ আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি এবং মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক। আমিই কারো শেষ গন্তব্য হবো এটা জরুরী না..!!🙂💔

15/11/2024

"আমার পৃথিবীর সমস্ত মধ্যাকর্ষণ শক্তিই তুমি, তাই তো তোমাকে কেন্দ্র করেই আমার এই অবিরাম ঘুরে চলা, ম্যাডাম…!!🥹❤️‍🩹

15/11/2024

শরীরে স্পর্শ নয়…??

"শরীরে স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন কে স্পর্শ করাকেই ভালোবাসা বলে…!!❤️‍🩹🌺

14/11/2024

আকাশ চুম্বি ভালোবাইসাও- তোমার প্রিয় মানুষ হইতে না পারার আক্ষেপটা থেকে যাবে আমার শেষ নিশ্বাস পর্যন্ত!

14/11/2024

"নিজের ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসছে এটা দেখার মতো জঘন্য অনুভূতি আর কোনোটা হতে পারে না…!!🙂💔

13/11/2024

আমার কাছে ব্যবহার টা গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে কথা বলছে আচরণ করছে, তার কথার টোন কখন কিরকম এসব খুব বিবেচনা করি আমি।

ব্যবহার যদি ভালো না হয়- আপনি যত বড় কিছুই হোন, আমার চোখে আপনি নি'ম্নমানের মানুষ। আপনার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না।

আমি সেসব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, যারা নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে। উশৃংখল স্বভাবের মানুষ থেকে আমি প্রতিনিয়ত দূরত্ব বজায় রাখি।🌸

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!২. ম্য...
03/04/2024

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!
২. ম্যাডাম, একটা কথা বলবো? অনেকদিন থেকে ভাবছি! কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর। কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়েছে। এত্ত সুন্দর। জাস্ট অসাধারণ লাগে!
৩. মন খারাপ কেন ভাবী? ঝগড়া টগড়া করলো নাকি? আপনার মতো এ রকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না!
৪. একটা কথা বলি আপু! কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত্ত সুন্দর! কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও এরকম। টানা ২৪ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না!
৫. আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না, বলে দিচ্ছি। হুঁ! দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি? না, আর না!
৬. একটা কথা বলবো? নীল শাড়ীতে আপনাকে দারুণ মানিয়েছে! না না, তেল দিচ্ছি না, সত্যি বলছি! সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে!
৭. জন্মদিনে এবার কি কি করলেন আপনারা?
আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত!!!!
কি যে বলেন! আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষ্যে এক সপ্তাহের ছুটি নিতাম! হাসবেন না, সিরিয়াসলি!

-----------------------------------------------

বিঃ দ্রঃ - অবিশ্বাস্য হলেও সত্য, কিছু কিছু মানুষ আছে, নিজের অফিসের কলিগ,পাশের বাসার ভাবী, কিংবা বন্ধুর বউ,পরিচিত আপু ম্যাডামদের সাথে এভাবেই কথা বলে। আপাতদৃষ্টিতে এগুলো "জাস্ট প্রশংসাবাক্য"। এর গভীরে যে কত বড় লাম্পট্য, আর অসৎ কামনা লুকিয়ে আছে, খেয়াল না করলে বুঝার উপায় নেই। যারা এগুলো করে, এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যেই করে! এদের স্বভাবই হলো ফ্লার্ট করে নিজের বশে আনা!
খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্লার্ট করে। সে সংখ্যাটাও কম না!! যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনাও করেন নি। মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তুু স্বামীকে অনেক ভালোবাসেন। পর পুরুষের মুখে নিজের এত্ত সুন্দর প্রশংসা শুনে, "আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম" কথাটা শুনে সেই মহিলাও ভাবেন, এই স্বামী আমাকে বঞ্চিত করছে, নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি!
যে মহিলা একটা সুখের সংসারে আছেন, বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী ব্যাস্ততার মাঝে কোনো কিছুর অভাবই বোধ করেন না, সে মহিলাও যখন বাইরের কারো কাছে নিজের কপালের তিলের এত্ত প্রশংসা শুনেন তখন তার মনে হতে পারে, "ওর সাথে এত্তদিন সংসার করলাম, ও তো একটা দিনের জন্যেও এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না!" নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের প্রশংসা শুনে মহিলা, বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন। ভাবতে থাকেন, হ্যাঁ, আমি তো সুন্দরই। আর ওই পুরুষটাই আমার এ সৌন্দর্যের মূল্যায়ন করলো!
হ্যা, এভাবেই শুরু হয় দাম্পত্য কলহ যা পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক বা পরকীয়া বা ঘর ভাংগার মত ক্ষতির কাজ। তথা কথিত একটা "ইনোসেন্ট প্রশংসা"ই ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে, একটা পরিবারকে! যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় গলে যাবেন না। বরং এদের এড়িয়ে চলুন। প্রশংসা শুনতে সবারই ভাল লাগে। এভোয়েড না করলে, ধীরে ধীরে এদের ফাঁদে একদিন পড়বেনই। তাই এই মানুষ রুপী কুকুর হইতে সাবধান।
💗💗💗লেখা:তামিম সরকার তালহা...! 💗

#বহুরূপী #মুখোশ #ধারী #মানুষ #রুপী #কুকুর

Collected

29/03/2024

বিয়ে করে হালাল করে নিবেন... সেই নিয়তে প্রেম করছেন..? রাতে তার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লেন! সেদিন ছিল আপনার জীবনের শেষ ঘুম..ভোর হলো আপনি আর উঠলেন না..তাওবা করার সুযোগ পেলেন না.. হালাল করে নেওয়ারও সুযোগ হলো না..

একবার চিন্তা করুন তো রবের সামনে হারাম সম্পর্ক নিয়ে দাঁড়ালেন.. প্রিয় ভাই/বোন যেখানে আপনি জানেন না কয়দিন বাঁচবেন সেখানে পরে হালাল করে নিবেন চিন্তা করেন কিভাবে?? আল্লাহ তা'আলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন

ইসলামিক_হাদিস

সংগ্রহীত

12/03/2024

💝🌺

Address

Nabinagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনবক্সে - ïñbôx posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies