19/11/2025
সাপ্লাই চেইন পেশাজীবীদের অনেকেই এক্সপেনসিভ প্রফেশনাল কোর্স করেছেন, ভাল তত্ত্ব জানেন, টার্ম জানেন—কিন্তু বাস্তবে পুরো সাপ্লাই চেইনকে একসাথে সমন্বিতভাবে পরিচালনা করতে গিয়ে আটকে যান। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখানেই: সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন! কোথায় থেকে শুরু করবেন, আর কোথায় গিয়ে কাজটা শেষ হবে—এটা পরিষ্কার থাকে না।
ফলাফল?
থিউরিটিক্যল জ্ঞান থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল আসে না। কারণ তত্ত্ব জানা আছে সেই তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করার দক্ষতা তৈরি হয়নি। আর এখানেই তৈরি হয় সবচেয়ে বড় স্কিল গ্যাপ।
এই গ্যাপ দূর করতেই 𝐋𝐈𝐒𝐂𝐎 (𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐞 𝐟𝐨𝐫 𝐒𝐮𝐩𝐩𝐥𝐲 𝐂𝐡𝐚𝐢𝐧 𝐎𝐩𝐭𝐢𝐦𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧) নিয়ে আসছে *𝐈𝐧𝐭𝐞𝐠𝐫𝐚𝐭𝐞𝐝 𝐒𝐂𝐌 𝐰𝐢𝐭𝐡 𝐄𝐱𝐜𝐞𝐥*—একটি সম্পূর্ণ হাতে-কলমে প্রশিক্ষণ, যেখানে ২০ বছরের বেশি অভিজ্ঞতার আলোকে শেখানো হবে কিভাবে এক্সেলে ইন্টিগ্রেশন করে সাপ্লাই চেইন অপটিমাইজ করা যায়, শেখানো হবে বাস্তব উদাহরণ ও বাস্তব ডেটার ভিত্তিতে বাস্তব সমস্যার সমাধান।
যদি Excel-এ ভালো দক্ষতা থাকে এবং সাপ্লাই চেইন প্রসেস স্পষ্টভাবে জানা থাকে, তাহলে Sales অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেশন করে খুব সহজেই সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করা যায়।
আপনার প্রতিষ্ঠানে ERP বা কোনো সফটওয়্যার না থাকে আর Excel ভিত্তিক স্মুথ সাপ্লাই চেইন অপারেশন চালাতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য।
এই কোর্সে স্বল্প খরচে আপনি জানবেন—
১. পুরো প্রতিষ্ঠানের স্টক কীভাবে নিয়মিত মনিটর করতে হয়,
২. সেলস ডিমান্ড অনুযায়ী রিক্যুইজিশন তৈরির পদ্ধতি,
৩. ডাইনামিক রোলিং সেলস ফোরকাস্ট করার কৌশল,
৪. কার্যকর প্রোডাকশন প্ল্যান তৈরির কৌশল,
৫. সঠিকভাবে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্লানিং (MRP) করার কৌশল,
৬. অটো রি-অডার সেট-আপের মাধ্যমে অপটিমাম স্টক নিশ্চিত করার পদ্ধতি,
৭. আর সর্বোপরি —একটি ড্যাশবোর্ডে প্রতিষ্ঠানের পুরো বিজনেস অবস্থা দৃশ্যমান করার উপায়।
এসবই শিখবেন হাতে-কলমে কেস স্টাডি, ডেটাসেট, ক্যালকুলেশন এবং বাস্তব সিচুয়েশনের মাধ্যমে। এতে আপনার সিদ্ধান্ত নেয়ার আত্মবিশ্বাস বাড়বে, কাজের মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
যারা সত্যিকারের স্কিল বাড়াতে চান, ক্যারিয়ারে পরিবর্তন আনতে চান—LISCO তাদের জন্য।
এখানে শেখা মানে শুধু সার্টিফিকেট নয়—আসল পারফরম্যান্সে উন্নতি।
এখানে তত্ত্ব থেকে কাজ, আর শিক্ষার্থী থেকে নেতৃত্বে ওঠার পথ তৈরি করা হয়।
LISCO-এর বিশ্বাস:
শুধু শেখা নয়—শেখাকে কাজে লাগানোর দক্ষতা তৈরি করা হয়।
রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন -
http://emdadul.freehostia.com/lisco
সাপ্লাই চেইন ও ইনভেন্টরি সম্পর্কে আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন-
https://chat.whatsapp.com/HQSFJZnHjsuA2hPs2f46FH?mode=wwt