নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

  • Home
  • Bangladesh
  • Nabinagar
  • নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। Nabinagar is an upzilla of Brahmanbaria district.
(2)

19/11/2025

সাপ্লাই চেইন পেশাজীবীদের অনেকেই এক্সপেনসিভ প্রফেশনাল কোর্স করেছেন, ভাল তত্ত্ব জানেন, টার্ম জানেন—কিন্তু বাস্তবে পুরো সাপ্লাই চেইনকে একসাথে সমন্বিতভাবে পরিচালনা করতে গিয়ে আটকে যান। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখানেই: সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন! কোথায় থেকে শুরু করবেন, আর কোথায় গিয়ে কাজটা শেষ হবে—এটা পরিষ্কার থাকে না।

ফলাফল?
থিউরিটিক্যল জ্ঞান থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল আসে না। কারণ তত্ত্ব জানা আছে সেই তত্ত্বকে বাস্তবে প্রয়োগ করার দক্ষতা তৈরি হয়নি। আর এখানেই তৈরি হয় সবচেয়ে বড় স্কিল গ্যাপ।

এই গ্যাপ দূর করতেই 𝐋𝐈𝐒𝐂𝐎 (𝐋𝐞𝐚𝐫𝐧𝐢𝐧𝐠 𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐞 𝐟𝐨𝐫 𝐒𝐮𝐩𝐩𝐥𝐲 𝐂𝐡𝐚𝐢𝐧 𝐎𝐩𝐭𝐢𝐦𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧) নিয়ে আসছে *𝐈𝐧𝐭𝐞𝐠𝐫𝐚𝐭𝐞𝐝 𝐒𝐂𝐌 𝐰𝐢𝐭𝐡 𝐄𝐱𝐜𝐞𝐥*—একটি সম্পূর্ণ হাতে-কলমে প্রশিক্ষণ, যেখানে ২০ বছরের বেশি অভিজ্ঞতার আলোকে শেখানো হবে কিভাবে এক্সেলে ইন্টিগ্রেশন করে সাপ্লাই চেইন অপটিমাইজ করা যায়, শেখানো হবে বাস্তব উদাহরণ ও বাস্তব ডেটার ভিত্তিতে বাস্তব সমস্যার সমাধান।

যদি Excel-এ ভালো দক্ষতা থাকে এবং সাপ্লাই চেইন প্রসেস স্পষ্টভাবে জানা থাকে, তাহলে Sales অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেশন করে খুব সহজেই সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করা যায়।

আপনার প্রতিষ্ঠানে ERP বা কোনো সফটওয়্যার না থাকে আর Excel ভিত্তিক স্মুথ সাপ্লাই চেইন অপারেশন চালাতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য।

এই কোর্সে স্বল্প খরচে আপনি জানবেন—
১. পুরো প্রতিষ্ঠানের স্টক কীভাবে নিয়মিত মনিটর করতে হয়,
২. সেলস ডিমান্ড অনুযায়ী রিক্যুইজিশন তৈরির পদ্ধতি,
৩. ডাইনামিক রোলিং সেলস ফোরকাস্ট করার কৌশল,
৪. কার্যকর প্রোডাকশন প্ল্যান তৈরির কৌশল,
৫. সঠিকভাবে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্লানিং (MRP) করার কৌশল,
৬. অটো রি-অডার সেট-আপের মাধ্যমে অপটিমাম স্টক নিশ্চিত করার পদ্ধতি,
৭. আর সর্বোপরি —একটি ড্যাশবোর্ডে প্রতিষ্ঠানের পুরো বিজনেস অবস্থা দৃশ্যমান করার উপায়।

এসবই শিখবেন হাতে-কলমে কেস স্টাডি, ডেটাসেট, ক্যালকুলেশন এবং বাস্তব সিচুয়েশনের মাধ্যমে। এতে আপনার সিদ্ধান্ত নেয়ার আত্মবিশ্বাস বাড়বে, কাজের মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

যারা সত্যিকারের স্কিল বাড়াতে চান, ক্যারিয়ারে পরিবর্তন আনতে চান—LISCO তাদের জন্য।
এখানে শেখা মানে শুধু সার্টিফিকেট নয়—আসল পারফরম্যান্সে উন্নতি।

এখানে তত্ত্ব থেকে কাজ, আর শিক্ষার্থী থেকে নেতৃত্বে ওঠার পথ তৈরি করা হয়।

LISCO-এর বিশ্বাস:
শুধু শেখা নয়—শেখাকে কাজে লাগানোর দক্ষতা তৈরি করা হয়।

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন -
http://emdadul.freehostia.com/lisco

সাপ্লাই চেইন ও ইনভেন্টরি সম্পর্কে আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন-
https://chat.whatsapp.com/HQSFJZnHjsuA2hPs2f46FH?mode=wwt

30/10/2025

Emdadul SCM refers to Emdadul Huq, a supply chain management professional in Bangladesh who has an MBA, a Post Graduate Diploma in Supply Chain Management (PGDSCM), and training in Lean Six Sigma.

He uses "Emdadul Huq SCM" or "Emdadul Huq Emran" as his professional brand for his work, a personal blog, and online presence, often sharing content and providing professional learning sessions related to supply chain management (SCM), Material Requirement Planning (MRP) and inventory management.

Emdadul Huq's professional background
Education: Holds an MBA from USTC and a Post Graduate Diploma in Supply Chain Management (PGDSCM) from ISCEA.

Certifications: Has certifications in Lean Six Sigma, Inventory Management, and is pursuing a CPIM from APICS.

Experience: Currently works as a Deputy Manager in Supply Chain at Gazi International, a concern of Gazi Group. Previously, he was an Assistant Manager in Commercial & Planning at General Pharmaceuticals Ltd.

Expertise: Has experience in developing commercial, supply chain processes more than 20 years including Plan, Buy, Make, and Deliver.

"Emdadul SCM" as a brand"
Online presence: The name is used for his professional blog, page, and LinkedIn profile.

Purpose: To share knowledge, provide professional learning sessions on topics like SCM and Material Requirement Planning (MRP), and exchange experiences with other professionals.

Emdadul Learning Academy & Emdadul InfoTech Solutions associated with Emdadul Huq, One is an online training and learning platform and another is web-based application platform for business solutions specializing in Supply Chain Management (SCM), Material Requirement Planning (MRP) Inventory Management, Letter of Credits Management, and Excel for Professionals.

20/10/2025

📦ইনভেন্টরি ম্যানেজমেন্টে কাজ করছেন, কিন্তু efficiently ম্যানেজ করতে হিমশিম খাচ্ছেন?

একদিকে কোন প্রোডাক্টের স্টক কমে যাচ্ছে আর অন্যদিকে আরেকটি প্রোডাক্টের অতিরিক্ত স্টক হয়ে যাচ্ছে! ব্যবসার জন্য দুই অবস্থাই ক্ষতিকর- একদিকে বিক্রি থেমে যায়, অন্যদিকে মূলধন আটকে যায় স্টকে।

🔹🔹🔹 মাত্র পাঁচটি ইনভেন্টরি টেকনিকই আপনার এ সমস্যার সমাধান হতে পারে! 🔹🔹🔹

ইনভেন্টরি টেকনিকগুলো জানতে জয়েন করুন আমাদের Short Course on "𝐈𝐧𝐯𝐞𝐧𝐭𝐨𝐫𝐲 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭" Know the best inventory techniques and be the boss of inventory management.

২০ বছরের অভিজ্ঞতা আলোকে কোর্স আউটলাইন তৈরি করা হয়েছে সেই সব প্রফেশনালদের জন্য, যারা স্টক কন্ট্রোলের কার্যকর কৌশল আয়ত্ত করতে চান আর ডেটা ফ্লো-ইন্টিগ্রেশন থেকে শুরু করে অটো-ট্রিগার রিপ্লেনিশমেন্ট সিস্টেমের মাধ্যেমে স্বয়ংক্রিয়ভাবে রিকুইজিশন তৈরি করে আপনার স্টককে রাখতে চান সঠিক ভারসাম্যে।

এই কোর্সে আপনি শিখবেন-
✅ ফোরকাস্টিং ও ডিমান্ড প্ল্যানিং
✅ ইনভেন্টরি অপটিমাইজেশন টেকনিকস
✅ বাস্তব কেস স্টাডি ও ক্যালকুলেশান মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা

কোর্স সম্পন্ন করার পর আপনি জানবেন কিভাবে ইন্টিগ্রেটেড রি-অর্ডার সিস্টেম সেট করে স্বয়ংক্রিয়ভাবে রিকুইজিশন জেনারেট করা যায়, যা স্টক ঘাটতি ও অতিরিক্ততা দুটোই কমিয়ে স্টককে রাখবে অপ্টিমাম লেভেলে।

🛠 ইনভেন্টরি ম্যানেজমেন্টের বেস্ট টেকনিকগুলো জানুন আর হয়ে উঠুন ইনভেন্টরি ম্যানেজমেন্টের 𝐁𝐨𝐬𝐬!

💻Online Class: One Month 4 Classes
⏱ Every Friday- 8PM-9.20PM
💰Course Fee: BDT- 2000/-

🗓️ সিট লিমিটেড তাই রেজিস্ট্রেশন করুন এখনই:
Link- http://emdadul.freehostia.com/training/register-inventory.php
🎓কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

📘 বিস্তারিত কোর্স কনটেন্ট পেতে ভিজিট করুন: http://emdadul.freehostia.com/training/inventory.php
💬 কোর্সের আপডেট পেতে WhatsApp গ্রুপে যোগ দিন: https://chat.whatsapp.com/HQSFJZnHjsuA2hPs2f46FH

09/10/2025

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী মোঃ ওয়াজেদ উল্লাহ স্যার স্কয়ার হাসপাতালে সিসিইউ-তে চিকিৎসাধীন আছেন।
সকলে দোয়া করবেন, মহান আল্লাহ তায়ালা যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন।

20 বছর কাজের অভিজ্ঞতার আলোকে অনেক পর্যালোচনা করার পর Emdadul Huq SCM নিয়ে এলো এক মাসের বিশেষ Short Course on "Inventory...
05/10/2025

20 বছর কাজের অভিজ্ঞতার আলোকে অনেক পর্যালোচনা করার পর Emdadul Huq SCM নিয়ে এলো এক মাসের বিশেষ Short Course on "Inventory Management" কোর্সটি আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে। কোর্স ডিউরেশান একমাস, ক্লাস- চারটি। ক্লাস হবে গুগল মিট বা জুম-এ। প্রতিটি ক্লাসের সময়সীমা- ১ ঘণ্টা ২০ মিনিট।

ক্লাসের সময়সূচি:
⏰ রাত ৮:০০টা
📅 প্রতি শুক্রবার।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: 30 অক্টোবর, ২০২৫।
সিট সংখ্যা: ২০ জন।

অনলাইনে লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন লিংক - http://emdadul.freehostia.com/training/register-inventory.php

এই কোর্সে Inventory Management-এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শেখানো হবে, ইনশাআল্লাহ। আরো জানতে ভিজিট করুন- http://emdadul.freehostia.com/training

✅ আপনার আসন নিশ্চিত করতে এখনই রেজিস্ট্রেশন করুন । এবং কোর্সের বিষয়ে আপডেট থাকতে আমাদের হোয়াটসএপ গ্রুপে যুক্ত হতে পারেন- https://lnkd.in/gseiMfpk

Nabinagar the place of peace.
19/09/2025

Nabinagar the place of peace.

19/09/2025

Stay informed with the latest news and updates from Nabinagar.

19/09/2025

নবীনগর সরকারি মডেল হাই স্কুল।

🌐 আপনি কি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরির কথা ভাবছেন?Emdadul InfoTech Solutions  দিচ্ছে সাশ্রয়ী মূল্যে আধুনি...
17/09/2025

🌐 আপনি কি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরির কথা ভাবছেন?
Emdadul InfoTech Solutions দিচ্ছে সাশ্রয়ী মূল্যে আধুনিক ও প্রফেশনাল ওয়েবসাইট সল্যুশন!

✅ ব্যক্তিগত ওয়েবসাইট
✅ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট
✅ কোচিং সেন্টারের ওয়েবসাইট
✅ কোম্পানি প্রোফাইল সাইট
✅ ই-কমার্স অনলাইন শপ
✅ পত্রিকা বা নিউজ পোর্টাল
✅ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট
✅ অথবা SCM / MRP / LCM / ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম।

আপনার চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের ওয়েবসাইটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন!

🎯 মোবাইল ও ডেস্কটপ ফ্রেন্ডলি
🎯 আধুনিক ডিজাইন ও দ্রুত পারফরমেন্স
🎯 সম্পূর্ণ কাস্টমাইজড ফিচার
🎯 এক্সপার্ট টেক সাপোর্ট

🚀 ডেমো দেখতে ক্লিক করুন - http://emdadul.freehostia.com/demo
👉 এখনই আমাদের ডেমো দেখে নিন এবং আপনার প্রজেক্ট শুরু করুন!

📩 যোগাযোগ করুন আজই — আপনার আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য!

17/09/2025

Crowd of Nabinagar

Nabinagar News, a voice of Nabinagar. Visit the page to get news update news and if you want to make a news portal like ...
10/09/2025

Nabinagar News, a voice of Nabinagar. Visit the page to get news update news and if you want to make a news portal like this contact us- http://emdadul.freehostia.com/news

Address

Nabinagar Upazilla
Nabinagar
3410

Alerts

Be the first to know and let us send you an email when নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share