নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া Nabinagar is one of the most beautiful Area in Brahmanbaria district. https://nabinagar.brahmanbaria.gov.bd/

সন্ত্রাস বিরোধী আইনে নবীনগর থানায় মামলা,,,,
07/12/2024

সন্ত্রাস বিরোধী আইনে নবীনগর থানায় মামলা,,,,

06/11/2024

ডুলান্ড ট্র‍্যাপ আবারও ক্ষমতায় এসেছে তা দেখে অনেকের পাছা ফর মানে মনে মনে লাড্ডু ফুটতাছে।
কিন্তু কোনো আমেরিকানের এই বাংলায় ঘাটি তৈরির কোন সুযোগ হবেনা,,,

গেলিতো গেলি হাতে হারিকেন ধরিয়ে দিলে গেলি,,,,
03/11/2024

গেলিতো গেলি হাতে হারিকেন ধরিয়ে দিলে গেলি,,,,

28/10/2024

ইটটি মারিলে পাটকেলটি খেতে হয়। ১৬ বছর যেইভাবে ধরে ধরে হাজত ভরাট করার কর্ম চলেছিলো ঠিক তেমনি এখন চলছে,,,অনেকে বলতাছে পরে সামলাতে পারবেনতো!?
আরে ভাই এতবছর আপনারা যা করেছেন এখন আপনারা সামলাতে পারছেননা তাই বলেন,,,

সবাই এইসব শেয়ালপন্ডিত সাধুদের থেকে সাবধান। ঘরের ইদুর যেনো বেরা না কাটে সবাই চোখ কান খোলা রাখবেন,,,
08/10/2024

সবাই এইসব শেয়ালপন্ডিত সাধুদের থেকে সাবধান। ঘরের ইদুর যেনো বেরা না কাটে সবাই চোখ কান খোলা রাখবেন,,,

02/10/2024

আলহামদুলিল্লাহ,,, শায়েখ ড. মিজানুর রহমান আজহারি দীর্ঘদিন পর নিজ মাতৃভূমি বাংলাদেশে এসে পৌছেছেন।

02/10/2024

দেশের আফসোস পার্টির সংখ্যাটা কমে গেলো পুরোপুরি শেষ হচ্ছেনা। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ফেইসবুকে চট করে লাফ দিয়ে উঠে।

29/09/2024

খুবি দুক্ষ জনক ইসলামী ব্যাংকে পরীক্ষাবিহীন নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চুড়ান্ত। ছাঁটাই হতে পারে কর্মরত ৯৭২৯ জন।

21/09/2024

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে 'রাজনৈতিক বিদ্যা' নামক একটি বিভাগ তৈরি করা হলে দেশ পরিচালনায় উত্তম রাজনীতিবিদ তৈরি হবে বলে আমার মত। সবার মন্তব্য আশা করছি,,,

লেঞ্জা ইস ভেরি ডিফিকাল্ট টু হাইড,,,, কারা যেনো বলতো ১৬ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত। ওনাদের খুজে পাওয়া যাচ্ছে তাদের আসল র...
19/09/2024

লেঞ্জা ইস ভেরি ডিফিকাল্ট টু হাইড,,,, কারা যেনো বলতো ১৬ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত। ওনাদের খুজে পাওয়া যাচ্ছে তাদের আসল রূপে,,,

16/09/2024

দেশের এনিমেশন বীরের কাজ রে ভাই,,,এইটা যে তৈরি করছে তারে ICT Award দেওয়া হোক,,,,
#বাংলাদেশ

09/09/2024

রোদ্রের তাপদাহে পুড়ছে দেশ,,, সবাই সাবধানে থাকেন নিরাপদে থাকেন,,,,

জামায়াত কি কোনো রাজনৈতিক দল নাকি মানবিক দল সেটাই বুঝলামনা।  #এটা মহান রব ও তার রাসুলের অনুসারী একটা দল। #আল্লাহ তাআলার ব...
03/09/2024

জামায়াত কি কোনো রাজনৈতিক দল নাকি মানবিক দল সেটাই বুঝলামনা।
#এটা মহান রব ও তার রাসুলের অনুসারী একটা দল।
#আল্লাহ তাআলার বাণী, ‌‌‌‘আপনি ক্ষমা করুন, সৎকাজের নির্দেশ দিন এবং অজ্ঞদের এড়িয়ে চলুন। (সূরা আরাফ, আয়াত : ১৯৯)
#মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ (সা.) অপরাধীদের ক্ষমা করে দিয়ে বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। নবীজি (সা.) ব্যক্তিগত কোন কষ্টের প্রতিশোধ নেননি কখনও। ক্ষমাই করেছেন জীবনভর।

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৮ তম মৃত্যু বার্ষিকী।  সাম্যের কবি, জাগরণের কবির প্রতি বিনম্র শ্রদ্ধা,,,,
27/08/2024

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৮ তম মৃত্যু বার্ষিকী। সাম্যের কবি, জাগরণের কবির প্রতি বিনম্র শ্রদ্ধা,,,,

27/08/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল।

24/08/2024

২৪ এর স্বাধীনতার পর অনেক পা লেওয়া বা পা চাটা সুশীল চামচিকারা বলেছিলো ভিডিওর আজকের এই দৃশ্য দেখে বলে যাবেন ➤ আদৌও কি স্বাধীনতা চেয়েছিলেন, চাইলে কেমন স্বাধীনতা চেয়েছিলেন আপনারা ???

অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী এসেছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল ম্যানেজ করে আসেন নাই, রাতে খোঁজ চালানোর জন্...
23/08/2024

অনেকেই নৌকা, ট্রলার, স্পিডবোট নিয়ে ফেনী এসেছেন কিন্তু পরিমাণ মত ডিজেল বা তেল ম্যানেজ করে আসেন নাই, রাতে খোঁজ চালানোর জন্য লাইট বা কোন প্রকার বাতি আনেন নাই, মোবাইল চার্জ দেয়ার জন্য পাওয়ার ব্যাংক আনেন নাই, নিজেরা খেয়ে বেঁচে থাকার মত পর্যাপ্ত পরিমাণ খাবার সাথে রাখেন নাই, কেমনে কি হবে বলেন? যেখানে কোথাও কোন দোকানপাট খোলা নাই, ফেনী ঢুকার পর মোবাইলে নেটওয়ার্কও থাকছে না, উদ্ধার করতে এসে এমন পরিস্থিতিতে পড়বেন যে আপনাদেরই উদ্ধার করতে টিম পাঠাতে হবে। প্লীজ সবাই প্রয়োজনীয় পানি, খাবার, লাইট, ডিজেল বা তেল, পাওয়ার ব্যাংক এগুলো সাথে রাখুন। আর নিজেদের এ্যবেলিটি বুঝে দূরের গ্রাম গুলোতে যান। যাওয়ার আগে বোটের ডিজেল চেক করুন। স্থানীয় লোক সাথে রাখুন। পরে কোন দিকে ঢুকবেন আর কোনদিক দিয়ে বের হবেন কিছুই বুঝতে পারবেন না। ফেরত আসার সময় কি শহরের দিকে আসতেছেন নাকি সমুদ্রের দিকে যাইতেছেন কিছুই বুঝবেন না। দয়া করে সবাই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে উদ্ধার অভিযানে যান।

জনস্বার্থে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।

Address

Nabinagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share