
20/07/2024
হে আল্লাহ,
আপনার কাছে আমার দেশের সকল বিপদ আপদ থেকে মুক্তি কামনা করছি, জালিমের জুলুম থেকে আশ্রয় চাচ্ছি। জানিনা এই মুহূর্তে দেশের কি অবস্থা গত 2 দিন যাবত সবার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ আছে।
হে আল্লাহ আপনার কাছে আমার দেশ এবং অভিবাসীদের আমানত রাখলাম, আমানত রাখলাম আন্দোলনরত ছাত্রছাত্রী ভাই বোন দেরকে, ছোট বড় পুরুষ ও নারীদেরকে, বাবা মায়েদের কে, স্ত্রী সন্তানদের কে, ভাই বোনদেরকে , নিকটাত্মীয় প্রতিবেশী ও বন্ধুদের কে। আপনি সবাই কে সহীহ সালামতে রাখুন , হেফাজত করুন আমীন।