Bangla tv

Bangla tv বাঙলার নির্বাচিত খবর।
(1)

কবে আমরা বুঝবো ওদেরও আমাদের মতই একটা প্রান আছে। আমরা চাইলেই ওদের মেরে ফেলতে পারি কিন্তু শত চেষ্টা করেও জীবিত করার ক্ষমতা...
25/03/2023

কবে আমরা বুঝবো ওদেরও আমাদের মতই একটা প্রান আছে।
আমরা চাইলেই ওদের মেরে ফেলতে পারি কিন্তু শত চেষ্টা করেও জীবিত করার ক্ষমতা নাই।

10/11/2022
09/08/2020

সিনহা হত্যাকান্ড নিয়ে যা বললেন ইলিয়াস কোবরা।

05/08/2020

লেবাননের পর আজ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ অগ্নিকান্ড।

04/08/2020

লেবাননে ভয়ংকর বোমা হামলা।

04/08/2020

জামাত না করলে বেহেসতে যেতে পারবেন না।

23/07/2020

রিক্সা/ভ্যান চালিয়ে জমি কিনে রেখে গেছেন শেখ হাসিনার নামে।

23/07/2020

এক মিনিটেই তলিয়ে গেলো তিন তলা স্কুল ভবন

23/07/2020

বিমান ঘাটির জন্য জমি অধিগ্রহন হবে শুনেই চলছে বাড়ী নির্মাণের হিড়িক।

20/05/2020

লাইভে এসে জায়নামাজে আগুন ধরিয়ে দিলো...কিন্তু কেনো...

20/05/2020

ঘুর্নিঝড়ের তীব্রতা বেড়েই চলেছে

19/05/2020

আম গাছে কলম...

৮২ বছর আগের বাটা জুতার বিজ্ঞাপন।
03/05/2020

৮২ বছর আগের বাটা জুতার বিজ্ঞাপন।

20/04/2020

গাছের গোড়া কেটে আগায় পানি দিলে যেমন লাভ নাই, তেমন এই মোল্লাদের ওয়াজ চালু রেখে মানুষকে সচেতন হবার কথা বলেও কোন লাভ নাই।

©Shakib bin rashid

17/04/2020

রাসেল ভাইয়ের ইবাদত

07/04/2020

টাঙ্গাইলে বেধরক লাঠিপেটা করলো স্থানীয় কমিশনার

07/04/2020

ঈমাম মোয়াজ্জিন খাদেম ছাড়া কেউ মসজিদে যেতে পারবে না।
— মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী

23/03/2020

ব্রেকিং নিউজ
করোনায় আরো একজন মারা গেছেন,মৃতের সংখ্যা বেড়ে ৩।নতুন ছয়জন শনাক্ত; মোট আক্রান্ত ৩৩।এদের মধ্যে এক চিকিৎসক ও দুই নার্স রয়েছে।

24/02/2020

পরিবারের সচেতনতায় এই ভিডিও অবস্যই দেখবেন।

মাত্র দুই বছর আগে যাত্রা শুরু করে বাংলাদেশ এখন স্মার্টফোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার খুব কাছাকাছি চলে এসেছে।গত বছর যতো স্ম...
02/02/2020

মাত্র দুই বছর আগে যাত্রা শুরু করে বাংলাদেশ এখন স্মার্টফোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার খুব কাছাকাছি চলে এসেছে।

গত বছর যতো স্মার্টফোন বিক্রি হয়েছে তার ৬২ শতাংশ উৎপাদিত হয়েছে বাংলাদেশে স্থাপিত কোনো না কোনো কারখানা থেকে।চলতি বছরের মধ্যে বাজারে স্মার্টফোনের চাহিদা দেশীয় কারখানা থেকেই সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিভিন্ন স্থানীয় মোবাইল কারখানা মালিকরা।তারা বলছেন, এখনো বিদেশ থেকে বৈধ পথে কিছু স্মার্টফোন আমদানি করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ পথে আসছে আরও কিছু স্মার্ট ডিভাইস। তবে সব কিছুর ওপরে এ বছরের মধ্যে তারা দেশের চাহিদার সমান সংখ্যক স্মার্ট হ্যান্ডসেট উৎপাদনে সক্ষম হবেন।তবে বেসিক ফোন বা ফিচার ফোনের ক্ষেত্রে এখনো কিছুটা পিছিয়ে রয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। তাদের হিসাব অনুসারে আরও কিছু সময় লাগবে বেসিক ফোনের স্বয়ংসম্পূর্ণতা পেতে।

তবে সব কিছুর ওপরে ২০২২ সাল থেকে বাংলাদেশের রপ্তানির ঝুড়িতে হ্যান্ডসেটকে যুক্ত করা যাবে বলে মনে করেন তারা।২০১৯ সালে দেশে সব মিলিয়ে ৫৪ লাখ স্মার্টফোন উৎপাদিত হয়েছে। আরও ২৪ লাখের মতো হয় বৈধ পথে আমদানি হয়েছে, নয়তো অবৈধভাবে দেশে ঢুকেছে।এর বাইরে গত বছর দেশে ফিচার ফোন বা বেসিক ফোন বিক্রি হয়েছে আরও ২ কোটি ৫১ লাখ পিস। যার মধ্যে স্থানীয় কারখানায় উৎপাদিত হয়েছে এক কোটি ৪২ লাখ পিস সেট।

দেশে এখন সব মিলে নয়টি মোবাইল ফোন কারখানা আছে। এর মধ্যে বড় পাঁচটি ব্র্যান্ড আছে যারা এখন আর কোনো স্মার্টফোন আমদানি করছে না। দুটি দেশীয় কোম্পানি ওয়াল্টন এবং সিম্ফোনি ছাড়াও চীনের তিনটি কোম্পানি ট্রানশেন হোল্ডিং, ভিভো এবং ওপ্পোও আর কোনো স্মার্টফোন আমদানি করে না। বরং যন্ত্রাংশ আমদানি করেই দেশের বাজারে তাদের চাহিদা মেটাচ্ছে।

নানা দিক থেকে এই কোম্পানিগুলোর তুলনায় এগিয়ে থাকা স্যামসাং তাদের মোট চাহিদার ৯৭ শতাংশ স্থানীয় কারখানায় উৎপাদন করছে। যেহেতু স্যামসাংয়ের খুবই উচ্চমানের কিছু স্মার্টফোন আছে যেগুলো এখনো এই কারখানায় উৎপাদিত হয় না সেগুলো তারা আমদানি করেন বলে জানিয়েছেন স্যামসাংয়ের স্থানীয় প্রস্তুতকারী কোম্পানি ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

ট্রানশন তাদের দুটি ব্র্যান্ড টেকনো এবং আইটেল মিলিয়ে মাসে ৯০ হাজার পিস স্মার্টফোন উৎপাদন করছে। মাসে সব মিলে তাদের কারখানায় উৎপাদিত হচ্ছে সাড়ে চার লাখ পিস হ্যান্ডসেট। গত বছরের মাঝামাঝি থেকে তারা আর কোনো হ্যান্ডসেট আমদানি করছেন না।সিম্ফোনিও গত জুনের পর থেকে স্মার্টফোন আমদানি বন্ধ রেখেছে। বেসিক বা ফিচার ফোন তাদের কারখানায় উৎপাদিত হলেও এখনো তারা কিছু বেসিক ফোন আমদানি করছেন।

মূলত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে প্রথম বাংলাদেশে হ্যান্ডসেট তৈরির যন্ত্রাংশ আমদানির ওপর শুল্ক কমানো হয়। একই সঙ্গে আমদানির ওপর শুল্ক বৃদ্ধি করে সরকার।আর ২০১৯-২০ অর্থ বছরে এসে স্মার্টফোন আমদানি শুল্ক ৩২ শতাংশ থেকে এক লাফে ৫৭ শতাংশ করে দেওয়া হয়। যার ফলে চলতি বছরের শেষের দিকে কারখানা তৈরি করে ভিভো এবং ওপ্পো।আরও দুটি চীনা কোম্পানি শাওমি এবং হুয়াওয়ে বাংলাদেশে হ্যান্ডসেট কারখানা তৈরির প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানা গেছে।

গত বছরের শেষে দেশে কার্যকর থাকা মোবাইল সিমের সংখ্যা ১৬ কোটি ৬৪ লাখ। এর বিপরীতে প্রায় ১০ কোটি হ্যান্ডসেট ব্যবহার করা হয় বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

দ্যা ডেইলি স্টার।

01/02/2020

মঞ্চ ভেঙ্গে পড়লেন শফি হুজুর ও বাবু নগরি

28/01/2020

মিজানুর রহমান আজহারিকে নিয়ে যা বললেন মাননীয় ধর্ম মন্ত্রী

Address

Mucktagacha
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category