Zetu একজন সাধারণ মানুষ

DXN হলো একটি মালয়েশিয়ান কোম্পানি যা স্বাস্থ্যসেবা, সুপারফুড, এবং ব্যক্তিগত যত্ন পণ্যের জন্য পরিচিত। এটি 1993 সালে ডঃ ল...
06/12/2024

DXN হলো একটি মালয়েশিয়ান কোম্পানি যা স্বাস্থ্যসেবা, সুপারফুড, এবং ব্যক্তিগত যত্ন পণ্যের জন্য পরিচিত। এটি 1993 সালে ডঃ লিম সিও জিন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। DXN বিশ্বব্যাপী এর গুণগত মানসম্পন্ন পণ্য ও নেটওয়ার্ক মার্কেটিং মডেলের জন্য সুপরিচিত।

DXN কম্পানির বিশেষ বৈশিষ্ট্য:

1. মূল পণ্যসমূহ:

গ্যানোডার্মা বেসড পণ্য: গ্যানোডার্মা মাশরুম, যা স্বাস্থ্য উন্নয়নের জন্য ব্যবহৃত হয়।

স্পাইরুলিনা: পুষ্টিকর সুপারফুড।

কফি ও পানীয়: গ্যানোডার্মা সমৃদ্ধ লিঙ্গজি কফি।

ব্যক্তিগত যত্ন পণ্য: টুথপেস্ট, স্কিন কেয়ার, এবং কসমেটিক্স।

2. মিশন এবং দর্শন:
DXN "একটি ড্রাগন", "একটি বাজার" এবং "একটি মন" কনসেপ্ট নিয়ে পরিচালিত হয়, যার মাধ্যমে তারা গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ ও জীবনমান উন্নত করার লক্ষ্যে কাজ করে।

3. বিশ্বব্যাপী উপস্থিতি:
DXN এর পণ্য ১৮০ টিরও বেশি দেশে উপলব্ধ এবং এটির ১০ মিলিয়নের বেশি সদস্য রয়েছে।

4. নিজস্ব ফ্যাক্টরি ও গবেষণা:
DXN তাদের নিজস্ব ফার্ম এবং প্রোডাকশন প্ল্যান্ট পরিচালনা করে, যা গুণগত মান নিশ্চিত করতে সহায়তা করে।

5. স্বাস্থ্যসেবা ও ব্যবসায়িক সুযোগ:
DXN তাদের নেটওয়ার্ক মার্কেটিং মডেলের মাধ্যমে পণ্য বিক্রির পাশাপাশি আয়ের সুযোগও প্রদান করে।

DXN কম্পানি স্বাস্থ্যকর জীবনযাপনের উপর জোর দিয়ে গ্লোবাল মার্কেটে শক্তিশালী ভূমিকা পালন করছে।
যারা বিজনেস করতে আগ্রহী শুধুমাত্র তারাই ইনবক্সে নক করেন

03/12/2024

৩টি গল্পঃ
০১. নকিয়া অ্যান্ড্রয়েডকে গ্রহণ করেনি।
০২. ইয়াহু গুগলকে প্রত্যাখ্যান করেছিলো।
০৩. কোডাক এড়িয়ে গিয়েছিলো ডিজিটাল ক্যামেরাকে।

শিক্ষাঃ
০১. ঝুঁকি নিতে হয়।
০২. পরিবর্তনকে গ্রহণ করতে হয়।
০৩. সময়ের সাথে পরিবর্তিত হতে না-চাইলে, বাতিল হয়ে যেতে হয়।

আর ২টি গল্পঃ
০১. ফেসবুক নিয়ে নিয়েছে হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামকে।
০২. দক্ষিণপূর্ব এশিয়ায় গ্র‍্যাব নিয়ে নিয়েছে উবারকে।

শিক্ষাঃ
০১. অতো ক্ষমতাধর হতে হবে, যাতে প্রতিদ্বন্দ্বীরা মিত্রতা করতে আগ্রহী হয়ে ওঠে।
০২. শীর্ষে উঠে যেতে হবে এবং প্রতিদ্বন্দ্বিতাকে বিনাশ করে দিতে হবে।
০৩. নতুন আইডিয়ায় মনোযোগ দিতে হবে।

আরও ২টি গল্পঃ
০১. কর্নেল স্যান্ডার্স কেএফসি প্রতিষ্ঠা করেছেন ৬৫ বছর বয়সে।
০২. জ্যাক মা, যিনি 'কেএফসি'-তে চাকরি পাননি, প্রতিষ্ঠা করেছেন 'আলিবাবা' এবং ৫৫ বছর বয়সে অবসরে চলে গেছেন।

শিক্ষাঃ
০১. বয়স একটি সংখ্যা মাত্র।
০২. যারা চেষ্টায় থাকে, শুধুমাত্র তারাই সফল।

শেষ, কিন্তু শেষ নয়ঃ
০২. ল্যামবোর্ঘিনি প্রতিষ্ঠা করেছেন একজন ট্রাক্টর-নির্মাতা, ফেরারি'র প্রতিষ্ঠাতা তাকে অপমান করেছিলো বলে এবং এর প্রতিশোধ হিসেবে।

শিক্ষাঃ
কাউকে তুচ্ছ ভাবতে নেই, কক্ষনো না।
স্রেফ পরিশ্রম করে যেতে হবে,
সময়কে বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করতে হবে,
ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না।
সংগৃহীত

02/12/2024

যাদের বিয়ের পর বাচ্চা হয় না বিভিন্ন সমস্যার কারনে । তাদের জন্য Dxn company র কিছু সুপার ফুড আছে নিচে তার বিবরণ দেওয়া আছে।
সন্তান ধারন করতে চাইলে আজ থেকে সেবন করুন
1. Spirulina
2. Morinzhi
3. Cordyceps
4. Lion'smane
আজকের সেমিনারে আলোচনার বিষয় হল সন্তান ধারনে অক্ষমতা আসুন পুরো বিষয়টা জেনে নেই
বন্ধ্যাত্ব (Infertility)
বা সন্তান ধারনে অক্ষমতা.এবংএর প্রতিকার.
রোধ করতে স্পাইরুলিনা+ কডিসেপ+ মরেনজি+ লায়ন্সমেন পরামর্শ মোতাবেক গ্রহণ করবেন প্রতিদিন দুইবার একাধারে পাচ মাস স্বামী স্ত্রী দুইজনেই ব্যবহার করবেন ব্যবহার করলেই হবে না সাথে সাথে কিছু পরামর্শ অনুযায়ী চলতে হবে।
আসুন জেনে নেই বন্ধ্যাত্ব বলতে কি বুঝায় :
“””””””””””'”””””””””””””””””””””””””””‘”
বিয়ের পর এক বছর পার হলে যদি সন্তান না হয়,
তবে তাকেই সাধারনত বন্ধ্যাত্ব বুঝায়। আবার অনেকের ধারনা, যদি নারীর সন্তান ধারনে সক্ষমতা একেবারে না থাকে, তাহলো বন্ধ্যাত্বের বিশেষ লক্ষন যদি চিকিৎসার মাধ্যমে নারী সন্তান ধারনে সক্ষম হন,
তাহলে তা প্রকৃত বন্ধ্যাত্ব নয়।
বন্ধ্যাত্ব কত প্রকার :
“”””””””””””””””””””””””””””””
চিকিৎসা বিজ্ঞানীরা দুভাগে ভাগ করেছেন,
০১) প্রাথমিক বন্ধ্যাত্ব।
০২) সাময়িক বন্ধ্যাত্ব।
চিকিৎসা বিজ্ঞানীদের গবেষনার ফল হলো নারী-পুরুষের মিলনের মধ্যে ৯০% ক্ষেত্রে সন্তান হয়,
আর ১০% হয়না। চিকিৎসার ফলে ৬%-৭% সন্তান ধারনে সক্ষমতা ফিরে পায়।
আসুন জেনে নেই ন্ধ্যাত্বের কারন :
“””””””””””””””””””””””””
অনেকক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই
নারীর সন্তান ধারন করতে পারেনা, যেমন:
০১) নারীর বেশি বয়সে Menopause হলে।
০২) ডিম্বকোষে ডিম্ব উৎপন্নের বয়স না হলে।
০৩) নারীর স্তনে দুধ আসার বয়স না হলে।
সন্তান ধারনের জন্য যা প্রয়োজন :
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
ওভারীকে সুস্হ O**m নি:সরন করতে হবে। টেস্টিসকে অবশ্যই সুস্হ Spermatozoa সৃষ্টি করতে হবে।
ওভারীর সংগে সুস্হ শুক্রকীটের মিলন না হলে
উল্লেখিত বিষয়ের মধ্যে যদি কোন একটির অবাব হয়,
তাহলেই সন্তান হবেনা।
প্যাথলজিক্যাল কারন :
“””””””””””””””””””””””””””””””””””
পুরুষের শুক্রকীটের ক্রোমোজোমে ঠিকমতো XY ভাবে না থাকা, কিংবা পুরুষের শুক্রকীট ঠিকমতো সৃষ্টি করার ক্ষমতা থাকেনা, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়। আবার কখনো নারীর যৌন জীবন, যৌন চরিত্র এবং যৌন বাহ্যিক অবস্হা ঠিক থাকলেও, ঠিকমতো ডিম্বকোষে

Dxn Cocozhi benefits(উপকারীতা)1. শিশুদের বেড়ে উঠতে সাহায্য করে ।2. শিশুদের চিন্তা শক্তি বৃদ্ধি করে।3. স্বাস্থ্যের জন্য খ...
01/12/2024

Dxn Cocozhi benefits(উপকারীতা)

1. শিশুদের বেড়ে উঠতে সাহায্য করে ।
2. শিশুদের চিন্তা শক্তি বৃদ্ধি করে।
3. স্বাস্থ্যের জন্য খুব উপকারী
4. অত্যন্ত পুষ্টিকর হিসাবে বিবেচিত।
5. মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ সচল রাখে।
6. স্নায়ু কোষগুলির মধ্যে সংযোগের স্তরে সঞ্চালনেরজন্য এটি পরিচিত।

7. বয়স্ক ব্যক্তিদের আল্জ্হেইমার, পারকিনসন্স এবং মৃগী রোগীদের মতো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
8. কর্মক্ষমতা আশ্চর্যজনক ভাবে বৃদ্ধি করে।
9. আমাদের শরীরের শক্তির প্রধান উৎস সরবরাহ করে।
10. প্রোটিন শরীরের সামগ্রিক ভারসাম্য বজায় রাখার জন্য টিস্যু এবং পেশী বৃদ্ধি উদ্দীপিত করে।
11. কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
12. হরমোন উৎপাদনে অবদান রাখে।
13. খনিজ পদার্থ প্রতিস্থাপন করে।
14. এটি পুষ্টির পূর্ণ একটি চমৎকার খাদ্য।
15. ভিটামিন সমৃদ্ধ যা ক্যালসিয়াম বৃদ্ধি করে।
16. হাড় মজবুত করে।

কোকো ফলের রস এবং গ্যানোডার্মার সমন্বয়ে তৈরি হয় আমাদের কোকোজি। বিশ্বে যত ধরনের সুস্বাদু চকলেট তৈরি হয় এই কোকো ফলের রস বা পাউডার দ্বারা।আপনি আপনার বাচ্চা কে হরলিক্স,প্রাইমা,বুমভিটা,সেরোলিক্স খাওয়াচ্ছেন কখনো কি জিজ্ঞেস করছেন দোকানদার কে যে এগুলো কি দিয়ে তৈরি হয়। আমরা, আপনি আপনার বাচ্চা কে খুব ভালবাসেন, ভালবাসার সাথে ভাল ক্রয় করুন আপনার বাচ্চার জন। চকলেট প্রেমি বাচ্চাদের জন্য খুব ভাল । আপনি ক্লান্ত কোন চিন্তা নেই।কারন কোকেজি আপনার সাথে আছে।
For অর্ডার ইনবক্সে

01/12/2024

একটা কথা বলি সুনেন,,,
ঘুড়ি আপনার ততক্ষণি আকাশে উরবে,,,, যতক্ষণ পর্যন্ত আপনার
নাটায়ে,,, সুতা,,, থাকবে,,,
ঠিক তেমনি এটকা মেয়ে আপনাকে,,, ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে
যতক্ষণ আপনার কাছে মানি থাকবে,,, 🖤🥀❤️
ধন্যবাদ 🫶

*DXN ব্যবসায় আপনাকে প্রথম ৬ থেকে ১২ মাস খুব বেশি পরিশ্রম করতে হবে। দৈর্য ধরে লেগে থাকতে হবে, কখনো সেল হবে কখনো হবে না।**...
27/11/2024

*DXN ব্যবসায় আপনাকে প্রথম ৬ থেকে ১২ মাস খুব বেশি পরিশ্রম করতে হবে। দৈর্য ধরে লেগে থাকতে হবে, কখনো সেল হবে কখনো হবে না।*
*কখনো ইনকাম কম আসবে কখনো বেশী আসবে। তারপরেও যদি আপনি লেগে থেকে কাজটি চালিয়ে যেতে পারেন তাহলে আমি নিশ্চিত বলতে পারি আপনি DXN নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এ ইতিহাস তৈরি করবেন এবং সফল হবেন ইনশাআল্লাহ*
🍄

12/11/2024
বিরাট একটা ফাডাফাডি incoming 💀
05/11/2024

বিরাট একটা ফাডাফাডি incoming 💀

ময়মনসিংহের মেয়েরা আসলেই ভদ্র সেটা মুখ খুলার আগ পর্যন্ত 🙂
12/09/2024

ময়মনসিংহের মেয়েরা আসলেই ভদ্র সেটা মুখ খুলার আগ পর্যন্ত 🙂

ফেসবুকে শুধু সময় নষ্ট না করে কিছু একটা করেন, মানুষ কে এমন একটা সিস্টেম চালু করতে হবে যে সিস্টেম টা চালু হলে ঘুমিয়ে থাক...
07/09/2024

ফেসবুকে শুধু সময় নষ্ট না করে কিছু একটা করেন, মানুষ কে এমন একটা সিস্টেম চালু করতে হবে যে সিস্টেম টা চালু হলে ঘুমিয়ে থাকলেও ইনকাম আসবে আপনি বন্ধুদের সাথে আড্ডা দিলেও ইনকাম আসবে,এটা কি সম্ভব?, হুম ভাই সম্ভব, জীবনের প্যাসিভ ইনকামটা খুব প্রয়োজন,এমন একটা সিস্টেম চালু করতে হবে নয়তো আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত অন্যের অধিনে কাজ করতে হবে, পৃথিবীতে মানুষ দুই প্রকার ধনী এক প্রকার ধনী হচ্ছে টাকার দিক দিয়ে আর এক প্রকার ধনী হচ্ছে সময়ের দিক দিয়ে এখন আমরা হলাম সময়ের দিক দিয়ে ধনী যার টাকা আছে সেই যেমন ইচ্ছা তেমন খরচ করে আর যার সময় আছে সেই যেমন তেমন খরচ করে,যে সময় টা আপনি ফেসবুকে যে সময় টা দেন just ওই সময় টা dxn এর সাথে দেন আগামী এক বছরের মধ্যে ভালো কিছু হবেন ১০০%✓ এতে কোন সন্দেহ নেই, dxn টা বুঝার বিষয়, আপনি ডিএক্সএন‌ এর মধ্যে কাজ না করলেও সময়টা কে কেটে যাবে?না করলেও সময়টা কেটে যাবে আপনার, সময় কিন্তু কারো জন্য থেমে থাকে না, সময় যেমন পরিবর্তন হয় সময়ের সাথে সাথে মানুষকে ও পরিবর্তন হতে হয়।

ইনবক্সে নক দেন

উঠলো না দাড়ি পেয়ে গেল নারী..😆😆
03/09/2024

উঠলো না দাড়ি পেয়ে গেল নারী..😆😆

Address

Muktagachha
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zetu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share