Health Bangla-স্বাস্থ্য বাংলা

Health Bangla-স্বাস্থ্য বাংলা মা ও শিশু সহ সকল বয়সী রোগীদের নিয়মিত স্বাস্থ্য পরামর্শ পেতে আমাদের সাথেই থাকুন

18/05/2024

আপনারা কি বলেন

নবিদের সিলসিলা যেন এক ঝকঝকে মুক্তার মালা। প্রত্যেক নবি একটি করে মুক্তা দানার মতো। সে মালার সর্বশেষ মুক্তাটি হলেন বিশ্বনব...
05/03/2024

নবিদের সিলসিলা যেন এক ঝকঝকে মুক্তার মালা। প্রত্যেক নবি একটি করে মুক্তা দানার মতো। সে মালার সর্বশেষ মুক্তাটি হলেন বিশ্বনবি (ﷺ)। এ মুক্তাটি মালার পূর্ণতা এনেছে। এ মুক্তাটি দিয়েই মালা গাঁথা শেষ হয়েছে। তাই, বিশ্বনবি (ﷺ) ব্যতিরেকে অন্য কাউকে শেষ নবি হিসেবে বিশ্বাসকারীরা আর যাই হোক মুসলিম নয়।

فداك أبي وأمي ونفسي ورحي يا رسول الله (ﷺ‬) 💚

জন্মনিয়ন্ত্রন পিল নিয়ে গুরুত্বপূর্ণ  আলোচনা:- ** বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রন পিল খায়।জন্মনিয়ন্ত্রনের জন্য পিল খাওয়া মে...
05/03/2024

জন্মনিয়ন্ত্রন পিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা:-

** বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রন পিল খায়।জন্মনিয়ন্ত্রনের জন্য পিল খাওয়া মেয়েদের কাছে একটি সাধারন ব্যাপার, তাছাড়া মাসিক ঠিক করার জন্য ও অনেক সময় মেয়েরা পিল খায়। কিন্তু এই পিল সম্পর্কে মানুষের ধারণা খুব কম। একজন মেয়ের জন্য পিল কখনোই ভাল কিছু না বরং একটা মেয়ের জীবনকে ধিরে ধিরে শেষ করতে এই পিলই যথেষ্ট।
কি কি সমস্যা হতে পারে পিল খেলেঃ
⬆️⬆️ হার্ট হ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ৩৫ বছরের বেশি মহিলাদের কখনোই পিল খাওয়া উচিত না কারণ এতে হার্ট এট্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
⬆️⬆️পিলে লেভেনোগ্যাস্ট্রেল ও ৩০ মিলিগ্রাম ইস্ট্রোজেন থাকে, যেসব মেয়েদের মাইগ্রেন থাকে তারা যদি পিল কন্টিনিউ করে তাহলে তাদের স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে।
⬆️⬆️উচ্চ রক্তচাপের একটি উল্লেখযোগ্য কারণ হল পিল সেবন।
⬆️⬆️যারা বেশি পিল খায় তাদের ভেনাস থ্রোম্বোএম্বলিসম নামক রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
⬆️⬆️বেশি মাথা ব্যথা হয়।
⬆️⬆️হতাশার একটি কারণ ও হল অতিরিক্ত পিল খাওয়া।
⬆️⬆️খিটখিটে মেজাজ ও দেখা যায় পিল খাওয়ার কারণে।
⬆️⬆️বমি বমি ভাব এবং বমি হয়।
⬆️⬆️ব্রেস্টে অনেক ব্যথা হয়।
⬆️⬆️সাদা স্রাব হয়।
⬆️⬆️যারা পিল খায় নিয়মিত তারা সেক্সের সময় তেমন আনন্দ পায় না।
⬆️⬆️জরায়ু সিস্ট ও জরায়ু টিউমারও হতে পারে।
⬆️⬆️স্তন ও জরায়ুর বিভিন্ন সমস্যা হতে পারে।
⬆️⬆️পিল খাওয়ার কারণে ওজন বেড়ে যায়।
⬆️⬆️১ বছরের বেশি পিল খেলে তাদের গ্লুকোমা হয়।
*দীর্ঘদিন পিল খেলে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
সুতরাং যত কম পিল খাওয়া যায় একটা মেয়ের জন্য তা ততই মঙ্গলজনক। নিয়মিত না খেয়ে কিছুদিন গ্যাপ রেখে রেখে খেতে পারেন।

ঝকঝকে  আলোর বিল্ডিং আর কত কালো ছাই হবে!
04/03/2024

ঝকঝকে আলোর বিল্ডিং আর কত কালো ছাই হবে!

বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন" বাবা,তোমাদের না ১০০ বরযাত্রী আনার কথা ছিলো? ...
04/03/2024

বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন

" বাবা,তোমাদের না ১০০ বরযাত্রী আনার কথা ছিলো? "

বললাম " বাবা আমি পরিবারের ছোট ছেলে।সবার শখ বিয়েতে আসবে।কিকরে না বলি বলুন তো? "

" সে নাহয় ঠিক আছে।আগে থেকে বললে ভালো হতো।এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরী হবে।সবার আয়োজন করে একসাথে খেতে দিবো "

" বাবা আপনি টেনশন করবেন না।আমি বলে দিবো "

বিয়েতে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব কাউকে আনা বাদ রাখিনি।সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দেই!

বিয়ে হয়ে গেলো।বছর ফিরতে স্ত্রীর ডে"লিভা"রি।হসপিটালে আমার রুদ্ধশ্বাস! এ নে"গেটিভ র"ক্তের অভাব।আত্নীয়-স্বজন অনেকের সাথে র"ক্ত মিলে যায়,তারা বাহানা দিয়ে এড়িয়ে গেলো।

রিক্সায় উঠে রওনা হলাম কলেজ গুলোর উদ্দেশ্য।সেখানে র"ক্ত জোগাড় করার সেচ্চাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে।ওদের বললে যদি কোনো উপায় হয়!

আমার ছটফটানি দেখে রিক্সাওয়ালা মামা বললো " মামা এতো ঘাবড়াইছেন কেন? কার কি হইছে? "

" র"ক্ত লাগবে।জোগাড় হয়নি, স্ত্রীর ডে"লিভা"রি "

" কি র"ক্ত লাগবো? "

" এ নে"গেটিভ "

" মামা আমার তো এই র"ক্ত। আমার কাছে র"ক্ত নিবেন? "

শেষমেশ রিকশাওয়ালা মামার র"ক্ত দিয়েই স্ত্রীর ডে"লিভা"রি হলো।মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম?কাদের আপন ভাবতাম?এই বিপদের দিনে আমি একা! কেউ নাই।

রিকশাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম।বাড়িতে ভালোমন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই।সে আপনজন "

গল্প #অনুধাবন
লেখক #জয়ন্ত_কুমার_জয়

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ 🤍

Address

Mymensingh
2216

Telephone

+8801879191033

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Bangla-স্বাস্থ্য বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mymensingh

Show All