Alhamdulillah- আলহামদুলিল্লাহツ

Alhamdulillah- আলহামদুলিল্লাহツ Page টি ভালো লাগলে Like দিয়ে আমাদের পাশে থাকুন🖤🥀
(2)

Anyone can be a hero🫶
23/08/2024

Anyone can be a hero🫶

আহারে জীবন!অস্তিত্বের মিছিলে চেনা দেয়ালের ওপারে পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় পরিবারের সকল সদস্য মৃত। শুধু আধমরা অবস্থ...
23/08/2024

আহারে জীবন!
অস্তিত্বের মিছিলে চেনা দেয়ালের ওপারে

পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় পরিবারের সকল সদস্য মৃত। শুধু আধমরা অবস্থায় এই শিশুটি জড়োসড়ো হয়ে আছে একটা পাতিলের মধ্যে। পাশে রাখা ব্যাগে শিশুর প্রয়োজনীয় খাবার সহ সকল কিছু রাখা ছিল

খারাতাইয়া, বুড়িচং থেকে...

23/08/2024

Today's Friday

Oh Allah save Bangladesh from this terrible flood.🇧🇩🤲

23/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

এ জাতিকে দমানো সোজা না।

Copied

23/08/2024

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❞
صَــــــــــــــــلَّی اللهُ عَلَيْـــــــــهِ وَ سَـــــــــــلَّمَ °🖤🌻

22/08/2024

দোয়ায়ে ইউনুস খতম করে দোয়া করলে দোয়া কবুল হয়।

আপনাদের কাছে বিনীত অনুরোধ সবাই ৫ বার করে দোয়ায়ে ইউনুস পড়ে দোয়া করেন।🤲

৫ বার করে দোয়া ইউনুস পড়ে দেন-

لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

"লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন"
-পড়া শেষ "আমিন" লেখার অনুরোধ সবাইকে।❤️

22/08/2024

🚨 রেড এলার্ট ⛔ Feni Dead
পুরো ফেনী ৪ ভাগের ৩ ভাগ তলিয়ে গেছে। শহরের বাইরে এক তলা বাড়ি সব ডুবে গেছে। যারা ছাঁদের উপরে আশ্রয় নিয়েছে, ছাদেও পানি উঠে যাচ্ছে।

⛔ ইলেক্ট্রিসিটি , মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। দুয়েক ঘন্টা পরে ফেনীর ভেতর থেকে আর কোনো খবর মোটেও পাওয়া যাবেনা।

⛔ এখনো যদি রাষ্ট্র সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে না পড়ে লক্ষাধিক প্রাণহানি ঘটে যাবে। কারো সাথে কারো যোগাযোগ নেই।
⛔ ভলান্টারিং অনেকাংশে ভেঙে পড়েছে, সবাই প্রাণ বাচাতে ব্যস্ত। মূলত ভোর থেকে এখন অবধি টানা বৃষ্টি সব শেষ করে দিয়েছে। সবাই দোয়া করেন। প্রশিক্ষিত এবং সজ্জিত বাহিনী ছাড়া এই মুহুর্তে কেউ ওখানে খুব বেশি কিছু আর করতে পারবেনা।

©

20/02/2024

নিচের হাদিসটা এতো বেশি ভালো লাগে! অল্প একটু আমলেই কত বেশি সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ!

উম্মু হানি (র) রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বলেন, “ইয়া রসূলুল্লাহ, আমি বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো।”

তিনি বলেনঃ "তুমি ১০০ বার "সুব'হানআল্লাহ" বলবে তাহলে ১০০টি ক্রীতদাস মুক্ত করার সমপরিমাণ সাওয়াব তুমি পাবে।

তুমি ১০০ বার "আলহামদুলিল্লাহ" বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ১০০ টি সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সমপরিমাণ সাওয়াব পাবে।

তুমি ১০০ বার "আল্লাহু আকবার" বলবে, তাহলে ১০০টি মাকবুল উট কুরবানির সমপরিমাণ সাওয়াব তুমি পাবে।তুমি ১০০ বার "লা-ইলাহা ইল্লাহ" বলবে, তাহলে তোমার সাওয়াবে আসমান ও জমীন পূর্ণ হয়ে যাবে (এবং তোমার কোন পাপই বাকি থাকবেনা)।”

[মুসনাদে আহমাদ ৬/৩৪৪, সুনানু ইবনু মাজাহ ২/১২৫২,নং ৩৮১০, নাসাঈ, কুবরা ৬/২১১, মুসতাদারাক হাকিম ১/৬৯৫, মাজমাউয যাওয়াইদ ১০/৯২; আলবানী সহীহাহ ৩/৩০২,৩৯০,নং ১৩১৬]

19/02/2024

-পরিবর্তনের স্নিগ্ধ বাতাসটা আবার আসুক🤍
ভেঙে পড়া দূবর্ল হৃদয়টা আবার রবের দিকে ফিরুক। 🌸

19/02/2024

মহানবী (সাঃ) মেরাজ থেকে আসার পড়ে দরজা বন্ধ করে কান্না করতে ছিলেন।

যখন তার মেয়ে ফাতেমা (রাঃ) এসে জিজ্ঞেস করলেন বাবা আপনার কি হয়েছে?

মহানবী (সাঃ) দরজা খুলে কেঁদে কেঁদে বললেন, মা আমাকে যখন জান্নাত দেখানো হলো খুব ভাল লাগলো

কিন্তু যখন জাহান্নাম দেখানো হলো, মা আমি সহ্য করতে পারলাম না। সেখানে শাস্তি এত বেশি যা সহ্য করা যায় না। আর সেই জাহান্নামে নারীদের সংখ্যা বেশি ছিল।

আমি দেখলাম কিছু নারীদের চুল উপরে তুলে রাখছে। নিছে আগুন জ্বলছে।

তাদের চিৎকারে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাবে। কিন্তু কোন ফেরেশতারা তাদের আগুন এক মিনিটের জন্য বন্ধ করে না।

যখন আমি জিবরাইল (আঃ) কে জিজ্ঞেস করলাম এদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন??

তখন জিবরাইল (আঃ) বললেন, এরা হলো সেই নারী যারা পর্দা করে চলতো না।

যে নারী রাস্তা ঘাটে চুল বের করে হেঁটেছে।
যে নারী এমন পোশাক পরেছে যা ছেলেদের আকর্ষিত করে।

এসব শুনে ফাতেমা (রাঃ) বললেন বাবা আমি নিজে পর্দা করি। তবুও আজ থেকে এমন,,পর্দা করবো যেন সকল মুসলিম মা-বোনেরা আমার মতই পর্দাশীল নারী হয়ে ওঠে।

হে আল্লাহ! আমাদের সব বোনকে পর্দা করার তৌফিক দান করুন, আমীন।🤲♥🥀

©

19/02/2024

|| আপনার কথা খুব মনে পড়ছে নবিজি (সা.) ||
যদি নবিজিকে জীবিত পেতাম, এক দৌড়ে গিয়ে জিজ্ঞেস করতাম, “রাসূলাল্লাহ, ভীষণ মানসিক চাপে আছি। একটু বলবেন কী করব?”
হয়তো আমাকে কোনো দু‘আ শিখিয়ে দিতেন। আমি খুশি মনে বাড়ি ফিরে নিয়মিত দু‘আ পড়ে সুস্থ হয়ে যেতাম।
যদি নবিজিকে জীবিত পেতাম, এক ছুটে গিয়ে অনুযোগ করতাম, “রাসূলাল্লাহ, বাচ্চার দুধের টাকা নেই। খুব কষ্টে আছি।”
হয়তো তিনি বায়তুল-মাল থেকে আমার টাকার ব্যবস্থা করে দিতেন।
যদি নবিজিকে জীবিত পেতাম, তাঁকে একটু আড়ালে পেলে বলতাম, “আল্লাহর রাসূল, ফজরে যে মাঝে মাঝে সময়মতো উঠতে পারি না। ভীষণ বিব্রত। যদি কোনো উপায় বলে দিতেন!”
কী জানি কী উপায় বলে দিতেন তিনি!
যদি নবিজিকে জীবিত পেতাম, কাজ শেষ করেই ছুট লাগাতাম, খোঁজ করতাম কোথায় আছেন তিনি। তাঁর পাশে পাশে ঘুরতাম। তাঁর প্রতিটা কথা মাথায় গেঁথে নিতাম। কিংবা হয়তো এত মন্ত্রমুগ্ধ থাকতাম কী বলছেন তিনি টেরই পেতাম না। হয়তো তাঁর যাওয়ার পথে তাকিয়ে থাকতাম। এরপর তিনি যেখানে যেখানে পা ফেলেছেন, আমিও সেখানে সেখানে পা ফেলে এগিয়ে যেতাম।
যদি তাঁকে জীবিত পেতাম, হয়তো মওকা বুঝে তাঁর বুকের সাথে বুক লাগিয়ে কিছুটা বারাকা নিজের শরীরে নিয়ে নিতাম। তাঁর গোসলের পানির কিছুটা ছিটিয়ে দূর করতাম চোখমুখের ক্লান্তি।
আজ জীবনে প্রথমবারের মতো এই আধুনিক সময়ে জন্মে খুব আফসোস হচ্ছে। আজ জীবনে প্রথমবার নবিজির কথা মনে বারবার নাড়া দিচ্ছে। খুব করে মন চাচ্ছে যদি তাঁর সাহাবি হয়ে জন্মাতে পারতাম। যদি তাঁর মাজলিসগুলোতে থাকতে পারতাম। যদি তাঁর মাসজিদ বানানোতে হাত লাগাতে পারতাম। যদি হতাম বাদ্‌রের ৩১৪তম জন। যদি দেখতে পেতাম কীভাবে একেকেটা আয়াত অবতীর্ণ হচ্ছে তাঁর প্রতি। যদি দেখতাম কীভাবে তিনি ক্লান্তিহীনভাবে করে যাচ্ছেন একের পর এক ‘ইবাদাত। কীভাবে সামাল দিচ্ছেন ঘরে, বাইরে। খুব খুব অস্বস্তিকর আর অরাজক এক সময় পার করছি সামষ্টিক জীবনে।
নিজেকে আজ বড় অভিভাবকহীন মনে হয়। মনে হয় আমার এ জীবনটাকে দেখিয়ে চালিয়ে নেওয়ার মতো কেউ নেই। কেউ নেই যিনি নবিজির মতো আমাকে বুঝতে পারতেন। এক একজন সাহাবির মন-মেজাজ আর পরিস্থিতি বুঝে তিনি যেভাবে সবাইকে আলাদা আলাদা নাসীহা দিতেন আজ তেমন আর কেউ নেই। তেমন কাউকে চিনি না আমি। নিজের বাবা-মা’র চেয়েও তিনি আমাকে বেশি ভালোবাসেন। অথচ তিনি আমাকে দেখেননি। আমিও তাঁকে দেখিনি। কিন্তু আমি জানি আমার জন্য কতটা উদ্বিগ্ন ছিলেন তিনি। কত রাত তিনি আমার জন্য অশ্রু ঝরিয়েছেন। আমার জন্য ক্ষমা চেয়েছেন। এত যে লড়াই তিনি করলেন, এত যে রক্ত তাঁর শরীর থেকে ঝরল সব তো আমারই জন্য! আজ আমি ঘরে বসে ভাত-মাংস খাই, আর তিনি...
তিনি পাশে থাকলে যেকোনো সমস্যায় আমাকে আগলে রাখতেন, আমি জানি। বাবা-মা’র চেয়েও বেশি দরদ দিয়ে শুনতেন আমার কথা। পরম মমতায় আমার এই অশান্তি দূর করার কোনো একটা ব্যবস্থা করতেন। হ্যাঁ, না থাকলেও তিনি অনেক কিছু বলে দিয়ে গেছেন আমাদের, কিন্তু আজ খুব করে ইচ্ছে করছে যদি সত্যি সত্যি তাঁর ছায়ায় দাঁড়াতে পারতাম!
এ জীবনে তো আপনার সঙ্গে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেদিন বিচারদিনে আপনার কাছে শুধু একটাই দাবি করব। আমার মতো এই দিশেহারার জন্য একটাবার সুপারিশ করবেন প্লিজ। আমার নামটা ধরে আপনার প্রভুর সামনে একটাবার আবেদন করবেন প্লিজ। এই অরাজক সময়ে, এই অস্থির পরিবেশে বহু কষ্ট করে নিজের ঈমান বাঁচিয়ে চলার চেষ্ট করি। জানি এতে পাশ মার্ক ওঠাতেই নাভিশ্বাস হচ্ছে। সাথে সমাজ-সংসার-বিশ্ব কত কি! আপনি যদি এই অধম উম্মাতের নামটা একটাবার নিতেন শুধু — দুনিয়াতে হয়নি, যদি আখিরাতে আপনার সঙ্গে একটু থাকতে পারি — প্লিজ, একটাবার কি আমার নামটা বলবেন? একটাবার?
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম।

✍️ -মাসুদ শরীফ

©

17/02/2024

আসসালামু আলাইকুম।
আপনারা কেমন আছেন
এর উত্তর কি দেন?

17/02/2024

রাসুল (সা.) বলেছেন, ‘কিছু খুশির সংবাদ গোপন রাখতে হয়। কেননা প্রত্যেক সংবাদ শ্রবণকারী বন্ধু হয় না।’ 🖤

তাবরানি হাদিস

17/02/2024

চলুন ঘুমানোর আগে সবাই ত‌ওবা ‌পাঠ করি.!🌸

আস্তগফিরুল্লাহ্-হাল্লাজী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবূ ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলইয়্যিল আযী'ম''-🌸

-পড়া হলে আলহামদুলিল্লাহ 🖤

08/01/2024

Accept all the situation with smile and Say Alhamdulillah. ❤️

04/01/2024

ফিরাউনের মৃত্যুর বর্ণনা দিতে যেয়ে জিবরাইল (আঃ) বলেন,

"পানিতে তলিয়ে যাওয়ার পর,আমি ফিরাউনের মুখে লাথি দিয়ে কাদা-মাটি ঢুকিয়ে দিতে থাকলাম। কেননা, আমি আশঙ্কা করছিলাম সে হয়তো শেষ মুহুর্তে এসে "লা ইলাহা ইল্লাল্লাহ'' পড়ে বসবে আর আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।"

এই হাদিস থেকে আল্লাহর সাথে জিবরাইল (আঃ) সম্পর্কের একটা চমৎকার দিক উপলব্ধি করা যায়।

জিবরাইল (আঃ) আল্লাহ তা'আলার সবথেকে নিকটবর্তী ফেরেশতা হওয়ায় আল্লাহর ক্ষমাশীলতা সম্পর্কে তিনি খুব ভালো করে জানেন।

তিনি এ ও জানেন, ফিরাউনের ঔদ্ধত্য যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া ও ক্ষমাশীলতা তার থেকেও অনেক বড়ো।
'আলহামদুলিল্লাহ'

( সুনান আত তিরমিজী: ৩১০৭)

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulillah- আলহামদুলিল্লাহツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies