Deeni Dawah - দ্বীনি দাওয়াত

Deeni Dawah - দ্বীনি দাওয়াত দ্বীনের কাজ স্থায়ীভাবে করাই আল্লাহর নিকট অধিক পছন্দনীয় ।

- হযরত আয়েশা (রাঃ)
(2)

27/11/2024

ঘোড়া যেখানে পানি খায়, সেখানে পানি পান করো, কারণ ঘোড়া কখনো খারাপ পানি পান করে না। বিছানা পাতো সেখানে, যেখানে বিড়াল শান্তিতে ঘুমায়। এমন ফল খাও যা পোকা স্পর্শ করেছে, কারণ সেটি ভয়ের কিছু নয়। সেই মাশরুম সংগ্রহ কর, যেখানে পোকামাকড় বসে। গাছ লাগাও সেখানে, যেখানে তিলাচিতা মাটি খুঁড়েছে। গর্ত খুঁড়ো সেখানে, যেখানে পাখিরা রোদ থেকে লুকায়। পাখির মতো একই সময়ে ঘুমোও এবং জাগো, তাহলে জীবনের সোনালী ফসল তুমি ঘরে তুলতে পারবে। বেশি শাক-সবজি খাও, তোমার পা শক্তিশালী হবে এবং হৃদয় হবে অটুট, যেমন বনভূমির আত্মা। আকাশের দিকে বেশি তাকাও এবং কম কথা বলো, যাতে নীরবতা তোমার হৃদয়ে প্রবেশ করতে পারে, আত্মা প্রশান্ত হয় এবং জীবন শান্তিময় হয়।

20/11/2024

মানুষ কষ্ট দেয়, আল্লাহ প্রশান্তি দেন। মানুষ অসম্মান করে, আর আল্লাহ সম্মানিত করেন।

08/10/2024
09/09/2024

The Power Of " সূরা মূলক

" মনে করুন, আপনি মারা গেছেন! আপনার জানাজার নামাজ শেষ! আপনাকে কবরে রাখা হলো! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য! কিন্তু, তাঁরা আসছে না! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি! একটু পরেই- কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো! আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন উত্তর কই!? তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই! কবর আজাবেরও কোনো চান্স নাই! অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন-' আলহামদুলিল্লাহ'!

~ (তিরমিজি-২৮৯০ এর সহীহ অংশ থেকে)।

04/07/2024

একজন প্রবীণ মহিলা বাসে উঠে বসল। পরের স্টপে একজন শক্ত সমর্থ যুবতী উঠে এসে বৃদ্ধা মহিলার পাশে বেশকিছু ব্যাগ নিয়ে ঠেলে ঠুলে বসে পড়ল।
যুবতীটি যখন দেখল যে বয়স্কা মহিলা চুপ করে রয়েছেন, তখন সে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করল যে সে যখন ব্যাগ নিয়ে চেপে চুপে বসলো, তখন তিনি কেন অভিযোগ করলেন না!
প্রবীণ মহিলা হাসি দিয়ে জবাব দিলেন: '' এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ তোমাকে পাশে নিয়ে আমার ভ্রমণটি খুব ছোট কারণ আমি পরের স্টপে নেমে যাচ্ছি। "
এই উত্তরটি সোনার অক্ষরে লেখার দাবিদার: "এত তুচ্ছ কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ আমাদের একসাথে যাত্রা খুবই ছোট"।
আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে, এই পৃথিবীতে আমাদের সময়টি এতটাই স্বল্প যে রেশারেশি, অনর্থক যুক্তি, তর্ক, হিংসা, অন্যকে ক্ষমা না করা, অসন্তুষ্টি এবং অন্যকে প্রতিদ্বন্দ্বী ভাবা মনোভাবটা দ্রুত শেষ হয়ে যাওয়া 'সময় এবং শক্তির' একটি হাস্যকর অপচয়।
কেউ কি আপনার হৃদয় ভেঙেছে?
শান্ত থাকুন,
ট্রিপটি খুব ছোট।
কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ভয় দেখিয়েছে, ঠকিয়েছে বা অপমান করেছে?
"আরাম করুন। ক্ষমা করে দিন। কারণ ট্রিপটি খুব ছোট"।
কেউ আপনাকে বিনা কারণে অপমান করেছে?
"শান্ত থাকুন, এড়িয়ে যান কারণ ট্রিপটি খুব ছোট"।
কোন সাক্ষাতে আপনার বন্ধু আপনি যা পছন্দ করেন না এমন কোন মন্তব্য করেছিলেন?
"শান্ত থাকুন, তাকে উপেক্ষা করুন, ক্ষমা করে দিন, কারণ ট্রিপটি খুব ছোট"।
কেউ আপনার জন্য যে সমস্যাই নিয়ে আসুক না কেন, মনে রাখবেন যে একসাথে আমাদের যাত্রা খুব ছোট।
এই ভ্রমণের দৈর্ঘ্য কেউ জানে না। এটি কখন থামবে তা কেউ জানে না। আমাদের একসাথে ভ্রমণ খুব ছোট।
আসুন কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযাত্রী ভেবে একে অন্যকে সহযোগিতা করি, কারণ ট্রিপ টি খুবই ছোট্ট কিন্তু কাজ অনেক।
এই অল্প সময়ে অনর্থক সময় নষ্ট না করে সততার সাথে নিজেকে সফল করতে চেষ্টা করি।
সবার জন্য অবিরাম ভালোবাসা।
#সংগৃহীত

13/06/2024

শীঘ্রই আপনি তা পেয়ে যাবেন,যেটার জন্য আল্লাহ আপনাকে অপেক্ষা করিয়েছেন,যার জন্য আপনি দুআ করে যাচ্ছেন।
ইনশাআল্লাহ।

13/06/2024

‘‘যে অপরের ক্ষতি করবে আল্লাহ্ তা‘আলা তার ক্ষতি করবেন এবং যে অপরকে কষ্ট দিবে আল্লাহ্ তা‘আলাও তাকে কষ্ট দিবেন’’। (আবূ দাউদ ৩৬৩৫; ইব্নু মাজাহ্ ২৩৭১)

09/06/2024

হে রব!তোমার দরবারে ডুকরে কেঁদে ওঠা অন্তরগুলোকে,,তোমার রহম দ্বারা প্রশান্ত করো।
আমিন ইয়া রাব্বুল আলামীন🤲🤲

08/06/2024

খুব ইচ্ছা সিজদায়-
লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে রুহুটা যেন "
রবের কাছে পৌঁছে যায়!
🤲আমীন🤲

08/06/2024

দ্বীনের দাওয়াতের জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন🙏🙏
HighlightDeDeeni Dawah - দ্বীনি দাওয়াতnnahনীনীনা'স ড্রীম।nnahSrSrity RahmanahmanMdMd Ramjanul Islam RajajLiLipi Akterkter@

06/06/2024

আগামীকাল সন্ধ্যার আগেই নখ,চুল,অবাঞ্ছিত লোম ফেলে দিতে হবে।
এবং জিলক্বদ মাসের প্রথম১০ দিন নখ,চুল, অবাঞ্ছিত লোম কাটা হতে বিরত থাকতে হবে।
ঈদের দিন কুরবানী করার পর নখ,চুল,অবাঞ্ছিত লোম কাটা যাবে।

05/06/2024

একজন অলস ব্যক্তি আজ তার অলসতাকে প্রাধান্য দিয়ে ইবাদত-বন্দেগি থেকে দূরে সরে যাচ্ছে।সে কি জানে? সে শুধু ইবাদত থেকে দূরে যাচ্ছে না; বরং জান্নাতের চির সুখ থেকে দূরে সরে যাচ্ছে? সে কি জানে? অলসতাকে প্রশ্রয় দিয়ে, সাময়িক সুখের জন্য চিরস্থায়ী শাস্তির কুটির নির্মাণ করছে?

বই: নফসের বিরুদ্ধে লড়াই

05/06/2024

লেখাটা পড়ার অণুরোধ রইল। আশা করি উপকৃত হবেন।

04/06/2024

লজ্জা ঈমানের অঙ্গ 💕💕

04/06/2024

যতবেশি দুরুদ পড়বেন ততবেশি টেনশন দুশ্চিন্তা কমে যাবে।।।
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ..
সুবহানাল্লাহ

03/06/2024

সবর করবেন, এতটা সবর করবেন যে কেউ ভেঙেচুরে ক্ষতবিক্ষত করে ফেললেও মুখ থেকে যেন একটাই কথা বের হয়_তাওয়াক্কুল আল্লাহ..

03/06/2024

️যেসব কারণে আল্লাহ তা'য়ালা মানুষের অন্তর থেকে নূর নিয়ে যায়:

১. হারাম রিলেশনশিপ
২. অশ্লীন দৃশ্য দেখা
৩. মিউজিক (গানবাজনা অন্তরে মুনাফিকী সৃষ্টি করে,
তাই সকল মিউজিককে অন্তরের মাদক বলা হয়।
৪. মুভি, সিরিজ দেখা, যেখানে বে'পর্দা নারী,
গানবাজনা, অ'শ্লীল দৃশ্যর ছড়াছড়ি ।
৫. দুনিয়াবী বিষয় নিয়ে বেশি চিন্তা করা ।
৬. তওবাহ করার পরেও একই পাপ বার বার করতে
থাকা।

আল্লাহ তা'য়ালা যেন আমাকে এবং আমাদের সবাইকে এসব পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন।
আমিন 🤲

03/06/2024

ওজু চেহারাকে নুরানী করে তুলে।

Address

Mymensingh

Telephone

+8801913904647

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deeni Dawah - দ্বীনি দাওয়াত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deeni Dawah - দ্বীনি দাওয়াত:

Videos

Share