Study For A Job

Study For A Job Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Study For A Job, Digital creator, mymensingh, Mymensingh.

শুভ রাত্রি, কমেন্টে ব্লক খেয়েছি আজকের মত আর কাউকে ভালোবাসা দিতে পারলাম না।
15/01/2025

শুভ রাত্রি, কমেন্টে ব্লক খেয়েছি আজকের মত আর কাউকে ভালোবাসা দিতে পারলাম না।

14/01/2025

শুভ সকাল, আমার স্টার সেন্টার প্রিয় বন্ধুরা কোথায়, আজকের শুধু আপনাদেরকে নিয়ে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ।

12/01/2025

আমার প্রিয় স্টার স্যান্ডারদের নিয়ে ভিডিও আপলোড হবে দুই দিনের মধ্যে। সবাই তাদের পাশে থাকবেন, ইনশাআল্লাহ, আমিও চেষ্টা করব আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য।

11/01/2025

পরিত্যক্ত জমিতে বেগুনের বাম্পার ফলন!
#ভিডিও2024 #ফেসবুক_পেজ_গ্রোথ #ভাইরালভিডিওシ #বাংলাপেজ #বংলাকবিতা #বাংলারকবিতা #বাংলা_কনটেন্ট #ভালোবাসা

10/01/2025

বিকেল বেলায় একটু ক্রিকেট খেলার দৃশ্য।
#ভিডিও2024 #ফেসবুক_পেজ_গ্রোথ #ভাইরালভিডিওシ #বাংলাপেজ #বংলাকবিতা #বাংলারকবিতা #বাংলা_কনটেন্ট #ভালোবাসা

এরকম ভালোবাসা আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ, পাসপোর্ট হয়ে গেছে, ব্যাংক একাউন্ট করে ফেলেছি এখন শুধু ডলার এক্সেস করতে যাব ...
10/01/2025

এরকম ভালোবাসা আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ, পাসপোর্ট হয়ে গেছে, ব্যাংক একাউন্ট করে ফেলেছি এখন শুধু ডলার এক্সেস করতে যাব রবিবারে, ফলো এবং কমেন্ট করে পাশে থাকেন।
#ফেসবুক_পেজ_গ্রোথ #ভিডিও2024 #ভাইরালভিডিওシ #বাংলাপেজ #বংলাকবিতা #বাংলারকবিতা #বাংলা_কনটেন্ট #ভালোবাসা

২০২৪ গেছে, সময়ের স্রোতে,২০২৫ এল, নতুন দিনের কণ্ঠে।স্মৃতির পাতায় লিখে রাখা বছর,আশার আলোয় জ্বলুক নতুন প্রহর।পুরোনো স্বপ্ন ...
31/12/2024

২০২৪ গেছে, সময়ের স্রোতে,
২০২৫ এল, নতুন দিনের কণ্ঠে।
স্মৃতির পাতায় লিখে রাখা বছর,
আশার আলোয় জ্বলুক নতুন প্রহর।

পুরোনো স্বপ্ন মুছে গেছে কবে,
নতুন আশা বাঁধি চলি নেবে।
সময় বলে, "থেমে যেও না",
জীবনের গান গাও চিরদিন সুরে সুরে।

২০২৪-এর দুঃখ সুখ স্মৃতি,
২০২৫-এ হোক নতুন উন্মুক্ত জ্যোতি।
নতুন বছর, নতুন পথে যাত্রা,
ভালোবাসায় ভরুক প্রতিটি প্রহরা।

চলো, নতুন বছরকে করি আলিঙ্গন,
স্বপ্নের আকাশে গড়ি নতুন বন্দন।
২০২৫ এল, সময়ের উপহার,
জীবনের গল্পে যোগ হোক আরেক অধ্যায়।
#ফেসবুক_পেজ_গ্রোথ #বাংলা_কনটেন্ট #ভাইরাল_ভিডিও

তোমার চোখে যেন সকাল জাগে,রোদ মেখে ওঠে এক বুক আশা।তোমার হাসি যেন নদীর কলকল,মনে লাগে প্রেমের বাতাসা।তোমার ছোঁয়া, যেন রূপক...
23/12/2024

তোমার চোখে যেন সকাল জাগে,
রোদ মেখে ওঠে এক বুক আশা।
তোমার হাসি যেন নদীর কলকল,
মনে লাগে প্রেমের বাতাসা।

তোমার ছোঁয়া, যেন রূপকথার ছোঁয়া,
বদলে দেয় পৃথিবীর সব ছন্দ।
তোমার সাথে যেন দিনগুলো হয় রঙিন,
তোমায় পেলে, আর কিছু নেই বন্দ।

তুমি কি জানো, তোমার জন্যই বেঁচে আছি?
তোমার পথ চেয়ে দিনগুলো কাটাই।
বলতে চেয়েও সাহস পাই না—
তোমাকে ছাড়া আমি যে এক পায়া!

তাই আজ বলি, এই প্রাণের আকুতি,
তোমার প্রেমে ভিজতে চাই।
তুমি কি দেবে সেই মধুর স্বপ্ন?
আমার হৃদয়ে তুমি এসে জায়গা পাই!

পিতা মাথা শুধুমাত্র পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখার জন্য কাজ করেন না, তিনি মানসিক শক্তি ও ভালোবাসার ভিত্তি গড়ে তোলেন।...
23/12/2024

পিতা মাথা শুধুমাত্র পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখার জন্য কাজ করেন না, তিনি মানসিক শক্তি ও ভালোবাসার ভিত্তি গড়ে তোলেন। তার হাতের ছোঁয়ায় সন্তান শিখে নেয় জীবনযুদ্ধ জেতার কলা-কৌশল।

পিতা হলেন সেই নীরব নায়ক, যার ত্যাগ আর দায়িত্বের মাধুর্যে একটি পরিবার প্রাণ ফিরে পায়। তার এই জীবন বিলিয়ে দেওয়ার গল্প এক চিরন্তন সুরের মতো, যা আমাদের হৃদয়ে গেঁথে থাকে চিরকাল।

With Afreen Rahman – I just got recognized as one of their top fans! 🎉
22/12/2024

With Afreen Rahman – I just got recognized as one of their top fans! 🎉

With পিঁপড়া -The Ant – I just got recognized as one of their top fans! 🎉
22/12/2024

With পিঁপড়া -The Ant – I just got recognized as one of their top fans! 🎉

জীবন এক অদ্ভুত পথচলা। কখনো সহজ, কখনো কঠিন—তবুও থেমে থাকে না। সময়ের প্রবাহে আমরা হারাই, আবার খুঁজে পাই।জীবন যেন নদীর মতো—...
22/12/2024

জীবন এক অদ্ভুত পথচলা। কখনো সহজ, কখনো কঠিন—তবুও থেমে থাকে না। সময়ের প্রবাহে আমরা হারাই, আবার খুঁজে পাই।

জীবন যেন নদীর মতো—স্রোতের টানে এগিয়ে চলে, বাঁধা পেলে নিজেকে নতুন পথে নিয়ে যায়। সুখ, দুঃখ, আশা, হতাশা—সব মিলে জীবন এক রঙিন চিত্র। এই ছবির প্রতিটি দাগ আমাদের গল্প বলে, আমাদের তৈরি করে।

জীবন মানে কেবল বেঁচে থাকা নয়, জীবন মানে খুঁজে পাওয়া। প্রতিটি দিনের ভাঁজে লুকিয়ে থাকা ছোট্ট আনন্দগুলো উপলব্ধি করা। কঠিন সময়কে সঙ্গী করে সামনে এগিয়ে যাওয়া। জীবন মানে যুদ্ধ, জীবন মানে জয়ের স্বপ্ন।

শেষ পর্যন্ত জীবন আমাদের শেখায়—সবচেয়ে বড় সম্পদ হলো ভালোবাসা। কারণ, এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকে না, কিন্তু ভালোবাসা অমর।

সূর্যের কিরণে স্বপ্নগুলো জাগে,নবীন পাখিরা গানে মাতোয়ারা লাগে।চলো সবাই করি নতুন শুরু,নতুন সকাল আনুক প্রাণে আলো ভরপুর।
22/12/2024

সূর্যের কিরণে স্বপ্নগুলো জাগে,
নবীন পাখিরা গানে মাতোয়ারা লাগে।
চলো সবাই করি নতুন শুরু,
নতুন সকাল আনুক প্রাণে আলো ভরপুর।

শুভ দুপুরের রোদেলা আলো,মনের মাঝে জাগায় ভালো।নরম হাওয়া, গাছের ছায়া,সকাল শেষে দুপুরের মায়া।ধানের খেতে সোনালী রঙ,পাখির গানে...
21/12/2024

শুভ দুপুরের রোদেলা আলো,
মনের মাঝে জাগায় ভালো।
নরম হাওয়া, গাছের ছায়া,
সকাল শেষে দুপুরের মায়া।

ধানের খেতে সোনালী রঙ,
পাখির গানে মধুর ঢঙ।
বেলা বাড়ে, ক্লান্তি চায়,
দুপুরের আহার প্রাণে জুড়ায়।

ছোট্ট বিরতি, বিশ্রাম কিছু,
সন্ধ্যার আগে কাজের পিছু।
শুভ দুপুর, প্রাণের মেলা,
জীবন জুড়ে রোদেলা খেলা।

"শুভ সকাল"ভালো থাকুক পৃথিবীর সকল মানুষগুলো।
21/12/2024

"শুভ সকাল"
ভালো থাকুক পৃথিবীর সকল মানুষগুলো।

With Mohammad Ikbal – I just got recognized as one of their top fans! 🎉
15/12/2024

With Mohammad Ikbal – I just got recognized as one of their top fans! 🎉

With Israt Jahan – I just got recognized as one of their top fans! 🎉
14/12/2024

With Israt Jahan – I just got recognized as one of their top fans! 🎉

Address

Mymensingh
Mymensingh
2200

Telephone

+8801957908709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study For A Job posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Study For A Job:

Share