Go With Leon

Go With Leon — পড়াশুনা কাজ কাম বাদ দিয়ে Useless ভিডিও বানাই ।
SomeOne Say [ পাগল ] SomeOne Say [ দাদা ] ☠️
(1)

14/01/2025

📍 Netrokona, Durgapur 🌿

13/01/2025

🚩 Winter Vs Rainy season 🌿

11/01/2025

Sadness is a luxury 😊

ডিঙ্গাপোতা হাওর । নেত্রকোনা, মোহনগঞ্জ । 📸  Leon Talukder
10/01/2025

ডিঙ্গাপোতা হাওর ।
নেত্রকোনা, মোহনগঞ্জ ।

📸 Leon Talukder

09/01/2025

গ্রাম বাংলা ।

সুসং দুর্গাপুর   🌿 📆 August 20. 2024 Shoot on Redmi Note 13 pro plus Photography 📸: Leon Talukder
08/01/2025

সুসং দুর্গাপুর 🌿

📆 August 20. 2024
Shoot on Redmi Note 13 pro plus
Photography 📸: Leon Talukder

08/01/2025

🗣️ খোরাক এগ্রো ফার্ম আপনাকে কেন স্পন্সর করে ? আপনার ভিডিওতে তো ৩০০০/৪০০০ হাজার ভিউ হয় এতে তো তাদের লোকসান।

আসলে তারা নতুন ক্রিয়েটর বা উদ্যোক্তাদের সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। আপনি যদি কোন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে কোন ধরনের সাহায্য প্রয়োজন হলে তাদেরকে নক দিতে পারেন : খোরাক এগ্রো ফার্ম

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায় । 🌿One of the most beautiful place in Barhatta , Demura .  📆 March 20....
08/01/2025

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায় । 🌿
One of the most beautiful place in Barhatta , Demura .

📆 March 20. 2024
Shoot on Vivo v 25 pro -
Photography 📸: Leon Talukder

07/01/2025

এই মুহূর্তটা খুব সুন্দর ছিল । 🌿

07/01/2025

ডিঙ্গাপোতা হাওর ভ্রমণ 🌿

Sponsor by : খোরাক এগ্রো ফার্ম ।
Page : https://www.facebook.com/khorakagrofarm?mibextid=JRoKGi
খোরাক agro ফার্ম হচ্ছে একটা এগ্রো ফার্ম
এখানে আপনি দেশি-বিদেশি শাকসবজি থেকে শুরু করে গরুর দুধ মাছ মাংস ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন । এখানে বিভিন্ন ধরনের পাখি ও বিভিন্ন ধরনের দেশি-বিদেশে শাক সবজির স্বাস্থ্যসম্মত চারা বিক্রি করা হয় ।
সিজনাল বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায় ।
যদি এ পেজ থেকে কোন কিছু অর্ডার করার সময় G W L এই কোড ব্যবহার করেন তাহলে আপনি ১৫% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।
👇
ডিঙ্গাপোতা হাওর (Dingapota Haor) দেশের বড় হাওর গুলোর মধ্যে একটি যা নেত্রকোনা জেলায় অবস্থিত। বর্ষাকালে ডিঙ্গাপোতা হাওরে জলরাশির ঢেউ আর দু’পাড় জুড়ে থাকা সোনালি ও সবুজ ধানের দৃশ্যে মন জুড়িয়ে যায় পর্যটকদের। শুষ্ক মৌসুমে যেখানে সবুজ দিগন্ত, বর্ষাকালে প্রতিটি হাওরে অথৈ জলের ধারা। প্রতিটি হাওর যেমনি নয়নাভিরাম তেমনি সৌন্দর্যমণ্ডিত।
আপনি চাইলে একদিন ডিঙ্গাপোতা হাওড় ভ্রমন করে পরের দিন টাঙ্গুয়ার হাওর ভ্রমন করতে পারেন। সে ক্ষেত্রে মোহনগঞ্জ ফিরে এসে পাথড় ঘাট থেকে ট্রলার ভাড়া করে সরাসরি টাঙ্গুয়ার হাওর চলে যেতে পারেন। তখন সুনামগঞ্জ থেকে ঢাকা ফেরাও সহজ হবে।
যাওয়ার উপায়
ঢাকা থেকে নেত্রকোনা এর মোহনগন্জ পর্যন্ত সরাসরি তেমন কোন ভাল বাস নেই তবে ট্রেনে যোগাযোগ ব্যবস্থা বেশ ভাল এবং আরামদায়ক। ঢাকা থেকে রাত ১১.৫০ এ কমলাপুর থেকে হাওড়ের এক্সপ্রেস আন্তনগর ট্রেনে চলে যেতে পারেন সরাসরি মোহনগঞ্জে। সকালে গিয়ে পৌছাবেন। স্টেশনের পাশেই নাস্তা করে অটো/লেগুনা অথবা ভাড়া বাইকে করে চলে যাবেন তেতুলিয়া ঘাট। তারপর সেখান থেকে ট্রলারে করে হাওড় ভ্রমন।
তেতুলিয়া ঘাটে ট্রলার সবসময় থাকে। অগ্রিম বুকিং দেওয়ার প্রয়োজন নেই।
থাকা/খাওয়া ব্যবস্থা
বর্ষা : সিজন
মোহনগঞ্জে হোটেল হাওড় ইন এখন সবচেয়ে ভাল। তাছাড়া পান্না গেস্ট হাউজ এবং হোটেল শাপলাও থাকার জন্য নিরাপদ জায়গা। খাওয়ার জন্য মোহনগঞ্জ জেবি মার্কেটের পাশে আনন্দ হোটেল ভাল। যদি হাওড়ে দুপুরে খেতে চান সেক্ষেত্রে ট্রলারের মাঝিদের বললে তারা রান্না-বান্নার ব্যাবস্থা করতে পারবে।
আনুমানিক খরচ
ঢাকা থেকে মোহনগঞ্জ ট্রেনের ভাড়া শোভন চেয়ার ২২০ টাকা। মোহনগন্জ থেকে অটো/লেগুনা ভাড়া জন প্রতি ৩০ টাকা এবং সারাদিন ট্রলার ভ্রমন ট্রলারের সাইজ অনুযায়ী ৮০০ থেকে ৩০০০ টাকা।
থাকার হোটেল ১০০- ১,০০০ টাকা।
শীত সিজন :
মোহনগঞ্জ থেকে খুরশিমুল বাজারে যেতে হবে।
খোরশিমুল বাজার থেকে ৫-৭ মিনিট লাগবে হাওরে যেতে।

Send a message to learn more

06/01/2025

চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে । 🌿

নেত্রকোনা, মোহনগঞ্জ, ডিঙ্গাপোতা হাওর।

Gear : Redmi Note 13 pro plus
Camera :4k 30 fps
colour grading : Adobe premium Pro 21
Video clip: sadi

25/12/2024

দুর্গাপুর একদিনের অভিজ্ঞতা ।


Sponsor by : খোরাক এগ্রো ফার্ম ।
Page : https://www.facebook.com/khorakagrofarm?mibextid=JRoKGi

খোরাক agro ফার্ম হচ্ছে একটা এগ্রো ফার্ম
এখানে আপনি দেশি-বিদেশি শাকসবজি থেকে শুরু করে গরুর দুধ মাছ মাংস ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন

এখানে বিভিন্ন ধরনের পাখি ও বিভিন্ন ধরনের দেশি-বিদেশে শাক সবজির স্বাস্থ্যসম্মত চারা বিক্রি করা হয় ।
সিজনাল বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায় ।
যদি এ পেজ থেকে কোন কিছু অর্ডার করার সময় G W L এই কোড ব্যবহার করেন তাহলে আপনি ১৫% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।

Like, share, and comment below if you love
YouTube : https://youtube.com/?si=25ExavuWeTx1bClZ

Facebook :https://www.facebook.com/leon.talukder.39?mibextid=জড়কগি

এই ভিডিওটাতে আমরা একদিনের অভিজ্ঞতা তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে এখানকার জীবনধারা সহ সবকিছু তুলে ধরার চেষ্টা করব।
আকাশে মেঘ থাকার কারণে সন্ধ্যার দিকে প্রচন্ড বৃষ্টি নামে বৃষ্টির মধ্যে মাছ ধরাটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়েছিল আর বাকি ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন খুব শীঘ্রই আসছে ধন্যবাদ।

21/12/2024

- ব্রহ্মপুত্র নদ , ময়মনসিংহ 🌿

যতোদিন যতোবার বসেছি এই নদীর পাড়ে ততোবার ভেবেছি কি আছে এখানে যার জন্য এত্তো স্বাভাবিক'ভাবে চলে শ্বাসপ্রশ্বাস।

কতো শহর'ই তো ঘুরেছি, আভিজাত্য, প্রাচুর্যে ঠাসা সেসব শহর। কতো নদী, লেক, জলধারাও তো দেখা হয়েছে কিন্তু এতোটা শান্তি কোথাও মেলেনি।

ময়মনসিংহ থেকে যতো দূরে গিয়েছি ততো মনে হয়েছে, "এই ছিমছাম শহর আর মৃতপ্রায় ব্রহ্মপুত্রের যা আছে তা আর পৃথিবীর কোনো জায়গায় পাবো না হয়তো"

কি আছে আসলে? - মায়া

Gear:Redmi Note 13 pro +
Videography 🎥 : Leon Talukder

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Go With Leon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category