Prianka Banik

Prianka Banik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prianka Banik, Digital creator, Bhaluka, Mymensingh.

30/09/2024
30/09/2024

কাঁসা বা মাটির তৈজসপত্র শরীরের জন্য একমাত্র উপযোগী। এগুলো প্রাকৃতিক। বর্তমান সময়ে, বিভিন্ন রোগের বিশেষ কারণ, কম দামি প্লাস্টিক বা অপ্রাকৃতিক জিনিসপত্র ব্যবহার ।

29/09/2024

সকল স্তরের কর্মকে মূল্যায়ন করুন। কারণ প্রত্যেকটা কর্মের উপর আমরা নির্ভরশীল। পেশা এবং বৃত্তি একে অপরের পরিপূরক।

27/09/2024

নিজের চোখের উপর শালীনতা আনুন। না হলে, পর জন্মে অন্ধ হয়ে জন্ম নিতে পারেন।

26/09/2024

বর্ণ বা জালালী কবুতর খায় না। কিন্তু পোষা কবুতর মানুষ খেয়ে ফেলে। এভাবেই জনসংখ্যার ভারসাম্য রক্ষা হচ্ছে। যদিও প্রাণী হত্যা মহাপাপ। কিন্তু এভাবেই জনসংখ্যা ও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

26/09/2024

নরক বধীবে যে....

25/09/2024

কিছুক্ষণ আগে, গানটা হঠাৎ মাথায় আসলো। বানিয়ে ফেললাম। কথা, সুরএবং গায়কীতে ভুল আছে। হঠাৎ করে বানিয়েছি তো। বেশি সময় নেই নি। পরে ঠিক করব। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য উৎসর্গ করলাম।

24/09/2024

কুসংস্কার এর সাথে আর আপোষ নয়।

24/09/2024

দুদিনের দুনিয়া, অনন্তকালের স্বর্গ। যদি বৃন্দাবন বা বেহেশতে যেতে চাও, আগে নিজের বাসা এবং বাড়ির আশেপাশ বৃন্দাবন বা বেহেস্ত কর।

23/09/2024

প্রাইমারি স্কুল থেকে শুরু করে এইচএসসি পর্যায় পর্যন্ত ক্যারাট 100 নাম্বারের বাধ্যতামূলক পরীক্ষা থাকা উচিত। তবে প্র্যাকটিকাল সাধারণের মতো মূল্যায়ন। যেমন নন মেজর।

23/09/2024

ক্যারাট নারীদের বাধ্যতামূলক শিক্ষার একটি অংশ হওয়া উচিত। ঠিক এই বছর থেকেই। ১০০ নাম্বারের প্র্যাক্টিকাল পরীক্ষা। কিন্তু মূল্যায়ন সাধারণ সাবজেক্ট গুলোর মতই।

23/09/2024

শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। নারীদের স্বাবলম্বী হওয়াও দরকার। প্রতিটা গার্লস স্কুলে ক্যারাট শিক্ষক রাখা উচিত। ক্যারাট মেয়ে বা নারীদের বাধ্যতামূলক শিক্ষার একটি অংশ হওয়া উচিত।

22/09/2024

খালি গলায় গানটা কেমন হলো, তা বিষয় নয়। নজরুলের অনবদ্য সৃষ্টি, তাও আমার স্বয়ং শ্রীকৃষ্ণ কে নিয়ে!

22/09/2024

প্রতিদিন, এক মিনিট থেকে দুই মিনিট চোখ ট্যারা রাখুন। চার পাঁচবার চোখ ঘুরান। তিন থেকে চারবার চোখে ঝাপটা দিন। চোখ সুস্থ থাকবে।

21/09/2024

রাস্তার দু'পাশের ময়লাগুলো, যত দ্রুত সম্ভব পরিষ্কার করা উচিত। এক্ষেত্রে বনায়ন গুলোকে কাজে লাগানো যায়। বনায়নের মধ্যে গভীর খাল খনন করে পয় নিষ্কাশন করা সম্ভব।

21/09/2024

হঠাৎ পাখির সাথে মনে মনে কথা হলো। তাই কথাগুলো বলে ফেললাম। যদিও খুব সাদামাটা। আমি এটাতে অভ্যস্ত।

21/09/2024

পেঁয়াজ ,রসুন খেলে বুদ্ধি বাড়ে।

21/09/2024

মোবাইল দেখলে বা সূর্যের আলোতে আমাদের চোখ প্রতিনিয়ত ক্ষতি হতে পারে। যাদের চোখে সমস্যা আছে বা নেই, প্রতিরোধক চশমা ব্যবহার করুন।

18/09/2024

গত শারদ পূর্ণিমায় অর্ধেক গানটা বানিয়েছিলাম। বিশ্বকর্মা পূর্ণ কিরণে গানটা শেষ করলাম। শিউলি ফুলের স্নিগ্ধ সুবাসে।

17/09/2024

সময়, যুগ ও পরিবর্তনের সাথে সাথে সমাজ অর্থাৎ পৃথিবী সমাজ সংস্থার হয়। এটা সৃষ্টিকর্তার লীলা। সনাতন আদি ধর্ম। সনাতন ধর্ম থেকেই ধর্ম শব্দের উৎপত্তি। কিন্তু বারবার ধর্মের গ্লানি ঘটাতে বিভিন্ন ধর্মের উৎপত্তি হয়েছিল। যা সৃষ্টিকর্তারি লীলা। হয়তো.....

Address

Bhaluka
Mymensingh
2240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prianka Banik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prianka Banik:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mymensingh

Show All