14/11/2024
কেমন আছ ?
আমি চমকে উঠে পেছন ফিরে তাকালাম এবং আরো চমকে উঠলাম।
আমাকে ডিবি পুলিশ ধরেছে। রাত তখন বারটার কাছাকাছি হবে। শিল্পকলা থেকে মাত্রই অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার জন্য রাস্তায় নেমেছি। পকেটে কোন টাকা পয়সা নেই। তাই হেটেই ফিরতে হবে।
এত রাতে আমাকে ডিবি ধরেছে বলে প্রথমে খুব ভয় পেয়ে গেলাম। সাথে সাথে মনে হলো। রাশেদ মামার কথা।
মামা সার্কেল অফিসার।
সেই সুত্রে থানার অনেক পুলিশই আমাকে চেনে। তাছাড়া আমি প্রায়ই শিল্পকলা থেকে অথবা পাবলিক লাইব্রেরী থেকে অনেক রাত করে ফিরি।
আমার কোন সমস্যা হয়না।
কিন্তু আজকে আমাকে পেছন থেকে যেভাবে যাপটে ধরেছে..
চিনতে পারনি !
লেম্পপোস্টের আবছা আলোতে মুখটা পরিষ্কার দেখতে পেলাম না কিন্তু কন্ঠটা আমার খুব চেনা মনে হলো। আমার খুব কাছের মানুষের কন্ঠ। মনে পড়ে গেল। আলম
তুমি ডিবিতে আসলে কবে।
মাস ছয়েক।
আর কিশোরগঞ্জ ?
প্রথম পোস্টিং
তাই নাকি । এতদিন একই শহরে আছি অথচ দেখা হলোনা।
রাস্তায় দাড়িয়ে অনেক কথা হলো আলমের সাথে।
বিয়ে করে সংসারী হয়েছে। আলমের স্ত্রীও ডিবিতে চাকরী করে। একছেলে আর স্বামী স্ত্রীর ছোট্র সংসার।
তুমি এখানে কোথা হতে আসলে।
শিল্প কলায় অনুষ্টান ছিল।
এখনো গান কবিতা নিয়েই আছো
কি আর করা, আমি তো অন্য কিছু পারিনা।
কথার ফাকে আলম আমাকে তার গাড়িতে করে বাসায় পৌছে দিয়ে গেল।
সেই শেষ দেখা।
এর পর একদিন শুনলাম আলম নেই।
আলম নেই এটাে এখনো আমার কাছে বিশ্বাস হয়না।
আলমদের এলাকায় যখন যাই আমি আলমদের বাড়ির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকি।
চোখ ছলছল করে উঠে। কত স্মৃতি কত মায়া পড়ে আছে এই আলমের বাড়ির মধ্যে। আহা জীবন ...........