Fatir Tv

Fatir Tv Assalamu Alaikum I Hope Everyone Is Well. Thank You Very So Much For Visiting Our Page... Tv

প্রকৃত রোজা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মধ্যেই নিহিত, শুধু পানাহার থেকে বিরত থাকার মধ্যে নয়।
16/03/2024

প্রকৃত রোজা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মধ্যেই নিহিত, শুধু পানাহার থেকে বিরত থাকার মধ্যে নয়।

16/03/2024

Live Quran Tilawat//

16/03/2024

আমার আরেকটা পেইজ আশা করছি সকলেই পাশে থাকবেন।

ইয়া আল্লাহ তাআলা আপনি তাদের কুরবানীর সাথে।আমাদের কে ও কবুল করুন.. আমিন মুহাম্মদ মাহফুজ ফয়জী
15/03/2024

ইয়া আল্লাহ তাআলা আপনি তাদের কুরবানীর সাথে।আমাদের কে ও কবুল করুন..
আমিন

মুহাম্মদ মাহফুজ ফয়জী

15/03/2024

লাইভ কুরআন তেলাওয়াত চলছে। হাফেজ জাহিদ হাসান। ফাতির টিভি। live Quran Tilawat Para-4

15/03/2024

Live লাইভ চলছে। হযরত আবু বকর সিদ্দিক(রাযিঃ)এর মর্যাদা নিয়ে চমৎকার আলোচনা আল্লামা হাসান জামিল সাহেব হাফিঃ/ফাতির টিভি

15/03/2024

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنْ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ مَنْ قَامَ رَمَضَانَ إِيْمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ .

অর্থঃ হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে, রাসূলুল্লাহ্ ইরশাদ করেনঃ যে ব্যক্তি রমযানের রাতে ঈমানসহ সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ্ মাফ করে দেওয়া হয়।

জুমা বাদ YouTube এ আর আছর বাদ Page লাইভ হবে ইনশাআল্লাহ।
15/03/2024

জুমা বাদ YouTube এ আর আছর বাদ Page লাইভ হবে ইনশাআল্লাহ।

14/03/2024

লাইভ কুরআন তেলাওয়াত চলছে। হাফেজ জাহিদ হাসান। ফাতির টিভি। live Quran Tilawat ।।live 2024

আছর পর লাইভ হবে ইনশাআল্লাহ।
14/03/2024

আছর পর লাইভ হবে ইনশাআল্লাহ।

14/03/2024

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنْ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ مَنْ قَامَ رَمَضَانَ إِيْمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ .

13/03/2024

কুরআন তেলাওয়াত। ২য় পারা।।Quran Tilawat।। হাফেজ জাহিদ হাসান/ফাতির টিভি / মুহাম্মাদ মাহফুজ ফয়জী/

13/03/2024
12/03/2024

কোরআন তেলাওয়াত রেকর্ড করার সময়

10/03/2024

রামাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্যই পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হয়। তাহলে কাজটি উত্তমভাবে সম্পাদন করা সম্ভব হয়। একজন মুমিনের জন্য রামাদান মাস অত্যন্ত গুরুতপূর্ণ। দুয়ারে কড়া নাড়ছে মহিমান্বিত মাস রামাদান। এই মাস রহমতের, এই মাস বরকতের, এই মাস ইবাদতের। মুমিন হিসেবে আমাদের সবার কর্তব্য হল এর জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি মানে বাজারের বিশাল লিষ্ট তৈরি করা, খাবারের নতুন নতুন রেসিপি শেখা নয়। বরং উদ্দেশ্য হল অধিক পরিমাণে জিকির-আজকার, তিলাওয়াত , গুনাহ থেকে বেঁচে থাকা ও বেশি বেশি দান-সাদাকা ও অন্যন্য ইবাদতের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক আগ থেকেই রামাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। নিচে পূর্ব প্রস্তুতিমূলক কিছু বিষয় উল্লেখ করা হল।
*রামাদান প্রাপ্তির জন্য দোয়া করা:

আল্লাহর তাওফিক ছাড়া কোন ভালো কাজ করা সম্ভব নয়। যে কোন ভালো কাজের ইচ্ছা করলে আগে আল্লাহ তাআলার কাছে তাওফিক চাইতে হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাল কাজ করার জন্য দোয়া করতেন এবং তাওফিক চাইতেন।
আমাদের পূর্বসূরী আলেমগণ রামাদান প্রাপ্তির জন্য কয়েক মাস আগ থেকেই দোয়া করতেন।
*রামাদানের দিনক্ষণ গণনা করা:

রামাদানের পূর্বপ্রস্তুতি হিসেবে শাবান মাসের তারিখের হিসাব রাখা একটি সুন্নাতি আমল। তাছাড়া এটি রামাদানের প্রতি আন্তরিক আগ্রহের একটি নিদর্শনও বটে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রামাদানের জন্য তারিখের হিসাব রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَفَّظُ مِنْ شَعْبَانَ مَا لَا يَتَحَفَّظُ مِنْ غَيْرِهِ، ثُمَّ يَصُومُ لِرُؤْيَةِ رَمَضَانَ، فَإِنْ غُمَّ عَلَيْهِ عَدَّ ثَلَاثِينَ يَوْمًا ثُمَّ صَامَ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা’বান মাসের হিসাব যত গুরুত্ব সহকারে রাখতেন, অন্য কোনো মাসের হিসাব অতো গুরুত্ব দিয়ে রাখতেন না। অতঃপর তিনি রামাদানের চাঁদ দেখেই সওম পালন করতেন। আর আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তিনি শা’বান মাস ত্রিশ দিন পূর্ণ করতেন। এরপর রোজা রাখতেন। ( সুনানে আবু দাউদ- ২৩২৫)
*শাবান মাসে অধিকহারে রোজা রাখা:

রামাদানে দীর্ঘদিন রোজা রাখার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন রয়েছে। এই উদ্দেশ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত এক হাদিসে এসেছে, তিনি বলেন―
فَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُه أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ.
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রামাদান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোযা রাখতে দেখিনি। আর আমি তাঁকে (রামাদানের পর) শাবান মাস অপেক্ষা অধিক রোযা রাখতে দেখিনি। সহীহ বুখারী, হাদীস ১৯৬৯

তবে রামাদান শুরুর দুই-এক দিন আগ থেকে রোজা রাখা বন্ধ করে দেয়া উচিত। যেন প্রফুল্লতার সাথে রামাদানের রোজা শুরু করা যায় এবং দূর্বলতা অনুভব না হয়। (এ বিষয়ে দ্রষ্টব্য: সহীহ বুখারী- ১৯১৪)
*অন্যদেরকেও বেশি বেশি আমল করতে উৎসাহ দেয়া:

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রামাদান আসার আগেই সাহাবীদেরকে রামাদানের ফাজায়েল ও বরকত অর্জনের প্রতি আগ্রহী করে তুলতেন। এক হাদীসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
إِذَا دَخَلَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتْ الشَّيَاطِيْنُ
যখন রামাদান মাস আরম্ভ হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, আর শয়তানদেরকে শিকলে বেঁধে রাখা হয়। (বুখারী- ৩২৭৭)

অপর এক হাদীসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
«أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ»
তোমাদের নিকট রামাদান উপস্থিত হয়েছে, যা একটি বরকতময় মাস। তোমাদের উপরে আল্লাহ তা’আলা এই মাসের রোজা ফরয করেছেন। এ মাসে আসমানের (জান্নাতের) দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, অবাধ্য শয়তানদের গলায় লোহার বেড়ী পরানো হয়। আল্লাহর (ইবাদতের) জন্য এ মাসে একটি রাত রয়েছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি সে রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সমূহ কল্যাণ থেকে বঞ্চিত হলো। (সুনানে নাসাই -২১০৬)

এই ধরণের আরো অনেকগুলো হাদিস আছে, যেখানে তিনি সাহাবায়ে কেরামকে রামাদানে বেশি বেশি দান সাদাকা, অধিকহারে নফল নামায আদায়, তিলাওয়াত ও অন্যন্য আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন।
*রামাদানের হুকুম আহকাম সম্পর্কে জ্ঞানার্জন করা:

কোন কাজ উত্তমভাবে সম্পাদন করতে চাইলে সে সম্পর্কে আগে ভালোভাবে জানতে হয়। আমরা যদি পরিপূর্ণ হক আদায় করে রামাদানকে অতিবাহিত করতে চাই, তাহলে কর্তব্য হল রামাদানের ফাজায়েল মাসায়েল, করণীয় বর্জনীয় ইত্যাদি সম্পর্কে জ্ঞানার্জন করা। এর জন্য নির্ভরযোগ্য আলেমদের কাছে গমণ করা, রামাদানের ফাজায়েল ও মাসায়েল বিষয়ক কিতাবাদি অধ্যায়ন করা।
*ব্যস্ততা কমিয়ে আনা:

রামাদান যেহেতু ইবাদতের মাস, তাই আমাদের সকলের উচিত রামাদানের আগেই নিজেদের ব্যস্ততাগুলো কমিয়ে আনা। যেনো রামাদান জুড়ে তিলাওয়াত, সালাত, জিকির-আজকার এবং অন্যন্য নেক আমলে নিমগ্ন থাকা যায়। আমাদের এমন অনেক ভাই আছেন, যাদের রামাদান আসলে ব্যস্ততা বেড়ে যায়। ব্যবসা বানিজ্য, ঈদের কেনাকাটা, সাহরী ইফতারে নানান পদ তৈরি করা, ইফতার পার্টি, সাহরী পার্টি ইত্যাদির পেছনেই তাদের বেশিরভাগ সময় ব্যয় হয়। আমরা যদি একটু খেয়াল করে রামাদানের আগেই প্রয়োজনীয় ব্যস্ততাগুলো সেরে ফেলার ফিকির করি এবং সাহরী ইফতারে নানান পদের খাবার গ্রহণের মানসিকতা বর্জন করি, তাহলে ইবাদতের জন্য বেশি সময় বের করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওফিক দান করুন।

08/03/2024

মৌলিকভাবে আল্লাহ তাআলার সাথে দুইভাবে শিরিক করা হয়। মুফতী মাহমুদ হাসান সাহেব হাফিঃ।। ফাতির টিভি।। Fatir Tv

08/03/2024

তোমার সম্পদের মাটিতে তোমাকে দাফন করবে,,সম্পদের গতিতে সম্পদ চলবে,,, সম্পদের নিচে তুমি পড়ে থাকবে,,,এটাই নিয়ম,,,

সুতরাং সম্পদ নিয়া মারামারি না করা চিন্তাশীলদের কাজ

06/03/2024

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنْ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ مَنْ قَامَ رَمَضَانَ إِيْمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন, রাসূল (সাঃ) ইরশাদ করেনঃ যে ব্যক্তি রমযানের রাতে ঈমানসহ সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বের গুনাহ্ মাফ করে দেওয়া হয়।

Alhamdulillah
05/03/2024

Alhamdulillah

05/03/2024

সাহাবায়ে কেরাম ফিরদাউসের প্রতীক্ষিত সেই
বরপুত্র জামাত, যুদ্ধের ময়দানে যাদের বহনকারী ঘোড়াসমূহেরই তিনবার কসম খেয়েছেন রব্বে কায়েনাত; বলেছেন—

وَٱلۡعَـٰدِیَـٰتِ ضَبۡحࣰا، فالمُوْرِيَاتِ قَدۡحࣰا، فَٱلۡمُغِیرَ ٰ⁠تِ صُبۡحࣰا.

এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রহ.-কে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে, কে উত্তম, মুয়াবিয়া রাযি. না উমর ইবনে আব্দুল আজিজ রহ.? তিনি বলেছিলেন—

রাসূল সা.-এর সাথে জিহাদ করার সময় হযরত মুয়াবিয়ার ঘোড়ার নাকে যে ধুলো ঢুকেছিল, সে ধুলো কয়েক উমর ইবনে আব্দুল আজিজ থেকেও শতবার শ্রেষ্ঠ।

[মিরকাতুল মাফাতীহ ৬/৩৭৪]

26/02/2024

কিছু কথা।

আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল
11/02/2024

আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল

10/02/2024

আলহামদুলিল্লাহ (আমাদের মাহফিল)

শেখবাড়ী দারুল জান্নাত জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে

১ মার্চ ২০২৪ ইং ৪র্থ বার্ষিক
রোজ শুক্রবার ইসলামী সম্মেলন

প্রধান মেহমান
আল্লামা মুফতী কামাল হোসাইন সাহেব (দাঃ বাঃ)
নায়েবে মুফতী, দারুল ইফতা খাদেমুল কুরআন ওয়াস সুন্নাহ (চট্টগ্রাম)

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো

05/02/2024

আমরা সবাই পাপী
আপন পাপের বাটখারা দিয়ে
অন্যের পাপ মাপি 🙂
- কাজী নজরুল ইসলাম

আলহামদুলিল্লাহ চলছে বিশ্ব ইজতেমা,চলছে মুসলমানদের মিলনমেলা,, বিশ্বের বড় বড় বুযুর্গ হযরত উলামা মাশায়েখদের পদধুলিতে টঙ্গ...
01/02/2024

আলহামদুলিল্লাহ চলছে বিশ্ব ইজতেমা,চলছে মুসলমানদের মিলনমেলা,, বিশ্বের বড় বড় বুযুর্গ হযরত উলামা মাশায়েখদের পদধুলিতে টঙ্গীর ময়দান মুখরিত,,
টঙ্গী বিশ্ব ইজতেমা ২০২৪ এর বয়ানের পূর্ণ সূচী :

✅ ১ ফেব্রুয়ারি , বৃহস্পতিবার।
▪️ বাদ ফজর :
মাওলানা আহমদ লাট সাহেব হাফি. (হিন্দুস্তান)

▪️ বাদ জোহর :
মাওলানা রবিউল হক সাহেব হাফি., (বাংলাদেশ)

▪️বাদ আছর :
মাওলানা ফারুক সাহেব হাফি.
(বাংলাদেশ)

▪️বাদ মাগরিব :
মাও. ইবরাহিম দেওলা সাহেব হাফি., (হিন্দুস্তান)

✅ ২ ফেব্রুয়ারি , শুক্রবার।
▪️বাদ ফজর :
মাওলানা আহমদ বাটলা সাহেব হাফি, (পাকিস্তান)

▪️সকাল ১০টায় তালিম :
মাওলানা জিয়াউল হক সাহেব হাফি, (পাকিস্তান)

▪️বাদ জুম্মা :
মাওলানা ওমর খতিব সাহেব হাফি, (জর্ডান)

▪️বাদ আছর :
মাও. জুবায়ের সাহেব, হাফি., (বাংলাদেশ)

▪️বাদ মাগরিব :
মাওলানা আহমদ লাট সাহেব ‌হাফি., (হিন্দুস্তান)

✅ ৩ ফেব্রুয়ারি , শনিবার।
▪️বাদ ফজর :
মাওলানা আব্দুর রহমান হাফি., (মুম্বাই)

▪️বাদ জোহর :
মাওলানা ইসমাইল হাফি., (গোধরা)

▪️বাদ আছর :
মাওলানা জুহাইরুল হাছান হাফি., (হিন্দুস্তান)

▪️বাদ মাগরিব :
মাওলানা ইবরাহিম দেওলা হাফিঃ (হিন্দুস্তান)

✅ ৪ ফেব্রুয়ারি , রবিবার।
▪️বাদ ফজর :
▪️হিদায়তী বয়ান :
মাও. জিয়াউল হক সাহেব হাফি., (পাকিস্তান)

▪️দোয়ার আগে নসিহত :
মাওলানা ইবরাহিম দেওলা হাফি., (হিন্দুস্তান)

▪️দোয়া :
মাও. জুবায়ের সাহেব হাফি. (বাংলাদেশ)

▪️খুসুসি নিশিস্ত :

✅ ২ ফেব্রুয়ারি, শুক্রবার।
▪️সকাল ১০ টা :
▪️ইংরেজি শিক্ষকদের বয়ান, বয়ানের মিম্বরে;
প্রফেসর ড. সানাউল্লাহ হাফি. (ফ্রেন্স)

▪️ইংরেজি ছাত্রদের বয়ান নামাজের মিম্বরে;
ডা. নওশাদ সাহেব হাফি. (হিন্দুস্তান)

▪️খাওয়াসদের বয়ান, টীন শেড;
মাওলানা আকবর শরিফ হাফি., (দিল্লি

✅ ৩ ফেব্রুয়ারি, শনিবার।
▪️ওলামাদের বয়ান, বয়ানের মিম্বরে
▪️সকাল ১০ টা :
মাওলানা ইব্রাহিম দেওলা হাফিঃ(হিন্দুস্তান)

▪️তালাবাদের বয়ান, নামাজের মিম্বরে;
মাওলানা আহমাদ হোসাইন (পাকিস্তান)

▪️বধির খিমায় বয়ান :
ভাই সানোয়ার সাহেব হাফিঃ(হিন্দুস্তান)

আল্লাহ এই ইজতেমাকে ভরপুর কবুল করুন এবং পথহারা উম্মাহের হেদায়েতের মাধ্যম করুন।

হে আল্লাহ! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন,   আখে'রাতের কল্যাণ দান করুন এবং জা'হা'ন্নামের শা'স্তি থেকে আমাদের বাঁচান।
31/01/2024

হে আল্লাহ! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন,
আখে'রাতের কল্যাণ দান করুন এবং
জা'হা'ন্নামের শা'স্তি থেকে আমাদের বাঁচান।

31/01/2024

রাসুল সাঃ রজব মাসে কোন দোয়া বেশি পাঠ করতেন??

প্রত্যাকটা  মুসলিম পুরুষের উচিৎ ঐসমস্ত  মজলিস বা অনুষ্ঠান, পার্টি,  সপরিবারে যাওয়া পরিত্যাগ করা যেখানে গেলে আপনার আহলিয়া...
31/01/2024

প্রত্যাকটা মুসলিম পুরুষের উচিৎ ঐসমস্ত
মজলিস বা অনুষ্ঠান, পার্টি,
সপরিবারে যাওয়া পরিত্যাগ করা যেখানে
গেলে আপনার আহলিয়া বা আপনার স্ত্রীর
পর্দার ঘাটতি হবে, এটা প্রতিটা মুসলিম পুরুষের কর্তব্য,এটা আত্মসম্মান, এটা গায়রত, এতেকরে যদি কোন আত্নীয়সজন
নারাজ হয় আল্লাহর জন্য মেনে নিন এটাই সফলতা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।
আমিন।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatir Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fatir Tv:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mymensingh

Show All