ALAmran

ALAmran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ALAmran, Social Media Agency, Fulbaria, Mymensingh.

20/11/2024
16/11/2024

ফুলবাড়িয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের চেয়ারম্যান, সাইদুর রহমান রয়েল পৌরসভা কার্য্যালয় সংলগ্ন নতুন গরুহাটা ভাড়াটে বাসায় গলায় ফাঁস আত্নহত্যার খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছেন। এসময় ফুলবাড়িয়র উৎসুক জনতা লাশ দেখার জন্য ভীড় জমায়।

15/11/2024

ময়মনসিংহের এিশাল উপজেলার ধানীখোলা উচ্চ বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপী ইজতেমায় আজ,জুমআর নামাজ আদায়ের পূর্ব মূহুর্তে আলোচনায় অংশ গ্রহন,,,

08/11/2024

আজ,আন্দ্ধারিয়া পাড়া ইজতেমায় জুমআর নামাজ আদায়

04/11/2024

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্দ্ধারিয়া পাড়া কেন্দ্রীয় মার্কাজ জামে মসজিদ প্রাঙ্গনে বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর উদ্যোগে ৩২তম তিনদিন ব্যাপী ইজতেমার প্রস্তুতি সম্পন্ন,,,,

29/10/2024

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাকান্দা গ্রামে যাওয়ার রাস্তা,,,,,

কালাকান্দা হাফেজিয়া এতিম খানা মাদ্রাসায়  ইসলামি সম্মেলনে  বক্তব্য রাখছেন  শায়েখ আব্দুর রাজ্জাক বিনইউসুফ
25/10/2024

কালাকান্দা হাফেজিয়া এতিম খানা মাদ্রাসায় ইসলামি সম্মেলনে বক্তব্য রাখছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিনইউসুফ

24/10/2024

এ দৃশ্য টি বর্তমানে অনেক টা বিরল কারন হল, সবাই যার যার বাসায় গোসল করে থাকেন। এমন পরিবেশ দেখা গেল,ফুলবাড়িয়া উপজেলার আন্দ্ধারিয়া পাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র রা প্রত্যহ স্কুল মাঠের পুকুরে এভাবে গা এলিয়ে গোসল করে থাকেন।

08/10/2024

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল মহোদয় এর সু দৃষ্টি কামনা

ফুলবাড়ীয়ায় ঐতিহ্যবাহী ইচাইল বিলের হাজার হাজার একর জমির রোপা আমনের ফসল বৃষ্টির পানিতে নিমজ্জিত
আলএমরান।। ফুলবাড়ীয়া ব্যুরোচীফ।।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী ইচাইল বিলের হাজার হাজার একর জমির রোপা আমনের ফসল বৃষ্টির পানিতে নিমজ্জিত । গত বছর একই সময় ৫ অক্টোবর ২০২৩ ইং সনে, রাতভর বৃষ্টির পানিতে থোর ধান বিনষ্ট হয়েছে। পাশাপাশি মানুষের জীবন যাপন হয়েছে অনেক কষ্টের। এবছর একই সময় ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্য বাহী ইচাইল বিলের রোপা আমনের ফসল বৃষ্টির পানিতে ভাসচ্ছে। আকষ্মিক এ বৃষ্টির পানিতে সকল কৃষকের এখন মাথায় হাত। সুন্দর এ ফসল যদি বৃষ্টির পানিতে বিনষ্ট হয় তাহলে বাচঁবে কিভাবে সে কথা ভেবে গ্রামের প্রান্তিক কৃষক দিশেহারা। এ ভাবে প্রতি বছরই ইচাইল বিলের ফসল বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। এ বিলের ফসল প্রতি মৌসুমে নষ্ট হওয়া থেকে মুক্তি পেতে হলে ইচাইল বিলের সাঁচালিয়া খাল পূনরায় বিল থেকে কুতুব খানা বাজার পর্যন্ত খনন করা হলে ওই এলাকার ভুক্তভোগীরা ফসল বিনষ্ট হওয়া থেকে মুক্তি পেতে পারবেন। এলাকাবাসী ধারনা করছেন।

বিধায়, জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল মহোদয় ও ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ মহোদয় কে বৃষ্টির পানিতে নিমজ্জিত ইচাইল বিলের ফসলী জমি পরিদর্শন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

Address

Fulbaria
Mymensingh
2216

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALAmran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Social Media Agencies in Mymensingh

Show All