Akash Khan

Akash Khan I am a Social Media Expert

27/11/2024

এতো বড় মিছিল কি এর আগে দেখেছে চট্টগ্রাম? আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 🙂❤️

এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জা'না'জা।জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, চট্টগ্রাম 🙂❤️
27/11/2024

এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জা'না'জা।

জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, চট্টগ্রাম 🙂❤️

27/11/2024

লাখো মুসলিমের পরম দুআ ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ, শাহাদাতের এ পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মাহ। উগ্রবাদ ও চরমপন্থা মুকাবিলায় আপনার নাযরানা আল্লাহ কবুল করুন। জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়— আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা 🙂❤️

24/11/2024

যখনই একাকিত্ব অনুভব করবেন, মনে হবে আপনার এমন একজন কাছের মানুষ নেই যাকে নিজের দুঃখ বলা যাবে তখন মনে মনে বলবেন- "আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট এবং আমি এতেই সন্তুষ্ট।"

আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারাটা অমূল্য নেয়ামত 🙂❤️

17/11/2024

নিজের সম্পর্কে একটা বিষয় উপলব্ধি করলাম। আমার মাঝে কোনো হিংসা নেই। আমি খেয়াল করলাম কারো ভালো হতে দেখলে, উন্নতি হতে দেখলে আমার ভালো লাগে। ভার্চুয়ালে কারো স্ট্যাটাসে কোনো সফলতার পোস্ট দেখলাম, চিনিও না তাকে তবুও আমার আনন্দ অনুভব হয়।

এমনকি যে আমাকে যেকোনো কারণেই হোক অপছন্দ করে, তার সম্পর্কেও যদি ভালো কিছু শুনি আমার ভালো লাগে। এই যে হিংসা না থাকার ব্যাপার টা আমার নিজের চোখে নিজেকে বড় করে তুলে। নিজের এই দিক টা দেখে আমার গর্বে বুক উঁচু হয়ে যায়।

বর্তমান সময়ে হিংসা জিনিস টা নিজেদের মধ্যেই বেশি। আমি এমনও দেখেছি একে অপরকে বেস্ট ফ্রেন্ড পরিচয় দেয় কিন্তু কোনো একজন তার বেস্ট ফ্রেন্ড কে দেখেও হিংসা করে কিছু বিষয়ে। রক্তের সম্পর্ক অথচ একে ওপরের উন্নতি তে জ্বলেপুড়ে যায়। এসবের ভীড়ে নিজের এমন মনমানসিকতা দেখে আমি মুগ্ধ 🙂❤️

14/11/2024

জীবন টা কেমন ছন্নছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে যাই যে আর উঠে দাঁড়ানোর শক্তি পাইনা।

চারিপাশে তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার। কেউ হাত ধরে টেনে ওঠাবে এমন কাছের কোনো মানুষ নেই। যাদের কে কাছের ভাবি তারা আমার ঢলে পড়ে যাওয়ার দৃশ্য দেখে দূর থেকে মুচকি হাসে।

এত বড় পৃথিবীতে এতটা একা আমি। মাঝেমাঝে মনে হয় আর সম্ভব হচ্ছে না। এভাবে ধুঁকে ধুঁকে আর কতদিন বাঁচা যায়। এমন ছন্নছাড়া হাহাকার করা জীবন কখনোই চাইনি আমি 😒💔

11/11/2024

জীবনে চলার পথে অনেককিছুর প্রয়োজন আছে। তবে সেই প্রয়োজন পূরণ করতে সবচেয়ে বেশি প্রয়োজন যা তা হলো "মানসিক শান্তি।" মানসিক শান্তি না থাকলে আপনি কোনোকিছুই ঠিকমতো করতে পারবেন না। আপনি বিশেষ মুহূর্ত গুলোতেও অমনোযোগী হয়ে থাকবেন।

মানসিক শান্তিতে কিভাবে থাকবেন? প্রথমত আপনাকে মানুষ বুঝে মিশতে হবে। মিশুক স্বভাব থেকে বেড়িয়ে আসতে হবে। মানুষ আপনাকে চাওয়া মাত্র পেয়ে গেলেই আপনি তাদের কাছে সস্তা হয়ে যাবেন। নিজেকে সবার জন্য উন্মুক্ত রাখা থেকে বিরত থাকতে হবে।

আপনার মনমানসিকতার সাথে মিলে, আপনাকে ছোটখাটো বিষয়েও উৎসাহিত করে এমন মানুষদের সঙ্গ নিতে হবে। যাদের কাছ থেকে মানসিক অশান্তি পাবেন যতদ্রুত সম্ভব তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হবে সে যতই কাছের হোক বা আপন হোক।

মানুষ আপনাকে স্বার্থপর ভাবতেই পারে। তবে আমি মনে করি নিজের ভালো চাওয়া, নিজেকে ভালো রাখার মাঝে কোনো স্বার্থপরতা নেই। মানসিক শান্তি টা জীবনে খুব বেশি প্রয়োজন। খুব বেশি 🙂❤️

09/11/2024

জীবনে কতরকম মানুষের সাথে পরিচয় হলো। আবার কত মানুষের চেহারা টাও ভুলে গেছি। মানুষের চুপচাপ ধীরেধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না।

যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তাই আমার সাথে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না। কারণ চির বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই।

কে চলে গেলো; কেনো চলে গেলো, এসব কারণ আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক। আমিই কারো শেষ গন্তব্য হবো এটা জরুরী না 🙂❤️

03/11/2024

জীবনে সবকিছু আপনার মন মত হবেনা। চলার পথে সবচেয়ে বেশি যা জরুরী তা হলো "চলতে জানা।" আপনাকে চলা জানতে হবে। সবাই আপনার মত বা আপনার মন মত হবেনা। তবুও তাদের সাথে কিভাবে চলতে হয় তা জানতে হবে।

হোচট খেলে পাশের জন ধরার আগেই আপনার নিজেকে সামলে নিতে হবে। কোনোভাবেই কারো উপর নির্ভরশীল হওয়া যাবেনা। যে আশ্বাস মানুষ আপনাকে দিবে, সে আশ্বাসে পুরোপুরি আস্থা রেখে দিলে আশাহত হওয়ার সম্ভাবনা টাই বেশি থাকবে।

মনে রাখবেন; সবকিছু নিজের মন মত হওয়ার চেয়ে, সবকিছুতে নিজের ভালো হওয়া জরুরী 🙂❤️

03/11/2024

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"
অর্থ: হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে খুলে দিন 🤲❤️

29/10/2024

চারদিক থেকে যখন বিষন্নতা চেপে ধরবে; তখন আকাশের দিকে মুখ তুলে তাকাবেন আর বিশ্বাস রাখবেন 'আরশে আযীমে' একজন আছেন"
তিনি সব দেখছেন 🙂❤️

26/10/2024

ভালোবাসার ডেফিনেশন 🙂
কন্ঠ : Abu Taw Haa Muhammad Adnan 🙂❤️

26/10/2024

বাবা ও ছেলের সম্পর্ক পৃথিবীর এমন এক সম্পর্ক যেখানে দুজনই দুজনকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলতে পারে না 😒💔

25/10/2024

নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে আসা মানুষ আমি। প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি এই বলে- সুদিন খুব কাছেই।

সুদিন আসলে অনেক দূরে। এতটা দীর্ঘ সময় সুদিনের অপেক্ষা করার পর এখন বুঝতে পারি আমি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে এসেছি, মিথ্যা বলে এসেছি।

এখন আমি সম্পূর্ণ বেসামাল একটা মানুষ। নিজেকে কোনো কিছু থেকেই সামলাতে পারিনা। রাত পার করে দেই দুশ্চিন্তা করে। তবে সুদিন আসবে, দুশ্চিন্তা শেষে এখনো নিজেকে এটাই বলি।

সুদিন আসবে আমার বিশ্বাস।
আমার ভেঙে যাওয়ার শেষ মুহুর্তে হলেও আসবে;
তবুও সুদিন আসবে ইনশাআল্লাহ 🙂❤️

22/10/2024

আমি বলবোনা আমার দুঃখ অনুভব হয়না, কষ্ট অনুভব হয়না। তবে আমি এটা বলতে পারি; দুঃখ কষ্ট এখন আর আমাকে খুব একটা দুর্বল করতে পারেনা, কাতর করতে পারেনা।

আমি অনেক বিষাদে ঘেরা দিন কাটিয়ে এসেছি। আমি অনেক দূর পথ বুকে একটা অদৃশ্য ভারী ওজন বয়ে বেড়িয়েছি। যার নাম দেয়া যায় হতাশা; দুশ্চিন্তা, অথবা দীর্ঘশ্বাস।

এভাবে পার হয়েছে দীর্ঘদিন মাস বছর। তারপর একদিন খেয়াল করলাম আমার এখন আর দুঃখে দুঃখ অনুভব হয়না, কষ্টে দীর্ঘশ্বাস আসেনা। এতটা সহ্য করেছি যে সব সয়ে গেছে।

তাই বলতে পারি দুঃখ কষ্ট এখন আর আমাকে দুর্বল করতে পারেনা 🙂❤️

21/10/2024

বেটার অপশন পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে, আমার দুঃখ লাগে না।

কারণ আমি চাই না; কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক, হেরে যাক, আফসোস করুক কিংবা মন ছোটো করে বাঁচুক! আমি চাই; প্রত্যেকেই জিতুক, জীবনে এগিয়ে যাক, মন খুলে বাঁচুক। আর ভালো থাকুক 🙂❤️

20/10/2024

বিনয়ের সাথে কথা বলা মানুষ গুলো দুর্বল না। মূলত এই মানুষ গুলো অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। যে মানুষের কথায় সভ্যতা থাকে এবং কথা বলার সময় খুবই বিনয়ের সাথে কথা বলে সে মানুষ সত্যিকার অর্থে সুন্দর।

মানুষের আসল সৌন্দর্য চেহারায় কিংবা পোষাক আসাকে নয়। যে যতবেশি বিনয়ী এবং সম্মান ও সভ্যতার সাথে কথা বলতে জানে সে ততবেশি সুন্দর 🙂❤️

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Akash Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akash Khan:

Videos

Share