Physicist Belal

Physicist Belal I'm here to help you with physics.

23/08/2024

কালা মানিক কট খাইছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এর শিক্ষার্থীরা  আজকে ৫-৬ ঘন্টার মতো নগদ ফান্ড কালেকশন করে  ৩ লাখ ৫২ হ...
22/08/2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এর শিক্ষার্থীরা আজকে ৫-৬ ঘন্টার মতো নগদ ফান্ড কালেকশন করে ৩ লাখ ৫২ হাজার টাকা সংগ্রহ করে। সম্পূর্ণ টাকা ব্যয় হবে বন্যার্তদের সহযোগিতায়।

📷 Abid Hasan Khan.

31/12/2023

বিদায় ২০২৩ 😥
আকাঙ্খা আর স্বপ্ন পূরণের একটি বছর। ধন্যবাদ ❤️
স্বাগতম ২০২৪ 😊

18/12/2023
আন্তর্জাতিক ক্রিকেটে আরেকজন জাবিয়ানের আবির্ভাব। ✌️অভিনন্দন আশিকুর রহমান শিবলী পোস্ট: সাজিদ ইকবাল (ইউআরপি ৪৯)✅Player of t...
17/12/2023

আন্তর্জাতিক ক্রিকেটে আরেকজন জাবিয়ানের আবির্ভাব।
✌️অভিনন্দন আশিকুর রহমান শিবলী
পোস্ট: সাজিদ ইকবাল (ইউআরপি ৪৯)
✅Player of the Final🏆
✅Player of the Tournament🏅
✅Best Batter of the Tournament🥇

One Man, 3 Awards. It's complete domination by Shibli in the

24/11/2023

জানবিবি❤️❤️❤️

21/11/2023

Sheikh Morsalin equalizes with a screamer. 🙆🏻‍♂️

Lebanon 1-1 Bangladesh (full time)

02/11/2023

নিজ ভুবনে চিরদুঃখী আসলেই কেউ সুখী নয়-----

ফাতিহুল ক্বাদির
(সহযোগী অধ্যাপক, বাংলা। ১৬ বিসিএস।)
=============
আমার বন্ধু ও ক্লাসমেট, ঢাবির টিচার। দেখা হলে বলে, দোস্ত বড় কষ্টে আছি। বিশ্ববিদ্যালয়ের মাস্টার না ছাই। দু-টাকার কাঙাল। দলাদলি চুলাচুলি। ক্ষেপ মারতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে না গেলে তো মাসের শেষে চুলোয় হাঁড়ি উঠে না। নেতাদের কাছে করুণা প্রার্থী হতে দল বেঁধে যখন যাই তখন নিজেকে মনে হয়ে আধুনিক দাস। সে বলে, তোরাই ভালো আছিস দোস্ত। বেতন-পদোন্নতি তো প্রায় আমাদের সমান, কিন্তু দলাদলি নেই, লেজুড়বৃত্তি নেই। সারাদেশ ঘুরে দেখারও সুযোগ। আমি বলি, হুঁ।
আমার বন্ধুরা তিন ভাই। একজন আমার ক্যাডার, একজন প্রশাসন, একজন সমবায়। তিনজনই নিজেকে অসুখী মনে করে। প্রশাসনের জন বড় সৎ, দলবাজিতে অক্ষম। তার পোস্টিং বরাবর পিএটিসি জাতীয় প্রতিষ্ঠানে। ছোটভাইকে প্রায়শ জিজ্ঞেস করেন পরীক্ষার ডিউটি, খাতা দেখা, অন্যান্য সম্মানি ইত্যাদিতে মাসে কত টাকা বাড়তি আয় হয়? কালেভদ্রে কোথাও লেকচার দিয়ে একটি খাম পেলে তার আনন্দ আর দেখে কে! আমার ক্যাডারের জন হাসে আর বড়ভাইকে কাঙাল ভাবে। ছোট ভাইয়ের গায়ে হাওয়া লাগিয়ে ঘোরা আর অনেক বেলা পর্যন্ত ঘুমানো দেখে তিনি নিজেকে চাকর কিংবা চড়কি ছাড়া আর কিছুই ভাবতে পারেন না। সমবায়ের জন নিজেকে ক্যাডার ভাবতেই লজ্জাবোধ করেন। নিজের পরিচয় লুকাতে তিনি তৎপর। তাই তিনি পরিবারে সব চেয়ে নিভৃতচারী। শিক্ষার জন বিভিন্ন প্রয়োজনে বড় ভাইয়ের রেফারেন্স কিংবা গাড়ি ব্যবহার করতে গিয়ে নিজেকেই নিজে ধিক্কার দেয়।
আমার ভাতিজার বউ তিন বছর শিক্ষা ক্যাডারে থাকার পর গিয়েছেন কর ক্যাডারে। আমি বছরে অন্তত একবার যাই তার দপ্তরে। কারণ আমার আয়করের ব্যাপারটা তার জিম্মায়। মাঝে মাঝেই দীর্ঘশ্বাস ফেলে বলেন, কাক্কু কেন যে ক্যাডার চেঞ্জ করলাম। সব হারাম, সব ফাঁকি। এখানে সৎ থাকার জন্যে যুদ্ধ করতে হয়। শিক্ষা ক্যাডার ছেড়ে কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেয়া আমার সাবেক সহকর্মীরা এখন প্রায়ই অতীতচারী হয়ে সুখের আশ্বাস খুঁজে। একজন তো প্রায়ই বলে, আমি কে? আমার কথা কে শুনে? আমার আত্মবিকাশ কী? বাড়তি বোনাস, বিশাল হাউজ লোন, এসবকে তার কাছে মনে হয় নিজেকে বিক্রির টোপ।
কর্মস্থলে আমি যেখানে থাকি, সেখানে আমার সাথে থাকে এক ছোটভাই। সে বেসরকারি ব্যাংকের চাকুরে। মাত্র দুবছরে তার বেতন আমার কুড়ি বছরের দেড়গুণ। সে বারবার বিসিএস দিয়ে যাচ্ছে যে-কোনো একটি ক্যাডারের জন্যে। অফিস থেকে ফিরে প্রতিদিন শরীর টিপিয়ে নেয়। তার কাছে ব্যাংকার হিসেবে প্রতিটি দিন জেলখাটার শামিল। আরেক ছোট ভাই আরও এককাঠি এগিয়ে। একেবারে শেষ প্রজন্মের বিদেশি ব্যাংকের কর্মকর্তা। সে অফিস থেকে বের হয়ে টাইয়ের নট খুলে মনে করে দাসত্বের শৃঙ্খল খোলা হলো।
সম্মান ও এমএতে রেকর্ড-করা ফলাফলের অধিকারী এক বড় ভাই। ঢাবিতে যোগ দেয়ার পর উনি বিসিএস দিয়ে যোগ দিলেন শুল্ক ও আবগারি ক্যাডারে। ঢাবি ছাড়ার পক্ষে উনি তখন যে সব যুক্তি দেখিয়েছেন তার উল্লেখ না করাটাই সঙ্গত মনে করছি। পরে তার সাথে দেখা হয়েছে, তাকে মোটেই সুখী মনে হয় নি। সীমাহীন প্রাচুর্য ও ভোগ-চাহিদা পূরিত হবার পর মানুষের মাঝে যে ক্লান্তি ও অবসন্নতা দেখা দেয়, তা দেখেছি তার মাঝে। তিনি যেনো হালছাড়া এক নৌকো মাত্র।
আমার এক নাতি পুলিশ ক্যাডারের সদস্য। তাকে চেনে না এমন মানুষ তল্লাটে নেই। কিন্তু সে-ও অসুখী। আলাপে প্রায়শ বলে, নানা, আমার নিজের কোনো মানবিক পরিচয় নেই। আমি পুলিশ। আমাকে সবাই ভয় পায়। আমি ভয়ের বস্তু। আমাকে দিয়ে অন্যায় করিয়ে নেয় সরকার পক্ষ। সামনে যারা জী জী বলে আড়াল হলেই তারা ছি ছি বলে। যত তদবিরবাজ আর খারাপ লোকদের ভিড় আমার কাছে। ভালো লোকেরা তো পুলিশ থেকে দশ হাত দূরে থাকে। রেস্ট নাই, ছুটি নাই। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে নিজেদের হারিয়ে খুঁজতে হয়। অতএব তার চেয়ে অসুখী কেউ নেই।
এভাবে সবাই অসুখী। সবাই অপরিতৃপ্ত। সবাই যেনো নদীর এপার আর ওপার মাত্র। সবার মাঝে গুমোট-বাঁধা দীর্ঘশ্বাস।
আমি কি সুখী না অসুখী? আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করি। কী নেই, কী পাওয়া হয় নি, কী অন্যের আছে, তা কখনোই ভাবনায় আসে না। যা আছে তা নিয়েই সন্তুষ্ট। যা আছে তাকেই শ্রদ্ধায় স্রষ্টার দান হিসেবে মেনে নেই। আমার হৃদয়বৃত্তি, আমার পরহিতচিন্তা, আমার সদ্ভাবনা, আমার ভাবলোক, আমার পাঠ-অনুধ্যান, আমার অবসর, আমার রসায়োজন, আমার পরিহাস, আমার আড্ডা, আমার গল্পের তুবড়ি.........কী নেই আমার। সুখী হবার জন্যে কী চাই আর?
সংযুক্তি
======
পেশা ও বৃত্তির বিচারেও আমি সুখীতম। আমার হাতে দাস হয়ে মনিবকে খেদানোর ছড়ি হয়তো নেই, সরকারি চারপেয়ে যন্ত্রযানও হয়তোবা নেই, কিন্তু আমার যা আছে তা তো অমূল্য। আমার প্রাপ্তি নির্জাগতিক, নির্বস্তুক। আমি ব্যাপ্ত থাকবো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মননে, মনীষায়, সৃজন ও আনন্দে।

পদার্থবিজ্ঞানে দেশ সেরা জাবি❤️টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিং ২০২৪ এ বিষয়ভিত্তিক র‍্যাংকিং এ 'পদার্থবিজ্ঞানে' দেশ...
29/10/2023

পদার্থবিজ্ঞানে দেশ সেরা জাবি❤️
টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিং ২০২৪ এ বিষয়ভিত্তিক র‍্যাংকিং এ 'পদার্থবিজ্ঞানে' দেশে যৌথভাবে প্রথম অবস্থানে দুটি বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং আর QS World University Rankings কে পৃথিবীর সবচেয়ে বেশি রিলায়েবল র‍্যাংকিং হিসেবে বিবেচনা করা হয়।

24/10/2023

এখন আমার মনের অবস্থা😂

05/10/2023

পরমাণু, অণু কিংবা বস্তুর ভিতরে ইলেকট্রনের জগত বা ইলেক্ট্রনের গতি প্রকৃতি বুঝতে হলে সেই জগতের স্কেলে ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ পাঠাতে হবে। সেই জন্য খুবই ছোট সময়ের পালস তৈরী দরকার। কতটা ছোট? এত ছোট যে ১ এর পরে ১৮টা শূন্য দিলে যে নম্বর সেটা দিয়ে ১ সেকেন্ডকে ভাগ দিলে যে সময় হয় সেই সময়ের পালস। এই ১ অ্যাটোসেকেন্ড এর পালস তৈরির প্রযুক্তির মাধ্যমে ইলেক্ট্রনের গতি প্রকৃতি দেখার জন্য মানব জাতিকে তিনজন পদার্থবিদ নতুন সরঞ্জাম দিয়েছেন। তারা হলেন পিয়েরে আগোস্টিনি (ফরাসী), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান ল'হুইলিয়ার (ফ্রান্সের কিন্তু কাজ করেন যুক্তরাষ্ট্রে)! কি অসাধারণ কাজ। এইবারের ৩ জন বিজয়ীই ইউরোপিয়ান।

04/10/2023

নোবেল পাওয়ার খবরের ফোন পেয়ে অধ্যাপক বললেন, ‘আমি ক্লাস নিচ্ছি’

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরির বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফ্রান্সের বিজ্ঞানী অ্যান লিয়ের। পদার্থের ভেতরে ইলেকট্রন কীভাবে শক্তি বিনিময় করে, সে রহস্য উন্মোচনে গবেষণার জন্য তিন বিজ্ঞানী নোবেল পেলেন।

এদিকে পুরস্কার জয়ের খবর দেওয়ার জন্য যখন অ্যান লিয়েরকে নোবেল কমিটি থেকে যখন ফোন দেওয়া হয়, তখন তিনি ক্লাসে ব্যস্ত। একাধিকবার ফোন দিয়েও তাঁকে পায়নি নোবেল কমিটি। ক্লাস চলাকালে ফোন ধরেননি তিনি। ক্লাসের বিরতিতে আবার ফোন এলে তিনি ধরেন। নোবেল কমিটি থেকে এক ব্যক্তি কথা বলার জন্য অ্যান লিয়েরের কাছ থেকে সময় চান। অ্যান তাঁকে বলেন, ‘আমি তো ব্যস্ত, ক্লাস নিচ্ছি।’ তখন অ্যানের কাছ থেকে দু–তিন মিনিট সময় চেয়ে নেন সেই ব্যক্তি। তবে নোবেল জয়ের খবরে অনেকটাই নির্বিকার ছিলেন তিনি। ফোন শেষে ফেরেন ক্লাসে।

অ্যান লিয়েরকে ফোন করার বিষয়টি নোবেল কমিটি নিজের এক্স–এ (সাবেক টুইটার) পোস্ট দিয়েছে। নোবেল পুরস্কার পাওয়া অ্যানকে তাঁর শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি।

ভিডিও: Nobel Prize

অনেক কিছু শেখার আছে 🙂
04/10/2023

অনেক কিছু শেখার আছে 🙂

জাবির বহুল ব্যবহৃত টার্মসসমূহ
13/09/2023

জাবির বহুল ব্যবহৃত টার্মসসমূহ

বনের পাখিরে কে চিনে রাখেগান হ'লে অবসান।।প্রিয় কবির ৪৭-তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি.....
28/08/2023

বনের পাখিরে কে চিনে রাখে

গান হ'লে অবসান।।

প্রিয় কবির ৪৭-তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি.....

অ্যামিটার, গ্যালভানোমিটার, ভোল্টমিটার, মাল্টিমিটার
23/08/2023

অ্যামিটার, গ্যালভানোমিটার, ভোল্টমিটার, মাল্টিমিটার

Relativity Relatives 😍😍
22/08/2023

Relativity
Relatives 😍😍

Address

Dhopakhula
Mymensingh
2200

Telephone

+8801752070843

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physicist Belal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Physicist Belal:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mymensingh

Show All