হযরত মোহাম্মদ(সাঃ)বলেন,,,,
রাগ মানুষের ঈমানকে নষ্ট করে,
হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে,,আর মিথ্যা মানুষের হায়াৎ কমিয়ে দেয়!!!
হায় আল্লাহ আমাদের সকলকে
সঠিক বুঝ দান করুন!!আমিন!!🤲
কিয়ামতের দিন সহজ হিসাবের জন্য দোয়া,,,,
আল্লা-হুম্মা হা-সিবনী হিসা বাই ইয়াসিরা,,
অর্থ:হে আল্লাহ-আমার কাছ থেকে
সহজ করে হিসাব নিয়ো!!আমিন!!!
"তোমাদের কেউ যেনো
হাত চেটে খাওয়ার পূর্বে তা না মুছে,
কারণ তার জানা নেই যে
তার খাদ্যের কোন অংশে বরকত রহিয়াছে!!!সোবহান আল্লাহ!!!
(সুনানে ইবনে মাজার,হা:৩২৭০)
হে আমাদের রব!আপনি ক্ষমা
করুন,দয়া করুন,এবং আপনিই
সর্বশ্রেষ্ঠ দয়ালু!!সোবহান আল্লাহ!!
{(সূরা আল মূ'মিনুন২৩:১১৮)}
রাসূল উল্লাহ(সাঃ)বলেন,,,,
যার অন্তরে সরিষার দানা পরিমাণ
ঈমান থাকবে,,
সে জাহান্নামে প্রবেশ করবে না!!!
(সোবহান আল্লাহ)
{(সহিহ মুসলিম,হা;১৬৭)}
হে আল্লাহ,আমাকে আপনি এমন
ঈলেম্ দান করুন,,
আমি যেনো সবসময় আপনার দ্বীনের উপর অটল থাকতে পারি,,🤲🤲🤲
(আমিন ছুম্মা আমিন)
রাসূল ঊল্লাহ(সাঃ)এরশাদ করেন,,,
যে ব্যক্তি আমার উপর ১বার
দূরুদ পাঠ করবে,,
আল্লাহ তায়ালা তার উপর ১০বার
রহমত বর্ষণ করবেন!!!
(সোবহান আল্লাহ)
{(আবু দাউদ:১৫৩০)}
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,,,
আজকে পবিত্র শুক্রবার জুমার দিন
আল্লাহ আমাদের সকল কে জুম্মার নামায
পড়ার তৌফিক দান করুন!!আমিন!!!
যারা বলে,হে আমাদের রব
নিশ্চয় আমরা ঈমান এনেছি,,
কাজেই,আপনি আমাদের গুনাহসমূহ
ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন!!
🤲🤲আমিন ছুম্মা আমি🤲🤲
(আল-ইমরান:১৬)
"রাসূল উল্লাহ(সাঃ)বলেন,,,,
তোমাদের মধ্যে সর্বউত্তম ঐ ব্যক্তি,
যে নিজে কোরআন মাজিদ শিখে,
এবং অন্যদেরকে শিক্ষা দেয়!!!
(বুখারী শরীফ হা:৫০২৭)
জ্ঞান বৃদ্ধির দোয়া,,,,
রাব্বি জিদ্নী ইলমা
অর্থ,হে আমার রব,আমার জ্ঞান বৃদ্ধি করে দিন!!!🤲🤲
(সূরা ত্বাহা২০:১১৪)
I've received 600 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉Alhamdullilah.
যে ব্যক্তি আল্লাহর কাছে,
সূরা ফাতিহা পাঠ করে
রোগের শেফা চাইবে আল্লাহ তাকে
ওই রোগ থেকে শেফা দান করবেন।।
(বোখারী শরীফ-২২৭৬)
ছোট্ট বাচ্চাদের কে সালাম দেওয়া সুন্নত।।।
তুমি ঐ দিনকে ভয় করো,,
যেদিন তোমার মূখে তালা লাগিয়ে
দেওয়া হবে,আর তোমার হাত পা
কৃতকর্মের সাক্ষী দিবে।।
হে আল্লাহ ঐদিন তুমি আমাদের
সহায়ক হইও!!!আমিন!!!
(সূরা ইয়াছিন-৬৫)
আলহামদুলিল্লাহ,,,
অনেক সুন্দর ওয়াজ,কোনো একযুবক
মাদ্রাসার ছাত্রকে কেরোসিন তৈল কিনে দেওয়ার গটনা।।
আলহামদুলিল্লাহ,,,
মাদ্রাসায় গিয়েছিলাম কোনো একটু কাজ ছিলো ✍️✍️✍️
খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা ও কিন্ডারগার্ডেন
আজকে ৬ষ্ঠ দিনের পরিক্ষা চলতেছে,
দোয়া করবেন সবাই!!!🤲🤲🤲🤲
রাসুল(সাঃ)বলেন,,,
পবিত্রতা ঈমানের অঙ্গ!!!
মানুষের সুস্থ্য থাকাটা হচ্ছে,,,
মহান আল্লাহ তায়ালার সবচেয়ে
বড় নিয়ামত,,,,,
(আলহামদুলিল্লাহ)
মহান আল্লাহ তায়ালা,আমাকে যা
দিয়েছেন,তা নিয়েই আমি খুশি!!
আলহামদুলিল্লাহ,,,,,,,
হে আল্লাহ,আমাকে কখনো নিজের ইচ্ছার উপরে ছেড়ে দিওনা।
সর্বদা তোমার গোলাম হয়ে থাকার
তৌফিক দান করো!!আমিন!!!
🌷🌷🤲🤲🤲আলহামদুলিল্লাহ🤲🤲🤲🌷🌷
খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা ও কিন্ডারগার্ডেন,,
এর বাৎসরিক পরিক্ষা আজথেকে শুরু হয়েছে,
সবাই দোয়া করবেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা
যেনো ভালোভাবে পরিক্ষা দিতে পারে,আমিন!!
হে আল্লাহ আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন,যেভাবে থাকলে আমার উপর আপনি বেশি খুশি হবেন!!!আমিন!!!
I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉Assalamu Alaykum worahamatllah.Sobar valovasay a porjononto,,,,Alhamdulillah.
বান্দা যখন অজু অবস্থায় সালাতের স্থানে থাকে,ততক্ষণ ফেরেস্তারা বলতে থাকে