Sazzad hossain Sumon

Sazzad hossain Sumon Our Pride, Our Honor! Prophet Muhammad ﷺ
(1)

জীবনে কখনওই এমন কিছু যেন আমরা অবলীলায় না করি, যেখানে বৃষ্টির শাস্তি রোদে পেতে হয়---সবার জন্যই এ প্রার্থনা থাকল।

ভাল থাকুন, রুদ্র, খুব ভাল.......যেভাবে ভাল থাকলে একটা দিনের জন্যও খারাপ থাকতে হবে না, সেরকম।

প্রতিদিন একটা ভাল বইয়ের অন্তত ৩০ পৃষ্ঠা না পড়ে ঘুমাতে যাবেন না। ফেসবুকিং করার সময় বাঁচিয়ে বই পড়ুন। বই পড়ে, এমন লোক...
10/01/2025

প্রতিদিন একটা ভাল বইয়ের অন্তত ৩০ পৃষ্ঠা না পড়ে ঘুমাতে যাবেন না। ফেসবুকিং করার সময় বাঁচিয়ে বই পড়ুন। বই পড়ে, এমন লোকের সাথে মিশুন। যে ছেলে কিংবা মেয়ে বই পড়ে না, তার সাথে প্রেম করার কিছু নেই। আর যদি ভালোবেসেই ফেলেন, তবে তাকে বইপড়া শেখান।

#প্রিয়_লেখক_সুশান্ত_পাল

কিছু সম্পর্ক থাকে যা মানুষ মেনে নেয়; কিছু সম্পর্ক থাকে যা মানুষ মানিয়ে নেয়; কিছু সম্পর্ক থাকে যা মেনে নেওয়া কিংবা মা...
08/01/2025

কিছু সম্পর্ক থাকে যা মানুষ মেনে নেয়; কিছু সম্পর্ক থাকে যা মানুষ মানিয়ে নেয়; কিছু সম্পর্ক থাকে যা মেনে নেওয়া কিংবা মানিয়ে নেওয়ার সমস্ত বাহ্যিক ও অভ্যন্তরীণ দেয়ালের অনেক ঊর্ধ্বে উঠে গিয়ে বেঁচে থাকবার একমাত্র অজুহাতটি হয়ে বেঁচে থাকে।

#প্রিয়_লেখক_সুশান্ত_পাল
প্রিয় লেখক সুশান্ত পাল

মানুষ চোখের সামনে তীব্র ভালোবাসা সহ্য করতে পারে না, কেঁদে ফেলে। ভালোবাসার উদ্‌যাপন বরাবরই অশ্রুতে।  #প্রিয়_লেখক_সুশান্ত_...
08/01/2025

মানুষ চোখের সামনে তীব্র ভালোবাসা সহ্য করতে পারে না, কেঁদে ফেলে। ভালোবাসার উদ্‌যাপন বরাবরই অশ্রুতে।

#প্রিয়_লেখক_সুশান্ত_পাল
প্রিয় লেখক সুশান্ত পাল

'আমি তোমাকে ভালোবাসি', এর চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী অনুভূতি হলো, 'আমি তোমাকে বুঝতে পারি'।  #প্রিয়_লেখক_সুশান্ত_পাল
08/01/2025

'আমি তোমাকে ভালোবাসি', এর চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী অনুভূতি হলো, 'আমি তোমাকে বুঝতে পারি'।

#প্রিয়_লেখক_সুশান্ত_পাল

03/01/2025

যখন তুমি একা তখন তুমি ব্যক্তি,
যখন তুমি ঐক্য, তখন তুমি শক্তি।

© Mizanur Rahman Azhari

02/01/2025

বন্ধুত্ব নিয়ে গর্বিত?
মাথায় রাখবেন সময়ের ব্যবধানে সব বদরায়। ✌️

অপ্রকাশিত

02/01/2025

আপনার বর্তমান অবস্থার দিকে তাকান। দেখবেন, কিছু কিছু বিষয়ে স্রষ্টার অনুগ্রহে আপনি অনেক বিপদ কিংবা দুর্ভাগ্য থেকে বেঁচে গেছেন এবং ভাল আছেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে শুকরিয়া আদায় না করে ঘুমাবেন না। কৃতজ্ঞতাবোধ সম্মান, মানসিক শক্তি এবং শান্তি এনে দেয়।

#প্রিয়_লেখক_সুশান্ত_পাল

02/01/2025

অর্থের প্রভাবে কত প্রেমকে অমর হয়ে যেতে দেখলাম!

#প্রিয়_লেখক_সুশান্ত_পাল

28/12/2024

৩১ ডিসেম্বর কি হতে যাচ্ছে?

আলহামদুলিল্লাহ
26/12/2024

আলহামদুলিল্লাহ

19/12/2024

মাহাফিল থেকে সরাসরি

জীবন যদি হয় শ্রেষ্ঠ শিক্ষক, তবে সে শিক্ষকের সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাসটি হচ্ছে, ভালোবাসা। প্রেম হলো, তুমুল প্রেমের পর এ...
12/12/2024

জীবন যদি হয় শ্রেষ্ঠ শিক্ষক, তবে সে শিক্ষকের সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাসটি হচ্ছে, ভালোবাসা। প্রেম হলো, তুমুল প্রেমের পর এল ব্রেকআপ। এরপর কী হয়? নানান ধরনের অনুভূতি আর অভিজ্ঞতা জীবনকে অনেককিছুই শেখায়। এক ব্রেকআপ মানুষকে অনেক বদলে দেয়। জীবনের বিভিন্ন কিছু সম্পর্কে ধারণা আর ভাবনাগুলিকেও অন্য দৃষ্টিতে দেখতে শেখায় এই ব্রেকআপ। নিজের ভেতরের শক্তিটা বেড়ে যায় অনেকখানি। তবে এর প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠা সত্যিই খুব কঠিন।

#প্রিয়_লেখক_সুশান্ত_পাল

05/12/2024

বিশ্বাস করেন কি?

05/12/2024

সত্যি সত্যি ভালো কিছু না পেলে অপেক্ষা করো, চট করে যার-তার প্রেমে পড়ে যেয়ো না, যাকে-তাকে জীবনে আসতে দিয়ো না। সবাই তোমাকে ডিজার্ভ করে না।

#প্রিয়_লেখক_সুশান্ত_পাল

05/12/2024

শয়তানও কিন্তু কম মেধাবী নয়।

05/12/2024
সুখী হবার খুব কাজের একটা রাস্তা: কখনোই কাউকে ঈর্ষা কোরো না। একমুহূর্তের জন্যও না।ঈর্ষা করে কী হয়? যা তোমার নয়, তা তো ত...
05/12/2024

সুখী হবার খুব কাজের একটা রাস্তা: কখনোই কাউকে ঈর্ষা কোরো না। একমুহূর্তের জন্যও না।

ঈর্ষা করে কী হয়? যা তোমার নয়, তা তো তোমার নয়‌ই! আর যা তোমার, তা তোমার কাছে আসবে। অপেক্ষায় থাকো, ওটা পাবার জন্য চেষ্টা করো। আমি তো দেখেছি, যার কপালে যা থাকে, তা অনেকসময় চেষ্টা না করলেও চলে আসে। তবু চেষ্টা করতে হয়। নিজেকে সান্ত্বনা দেবার রাস্তা কখনোই বন্ধ করে দিয়ো না।

যদি আসে তো ভালো, আর না এলেও মেনে নাও। মানুষ যা চায়, তা কি পায়? তাই বলে কি অন্য কাউকে তা পেতে দেখলে দুঃখ পেতে হবে? এতে কি তা পাওয়া হয়ে যাবে? না, তা তো হবে না। বরং নিজের মনের কষ্ট বাড়তে থাকবে।

নিজের শক্তি বাড়াও। ক্রমাগত চেষ্টায় ও চর্চায় এটা করা যায়। যে যত শক্তিশালী, তার ঈর্ষা তত কম। এ জগতে কেবল দুর্বলদের‌ই ঈর্ষা করে করে বাঁচতে হয়। আহা, কী অসহায়! কী একটা কষ্টের জীবন! দুর্বলেরা যেখানে ঈর্ষান্বিত হয়, সবলেরা সেখানে অনুপ্রাণিত হয়।

একজন যা পায়নি বলে কাঁদে, আরেকজন তা পেয়েছে বলে কাঁদে। প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির সাথে অশ্রুর কোনও সম্পর্কই নেই। ভেবে দেখো, যা তোমার কান্না থামাবার গ্যারান্টি দিতে পারে না, তার জন্য ঈর্ষান্বিত হবার চেয়ে বোকামি আর হয়? মানুষ যা চায়, তা না পেলেও, যা তার দরকার, তা আগে-পরে ঠিকই পেয়ে যায়।

#প্রিয়_লেখক_সুশান্ত_পাল

05/12/2024

মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম।😭

Address

Haluaghat
Mymensingh
MYMENSIGH

Alerts

Be the first to know and let us send you an email when Sazzad hossain Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category