Dawah

Dawah لا اله الا الله محمد رسول الله. (صلى الله عليه وسلم)

ইন্না-লিল্লাহ, অবশেষে মুনতাহার লাশ উদ্ধার....আহ্ ফুটফুটে গলা-টিপে হ-ত্যা করে আবার খালের ভিতরে পুঁতেও রাখা হয়েছিল! লিখতে ...
10/11/2024

ইন্না-লিল্লাহ, অবশেষে মুনতাহার লাশ উদ্ধার....
আহ্ ফুটফুটে গলা-টিপে হ-ত্যা করে আবার খালের ভিতরে পুঁতেও রাখা হয়েছিল! লিখতে গিয়ে আমার হাত নয় পুরো শরীর কাঁপছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া মুনতাহা আর নেই।
খবরটা শেষ রাতে ঘুম ভাঙ্গার পর যখন সামনে আসলো নিজের অজান্তেই নিজের চোখ অশ্রুসিক্ত হয়ে পরেছিল 😭😭
হে আল্লাহ 🤲তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমীন 😪🤲

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা... ১। চাউল ১ বস্তা       =   ৩,০০০/-২। তৈল ৩ লিটার     =       ৬০০/-৩...
23/01/2024

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...
১। চাউল ১ বস্তা = ৩,০০০/-
২। তৈল ৩ লিটার = ৬০০/-
৩। বাসা ভাড়া = ৫,০০০/-
৪। সবজি = ২,০০০/-
৫। মাছ = ১,৫০০/-
৬। গ্যাস সিলিন্ডার = ১,৮০০/-
৭। শ্যাম্পু,সাবান৷ = ৫০০/-
৮। মুদি বাজার = ২,০০০/-
৮। বিদ্যুৎ বিল = ৭০০/-
৯।মোবাইল খরচ। = ৫০০/-
১০!বাবা মায়ের হাতে নিম্নে৫০০০/-
-------------------------------------------------
সর্বমোট = ২২৬০০/-

সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ।

কিন্তু,
যাদের বেতন ১০,০০০/-
যাদের বেতন ১৫,০০০/-
যাদের বেতন ২০,০০০/-

কি করবে তারা ???

হাত খরচ, যাতায়াত খরচ বাদ দিলাম!!!

দাবি আমাদের একটাই,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের
দাম কমান""

দেশ বাচাঁন,,, দেশের মানুষ বাচাঁন....!!""
এ দেশের মানুষ এখন দুই বেলা ডাল ভাত খেয়ে বাচতে চায়।
মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমাতে হবে।

এক মধ্যবিত্ত পরিবারের বাস্তব জীবনের সত্য কথা.....!!!

15/01/2024

>>>গতকাল রাতে 14/01/24

13/01/2024

এক আলিম পা ছড়িয়ে দারস দিচ্ছিলেন। হঠাৎ সেখানে সিরিয়ার সুলতান আসলেন, কিন্তু তিনি নড়লেনও না, আর পা গুটিয়েও নিলেন না। সুলতান এতে মনে কিছুটা ধাক্কা খেলেও কিছু না বলে হজম করে নিলেন। এরপর সে আলিমের জন্য বিশাল অংকের স্বর্ণমুদ্রা হাদিয়া পাঠালেন। আলিম সেটা ফিরিয়ে দিয়ে আগত দূতকে বললেন,
সুলতানকে বলে দিও,
إن الذي يمد رجله لا يمد يده
যিনি পা ছড়িয়ে রাখেন তিনি (কারো কাছে) হাত পাততে পারেন না।
এই আলিম হলেন ফতোয়া শামীর লেখক ইমাম ইবনু আবেদীন শামী রহ, এর বিশিষ্ট উস্তাদ হানাফী মাজহাবের ইমাম আবু উসমান সায়ীদ হালাবী রহ,। তার উৎসাহ ও তত্ত্বাবধানে ইমাম শামী ফতোয়া শামী রচনা করেছিলেন।
ইবনু আবেদীন ওয়া আসারুহু ২/১০৮৭
তুহফাতুল আবরার ৮৫ পৃষ্ঠা

12/01/2024

‘নিশ্চয়ই (কেউ তাওবাহ্ করলে) আল্লাহ তা‘আলা তার বড় পাপগুলোও ক্ষমা করে দেন; তাই হতাশ হয়ো না। আবার, আল্লাহ তা‘আলা ছোট পাপের জন্যও পাকড়াও করেন; তাই (পাপকে ছোট মনে করে) প্রতারিত হয়ো না।’

- আবদুল্লাহ্ ইবনু মাস‘উদ (রা.)
[ইবনু বাত্তাল, শারহু সহিহিল বুখারি: ১৯/২৬৭]

12/01/2024

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
অর্থ: “হে আল্লাহ তুমি রজব ও শাবানে আমাদেরকে বরকত দাও। আর আমাদেরকে রামাযান পর্যন্ত পৌঁছিয়ে দাও।”

11/01/2024

বছর শেষ হলে হিসাব করা উচিত যে, এ বছরে আমার কতটুকু গুনাহের পাল্লা ভারী হলো, আর কতটুকু নেকি কামাই হলো। কী অর্জন হলো, আর কী ক্ষতি হলো। এটাই তো বুদ্ধিমানদের কাজ, আর এমনটাই করা উচিত।
অথচ হচ্ছেটা ঠিক তার বিপরীত। পরিকল্পনাহীন জীবনে উল্লাস আর হইচই-ই যেন পরম লক্ষ্য। জীবনের ওপার ভুলে এপার নিয়ে আনন্দ-উল্লাসই যেন সত্যিকারের সাফল্য। হায়, মানুষ কতইনা বোকা! কতইনা সে আত্মপ্রবঞ্চিত! আল্লাহ আমাদের ধোঁকার এ জগতে আত্মপ্রবঞ্চনার শিকার হওয়া থেকে রক্ষা করুন এবং আখিরাতের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণের তাওফিক দান করুন।

11/01/2024

“আল্লাহু আকবার” তাকবিরের ধ্বনিতে জেগে উঠুক প্রাণ। মুসলিম উম্মাহ ঘুরে দাড়াঁবেই ইনশাআল্লাহ 💛🌸

07/01/2024

যে হালাল জিনিসটা খুব করে পেতে চান, প্রতিদিনের দুয়ায়, সিজদায়, তাহাজ্জুদে সেটা নিয়ম করে চাইতে থাকুন।

বান্দা যখন সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায়, তিনি তাকে কখনোই ফিরান না।

06/01/2024

আল্লাহ সকল উম্মাহকে হেফাজত করুন।

15/11/2023

সবার পক্ষে বিজয় দেখার সুযোগ হয় না।

• ইয়াসের এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তা'আলা আনহা হিজরতের আগেই শাহাদাত বরণ করেন।
• হামজা এবং মুসআব রাদিয়াল্লাহু তা'আলা আনহুম মক্কা বিজয়ের আগেই শাহাদাত বরণ করেন।

কিছু রক্ত বিজয়ের পথকে সহজ করে। চেষ্টা করা আমাদের দায়িত্ব, ফলাফল আমাদের হা‌তে না। পথ চলা আমাদের দায়িত্ব, গন্তব্যে পৌঁছো আমাদের হা‌তে না। আমা‌দের কাজ যুদ্ধ চালিয়ে যাওয়া, বিজয় না।

বিজয় আর সাহায্য এটি আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয় তা আসবে। যুদ্ধ করতে গিয়ে পথে যারা শাহাদাত বরণ করেছে তারা সফল। যদিও জীবদ্দশায় শেষ ফলাফ‌লে ‌পৌছ‌তে পারেনি।

আদহাম শারকায়ী

15/11/2023

জানাযার নামাজ।

#মাদ্রাসা


#শিশু

#হাতপাখা_মিডিয়া_সেল

Address

Mymensingh
2200

Telephone

+8801911228695

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawah:

Videos

Share