ɪᴛ’s ᴀɴᴛᴜ ツ

ɪᴛ’s ᴀɴᴛᴜ ツ 𝗗𝗲𝗹𝗲𝘁𝗲 𝗻𝗲𝗴𝗮𝘁𝗶𝘃𝗲 𝗽𝗲𝗼𝗽𝗹𝗲, 𝗳𝗼𝗿𝗴𝗲𝘁 𝘆𝗼𝘂𝗿 𝗽𝗮𝘀𝘁, 𝗮𝗰𝗰𝗲𝗽𝘁 𝘆𝗼𝘂𝗿 𝗺𝗶𝘀𝘁𝗮𝗸𝗲, 𝗿𝗲𝘀𝘁𝗮𝗿𝘁 𝘆𝗼𝘂𝗿 𝗹𝗶𝗳𝗲.🖤🌸

𝗔𝘀𝘀𝗮𝗹𝗮𝗺𝘂 𝗔𝗹𝗮𝗶𝗸𝘂𝗺...

(𝗧𝗮𝗸𝗲 𝗹𝗼𝘃𝗲 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄 𝗼𝘂𝗿 𝗽𝗮𝗴𝗲)😊
(5)

12/12/2024

Winter লাভার রা কই আয় আমার পা দুইটা তগো হো'গায় একটু লাগাই!

12/12/2024

শোনো!!
তুমি কি অপেক্ষা বোঝো?
তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা। ঐ যে, সন্ধ্যা নামলে যে পাখি নীড় হারায়, সে পাখি দ্বিকবিদিক ছুটাছুটি করে ঘরে ফেরার তাড়া নিয়ে। ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে।
আচ্ছা তুমি নীরবতার ভাষা বোঝো?
বলার অনেককিছুই থাকে, শুধু বলতে গিয়ে গলায় আঁটকে যাওয়ার নামই নীরবতা। অপেক্ষা, অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায়!
তুমি তো সবই বোঝো। শুধু বোঝো না, কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা। বোঝো না, ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা। ঐ যে সঙ্গী হারানো ডাহুক পাখির চিৎকার-কান্না, তুমি তো বোঝো না। তুমি মৃ ত্যু দেখো, ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু! এসব দেখে দেখে অভ্যস্ত তুমি। শুধু আমায় দেখো না, শুধু আমায় বোঝো না!

08/12/2024

তোমারে পাইলে তো আর দুঃখ পাইতাম না,
দুঃখ পাওয়ার পাশাপাশি তোমারেও পাইলাম।
তুমি দুঃখ কিংবা আমাকে কিছুই পাইলা না।
তুমি পাইলা সুখ - তুমি পাইলা টাকা,
আমার দেহের ঘর কেন এখনও ফাঁকা!

08/12/2024

নতুন করে শরীর ছুঁইলে,
পুরানো ছোঁয়ার কথা যে ভুলে যায়,
তাকে কি নামে ডাকা যায়!
তারে কোনো নামে না ডেকে,
তার থেকে দূরে সরে আসতে হয়।

06/12/2024

"হারামের বিলাসিতা দেখে আফসোস করবেন না" বরং শুকরিয়া আদায় করুন আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ।

05/12/2024

খেতে এতটাই ভালবাসি যে লাইফের সুখ শান্তি ও খেয়ে বসে আছি।

12/10/2024

Plz follow this page

11/10/2024

একদম গৃনা করি .😅

09/10/2024

যারা বিচ্ছেদ করেছেন তাদের কাছে জানতে চাই!
বুক কাপে নাই? মন কাঁদে নাই?অভ্যাস ভুলে যেতে মায়া হয়নাই? মলিন চেহারা মনে করে বুক ফেটে কান্না আসে নাই? 🥺

08/10/2024

( কিছু স্মৃতি দিয়ে গেলাম..!🖤 )

ভাগ্যিস আপনে আমার হন নাই.!
আপনি আমার হইলেতো কেয়ামত হইয়া যাইতো.!
শহরে শহরে কারফিউ জারি হইতো, হরতাল ডাকতো,লাখ লাখ মানুষ মরতো.!তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় এবার হইয়া,ই যাইতো.!

ভাগ্যিস আপনে আমার হন নাই.!
খালি আপনে আমার হইলে দেশে দুর্ভিক্ষ লাগতো সেই কবে,,দেশদ্রোহী হইতাম আপনে আর আমি.!
আকাশে চাঁদ উঠতো না, বসন্তে ফুল ফুটতো না, ফাগুনে কোকিল ডাকতো না, হেমন্তে নবান্ন হইতো না.!

কত ক্ষতি হইয়া যাইতো কন তো..?

ভাগ্যিস আপনে আমার হন নাই.!
খালি আপনে আমার হইলে চন্দ্রগ্রহণ লাগতো না রোজ,
অমাবস্যা কাইটা জোৎস্না আইতো না.!
রবীন্দ্রনাথ কবিতা লেখতো না, শাজাহানের তাজমহল ধোইসা পড়ত, যুদ্ধ চলতো বারোমাস- দেশটা আর স্বাধীন হইতো না.!

কত ক্ষতি হইয়া যাইতো খালি আপনে আমার হইলে,!
এত্ত এত্ত ক্ষতি কি করা যায় নাকি.? তা-ইতো আপনে আমার হইলেন না..!

ভালোই করছেন, ভাগ্যিস আপনে আমার হন নাই..!

06/10/2024

তোমাকে নিয়ে সারা রাত পূর্ণমার চাঁদ দেখার যে শখ টা☺️

06/10/2024

তোমাকে নিয়ে সারা রাত পূর্ণিমার চাঁদ দেখার যে শখ টা☺️

04/10/2024

Please follow this page 11:59 PM11:59 PM11:59 PM PM new page ❤️‍🩹🌸

"ভালোবাসলে ছাড়তে হয় না" !"শক্ত করে ধরে আগলে রাখতে হয় !🥹🤍🫂রাখবে তো?
04/10/2024

"ভালোবাসলে ছাড়তে হয় না" !
"শক্ত করে ধরে আগলে রাখতে হয় !🥹🤍🫂

রাখবে তো?

02/10/2024

হতে চেয়েছিলাম চোখের মনি 🙃
কিন্তু হয়ে গেলাম চোখের বালি 🙂

অবস্থান চোখে কিন্তু সম্পর্ক ভিন্ন 💔

02/10/2024

কাউকে ভালোবাসা সহজ ☺️ কিন্তু ভালোবেসে কারো দায়িত্ব নেয়া, কাউকে সারা জীবন নিজের কাছে রাখা, সুখী রাখা অনেক কঠিন 💔
তাই অযথা ভালোবাসতে যাবেন না যদি দায়িত্ব নিতে না পারেন 😅🥀

✍️ স্বাক্ষর

01/10/2024

কেউ কোথাও ভালো নেই .🫠

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when ɪᴛ’s ᴀɴᴛᴜ ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category