সিয়াম মেহেরাফ - Seyam Meheraf

সিয়াম মেহেরাফ - Seyam Meheraf নিজের অনুভূতিগুলো প্রকাশ করি অক্ষরের আওয়াজ দিয়ে💗

শিরায় শিরায় বইছে আমার তীব্র প্রেমের ঝড়কোথায় গেলে পাব তারে— পথ দেখাও ঈশ্বর॥
25/12/2023

শিরায় শিরায় বইছে আমার তীব্র প্রেমের ঝড়
কোথায় গেলে পাব তারে— পথ দেখাও ঈশ্বর॥

তোমার বিরহে প্লাবনে ভাসছি আমিতুমি উদ্ধারকারী নৌকা হও আমি হই নূহ।
22/12/2023

তোমার বিরহে প্লাবনে ভাসছি আমি
তুমি উদ্ধারকারী নৌকা হও আমি হই নূহ।

তুমি ছাড়া প্রাণবায়ু আমার যায় ফুরিয়েহৃদয়ে হাজার দুঃখ বাজে হাজারো সুর হয়ে
10/12/2023

তুমি ছাড়া প্রাণবায়ু আমার যায় ফুরিয়ে
হৃদয়ে হাজার দুঃখ বাজে হাজারো সুর হয়ে

যে আমার কাছে এলে মন টা শান্ত নদীর মতন হয়ে যায়তাকে বলে দিও, সে ব্যাতিত এ জীবনে বাদ বাকি ছাই
09/12/2023

যে আমার কাছে এলে মন টা শান্ত নদীর মতন হয়ে যায়
তাকে বলে দিও, সে ব্যাতিত এ জীবনে বাদ বাকি ছাই

অলরাউন্ডার.........Reflection  Cartoon page Cartoon: Samad
28/11/2023

অলরাউন্ডার.........
Reflection Cartoon page
Cartoon: Samad

Alhamdulillah....
24/11/2023

Alhamdulillah....

তুমি চলে যাবার পর এই ছোট্ট জীবনটাও কী ভীষণ দীর্ঘ লাগে!আমাকে দীর্ঘায়ু যাবার বিনিময়েবিধাতা তোমাকে অমরত্ব দিক । আশীর্বাদ ...
13/11/2023

তুমি চলে যাবার পর এই ছোট্ট জীবনটাও কী ভীষণ দীর্ঘ লাগে!
আমাকে দীর্ঘায়ু যাবার বিনিময়ে
বিধাতা তোমাকে অমরত্ব দিক । আশীর্বাদ নাও, তোমার বিরহের চামড়ায় কখনও ভাঁজ না পড়ুক।

কেউ ভুলে গেলে,মন খারাপ করার কিছু নেই।মনের রাখার জন্যও একটা ভালো মন থাকা চাই!আর সবার সব কিছু থাকে না।
13/11/2023

কেউ ভুলে গেলে,
মন খারাপ করার কিছু নেই।
মনের রাখার জন্যও একটা ভালো মন থাকা চাই!
আর সবার সব কিছু থাকে না।

👄🌻
11/11/2023

👄🌻

আমার জন্য কোনোদিনও কারো সময় ছিলো নাহ। কেউ কখনো পাশে বসে, হাতটা আলতো করে ধরে, মাথায় হাত বুলিয়ে, চোখে চোখ রেখে জিজ্ঞেস করে...
10/11/2023

আমার জন্য কোনোদিনও কারো সময় ছিলো নাহ। কেউ কখনো পাশে বসে, হাতটা আলতো করে ধরে, মাথায় হাত বুলিয়ে, চোখে চোখ রেখে জিজ্ঞেস করেনি, তোমার কি মন খারাপ? নাকি শরীর খারাপ! এইতো দেখো আমি আছিতো!
বোকা একটা। এত ভয় কীসের তোমার বলো তো?

মন খারাপ আসলে একটা প্রচণ্ড চিৎকার ; যা আমাদের বুকের বাইরে কখনও বেরুতে পারে না।
04/11/2023

মন খারাপ আসলে একটা প্রচণ্ড চিৎকার ; যা
আমাদের বুকের বাইরে কখনও বেরুতে পারে না।

পৃথিবীর সকল সুখ তোমার হোক, আমার মতো মানুষ তোমার জীবনে আর না আসুক!😌
04/11/2023

পৃথিবীর সকল সুখ তোমার হোক, আমার
মতো মানুষ তোমার জীবনে আর না আসুক!
😌

খোদা ছাড়া যারে অন্ধের মতন বিশ্বাস করবা, সে তোমারে আরো বেশি অন্ধ প্রমান করিবে
03/11/2023

খোদা ছাড়া যারে অন্ধের মতন বিশ্বাস করবা, সে তোমারে আরো বেশি অন্ধ প্রমান করিবে

তুমি চিতায় জ্বলা আগুন, আমি সজ্জিত শবদেহ একই মিলন মঞ্চে আমি প্রেম তুমি বিদ্রোহ
21/10/2023

তুমি চিতায় জ্বলা আগুন, আমি সজ্জিত শবদেহ
একই মিলন মঞ্চে আমি প্রেম তুমি বিদ্রোহ

কী নিদারুণ হাঁসছো তুমি, ঠকাতে পেরে আমায়আমি ও এমন হাঁসতে পারি, কিন্তু বিবেক দেয় না সাঁই
20/10/2023

কী নিদারুণ হাঁসছো তুমি, ঠকাতে পেরে আমায়
আমি ও এমন হাঁসতে পারি, কিন্তু বিবেক দেয় না সাঁই

তুমি আছো তাই আমি প্রজাপতিডানায় মেখে রং ভালোবাসায় উড়ে চলি
19/10/2023

তুমি আছো তাই আমি প্রজাপতি
ডানায় মেখে রং ভালোবাসায় উড়ে চলি

খেলা বালক হতে পারলেদুঃখ আমাকে আর ছুঁয়তে পারতো না
10/10/2023

খেলা বালক হতে পারলে
দুঃখ আমাকে আর ছুঁয়তে পারতো না

আমাকে তুমি ঋণ হিসাবে নাওদুঃসময় কেটে গেলে, ফেরত দিও
08/10/2023

আমাকে তুমি ঋণ হিসাবে নাও
দুঃসময় কেটে গেলে, ফেরত দিও

যে তোমাকে দেবী বানাবেসে তোমাকে বিসর্জন ও দিবে।
07/10/2023

যে তোমাকে দেবী বানাবে
সে তোমাকে বিসর্জন ও দিবে।

তোমার হাঁসির ঢেউ লাগলো আমার চোখেভিঁজলো দুচোখের পাতা,জানলো না তো লোকে
04/10/2023

তোমার হাঁসির ঢেউ লাগলো আমার চোখে
ভিঁজলো দুচোখের পাতা,জানলো না তো লোকে

যার জন্য সবার থেকে আলাদা হলাম, সেই আজ পাশে নেই
02/10/2023

যার জন্য সবার থেকে আলাদা হলাম, সেই আজ পাশে নেই

আপনি এখানে একা থাকেন?সবাই একা থাকে শুধু একসাথে থাকার ভান করে
02/10/2023

আপনি এখানে একা থাকেন?
সবাই একা থাকে শুধু একসাথে থাকার ভান করে

মানুষ নামক বৈঈমান দেখতে মন চাইলে গ্যালারিতে গিয়ে তোমারে দেখি।
01/10/2023

মানুষ নামক বৈঈমান দেখতে মন চাইলে
গ্যালারিতে গিয়ে তোমারে দেখি।

প্রাক্তণ কি চোর ডাকাতের চেয়েও নঘন্য? যে তাদের জায়গা বল্কলিস্টে হয়
01/10/2023

প্রাক্তণ কি চোর ডাকাতের চেয়েও নঘন্য? যে তাদের জায়গা বল্কলিস্টে হয়

তুমি তোমার এক জীবনে যা কিছু নিঃশব্দে ভাঙ্গতে পেরেছিলে, তার মাঝে ছিল আমার হৃদয়
29/09/2023

তুমি তোমার এক জীবনে যা কিছু নিঃশব্দে ভাঙ্গতে পেরেছিলে, তার মাঝে ছিল আমার হৃদয়

কথা দাওকথা দেবে না কাউকে আর
28/09/2023

কথা দাও
কথা দেবে না কাউকে আর

দিনশেষে নিজেই নিজেরবাকি সবাই সাময়িক চরিত্র মাত্র
28/09/2023

দিনশেষে নিজেই নিজের
বাকি সবাই সাময়িক চরিত্র মাত্র

One of my favorite things to do is hug really tight🏼
28/09/2023

One of my favorite things to do is hug really tight🏼

এতো এতো কোলাহলের মাঝেও নিস্তব্ধ আমি এবং আমার সময়গুলো।
27/09/2023

এতো এতো কোলাহলের মাঝেও নিস্তব্ধ আমি এবং আমার সময়গুলো।

তুমি এমন ভাবে হৃদয়ে এসোযেনো কখনো কেউ ভালোবাসেনি আগে।
26/09/2023

তুমি এমন ভাবে হৃদয়ে এসো
যেনো কখনো কেউ ভালোবাসেনি আগে।

Address

নাওভাঙ্গা, ভোলার আলগী, ভাংঙ্গনামারী, গৌরীপুর
Mymensingh

Telephone

+8801733096327

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিয়াম মেহেরাফ - Seyam Meheraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিয়াম মেহেরাফ - Seyam Meheraf:

Share

Category