MD Zihad Hosen

MD Zihad  Hosen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD Zihad Hosen, Digital creator, Mymensingh.

এলাকার উন্নয়ন
12/05/2024

এলাকার উন্নয়ন

12/05/2024

তোমরা যারা আজকে রেজাল্ট ভালো করসো, তোমারা এটারে ইনজয় করো মন ভরে। কোনো জ্ঞানদাতা আইসা যদি কয়, এসএসসিতে প্লাস পাওয়া বড় কোন ব্যাপার না, তারে কোন পাত্তা দিবা না।

যারা খারাপ করসো তাদেরকেও বলি, কেউ যদি আইসা বলে এসএসসিতে খারাপ রেজাল্ট কোন ম্যাটার করে না, এসএসসিতে খারাপ করে পরে অনেকে বিসিএস ক্যাডার হয়ে গেসে, তার কথাও পাত্তা দিও না। জীবনের সব রেজাল্ট গুরুত্বপূর্ণ।

সামনে ইন্টার, এডমিশন, পড়াশোনার খুব চাপ এসব আলবাল বলা লোকদের কথাতেও ভয় পাইও না।

তুমি প্লাস পাইসো মানে এটা তোমার অর্জন, এটা ইনজয় করবা। তুমি প্লাস পাও নাই মানেই এইটা তোমার ব্যার্থতা তোমারে সামনে আরও পরিশ্রম করতে হইবো এই কথা মাথায় ঢুকাইয়া নাও।

যারা বলতেছে এখনকার পোলাপান পড়াশোনা না কইরাই প্লাস পায়, ওরা যে ওদের বসয়ে কোন বাল ছিঁড়ে আঁটি বানছে এটা ওরাও ভালো মতো জানে। হুদাই ভাব মারাইয়া তোমাগ আনন্দ মাটি করতে চায়।

আনন্দ উপভোগ করো। তুমি প্লাস পাইসো এটা তোমার অর্জন তোমাকে এ ধারা অব্যাহত রাখতে হবে, তুমি সামান্য খারাপ করসো চিন্তা না করে পরিশ্রম শুরু করো, তোমায় সামনে আরও ভালো করতে হবে।

মনে রাখবা যারা ভুল করে না, তারা কখনও ফুল হইতে পারে না। যুদ্ধ যতোই কঠিন হবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে।

সকল এসএসসি পরিক্ষার ফলাফল প্রাপ্ত ছোট ভাই বোনদের অভিন্দন এবং আদর, ভালোবাসা।

11/05/2024

🥰❤️

05/05/2024

রকেট আবিষ্কার করলেন আনন্দ-মোহন কলেজের ছাত্র।
©শুকনো বিনোদন।

28/03/2024

প্রচন্ড ক্লান্তি আর একরাশ হ'তাশা নিয়ে যখন, আকাশের দিকে তাকাই; তখন মনে হয়- সৃষ্টিকর্তা উপর থেকে সব দেখছেন আর বলছেন, আরেকটু ধৈর্য ধরো নি'রা'শ হয়ো না। একদিন সব ঠিক হয়ে যাবে।❤️‍🩹

নীরবতা এবং হাসি দুটোই জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয়। হাসি যেমন সমস্যা মেটাতে সাহায্য করে, নীরবতা সেই সমস্যাগুলিকে এড়িয়ে চলত...
29/06/2023

নীরবতা এবং হাসি দুটোই জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয়। হাসি যেমন সমস্যা মেটাতে সাহায্য করে, নীরবতা সেই সমস্যাগুলিকে এড়িয়ে চলতে শেখায়.

🥰
20/06/2023

🥰

রূহের ভাষার নিকটবর্তী তুমি!তোমাকে হয়তো পাবো না— কিংবা, হয়তো পাবো। কিংবা হয়তো এমন একটা রাত্রির শব্দে আমি মরে যাবো। কিংবা ...
23/03/2023

রূহের ভাষার নিকটবর্তী তুমি!

তোমাকে হয়তো পাবো না— কিংবা, হয়তো পাবো। কিংবা হয়তো এমন একটা রাত্রির শব্দে আমি মরে যাবো। কিংবা শিশিরের ঘ্রাণে মাতাল হয়ে যাবো।

জীবন এমন প্রেমাতাল!

তোমাকে পাবো না জেনেই, ধরো, ভালোবাসি— সত্যি সত্যি ভালোবাসি, মন্দবাসি না!

ভালোবাসি বলেই আমার রূহের পাশ দিয়ে তোমাকে হেঁটে যেতে দিই।

হয়তো ভাবি, তুমি আসলে কেউ না। ধরো আমিও আসলে কেউ না! আমরা কেবল প্রেম!

আর, প্রেম মূলত আমাদের একদিন, হয়তো কেউ-কারও-না হয়ে যাওয়া!

রোদে পোড়া মন চায় গৃহ ছায়া, চায় নির্জন বসবাস-অবরোধ খোলো, ওই ছায়াতলে যাই।
06/03/2023

রোদে পোড়া মন চায় গৃহ ছায়া, চায় নির্জন বসবাস-
অবরোধ খোলো, ওই ছায়াতলে যাই।

আমার আকাশে সীমানারাখিনি আমিখাঁচাও রেখেছি খুলেফিরে দেখিস তোর আকাশেঝড় এলে।
17/02/2023

আমার আকাশে সীমানা
রাখিনি আমি
খাঁচাও রেখেছি খুলে
ফিরে দেখিস তোর আকাশে
ঝড় এলে।

22/01/2023

আপাতত কোন 'প্রিয় মানুষ' এর দরকার নাই, কারো ভালোবাসার ও দরকার নাই! আপাতত একটা 'নতুন বাইক দরকার! আর কিচ্ছু চাই না আমি! 🙂

থেকো দূর্দিনেব্যথার গোপনে
02/01/2023

থেকো দূর্দিনে
ব্যথার গোপনে

16/12/2022

বাবার টাকা না থাকলেই বুঝা যায় লাইফে প্রতিষ্ঠিত হওয়াটা কতোটা কঠিন, কতোটা কষ্টের।

আমরা সহজ হই।ওরা সহজলভ্য ভেবে নেয়...
09/12/2022

আমরা সহজ হই।
ওরা সহজলভ্য ভেবে নেয়...

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Zihad Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share