Dudayed Hossain Anas

Dudayed Hossain Anas I am a Digital Marketer.

হে আল্লাহ্...... আমি তোমার নিকট আশ্রয় চাই অক্ষমতা,অলসতা,কাপুরুষতা,বার্ধক্যও কৃপনতা থেকে। আর আশ্রয় চাই তোমার নিকট কবরের আ...
25/05/2024

হে আল্লাহ্......
আমি তোমার নিকট আশ্রয় চাই অক্ষমতা,অলসতা,কাপুরুষতা,বার্ধক্যও কৃপনতা থেকে। আর আশ্রয় চাই তোমার নিকট কবরের আযাব ও জীবন-মরনের ফিতনা থেকে...!!!🥲

[ বুখারী- ৬৩৬৭ ]

মা মানেই শর্তহীন, স্বার্থনীন,বিনিময়হীন ভালোবাসা আশ্রয়...!!!😍😍বি:দ্র:- কেউ প্রশ্ন করতে আসবেন নাহ্ টুইট বেবির আব্বু কে ???...
12/05/2024

মা মানেই শর্তহীন, স্বার্থনীন,বিনিময়হীন ভালোবাসা আশ্রয়...!!!😍😍

বি:দ্র:- কেউ প্রশ্ন করতে আসবেন নাহ্ টুইট বেবির আব্বু কে ???🐸🐸

যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো...!!!🐸বল বল আরো বল লাগছে মন্দ নয়। 🙈🙈Mahamudul Hasan 🤪🤪
12/05/2024

যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো...!!!🐸
বল বল আরো বল লাগছে মন্দ নয়। 🙈🙈
Mahamudul Hasan 🤪🤪

জনসম্মুখে দেওয়া হোক,দাবি মোদের এটাই,যাতে সবাই সচেতন হয়...!!!🫤🫤আমার বোনের ইজ্জত আর এভাবে নষ্ট হবে না।🥲🥲 ( বিস্তারিত ফাস্ট...
09/05/2024

জনসম্মুখে দেওয়া হোক,দাবি মোদের এটাই,যাতে সবাই সচেতন হয়...!!!🫤🫤
আমার বোনের ইজ্জত আর এভাবে নষ্ট হবে না।🥲🥲

( বিস্তারিত ফাস্ট কমেন্টে )

🛑একটা ইদুর আরেকটা টিকটিকি...টিকটিকি নিজের লেজ কেটে নিজে খাচ্ছে কারন তার আবার নতুন লেজ গজাবে৷ এজন্য টিকটিকি ইদুরকে লেজ কা...
21/04/2024

🛑একটা ইদুর আরেকটা টিকটিকি...

টিকটিকি নিজের লেজ কেটে নিজে খাচ্ছে কারন তার আবার নতুন লেজ গজাবে৷ এজন্য টিকটিকি ইদুরকে লেজ কাটতে বলতাছে কারন দুজনেরই লেজ আছে৷ কিন্তু ইদুরের তো আর লেজ গজাবে না, এটা তারা দুজনেই জানে না।
অনলাইনের সেলিব্রিটিদের বাস্তবতার আগ পিছ না ভেবেই, সোস্যাল লাইফের বিচরণে মুগ্ধ হয়ে, তাদের ফ্যামিলি হিস্টোরি না দেখেই, তাদের মত হতে চাওয়া কিংবা তারা যে জীবন/ক্যারিয়ার গাইডলাইন করে সেদিকে দৌড়ানো...
বড়ই নির্বুদ্ধিতার কাজ এটা❗
তাদের কিন্তু লেজ ঠিকই গজাবে কয়দিন পর৷ আর আপনার লেজ একবার কাটা পড়লে আর কিন্তু গজাবে না৷

আল্লাহুম্মাগফিরলি

- হে অবাধ্য নফস...!!!🥺- নিষিদ্ধ জিনিসের প্রতি এতো মায়া কেন তোর???😢
17/04/2024

- হে অবাধ্য নফস...!!!🥺
- নিষিদ্ধ জিনিসের প্রতি এতো মায়া কেন তোর???😢

02/04/2024

মার্কেটে গেলে বুঝা যায় তিশা কেন মোস্তাককে বিয়ে করেছে...!!!🙂🙂🙂

হায়রে জীবন! কি নির্মম মৃত্য, এক সেকেন্ডের নাই ভরসা।তারপরও আমাদের অর্থ-বিত্ত,বাড়ি-গাড়ি,রূপ-রং,ক্ষমতার কত দম্ভ অহংকার।🥲🥲🥲 ...
26/03/2024

হায়রে জীবন! কি নির্মম মৃত্য, এক সেকেন্ডের নাই ভরসা।
তারপরও আমাদের অর্থ-বিত্ত,বাড়ি-গাড়ি,রূপ-রং,ক্ষমতার কত দম্ভ অহংকার।🥲🥲🥲
অথচ এগুলো কিছুই না,,,,আল্লাহ্ তুমি পাপ করো সবাইকে।🤲🤲
#মারাত্মক দুর্ঘটনা। 😭

13/02/2024

"Lip Kiss" অর্থ "থু'থু ভাগাভাগি করে খাওয়া...!!!🐸

বি:দ্র: খা,খা ভালো করে পেট ভরে এক বছরের জন্য খা। 😃😃

29/01/2024

এতো মাখা-মাখি করা ঠিক না। 😄😄

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন।অতঃপর.... সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।এই ম...
05/10/2023

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন।অতঃপর....

সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।
এই মা মারাত্মক রোগে আক্রান্ত। যার কারণে কোন বাচ্চা নিতে পারছিলেন না! দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে বড় ধরনের রিস্ক নিয়েছেন সন্তান নেয়ার জন্য। হয়তো সন্তান বাঁচবে না হয় মা!
এরপর ডাক্তার তার সবটুকু দিয়ে ৭ ঘন্টার চেষ্টায় বললো, বাচ্চা এবং মা দুই জনকে একসাথে বাঁচানো সম্ভব নয়।

সর্বশেষ ডাক্তার সিদ্ধান্ত নিলেন - বাচ্চার মাকে জিজ্ঞেস করবেন, তিনি কী করতে চান? বাচ্চাকে বাঁচাবেন, না কি নিজের জীবন?
মা নিজেই নিভে গিয়ে বাচ্চাকে আলো দিতে রাজি হলেন.. অপারেশন এর পর মা তার ফুটফুটে বাচ্চাটিকে তার মুখের কাছে নিয়ে চুমু খেলেন,বুকে জড়িয়ে নিলেন। মাত্র দুই মিনিট পর হাসি দিয়ে চোখ বন্ধ করলেন সারা জীবনের জন্য।মা হিসেবে দুই মিনিটের স্বার্থক জীবনের কাছে হার মানল মায়ের পুরোটা জীবন।হাঁ এটাই মায়ের জাত।

সারাবিশ্বে হাজারেরও বেশি মা প্রতি বছর মৃত্যুবরণ করেন বাচ্চা জন্ম দেয়ার সময়।
আফসোস! বৃদ্ধাশ্রমগুলো থেকে মা দের আহাজারি, মেয়েদের লাশ বেওয়ারিশ হয়ে কতো নাম না জানা গোরস্থানে, কত অসহায় হয়ে দাফন হচ্ছে...।

সৃষ্টিকর্তা প্রত্যেক সন্তানকে মায়ের সম্মানটুকু দেয়ার জ্ঞান দিক। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরা।

।আমিন।

এক আকাশ সমান দীর্ঘশ্বাস নিয়ে মেনে নিলাম আমার সাথে যা হয় ভালোর জন্যই হয়,হয়তো-বা...!!!🙂🙂
24/07/2023

এক আকাশ সমান দীর্ঘশ্বাস নিয়ে মেনে নিলাম আমার সাথে যা হয় ভালোর জন্যই হয়,হয়তো-বা...!!!🙂🙂

 #বিষাক্ত_সাকার_মাছ। #নিজে_সচেতন_হই_অন্যকে_সচেতন_হতে_সাহায্য_করি।বর্তমানে বাংলাদেশের নদ-নদীতে  ব্যাপকহারে পাওয়া এই সাকার...
23/07/2023

#বিষাক্ত_সাকার_মাছ।
#নিজে_সচেতন_হই_অন্যকে_সচেতন_হতে_সাহায্য_করি।

বর্তমানে বাংলাদেশের নদ-নদীতে ব্যাপকহারে পাওয়া এই সাকার মাছটি বাংলাদেশের দেশীয় যেকোনো প্রজাতির মাছের জন্য হুমকিস্বরূপ। বিশেষ করে ময়লা স্বাদু পানিতে মাছটি ইদানীং খুব বেশি দেখা যাচ্ছে। মাছটি যেকোনো ছোট মাছ মাছের পোনা খেয়ে দ্রুত বংশবৃদ্বি করে এবং মাছচাষীদের ব্যবসার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। মাছটি যেকোনো খারাপ পরিবেশে বেঁচে থাকতে পারে এবং পঁচা আবর্জনা সহ ছোট মাছ বা মাছের পোনা খেয়ে বেচে থাকে যার ফলে ক্ষতিকর উপাদার মাছের দেহে প্রবেশ করে। মানুষের জন্য ক্ষতিকর এই মাছটি বাংলাদেশ সরকার চাষ,বিক্রি আমদানি বা একুরিয়ামে পালন নিষিদ্ধ করেছে।

মাছটি কোথাও পেলে করণীয় কি?

মাছটি যাতে কোনোভাবেই পুনরায় পানিতে ছাড়া না পরে সে ব্যবস্থা করতে হবে।যেকোনো ভাবে কেটে মাটিচাপা দিয়ে মাছকে ধ্বংস করে দিতে।

কোনো ভাবেই যেন মাছটি না খাওয়া হয় সেটা খেয়াল রাখতে হবে। মাছের ক্ষতিকর উপাদান (ক্যাডমিয়াম) শরীরে প্রবেশ করলে সেটা ক্যান্সার,কিডনিজনিত সমস্যা সহ মারাত্মক রোগ সৃষ্ট করতে পারে।

আমির হামজা।
ঢাকা বিশ্ববিদ্যালয়।
মৎস্যবিজ্ঞান বিভাগ।

22/07/2023

"ভান্ডারিয়া - ঝালকাঠি'র" গাড়ি !!
বরিশাল,,,,ঝালকাঠি ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা!
এখন পর্যন্ত নিহতঃ ১৭ 😭😭
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
আল্লাহ্ আপনি নিহতদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং আহতদের দ্রুত সেফাদান করুন (আমিন)।🤲🤲

স্বপ্নের বাইক গুলো কেনার পেছনের গল্পটা এমনই হয়,,,,একদিন সবার স্বপ্ন পূরণ হবে,ইনশাআল্লাহ...!!!🙂🙂MT-15 🤨
20/07/2023

স্বপ্নের বাইক গুলো কেনার পেছনের গল্পটা এমনই হয়,,,,একদিন সবার স্বপ্ন পূরণ হবে,ইনশাআল্লাহ...!!!🙂🙂

MT-15 🤨

মুর্খের সাথে তর্ক না করে নিরব থাকাই উওম,,,মাঝে মাঝে নিরবতাও কঠিন জবাব হয়ে দাঁড়ায়...!!! #তর্কের চেয়ে নিরবতা শ্রেয়,,,,???😶...
13/05/2023

মুর্খের সাথে তর্ক না করে নিরব থাকাই উওম,,,মাঝে মাঝে নিরবতাও কঠিন জবাব হয়ে দাঁড়ায়...!!!

#তর্কের চেয়ে নিরবতা শ্রেয়,,,,???😶😶

15/01/2023

🍁___রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়,
অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় । 😊😊😊

#দুঃখবিলাসিতা

✨আমার কিসে ভালো লাগা কিসে খারাপ লাগা,  সেটা আমি কখনো কাউকে বলি না। এসব আমি নিজের ভিতরেই চাপা দিয়ে রাখতে অভ্যস্ত। কিন্তু...
24/10/2022

✨আমার কিসে ভালো লাগা কিসে খারাপ লাগা,
সেটা আমি কখনো কাউকে বলি না। এসব আমি নিজের ভিতরেই চাপা দিয়ে রাখতে অভ্যস্ত। কিন্তু মাঝে মধ্যে আপন কেউ এমন ধরনের কিছু বলে যার দরুন অনেক সময় নিজেদের মধ্যে কথা ও দূরত্বের সংঘর্ষ সৃষ্টি হয়ে যায়, যেটা সে তখন বুঝে না।

যদি আপনার ভালোবাসার মানুষ আপনার সবচেয়ে বড় ক্ষতি করে থাকে, তারপর ও ভালোবাসার খাতিরে সেই ক্ষতি পূরণ করা সম্ভব।
তবে এটা তখনই সার্থক, যখন সেই মানুষটি এটা বুঝতে সক্ষম হবে।😇😇

✨ডিয়ার স্কুল ফ্রেন্ড'স....হয়তো বা কবে কথা হয়েছে মনে নেই। দেখা হওয়াটা তো আমাবস্যার চাঁদের মতো। কিন্তু জানিস কী? তোদের কথা...
23/10/2022

✨ডিয়ার স্কুল ফ্রেন্ড'স....
হয়তো বা কবে কথা হয়েছে মনে নেই। দেখা হওয়াটা তো আমাবস্যার চাঁদের মতো।
কিন্তু জানিস কী? তোদের কথা খুব মনে পড়ে, তোদের সাথে কাটানো দিনগুলো খুব মিস করি। 💞💞💞

মানুষের প্রিয় হইতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না,,,!!! 😢😢
04/10/2022

মানুষের প্রিয় হইতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না,,,!!! 😢😢

Address

Haluaghat
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dudayed Hossain Anas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mymensingh

Show All