17/12/2024
আলহামদুলিল্লাহ!
উপ-মহাদেশের প্রখ্যাত দাঈ, মুফতি জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ-এর তত্ত্বাবধানে এবং খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায়,
📅 আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার)
📍 নওমুসলিম মার্কাজ দারুল উলুম মাহমুদিয়া মাহমুদনগর মাদরাসা, ফুলবাড়িয়া, মোমেনশাহী
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অমুসলিমদের দাওায়াহ বিষয়ক ৩ দিনব্যাপী দাওয়াতি ও তালিমি সম্মেলন তথা এস্তেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইনশাআল্লাহ, ইসলামের সুমহান দাওয়াত ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই আয়োজনকে সফল করার জন্য কাজ চলমান। এই সম্মেলন সারা দেশের সকল দাঈ, সহযোগী দাঈ ও নওমুসলিমদের জন্য একটি বিশেষ দাওয়াতি ও তালিমি মেহনতের সুযোগ।
আপনারা সকলে আমন্ত্রিত।
আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের কাম্য।
#দাওয়াতি_সম্মেলন #তালিমি_সম্মেলন #নওমুসলিম