AR Tv

AR Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AR Tv, Digital creator, Mymensingh.

17/12/2024

আলহামদুলিল্লাহ!
উপ-মহাদেশের প্রখ্যাত দাঈ, মুফতি জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ-এর তত্ত্বাবধানে এবং খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায়,

📅 আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার)

📍 নওমুসলিম মার্কাজ দারুল উলুম মাহমুদিয়া মাহমুদনগর মাদরাসা, ফুলবাড়িয়া, মোমেনশাহী

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অমুসলিমদের দাওায়াহ বিষয়ক ৩ দিনব্যাপী দাওয়াতি ও তালিমি সম্মেলন তথা এস্তেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইনশাআল্লাহ, ইসলামের সুমহান দাওয়াত ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই আয়োজনকে সফল করার জন্য কাজ চলমান। এই সম্মেলন সারা দেশের সকল দাঈ, সহযোগী দাঈ ও নওমুসলিমদের জন্য একটি বিশেষ দাওয়াতি ও তালিমি মেহনতের সুযোগ।

আপনারা সকলে আমন্ত্রিত।
আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের কাম্য।

#দাওয়াতি_সম্মেলন #তালিমি_সম্মেলন #নওমুসলিম

ধারাবাহিক সফরের ব্যস্ততা চলছে হজরতের ।  উত্তরবঙ্গ সফর শেষে আজ মাগরিবের পূর্বে অল্প সময়ের জন্য বাসায় গিয়ে এখন মালয়েশি...
01/12/2024

ধারাবাহিক সফরের ব্যস্ততা চলছে হজরতের । উত্তরবঙ্গ সফর শেষে আজ মাগরিবের পূর্বে অল্প সময়ের জন্য বাসায় গিয়ে এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে ।

আল্লাহ তার জান মাল সময়ের মধ্যে বারাকাহ দিন।

ভারতীয় গুপ্তচর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্র দ্রোহের ঘ...
26/11/2024

ভারতীয় গুপ্তচর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্র দ্রোহের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ভারতীয় ষড়যন্ত্রের ফাঁদে পরে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা কেউ বিপথগামী হবেন না।🙏

আপনারা রাষ্ট্রের প্রতি অনুগত থাকুন। ৫ ই আগস্ট এর পর সে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল,রাষ্ট্রের দৃষ্টিতে সে একজন অপরাধী,সুতরাং আমাদের সনাতনী ভাইবোনদের বলবো আপনারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আনুগত্য থেকে দেশপ্রেম ও দায়িত্বশীলতার পরিচয় দিবেন।

মাত্র ৪৯ দিনে হাফেজ আট বছর বয়সী বিস্ময়কর শিশু হাবিব ,নিঃসন্দেহে এটা কুরআনের অলৌকিকত্ব। আমরা তার সফলতা কামনা করছি ।
23/11/2024

মাত্র ৪৯ দিনে হাফেজ
আট বছর বয়সী বিস্ময়কর শিশু হাবিব ,
নিঃসন্দেহে এটা কুরআনের অলৌকিকত্ব। আমরা তার সফলতা কামনা করছি ।

আলহামদুলিল্লাহ, ময়মনসিংহ ত্রিশাল থানার বিয়ারা আউলিয়ানগর গ্রামের সহোদর  দুই ভাই স্বইচ্ছায় ইসলাম ধর্ম  গ্রহন করেছেন। তাদের...
29/10/2024

আলহামদুলিল্লাহ,
ময়মনসিংহ ত্রিশাল থানার বিয়ারা আউলিয়ানগর গ্রামের সহোদর দুই ভাই স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তাদের পূর্বনাম প্রতিক আচার্য ও প্রত্যয় আচার্য। আল্লাহ তায়ালা তাদের উভয়কে ঈমানের উপর অটল থাকার তাওফিক দান করুন। এবং তাদের পরিবারের সকলকেই ইসলামের জন্য কবুল করুন।

 #নওমুসলিম_ভাইটির_কর্মসংস্থানে_এগিয়ে_আসুন!-------দিনাজপুরের বিজয় চন্দ্র রায় বর্তমান নাম আব্দুল্লাহ, ইসলাম গ্রহণ করার পর ...
14/09/2024

#নওমুসলিম_ভাইটির_কর্মসংস্থানে_এগিয়ে_আসুন!
-------
দিনাজপুরের বিজয় চন্দ্র রায়
বর্তমান নাম আব্দুল্লাহ,
ইসলাম গ্রহণ করার পর সইতে হয়েছে অনেক অত্যাচার-নির্যাতন। এক পর্যায়ে বাড়ি থেকে পালিয়ে চলে আসেন আমাদের মার্কাজে। মার্কাজে দ্বীন শিক্ষা তার কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। সেই সাথে কমপ্লিট করেছে মেকানিক্যাল ট্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এফিস এ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি), গ্রাফিক্স (ফটোশপ, ইলাস্টেট্রর)-এর কাজ পারেন। ভাইটির জন্য জরুরী ভিত্তিতে একটি চাকরির দরকার। এ ব্যাপারে কেউ সহযোগিতা করতে পারলে খুবই ভালো হয়। আল্লাহ তায়ালা এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।

যোগাযোগ
Anisur Rahman Talukdar
মোবাইল:1724-463533

সুফিবাদি খ্রি’স্টান মি’শনারি সম্পর্কে বিশেষ সত’র্কবার্তাফরিদপুর জেলার বিভিন্ন উপজেলাসহ বৃহত্তর চরঅঞ্চল, আসেপাশের রাজবাড়ী...
14/09/2024

সুফিবাদি খ্রি’স্টান মি’শনারি সম্পর্কে বিশেষ সত’র্কবার্তা

ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলাসহ বৃহত্তর চরঅঞ্চল, আসেপাশের রাজবাড়ী, মানিকগঞ্জ জেলায় নতুন এক খ্রি’ষ্টান মিশনারী চক্র বের হয়েছে। গান বাদ্য ক’থিত সুফিবাদ চর্চা এবং লালনবাদ এর ছ’দ্মবেশে বিভিন্ন উপজেলায় ক’থিত দরবার শরিফ খুলে সাধারন জনগণকে ঈসা নবীর উম্মতের দীক্ষার নামে খ্রি’ষ্টান বানানো হচ্ছে। এই চ’ক্রের প্রধান গোয়ালন্দ পাক দরবার শরিফের ভ’ন্ড পীর নুরা পাগলার বড় ছেলে মেহেদী নূরতাজ ওরফে নূরতাজ নোভা, ও তার ডান হাত শরিফুল ইসলাম ওরফে এন্দ্রিস নোভা। ঢাকার উত্তরায় অফিস এবং গোয়ালন্দ দরবার শরিফ তাদের মূল কেন্দ্র।

এছাড়া ভাংগা, মধুখালি, সদরপুর, নর্থ চ্যালেন, রাজবাড়ী ও কুষ্টিয়ায় তাদের ক’থিত দরবার শরিফ রয়েছে। এদের অপতৎপরতায় ইতিমধ্যে কয়েকশত মুসলিম ধর্মা’ন্তরিত হয়ে খ্রি’ষ্টান হয়ে গেছে। অনেকেই ঘর বাড়ি স্বামী/স্ত্রী বা বাবা, মা পরিবার ত্যাগ করে খ্রি’ষ্টানদের গোপন আশ্রমে চলে গেছে। তাদের কর্মসংস্থানসহ যাবতীয় দায়িত্ব মিশনারীদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে।

শুধুমাত্র শরিফুল ইসলাম ওরফে এন্দ্রিস নোভার বাড়ি, সদর উপজেলার আনন্দ বাজার গ্রামে সে ৬ জন নারী পুরুষকে খ্রিস্টধ’র্মে ধর্মা’ন্তরিত করে তাদের গ্রাম থেকে নিয়ে যায়। এর মধ্যে একজন অপ্রপ্ত বয়স্ক মেয়ে পরিবার থেকে তাদের আস্তানায় নিয়ে যাওয়ায় তার পরিবার মামলা করে, বর্তমান ফরিদপুর কোর্টে মামলা চলমান।

সেই মেয়েসহ ফরিদপুরের আরো দু’জন অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী মামলায় কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছে। এছাড়া বিভিন্ন গ্রাম ও চরাঞ্চল থেকে একাধিক ব্যাক্তি ও পরিবার ধর্ম ‘ন্তরিত হয়ে গ্রাম/পরিবার ত্যাগ করে চলে গেছে এমন তথ্য আমাদের নিকট রয়েছে।

এই গ্রুপকে চিহ্নিত করার কিছু উপায়
১. বাউল বেশে চলাচল করে অনেক সময় গ্রুপ ধরে বিভিন্ন গ্রামে গানের আসরের নামে অবস্থান করে।
২. তাদের দলে নারী পুরুষ একসাথে সফর করে দলবদ্ধ সফরে সবাই সাদা পোশাক পরিধান করে।
৩. পুরুষেরা সাদা পাঞ্জাবি পায়জামা এবং নারীরা সাদা কাপর পরিধান করে।
৪. পুরুষদের দাড়ি এবং বড় গোফ থাকে অনেকটা বাউলদের মত।
৫. তাদেরকে মৌখিকভাবে প্রশ্ন করলে তারা নিজেদের সুফি মুসলিম বলে পরিচয় দেয়।
৬. কোন প্রশ্নের সঠিক জবাব দেয় না ঘুরিয়ে পেচিয়ে চালাকি করে কেটে পরে।

14/09/2024
আমাদের টিম এখন আছে ফেনীর সুন্দরপুর এলাকায়। রোড থেকে দুই কিলোমিটার ভিতরে ভ্যান দিয়ে ত্রাণসামগ্রী নেওয়া হয়েছে। শুকনা খাবার...
25/08/2024

আমাদের টিম এখন আছে ফেনীর সুন্দরপুর এলাকায়। রোড থেকে দুই কিলোমিটার ভিতরে ভ্যান দিয়ে ত্রাণসামগ্রী নেওয়া হয়েছে। শুকনা খাবার বিতরণের পাশাপাশি সেখানে ১০০০ (এক হাজার) লোকের জন্য খাবার রান্না করা হচ্ছে। অত্র এলাকার মানুষের অবস্থা খুবই নাজুক। আল্লাহ তায়ালা হেফাজত করুন। আল্লাহ তায়ালা খাইরুল উম্মাহ টিম মেম্বারদের মেহনতকে কবুল করুন।
খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন K U F

24/08/2024

ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে আমরা প্রতিদিন ১০০০ জনকে রান্না করা খাবার দেওয়ার নিয়ত করেছি। পাশাপাশি শুকনো খাবার, এবং উদ্ধার কাজ অব্যাহত আছে। ইনশাআল্লাহ আপনাদের দান আমাদের কাছে আমানত।
১০ টাকা দিয়ে হলেও এই সওয়াবের কাজে অংশ নিতে পারেন আপনিও।
বিকাশ, নগদ, রকেট (personal) : 01925026905
রেফারেন্স : flood

খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশনKUF

"বন্যার খবর আসার সাথে সাথে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে ৩৫০ মেট্রিক টন খাবারের অর্ডার দিয়ে ফেলেছিলাম। আমাদের ফান্ডে ত...
24/08/2024

"বন্যার খবর আসার সাথে সাথে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে ৩৫০ মেট্রিক টন খাবারের অর্ডার দিয়ে ফেলেছিলাম। আমাদের ফান্ডে তখন এক টাকাও নাই। এইটুক বিশ্বাস ছিল আল্লাহ আমাদের ফিরাবেন না। আলহামদুলিল্লাহ, ৩৫০ মেট্রিক টনের জায়গায় এখন ৭০০ মেট্রিক টনের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন।"

~ শায়খ আহমদউল্লাহ
আস-সুন্নাহ ফাউন্ডেশন

পালাতে গিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন কালা মানিক গ্রেপ্তার।
23/08/2024

পালাতে গিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন কালা মানিক গ্রেপ্তার।

23/08/2024

কুমিল্লায় প্রাণ কোম্পানীর
ডিপুতে আগুনে পুড়ে শত শত জনের মতো নি-হ-ত ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
সোর্স: প্রথম কমেন্ট

আল্লাহ তায়ালা এই মানুষটাকে নেক হায়াত দান করুন।
23/08/2024

আল্লাহ তায়ালা এই মানুষটাকে নেক হায়াত দান করুন।

আলহামদুলিল্লাহ। উম্মাহ্ দরদী দা'ঈ ভাইদের এক কাফেলা নিয়ে ফেনীর বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে রওনা হয়েছে খাইরুল...
22/08/2024

আলহামদুলিল্লাহ।
উম্মাহ্ দরদী দা'ঈ ভাইদের এক কাফেলা নিয়ে ফেনীর বন্যার্ত মানুষের পাশে
দাঁড়ানোর উদ্দেশ্যে রওনা হয়েছে খাইরুল উম্মাহ ফাউন্ডেশন ।
সকলের দুয়া ও সহোযোগিতা কামনা করছি।
খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন K U F

22/08/2024

পূ"জার টাকার এক অংশ আস-সুন্নাহ ফাউন্ডেশনের
মাধ্যমে বন্যার্তদের জন্য দান করল বরিশালের একটি মন্দির।

সবাইকে জানিয়ে সতর্ক করুন।আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার ...
22/08/2024

সবাইকে জানিয়ে সতর্ক করুন।
আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে।

বন্যায় সতর্কতা ও করণীয়:
* উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।
* বাসায় পানি ঢুকেতে দেখলেই বিদ্যুৎ এর মেইনসুইচ ও গ্যাসের লাইন বন্ধ করুন।
* প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ জোগাড় করুন।
* শুকনা খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি সহ প্রয়োজনীয় জিনিস কাছাকাছি রাখুন।
* শিশু-কিশোরদের দিকে খেয়াল রাখতে হবে যেন পানিতে নেমে না যায়।
* স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে কল করুন।
* মোবাইলে চার্জ রাখুন।
* যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
* গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে সাবধানতা অবলম্বন করুন।
* গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
* বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

22/08/2024

বন্যার্তদের সহযোগিতায় সর্বনিম্ন ১০৳ দিয়ে হলেও পাশে থাকুন।
খাইরুল উম্মাহ্ ফাউন্ডেশন K U F

Address

Mymensingh

Telephone

+8801758209544

Website

Alerts

Be the first to know and let us send you an email when AR Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share