Alto Hashi

Alto Hashi কর্মব্যস্ত সুখী জীবন
❤️🥀🥰

_ জীবনে  কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তাকে কষ্ট দিতে যেও না..!!🥺_দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মূহুর্...
03/06/2024

_ জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তাকে কষ্ট দিতে যেও না..!!🥺
_দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মূহুর্ত গুলো মনে করে চোখের জ্বল ফেলবে.😭😭

31/05/2024

ভালবাসার অভাবে কোন সংসার ভাঙ্গে না । সংসার ভাঙ্গে বরং স্বামী -স্ত্রীর বন্ধুত্বের অভাবে । প্রচন্ড প্যাশন, ইন্টেমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারবে না । একটি অসুখী দাম্পত্য জীবনের জন্য বন্ধুত্বহীনতাই যথেষ্ট ।

একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এখনকার যুগে যেটা সবচেয়ে প্রয়োজন, ওটা হলো একজন মানুষ আরেকজন মানুষকে বুঝতে পারার ক্ষমতা ধরে রাখা এবং দুটি মনের সাথে একজন আরেক জনের সম্পর্ক স্থাপন করা ।

এই বোঝাপড়া ব্যাপারটা বন্ধুত্বের মাধ্যমেই আসে । ভালবাসা ও মায়া এমনি কোন দান না আপনা আপনিই সৃষ্টি হবে । ভালবাসা ও মায়া সৃষ্টি হয় কেবল মাত্র নিরবে কেউ কাউকে বুঝতে পারার মাধ্যমে ।কেউ কাউকে নিরব সাপোর্ট করার মাধ্যমে ।ওটা না থাকলে দাম্পত্য জীবনকে বিষ মনে হয় ।অনেকেই এই প্রেমহীন দাম্পত্য জীবন বয়ে বেড়ায় কারন বাচ্চাদের সুখের কথা ভেবে জীবন সেক্রিফাইজ করে ।কিন্তু প্রতিদিন নিয়ম করে বিষ গিলে খাওয়ার মতই তাদের জীবন যাত্রার ভার কাঁধে বয়ে নিতে হয় ।প্রতিদিন কথাকাটাকাটি গোপন করার মানসিকতা জন্মায় । একটাই কারন তাদের মধ্যে বন্ধুত্ব থাকে না । একজন আরেকজনকে স্পেস দেয়না । সেক্রিফাইজ করতে পারেনা ।

এমন অনেক সম্পর্কেই চিড় ধরে কারন যদি বিচার করেন তবে একটাই ফলাফল আসে তাদের বন্ধুত্বটা ছিল না ।তাই ইংল্যান্ডের রানীর পুত্র বধূ প্রিন্সেস ডায়না তার মৃত্যুর আগে বলেছিল আমাকে যার ভালবাসার কথা সে ছাড়া পৃথিবীর সকলেই ভালবেসেছে ।প্রিন্স চালর্স ও ডায়নার মধ্যে কখনই ভালো সম্পর্ক গড়ে উঠেনি শুধু মাত্র তাদের মানসিকতা এক ছিল না বলে ।অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রিন্স চার্লস তাকে প্রচন্ড পছন্দ করেই বিয়ে করেছিলেন ।কিন্তু তারা কখনই সুখী দম্পতি হিসেবে নিজেদের দাবী করতে পারেননি,,🥲🙏

29/05/2024

আমার চেনা পৃথিবীর বুকে যেমন তুমি নাই, তোমার বুকেও আমি নাই!
তাহলে কেন সেদিন বলেছিলে???
আমার সাথেই এই জন্ম কাটিয়ে দেবে?
ভুল বুঝিও না।
আমি দোষ দিচ্ছি না।
কর্মের ফল বেশি হবে না।

28/05/2024

বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখল।
চিঠি পড়ছেন তার বাবা-
বাবা ফুলসজ্জা রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে।কতরকম কথা দিল কথা নিল। সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই। আমি যখন কান্না করছিলাম তোমার জামাই শান্তনা দিচ্ছে আর বলছে ধুর পাগল এক বাবা মাকে ছেড়ে আসছ এখানে আর এক বাবা মা পেয়েছ।

আমি আছি তোমার দেবর আছে ননদ আছে। তুমি কান্না করার সময়ই পাবে না দেখো। আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পড়ে।

তবে আমি তোমাকে চিঠি লিখেছি অন্য একটা কারনে। বাবা,তুমি কেন এদের এখনো যৌতুক দিলে না? এই ৭টা পশুর জংগলে আমাকে কেন রেখে গেলে। বিয়ের পরেরদিন সকাল হতে হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিশ্রি ভাষায়।

আমি তোমার জামাইকে জিজ্ঞেস করলে বলে মা'র সাথে কি আমি ঝগড়া করব? ও হ্যা, তার পরের দিন প্রথমবারের মত শাশুড়ি আমার মুখে চড় মারল। বাবা তুমি কি কখনো আমাকে গায়ে হাত দিয়েছ? মা হাত দিয়েছে?

আমি কান্না করে তোমার জামাই কে সব বললাম সে সন্ধ্যা নাগাদ ফিরল ঘরে। সে আমাকে খানকি মাগি বলে বলল এখন কি তুই আমাকে আমার মাকে মারতে বলছিস? যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। তোর বাবা মাকে বল।

বাবা তুমি কিছু একটা কর।
মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে। একমাত্র মেয়ে তার। যৌতুক কোথা থেকে দিবে কিছুই যে নেই তার।

# মেয়ে_রুপবতী_দেখে নিয়ে গেল আর এখন আমার মেয়েটাকে মারধর করছে।মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে।

# এক_মাস পর আর একটি চিঠি এলো-
বাবা,কতদূর কি করলে। আমি এতো মাইর আর সহ্য করতে পারছি না।শশুড় নোংরা নোংরা কথা বলে। শাশুড়ি যখন গায়ে হাত দিচ্ছে। দু বেলস খাচ্ছি। ভালো কিছু দিন ভর রাঁধছি কিন্তু কিছুই এরা খেতে দিচ্ছে না। বাবা তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে।

মাংস ও নিয়ে আসবে। এসব এখানে আমি রান্না করি কিন্তু খেতে দেয় না। বলে বাপ কে বল কিনে আনতে। তারপর খাবি। ও বাবা ওবাবা কবে আসবে? কতদিন তোমাদের দেখিনা। বাবা আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলে যেওনা।
মেয়ের বাবা আর মা আজও চিঠি ধরে কাঁদছে।

# দুইদিন পর আরও একটা চিঠি এলো-
বাবা তুমি জানো আজ আমাকে ৬ জন মিলে মেরেছে। আমি দুইদিন উঠানে পড়ে আছি। কেউ ডাকেনি। তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে। নাকে ঘুষি দিয়েছে। রক্ত জমে গেছে। দম নিতে কষ্ট হচ্ছে। দেবর আর ননদ ধরে রেখেছে। শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি।

আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না। ছাইচাপা চুলার মত। ভিতরেই থেকে যায়। বাবা আমি এখন ভাতের থেকে মাইর বেশি খাই। বাবা এ তুমি কোথায় রেখে গেলে?

বাবা যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো।
২০ দিন পর আর একটি চিঠি এলো-

# বাবা_হয় যৌতুকের টাকা নিয়ে এসো, নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও। আমি আর মাইর সহ্য করতে পারছি না। সারা গায়ে রক্ত জমে গেছে।
মেয়ের বাবা তার বসত-ভিটা সব কিছু বিক্রয় করে মেয়ের বাড়ি আজ যাচ্ছে। বাবা তার আজ খুব খুশি।ইলিশ, মাংস, তরিতরকারি যা যা নেওয়ার সব নিয়ে হাস্যউজ্জল চোখ মুখ করে মেয়ের শশুড় বাড়ি যাচ্ছে।

# যৌতুকের_টাকা নিয়ে বাবা উপস্থিত। অনেক দিন পর আজ মেয়েকে দেখবে। মনের উল্লাস আসমানচুম্বি।
দরজা ধাক্কা দিয়ে দেখে কোলেপিঠে করে বড় করা,, আদরের মামুনি আজ দঁড়িতে ঝুলছে!

31/01/2024

😂😂😂

26/01/2024

ও ভাবি কি অইছে,,, গুনগুনাইন কে..?! 😂

08/12/2023

❤️

যার বাবা নেই সেই বুঝবে  এই অনুভুতিটা 🥰😥
07/12/2023

যার বাবা নেই
সেই বুঝবে
এই অনুভুতিটা 🥰😥

29/10/2023

🤣😁

26/10/2023
25/10/2023

😥

07/08/2023

আমার জীবন সুখে বড়ো ❤️🥰🥀

07/08/2023

🥰🥀😥

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alto Hashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mymensingh

Show All