Billal Vlog

Billal Vlog হে মানব মনে রেখো জন্ম যখন নিয়েছো মৃত্যু অনিবার্য � interested

20/11/2023

১৮ এর আগে মেয়ে বিয়ে দিলে পুলিশ এসে বাবাকে নিয়ে যায় কিন্তু ২৫বছর পার হয়ে গেলে ওই মেয়ের বাবাকে কেউ এসে একটু জিজ্ঞেস করেনা আপনি কেমন আছেন

পুরুষ সে তো প্রয়োজন মেটানোর মেশিন
20/11/2023

পুরুষ সে তো প্রয়োজন মেটানোর মেশিন

কাফিলের নাতির বিয়ের উনষ্ঠানে অনেক ভালো লাগলো মূহুর্তটা
19/11/2023

কাফিলের নাতির বিয়ের উনষ্ঠানে
অনেক ভালো লাগলো মূহুর্তটা

18/11/2023

রাষ্ট্রের সর্বোচ্চ আসন থেকে যে ভাষায় কথা বলা হয় এতেকরে মনেহয় ভাষার চর্চা নতুন করে করতে হবে

,,,,,,,,পুরুষ কখনো বুড়ো হয়না পুরুষতো মৃত্যুঅবধি প্রয়োজন মেটানোর মেশিন হয়েই থাকে
17/11/2023

,,,,,,,,পুরুষ কখনো বুড়ো হয়না
পুরুষতো মৃত্যুঅবধি
প্রয়োজন মেটানোর মেশিন হয়েই থাকে


16/11/2023

পবিত্র কোরআনে আত্নিয়ের ব্যাপারে বার বার সতর্ক করা হয়েছে অথচ বর্তমানে মুসলিম সমাজ এটা থেকে বহু দূরে সরে গেছে

16/11/2023

পুরনো গল্প নতুন করে

এক গ্রাম্য মাদবর বেঁচে থাকতে গ্রামবাসীকে সারাক্ষণ প্যারার মধ্যে রাখতো। তার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল সবাই। এলাকার সবার শান্তি বিনষ্ট করবার জন্য ওই এক পিসই ছিল যথেষ্ট। কারণে অকারণে পুলিশ দিয়ে হয়রানী করাতো। কেউ কেউ তার যন্ত্রণায় নিজের ঘরে শুইতে পারতো না। মানুষকে কষ্ট দিয়ে সে এক পাশবিক সুখ অনুভব করতো।

হঠাৎ সেই লোক ভীষণ অসুস্থ হয়ে পড়লো। এতোটাই অসুস্থ যে তার আর বাঁচার কোনই আশা নেই।
সে গ্রামবাসীদের ডাকলো। বলল, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আমাকে তোমরা মাফ করে দিও। আমি তো মারাই যাচ্ছি। বলেই হাউমাউ করে কান্না জুড়ে দিলো।
তার কান্না শুনে গ্রামবাসীর মন বিগলিত হল। সবাই বললেন, আমরা আপনাকে মাফ করে দিয়েছি। আর কাঁদবেন না দয়া করে।
সে তখন বলল, আমি তোমাদের যে কষ্ট দিয়েছি! আমার একটা শাস্তি হওয়া দরকার। তোমরা আমার এই শেষ অনুরোধটা রাখলে বুঝবো যে আমাকে তোমরা মাফ করেছো। আমার মৃত্যুর পর আমার পাছায় বাঁশ ঢুকিয়ে একদিন চৌরাস্তার মোড়ে খাড়া করে রাখবা। এই কথা বলেই সে ঠুস করে মরে গেল।

লোকটার শেষ ইচ্ছা পূরণের জন্য গ্রামবাসী সরল বিশ্বাসে তার পাছায় বাঁশ ঢুকিয়ে সত্যি সত্যি চৌরাস্তার মোড়ে খাড়া করে রাখলো।

এই খবর মুহূর্তের মধ্যে পৌঁছে গেল থানায়।
কী জঘন্য অপরাধ! একজন মানুষকে খুন করে আবার তার পাছায় বাঁশ ঢুকিয়ে চৌরাস্তার মোড়ে খাড়া করে রাখার মতো বেআইনি কাজ তো পুলিশ বরদাস্ত করতে পারে না।
সেদিন থেকে পুলিশের অভিযানে সব গ্রামবাসী এলাকা ছাড়া। তারা বুঝলো, কোন পর্যায়ের বদমাইশের কবলে পড়েছিল তারা। বেঁচে থাকতে তার যন্ত্রনায় ছিল ঘরছাড়া। আর মরে গিয়ে করল গ্রাম ছাড়া।

আমরা এমন এক শাসকের কবলে পড়েছি....
থাক। বাকিটা আমার বলা ঠিক হবে না। আমি অতো সাহসী না।
সাহস থাকলে আপনার বলতে পারেন।
বুঝলে বুঝ পাতা আর
না বুঝলে তাহেরি আংকেলরে জিগান

15/11/2023

বাবা নামক বট বৃক্ষের ছায়াটা
যার মাথার উপর থেকে একবার সরে যায় সেই বুঝে রোদ্রের তাপ কতখানি প্রখর

14/11/2023

বর্তমান শিক্ষা ব্যবস্থা কিভাবে যৌ*ন*তা শিক্ষা দিচ্ছে দেখেন।
.

13/11/2023

এই যুগে কান্না পেলে কেউ আর টিস্যু ব্যাবহার করেনা
ষ্ট্যাটাস দিয়ে ফেসবুক ভিজিয়ে দেয়🤣

13/11/2023
আপনি কি মনে করেন
12/11/2023

আপনি কি মনে করেন

11/11/2023

খুব দ্রুতই বাংলাদেশে একটি অন্তবর্তিকালিন অথবা জাতিয় সরাকার যেই নামেই হোকনা কেনো একটি অস্থায়ী সরকার ঘঠন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সরকার প্রধান চরিত্রে কারা থাকবেন তা এখনো নিশ্চিত নয় তবে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব অলরেডি তিনজনকে সিলেক্ট করেছেন

আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অস্থায়ী
সরকারের শীর্ষ স্থানে যাদেরকে দেখতে চায়
তারা তিনজন হোলেন

১/ বিএনপির প্রবীন নেতা জনাব ড,মঈন খাঁন
২/ জামাতের নায়েবে আমির জনাব ডাঃ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের
এবং জাতিয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদের,
পশ্চিমারা মনে করে এই তিনজন ব্যাক্তির বর্নাঢ্য জীবনে এক টাকার দূর্নীতি নেই এবং তিনজনই রাজনীতিতে খুব ক্লিন ইমেজ নিয়ে টিকে আছেন

এখন কথা হলো এই পুরো বিষয়টাই হলো সম্ভাবনার বিষয় আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব ইনশাআল্লাহ

আপনার গ্রামের ভাষায় এই মাছটার কি নাম
10/11/2023

আপনার গ্রামের ভাষায় এই মাছটার কি নাম

09/11/2023

মানুষের মুখের ভাষা যখন স্তব্দ হয়ে যায় তখন চোখের জল কথা বলে

08/11/2023

একসময় জনপ্রিয় ছিলো কটকটি আর এখন হলো টিকটক, দিন বদলাইছে বানান ও উল্টো হয়ে গেছে😁

08/11/2023

আত্ন হ ত্যা করার আগে ভিডিওটা একবার দেখুন
আত্ন হ ত্যা করার আগে পারলে এই চ্যালেন্জটা গ্রহন করুন

07/11/2023

সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আপন কেউ নেই❤️

07/11/2023

২০১৮ সালে ডলার ছিল ৮১ টাকা শ্রমিকদের বেতন ছিল ৮০০০ টাকা ! ২০২৩ সালে ডলার ১২৫ টাকা শ্রমিকদের বেতন ১২৫০০ টাকা মালিকরা প্রস্তাব করছে! শ্রমিক সংগঠনের নেতারা এই খুশিতে দল বেধে নেপাল গেছে আনন্দ ফূর্তি করতে

07/11/2023

ঈমাম মোয়াজ্জিনের বেতন পরিষোধ না করে ৩০-৪০ হাজার টাকা খরচ করে বক্তা ভাড়া করার মানে হলো মা কে ভাত না দিয়ে সাশুড়ীকে হজ্বে পাঠানোর মত 👌

15/05/2020

💞মন থেকে কাউকে ভালো যদি না বাসতে পারো

তাহলে কোন সময় ঘৃণা করো না।🙏

09/05/2020

সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা

06/05/2020

আলহামদুলিল্লাহ

Address

Laxmipur
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Billal Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Mymensingh

Show All