SM Sultan Mahamud

SM Sultan Mahamud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SM Sultan Mahamud, Video Creator, Mymensingh.
(2)

23/04/2024

এই পোলাপাইনরে নিয়া আর পারলাম নাহ🤣

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।হাত লাগলেই শেষ। সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।এই হাত লাগা শুধু শারীরিক...
21/04/2024

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ।
সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।
এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না,
পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়।
যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে,
তার লজ্জা তত কমবে।
যেমন-চিত্র নায়িকারা।
বিকিনি পড়তেও দ্বিধা করেনা।
পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে।
কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া
দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।
ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে।-
ফেসবুকে বন্ধু বেশি।
অতি-আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে।
ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে- মাইন্ড করলে বলে '' জাস্ট কিডিং, টেক ইট ইজি।'
ইজিলি নিতে নিতে সেই অশালীন বিষয় আর অশালীন লাগে না।
লজ্জা শেষ !
আবার ফেসবুকে প্রেমিক বেশি!!
কেউ প্রেমে পড়েছে তো,
প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে।
স্বামীর মতো।
এরপর ব্রেকআপ হয়।
আবার কারো প্রেমে পড়ে।
আবারো চুম্মা-চাটি, আরো কত কি করে !!
আবার ব্রেকাপ।
লজ্জা -শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ হয়ে যায়।
'প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে,
পুরুষের সব বিলীন হয়ে যায়।
নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো।
প্রথমে একটা খেলেই পিনিক আসে।
পরে ২০-২৫ টা খেলেও কাজ হয় না।
ব্যস !
এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করেনা।
প্রেমিকের ভালবাসা তার কাছে পানসে লাগে।
একটার পর একটা পুরুষ বদল করে।
কিন্তু স্থির হতে পারে না।
জানাশোনা শেষ হলেই - আর ভালো লাগে না।
বোরিং লাগে।
কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালবাসার
অনুভূতিই শেষ !
মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের
লজ্জা কমে।
বাচ্চা হবার পরে আরো কমে যায়।
তখন বুঝতাম না।
ভাবতাম লজ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
tongue emoticon
এখন বুঝি।
আগে মেয়েদের কাছে স্বামীই ছিলো পুরুষ।
তাই বিয়ের পরের কথা এসেছে।
এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে- ফেসবুক হলেই চলে।
ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে।

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন,
তারপরে মন্তব্য করুণ।

আর যাদের এই লেখা পড়ে গায়ে লাগবে লেখাটা বিশেষ ভাবে তাদের জন্য..

আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন...

আমিন সুম্মা আমিন

সংগৃহীত





19/04/2024

আবেগ যার ভরপুর জীবন তার চানাচুর 🐸

19/04/2024

আমার দিন কাল🥱

তাহলে বুঝছো সবাই!!!
18/04/2024

তাহলে বুঝছো সবাই!!!

নিজেকে বা নিজের ক্যারিয়ারকে যতো বেশি ভালোবাসবেন। তার চেয়ে বেশি ফেরত পাবেন। তাই নিজেকো সময় দেন। কোনো মেয়েকে না দিয়ে।
18/04/2024

নিজেকে বা নিজের ক্যারিয়ারকে যতো বেশি ভালোবাসবেন। তার চেয়ে বেশি ফেরত পাবেন। তাই নিজেকো সময় দেন।
কোনো মেয়েকে না দিয়ে।

তো গরীবের আবার ক্যাপশন🙂
18/04/2024

তো গরীবের আবার ক্যাপশন🙂

গ্রীষ্ম শেষ হলে আমাকে জাগিও 😰By by tata😎
18/04/2024

গ্রীষ্ম শেষ হলে আমাকে জাগিও 😰
By by tata😎

😁😁😁😁
13/04/2024

😁😁😁😁

লিজেন্ডদের চোখ ফাঁকি দেয়া শুধু অসম্ভবই না,না মুমকিন হে 😏🫵😌
13/04/2024

লিজেন্ডদের চোখ ফাঁকি দেয়া শুধু অসম্ভবই না,
না মুমকিন হে 😏🫵😌

13/04/2024

এ কেয়া হুয়া 😁😁😄

আজ থাকলে আমি কয়েক কোটি টাকার মালিক থাকতাম 😁🤔
13/04/2024

আজ থাকলে আমি কয়েক কোটি টাকার মালিক থাকতাম 😁🤔

13/04/2024

Best funny video

শখ করে একখান পান খেয়ে বাসে উঠছিলাম। জানালা দিয়ে পানের পিক ফেলতে গিয়ে এক স্টাইলিশ সুন্দরী মেয়ের মাথার সিঁথি বরাবর পড়ে যায়...
05/03/2024

শখ করে একখান পান খেয়ে বাসে উঠছিলাম। জানালা দিয়ে পানের পিক ফেলতে গিয়ে এক স্টাইলিশ সুন্দরী মেয়ের মাথার সিঁথি বরাবর পড়ে যায়। 😆😜

মাথায় হাত দিয়ে সুন্দরী মুখ ঘুরিয়ে তাকাতেই দেখি সিঁথি বেয়ে টুপ টুপ করে পানের পিক তার নাকে মুখে পড়তেছে। 😁🤣

তা দেখে সুন্দরী রে/গে আ/গুন হয়ে বাসের দরজার দিকে তে'ড়ে আসছে। 😡😤

এদিক তো ভ/য়ে আমার হাঁটু কাপতেছে। তাড়াহুড়ো করে পানি দিয়ে কুলি করে টিস্যু দিয়ে মুখ মুছে ফ্রেশ হয়ে কানে হেডফোন লাগিয়ে সিটে হেলান দিয়ে আরামছে চোখ বন্ধ ঘুমের ভং ধরলাম। 😳😨

সামনের সিটেই এক ভদ্র মহিলা পান চিবুচ্ছিলেন। মেয়েটা এসে সরাসরি ভদ্র মহিলাকে উদ্দেশ্য করে বললেন,"এই বে/দ্দপ মহিলা, তু/ই আমার মাথায় পানের পিক ফেললি কেনো?? 😡😤

তা শুনে ভদ্র মহিলা মেয়েটার গালে ঠা/স করে দুইটা থা/প্পর বসিয়ে দিয়ে বললেন,"এই ডি/স্কু মাইয়া, কাকে বে/দ্দপ মহিলা বলছিস?? ঘো'ড়ার লেজের মতো চুল কালার করে চোখে সরষে ফুল দেখে উল্টাপাল্টা ব'কছিস কেনো, নাকি গা/ঞ্জা টা/ঞ্জা কিছু খাস!! 😡😤

প্রতিউত্তরে মেয়েটা কিছু না বলে ডিরেক্ট মহিলাটার চু/ল ধরলো। মহিলা তো ছে/ড়ে দেবার লোক নয়, উনিও মেয়েটার চু/লের মুঠি ধরলো। 😳😱

এদিকে বাসে থাকা সকল লোকজন দুজনের চুল টা/নাটানির দৃশ্য আরামছে উপভোগ করছিলো। মাঝখান থেকে ভদ্র মহিলার কোলে থাকা ৪ বছরের একটা বাচ্চা মেয়েটার গালে কা/মড় বসিয়ে দিলো। 😱🙄

পরিস্থিতি তখন ভ/য়াবহ তবুও কেউ থামাতে আসছে না। শেষমেষ আমিই দুজনের মাঝখানে ঢুকে থামাতে গেলে দুজনে আমার শার্ট ছিড়ে ফা/তা ফা/তা করে ফেললো। 🥺🥹😳

মানবতার খাতিরে তবুও থেমে থাকতে পারলাম না। দুজনের একজন'কে তো আগে থামাতে হবে। তাই মহিলাকে টে/নে ধরেছিলাম। ওদিকে বাচ্চাটাকে একা পেয়ে কা/মড়ের প্রতিশোধ নিতে মেয়েটি কামড় দেয়ার জন্যে বাচ্চার দিকে এগুচ্ছে। যেই বাচ্চার গালে কা/মড় বসাতে গেলো ওমনি বাচ্চাটা'কে টান দিয়ে সরিয়ে নিয়ে বাচ্চার গালের জায়গায় আমার গাল পেতে দিলাম। যার ফলাফল আমার গালে ২৮টি দাতের ছা/প পড়ে গেলো। 😔😌

এবার পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করলো। মেয়েটি 'সরি' বলে বারবার আমার হাত ধরে মাফ চাচ্ছিলো। আমি তো বাপু নরম মনের মানুষ। নেগেটিভলি না নিয়ে পজেটিভলি নিয়ে ভাবলাম, কা/মড় দিয়েছে তাতে কি!!" সুন্দরী মেয়ের ঠোঁটের ছোঁয়া পেয়েছি এটাই অনেক। 🥰🥰

এটা ভেবে মা'ফ করে দিয়ে বললাম,"ঠিক আছে।"
তারপর মেয়েটি আমার হাত ধরে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে ফোন নাম্বার

ফেসবুক মামা আম্বানীর ছেলের বিয়েতে গিয়ে ভুলেই গিয়েছিলো তার একখানা ফেসবুক আছে!
05/03/2024

ফেসবুক মামা আম্বানীর ছেলের বিয়েতে গিয়ে ভুলেই গিয়েছিলো তার একখানা ফেসবুক আছে!

05/03/2024

আগে মানুষ ঘুমাইলে শরীর রেস্ট পেতো..!!🐸

আর এখন মানুষ ঘুমাইলে মোবাইল রেস্ট পায়..!!😒
কথা কি ঠিক কি না.....?🤔🤔🤔

05/03/2024

কিছুদিন আগে কৌতুহলবশতঃ "হেলিকপ্টারের দাম কত?" লিখে Google এ Search করেছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা। YouTube, Facebook, Instagram- যেখানেই যাই শুধু বড়লোকী বিজ্ঞাপন!

এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা... প্রিয় মানুষকে দিন ডায়মন্ড উপহার... আপনার অপেক্ষায় মিশরের পিরামিড... অগ্রীম বুকিং দিন IPhone 16... কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি...

কত আর সহ্য করা যায়?

বিপদ থেকে উদ্ধারের উপায় তাই বের করতেই হলো। গতকাল রাতে সার্চ করেছি- "ছিড়া জুতা সেলাই করার উপায় কি?"'

আলহামদুলিল্লাহ্…..🙂
সমস্যার সমাধান হয়ে গেছে। বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে। আজ সকাল থেকে YouTube আমাকে দেখাচ্ছে মাত্র ১২০ টাকায় কিনুন দুইটা স্যান্ডেল, সাথে ১০ টাকা ক্যাশব্যাক! 🥴

04/03/2024

কিছু মানুষ আমার কাছে চায়না ভাষার মতো লাগে, দেখি শুনি কিন্তু বুঝি না ওদেরকে 😅

04/03/2024

বাংলাদেশের প্রায় ডাক্তারই রোগীর স্বাস্থ্যের কথা চিন্তা না করে,ঔষধ কোম্পানির কথা চিন্তা করে প্রেসক্রিপশন দিয়ে থাকে✅

04/03/2024
04/03/2024

খুব তাড়াতাড়িই আপনার স্বপ্ন পূরণ হবে,কেবল আল্লাহ উপর ভরসা রাখুন!🖤🌸

সকল সমস্যার সমাধান
03/03/2024

সকল সমস্যার সমাধান

03/03/2024

ব্রেকিং নিউজ :-
আরব আমিরাতে রোজা উপলক্ষে ১০ হাজার পণ্যের দাম কমেছে ৭৫ শতাংশ।
আলহামদুলিল্লাহ"!💙

এক পাগল ডোবার পাশে দাঁড়িয়ে চিতকার করছেঃ পাঁচ পাঁচ পাঁচ😹🤣পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। সে অবাক হয়ে বললঃ তুমি এভাবে পাঁচ ...
03/03/2024

এক পাগল ডোবার পাশে দাঁড়িয়ে চিতকার করছেঃ পাঁচ পাঁচ পাঁচ😹🤣

পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। সে অবাক হয়ে বললঃ তুমি এভাবে পাঁচ পাঁচ পাঁচ বলে চিতকার করছ কেন? তখন পাগলটি বললঃ তুমি কাছে আসো তোমাকে দেখাই।
লোকটি কাছে যেতেই পাগলটি ধা/ক্কা মে/রে তাকে ডোবার মাঝে ফেলে দিয়ে বলতে লাগলঃ....ছয় ছয় ছয়।😂

কিছু বুঝলেন🐸🤣

03/03/2024

রোজা আসছে শুনলেই শয়তানরা গর্তে ঢুকে যায় আর তাদের দায়িত্ব বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে তুলে দেয়!

একজন কৃষক তার উৎপাদিত ফসল কে নিজের সন্তানের মতো যত্ন করে ❣️❣️
30/01/2024

একজন কৃষক তার উৎপাদিত ফসল কে নিজের সন্তানের মতো যত্ন করে ❣️❣️

শুধুৃমাত্র খুচরা বিক্রি করা হয়।  Fabrication: Fleece Gsm:- 300 to 350 Contact:-+8801767452750(imo and Whatsapp)Size:M,L,...
01/12/2021

শুধুৃমাত্র খুচরা বিক্রি করা হয়।



Fabrication: Fleece
Gsm:- 300 to 350
Contact:-
+8801767452750(imo and Whatsapp)

Size:M,L,Xl

কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে ঢাকা ও ঢাকার বাহিরে দিয়ে থাকি I
পণ্যের কোয়ালিটি যাচাই বা সরাসরি কিনতে চাইলে অফিসে চলে আসুন.
#শোরুম_এর_ঠিকানা

আশরাফ সেতু শপিং কমপ্লেক্স ।
Ground floor.shop- 110
Tongi, Gazipur.-1710
===============

শুধু_মাএ_পাইকারি_বিক্রয়_করা_হয়Fashionable_Denim_shirt_jacket_full_sleeveSize:M,L,XlRatio:2:2:2 minimum quantity:30 pcs...
24/11/2021

শুধু_মাএ_পাইকারি_বিক্রয়_করা_হয়
Fashionable_Denim_shirt_jacket_full_sleeve
Size:M,L,Xl

Ratio:2:2:2

minimum quantity:30 pcs
কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে ঢাকা ও ঢাকার বাহিরে দিয়ে থাকি I
পণ্যের কোয়ালিটি যাচাই বা সরাসরি কিনতে চাইলে অফিসে চলে আসুন.
শোরুম_এর_ঠিকানা
Dew DropZ
আশরাফ সেতু শপিং কমপ্লেক্স ।
Ground floor.shop-35 and 115 (1st floor),
77&76 (Ground floor).
Tongi, Gazipur.-1710

22/11/2021
17/07/2021

Address

Mymensingh
2200

Telephone

+8801767452750

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM Sultan Mahamud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Mymensingh

Show All