Sha Emtiyas himel

Sha Emtiyas himel আন্তাজে লাফালাফি করা নিষেধ

07/01/2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

07/10/2023

২০১৫ বিশ্বকাপে, ২০১৯ বিশ্বকাপে আর ২০২৩ বিশ্বকাপের প্রথম ম্যাচ টা জিতলাম। আমাদের বোলার রা দুর্দান্ত। ব্যাটসম্যান রা মাঝেমধ্যে ই হতাশ করে দেয়,তবুও এদের উপরেই আশা রাখতে হবে। একদল মানুষ বলেছিলো 'সব দল কে ২ পয়েন্ট দেওয়ার জন্য বাংলাদেশ যাচ্ছে!' তাদের কে হতাশ করে দিয়ে ২ পয়েন্ট নিয়ে ফেললাম। যেতে হবে বহুদূর। আশা রাখি, বিশ্বাসেও রাখি। চলো বাংলাদেশ ❤️

গ্রামীণ জনপদ
28/09/2023

গ্রামীণ জনপদ

23/08/2023

তোমার শহরের কোথাও আমি নেই

অথচ আমার পুরো শহরটাই তুমি
তুমি আমার ব্যস্ততা

আর আমি তোমার অবসর

17/08/2023

স্বামী বাসর ঘরে ঢুকে হালকা কাশি দিলে না কি স্ত্রী বিছানা থেকে নেমে স্বামীর কাছে এসে পায়ে ধরে সালাম করে। আমায় এমনটাই বলেছে পাশের বাসার ভাবী। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে অন্য রকম। আমি বাসর ঘরে ঢুকে হালকা কাশির শব্দ করলে আমার স্ত্রী শ্রাবণী ঘুমটা খুলে আমার দিকে তাকিয়ে বললো,
- কি বা/লের শাড়ি দিয়েছেন বিয়েতে! এত ওজন কেন? মনে হচ্ছে গা থেকে এখনি খুলে পরে যাবে
আমি অবাক হয়ে বললাম,
--৮০ হাজার টাকা দিয়ে বিয়ের শাড়িটা কিনেছি। এটা তোমার চোখে খারাপ হয়ে গেলো?

শ্রাবণী আমার চেয়েও বেশি অবাক হয়ে বললো,
- আশ্চর্য্য! আমি খারাপ কখন বললাম?
আমি নিচের দিকে তাকিয়ে বললাম,
-- এই যে বললে বা/লের শাড়ি

শ্রাবণী কিছুটা বিরক্ত হয়ে বললো,
-ছিঃ! আমি কখন এই কথা বললাম? বিয়েতে গান বাজনার আওয়াজ শুনে মনে হয় আপনার কানটা গেছে। তাড়াতাড়ি কানের ভালো একজন ডাক্তার দেখান

শ্রাবণী কাপড় পাল্টাতে ওয়াশরুমে গেলো আর আমি খাটে বসে মনে মনে ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি..

পরের দিন আমি আর শ্রাবণী বসে টিভি দেখছি। এমন সময় বাবা আমাদের কাছে আসলে শ্রাবণী টিভির রিমোটটা রেখে মাথায় ঘোমটা দিয়ে বললো,
- বাবা, আপনি চা খাবেন? আমি চা খুব ভালো বানাতে পারি
বাবা মুচকি হেসে বললো,
~তাহলে তো পরীক্ষা করে দেখতে হয়

শ্রাবণী বাবার জন্য চা বানাতে চলে গেলো। কিছুক্ষণ পর চা বানিয়ে নিয়ে আসলো। চায়ের কাপটা যখন বাবার হাতে দিবে বাবা তখন রিমোটটা রেখে শ্রাবণীকে বললো,
~ রিমোট দেখছি কাজ করে না
শ্রাবণী তখন বললো,
- ঠিকিই বলেছেন বাবা; এই বা/লের রিমোট কাজ করে না

কথাটা শুনার পর বাবা হা করে শ্রাবণীর দিকে তাকিয়ে রইলো আর শ্রাবণী মাথার গোমটা ঠিক করতে করতে বললো,
-বাবা, চায়ের সাথে বিস্কিট খাবেন?

বাবা শ্রাবণী কথার কোন উত্তর দিলো না। আর আমি এমন একটা ভাব করলাম আমি কিছুই শুনি নি...

বিকালের দিকে আমি আর শ্রাবণী যখন রুমে বসে আছি তখন মা এসে বললো,
~বউমা, তোমায় উপরের ফ্ল্যাটের আপা দেখতে এসেছে। একটু তৈরি হয়ে আসো তো
শ্রাবণী অবাক হয়ে বললো,
-কিছুক্ষণ আগে না দেখে গেলো
মা মুচকি হেসে বললো,
~কিছুক্ষণ আগে নিচের ফ্ল্যাটের আপা এসেছিলো
শ্রাবণী কিছুটা বিরক্ত হয়ে বললো,
- বা/লের আন্টিরা একবারে আসতে পারে না। এখন আবার সাজতে হবে

শ্রাবণীর কথা শুনে মা আমার দিকে তাকিয়ে রইলো আর আমি ফোন কানে নিয়ে এমন একটা ভাব ধরলাম যে আমি কিছুই শুনি নি আমি ফোনে কথা বলায় ব্যস্ত.
|
|

আমার একপাশে যদি গরুর গোবর রাখা হয় আর আরেক পাশে যদি ছোট খালার রান্না করা তরকারি রাখা হয় তাহলে আমি হাসি মুখে গরুর গোবর খাবো তবুও ছোট খালার হাতে রান্না করা খাবার খাবো না। আমার ছোট খালা নিজেকে অনেক বড় রাঁধুনি মনে করেন আর দুনিয়ের সব উ/দ্ভ/ট খাবার আবিষ্কার করেন। তার সেই অ/খা/দ্য গুলো নিজে না খেয়ে আমাদের সবাইকে খাওয়ান। আমাদের বাধ্য হয়ে হাসি মুখে সেই খাবার গুলো খেতে হয় আর উনার রান্নার প্রশংসা করতে হয় কারণ খালা খুব ইমোশনাল। যদি বলি রান্না ভালো হয় নি তাহলে উনি কান্নাকাটি করে প্রেসার বাড়িয়ে অবস্থা খারাপ করে ফেলবেন। আজ ছোটখালা শ্রাবণীর জন্য স্পেশাল তরকারি রান্না করে নিয়ে এসেছেন। গরুর গোশতের সাথে পুঁটি মাছের শুটকি। দুপুরে সবাই যখন একসাথে খেতে বসি তখন ছোট খালা আদর করে শ্রাবণীর প্লেটে তরকারিটা দিলেন। শ্রাবণী খাবারটা মুখে নিয়েই বললো,
- এই বা/লে/র তরকারি কে রান্না করছে?

শ্রাবণীর কথা শুনে বাবা মা আমি যে যার মত খেতে লাগলাম। আমরা সবাই এমন একটা ভাব করলাম যেন আমরা কিছুই শুনি নি। ছোট খালা কাঁদতে কাঁদতে বললো ,
~ এত কষ্ট করে রান্না করে নিয়ে এসে শেষে কি না এই কথা শুনতে হলো। তোদের জন্য আর জীবনেও রান্না করে আনবো না

ছোট খালা কাঁদতে কাঁদতে চলে গেলো আর শ্রাবণী অবাক হয়ে আমায় বললো,
- কি এমন বললাম যে খালা এমন করলো, আমি তো শুধু বলেছি তরকারিটা কে রান্না করছে?

আমি শ্রাবণীর সমস্যাটা বুঝতে পেরেছিলাম। আসলে এটা ওর মুদ্রাদোষ। ওর মনের বিরুদ্ধে এই শব্দটা বারবার ওর মুখ দিয়ে বের হয়ে আসছে। ও নিজেও জানে না ও কখন এই কথাটা বলছে। আমি চাইছিলাম শ্রাবণীর এই মুদ্রাদোষটা নিয়ে ওর সাথে সরাসরি কথা বলতে কিন্তু ওর সাথে কথা বলার আগে আমার শ্বশুর শ্বাশুড়ির সাথে একটু কথা বলা দরকার...
|
|

শ্বশুর শ্বাশুড়ি আমায় দেখে অবাক হয়ে গেলো।তারপর শ্বশুর আমায় বললো,
~বাবা, তুমি হঠাৎ কোন খবর না দিয়ে৷ তা শ্রাবণী কোথায়?

আমি বললাম,
-- বাবা শ্রাবণী আসে নি। আপনাদের সাথে আমার কিছু কথা ছিলো তাই আমিই এসেছি
শ্বশুর আবাক হয়ে বললো,
~ঠিক আছে বলো কি কথা
আমি আমতা আমতা করে বললাম,
-- বাবা, শ্রাবণী বাসা থাকা কালীন কথা বলার সময় এমন কিছু কি বলতো যেটা শুনে আপনাদের খারাপ লাগতো?

শ্বশুর শ্বাশুড়ি অবাক হয়ে বললো,
~না তো, আমার মেয়ে এইসব কখনোই বলে নি।
আমি আবারও বললাম,
-- একটু মনে করে দেখেন কোন রকম অ/শ্লী/ল গালি দিতো কি না?

আমার কথা শুনে শ্বশুর কিছুটা উত্তেজিত হয়ে বললো,
~ তুমি জামাই হয়ে আমার মেয়ের নামে কি সব
বা/লের কথা বলছো? আমার মেয়ে কেন গালি দিবে?

শ্বাশুড়ি তখন বললো,
-- বাবাজি, আমার মেয়েটা একটু বেশি ঘুমায় এটা বাদে আমার মেয়ের আর কোন বাজে অভ্যাস নেই। নেক্সট টাইম এইসব বা/লের অপবাদ আমার মেয়ের নামে দিও না

আমি যা বুঝার বুঝে গিয়েছিলাম। গাছ যেখানে খারাপ ফল সেটানে টক হবে এটাই তো স্বাভাবিক


কলিংবেলের আওয়াজ শুনে শ্রাবণী দরজা খুললো। আমার বিষন্ন ভরা চেহারা দেখে বললো,
-কি হয়েছে তোমার ?
আমি কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে বললাম,
-- বা/লের জীবন ভালো লাগে না

বিঃদ্রঃ- একটা পরীক্ষায় দেখা গেছে বা/ল শব্দটা ছেলেদের থেকে মেয়েরা বেশি ব্যবহার করে। তাই মেয়েরা সাবধান দোষটা যেন মুদ্রাদোষে পরিণত না হয়। আর আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গল্পটা একটু অন্য রকম। মজার ছলেই লেখা

মুদ্রাদোষ

📕-সাহিত্য কুটির-📗

14/08/2023

এক এক করে দুনিয়ার সফর শেষ করে ভালো মানুষ গুলো চিরবিদায় নিচ্ছে 🥲🥲🥲

আর দুনিয়ায় ভুমিকম্প মতো আলামত দিয়ে কেয়ামত দিগে ধাপিত হচ্ছে 🥲🥲

সম্প্রতি -ভূমিকম্প 🤔🤔

12/07/2023
12/07/2023

পরন্ত বিকেল,মিঠুপথ,একলা চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্তই কখনোই চুড়ান্ত সিদ্ধান্ত হতে পারেনা।

কারন হয়তো তুমি অন্ধকারে আবছায়ায় পথ হেঁটেছো,দিনের আলোর মাঝে নিজেকে উপভোগ করেছ।পাহাড় চড়ে নিজেকে উপভোগ করেছ।কিন্তু সমতটে ঘুরে বেড়ানোর আনন্দ কি পেয়েছে? হয়তো তুমি কোন নদী বা বিশাল সমুদ্রের জলে উচ্চতা দেখেছো, তা-ই বলে কি তুমি আকাশে জ্বলজ্বল করা তারকা- রাজির উচ্চতা অনুভব করতে পেরেছ? যাক বাদ দিলাম এসব কথা!!

এ-ই বিশাল আকাশে জ্বলজ্বল করা চাঁদের চাহনি, নদীর কলতান,নানা প্রজাতির পাখির সুমধুর ডাক,কলতানে ভেজা মনমাতানো কাঁচা বাঁশির সুর সবাই অনূর্ধ্ব দলে বিভক্ত করা শব্দে সংগ্রহ করে সংঙ্গায়িত করা অথবা অনুভব বা অনূভুতি দেওয়া সমভ্বব!!!কিন্তুু বাস্তবতার ক্ষেত্রে সম্পূন ভিন্ন এবং নিরুদ্দেশ ""🫰🫰

''''''''''ভালো লাগে তাই লিখি😊😊

Friday said to,,,,🥰🥰
02/06/2023

Friday said to,,,,🥰🥰

01/06/2023
22/06/2022

কারো কোন দোষ নেই
মুই বেকার ছেলে,

13/06/2022

আসসাল্লামু আল্লাইকুম

Address

Mymensingh
6711046420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sha Emtiyas himel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Mymensingh

Show All