জয় রায় - Joy Roy

জয় রায় - Joy Roy প্রকৃতি প্রেমী

14/12/2023

টাকা ছাড়া জীবন ভয়ংকর অসুন্দর ! শুধু টাকার কাছে হেরে যায় সকালের রাজসিক ঘুম, বিকেলের মাঠে খেলা, প্রিয় মানুষের বিয়ে, বন্ধুত্বের আবদার, বাবার চিকিৎসা, মায়ের ছেড়া শাড়ি, নিজের শখ- আহ্লাদ। ভালো থাকার স্বপ্ন। টাকা জীবন নয়। তবে টাকা ছাড়া একটা জীবন ভয়ংকর অসুন্দর, অপ্রাপ্তির, অসহায়ত্বের, দীর্ঘস্বাস লুকিয়ে বেঁচে থাকার।

01/12/2023

ভালোবাসা পেলে খুশি হয়না এমন মানুষ খুব কম আছে। মানুষ যেমনই দেখতে হোক সে চায় কেউ তাকে প্রবল ভাবে ভালোবাসুক। অসুস্থতায় একটু খেয়াল রাখুক। ভালোবাসা পেলেই মানুষ অহংকারী হয়ে ওঠে। বুকে বাতাস লাগে। যেন এক 'সব পাওয়ার দেশ'। কোনো অভাব নেই। হীনমন্যতা নেই। অপার বৈভব আছে শুধু।

একদিন যারা ওই 'সব পাওয়ার দেশ' থেকে বিতাড়িত হয়। আকস্মিক সব কিছু থেকেই অধিকারচ্যুত হয়ে সিংহাসন থেকে পথে এসে বসে পড়ে।

তারাই একদিন জীবনকে ছাপিয়ে জয়ী হওয়ার মূলমন্ত্রটা মুখস্ত করে ফেলে।

ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে 'শান্তি' হারাই গেছে, একজন কে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারনে যাদের জীবনে 'ভালো ...
29/11/2023

ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে 'শান্তি' হারাই গেছে, একজন কে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারনে যাদের জীবনে 'ভালো দিন' হারিয়ে গেছে,সেইসব মানুষদের জীবনে ভালো সময় আসুক,শান্তি আসুক। তারা একটু সুখে থাকুক!

শুভ রাত্রি 🥀

তুমি ও চেয়ে দ্যাখো আলো আঁধারের এই মায়াবন্ধুতা❤️
26/11/2023

তুমি ও চেয়ে দ্যাখো আলো আঁধারের এই মায়াবন্ধুতা❤️

❤️
27/10/2023

❤️

যারা এই পুজোর ভিড়ে একা রয়ে গেল তারাও নিজের মতো করে ভালো থাকুক।যারা আপনজনের থেকে আঘাত পেল তারাও সামলে উঠুক।  যারা হাসতে...
22/10/2023

যারা এই পুজোর ভিড়ে একা রয়ে গেল তারাও নিজের মতো করে ভালো থাকুক।
যারা আপনজনের থেকে আঘাত পেল তারাও সামলে উঠুক।
যারা হাসতে জানে অন্যকে হাসাতে জানে তাদের হাসি টিকে থাকুক।
যারা কম কথা বলে। দুঃখ গোপন করে। যারা কখনোই কাউকে কিছুই বলে উঠতে পারে না। যারা অন্তর্মুখী। তারাও নিজের ভেতর আলো সঞ্চয় করে ভালো থাকুক

মাতাল হাওয়া 💥
02/07/2023

মাতাল হাওয়া 💥

কোন কিছুর জন্য অপেক্ষা করতে করতে সঠিক সময়ের মধ্যে সে জিনিস না পাওয়া গেলে, একসময় আর অপেক্ষা করার ভেতর তৃষ্ণার্ত ব্যাপারটা...
12/05/2023

কোন কিছুর জন্য অপেক্ষা করতে করতে সঠিক সময়ের মধ্যে সে জিনিস না পাওয়া গেলে, একসময় আর অপেক্ষা করার ভেতর তৃষ্ণার্ত ব্যাপারটা থাকেনা।

তারপর একসময় সে জিনিস পেয়ে গেলেও, গলা ভিজে না। প্রাপ্তিতে রুক্ষ একটা ভাব চলে আসে। আনন্দ নাই।

15/04/2023

এমন কোনো বৈশাখে পত্র দিও,
এই মর্মে-
তোমারো মন ভেঙে গেছে কাল বৈশাখী ঝড়ের বেগে!!

জীবনে সমস্যার পর সমস্যা থাকবেই। কেননা, বেঁচে থাকার মতন এমন অনিন্দ্য সুন্দর সমস্যা আর কি'বা হতে পারে....
10/04/2023

জীবনে সমস্যার পর সমস্যা থাকবেই। কেননা, বেঁচে থাকার মতন এমন অনিন্দ্য সুন্দর সমস্যা আর কি'বা হতে পারে....

03/04/2023

বিরহে থাকাও একপ্রকার প্রেমের মধ্যেই থাকা।

আমি কোনো কিছুই ভুলিনি... যে ব্যথা গভীরে লাগে তা আসলে কনকনে শীতের মতো। চাদরে মুড়ে নিলেও বড় শীত করে!জীবন সংগ্রামের মর্মা...
01/04/2023

আমি কোনো কিছুই ভুলিনি...

যে ব্যথা গভীরে লাগে তা আসলে কনকনে শীতের মতো।
চাদরে মুড়ে নিলেও বড় শীত করে!

জীবন সংগ্রামের মর্মার্থ বুঝতে গিয়ে,
আমি ঈশ্বরের বিরুদ্ধে নিজেকেই ভাঙতে ভাঙতে কোনো একদিন নিজেই নিজের ঈশ্বর হয়ে উঠবো।

Address

Mymensingh

Telephone

+8801960127953

Website

Alerts

Be the first to know and let us send you an email when জয় রায় - Joy Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জয় রায় - Joy Roy:

Share