Gafargaon crush & Confession

Gafargaon crush & Confession Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gafargaon crush & Confession, Publisher, Mymensingh.
(2)

আপনি কে আমি জানি নাহ, তবে এটুকু বুঝতে পারছি আপনাকে জানাটা ভিষণ প্রয়োজন। কোন এক শুক্রবার আপনাকে দেখেছিলাম, তারপর থেকেই নি...
27/10/2024

আপনি কে আমি জানি নাহ, তবে এটুকু বুঝতে পারছি আপনাকে জানাটা ভিষণ প্রয়োজন। কোন এক শুক্রবার আপনাকে দেখেছিলাম, তারপর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছি। হয়তো আপনাকে খুঁজে পেলেই পেয়ে যাবো নিজেকে।
আপনাকে খুঁজে পাওয়াটা ভিষণ প্রয়োজন.....
হেল্প মি প্লিজ🙏

From: সহজ কথায় আমি তোমার একান্ত মানুষটি 🫣❤️To: নাম বললে সরম লাগে❤️🥀আমি কখনো কাউকে ভালোবেসে ফেলবো বুঝতে পারিনি..অনেকদিন য...
25/10/2024

From: সহজ কথায় আমি তোমার একান্ত মানুষটি 🫣❤️
To: নাম বললে সরম লাগে❤️🥀

আমি কখনো কাউকে ভালোবেসে ফেলবো বুঝতে পারিনি..অনেকদিন যাবৎ তোমাকে লক্ষ্য করতেছিলাম।। তোমাকে দেখলে দেখতেই মন চায়.. তুমি আমার কাছের কেউ না তারপরেও তোমাকে মিস করা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে।। বিশেষ করে তোমার হাসিতে আমি মুগ্ধ।
অনেক বুঝাইছি কিন্ত তুমি মনে হয় প্রেমে পটু নও তাই বলে বুঝ নাই😑 তোমাকে আমার মনের কথা জানাবো কিন্ত সে সাহস আমার হয় না..তোমার বিষয়ে এতটুকুই জানতে পেরেছি! তোমাকে পেলে হয়ত আমি অনেক খুশি হবো সে দোয়া আল্লাহর কাছে করি।।।। আর আমাকে খুজে বের করার দায়িত্ব তোমার..আমি সে অপেক্ষায় থেকে যাব.....

ইতি
তোমার কেউ ☺️

Date : 16/10/2024.গফরগাঁও স্টেশন হতে ময়মনসিংহ। জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাএী।অপূর্ব এক মায়াবী -সুদর্শন ও মেধাবী। ডাকনা...
17/10/2024

Date : 16/10/2024.

গফরগাঁও স্টেশন হতে ময়মনসিংহ।
জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাএী।
অপূর্ব এক মায়াবী -সুদর্শন ও মেধাবী।
ডাকনাম নাম ছোঁয়া 🖤

ওর মায়ায় আটকে গেছি -ওর মার কাছ থেকে নামটা শুনা--
কোনভাবেই থাকতে পারছি না।অচেনা অজানা সুহাসীনী আমাকে থাকতে দিচ্ছে না।ছোঁয়ার চাহনি আামকে পাগল করেছে।😍🖤
যদি ওর সন্ধান পাইতাম --যেকোন বিনিময়ে ওরে চাইতাম।
কেও চিনলে একটু বলুন প্লিজ।
.

From : অপরিচিত কেউ। To : নাঈম ভাই'য়াপ্রিয়^❤️আপনাকে নিয়া বললে শেষ হবে না। আমার অজান্তেই  আপনি আমার মন কে দখল করে নিয়েছেন ...
24/09/2024

From : অপরিচিত কেউ।

To : নাঈম ভাই'য়া

প্রিয়^❤️

আপনাকে নিয়া বললে শেষ হবে না। আমার অজান্তেই আপনি আমার মন কে দখল করে নিয়েছেন 🥰। দিনের অনেক টা সময় কাটে আপনার আইডিতে ঘুরে ঘুরে, কিন্তু মেসেজ দেওয়ার সাহস পাই না 😓।
আপনা কে ভালো ভাবে দেখা গ্রাফিতিতে। ঐ দিন গুলো ভুলবার নয়😊। আপনার কাছাকাছি থাকার মাধ্যম ছিল এটা।। ঐ সময় থেকে আপনার ঐ মুচকি হাসির প্রেমে পড়ে যায় 😄 আর উঠতে পারি নাই🙃।।
আপনাকে নিয়ে জল্পনা কল্পনা ঐখান থেকে শুরু।। কত যে স্বপ্ন দেখি তা যদি আপনি জানতেন😑 অজান্তেই অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে 🥰

জীবনে এমন ভাবে কিছু ভাবিনি যতোটা আপনাকে নিয়ে দিন রাত ভাবি 🫠।।

হঠাৎ আবার দেখেছিলাম আপনাকে আলাল মার্কেট এর দিকে। তখন অনেকে আপনার সাথে ছিল তাই কাছে যাওয়ার সাহস করি নাই🫠তখন দূর থেকে আপনার ঐ হাসি দেখার জন্য অপেক্ষা করছিলাম আর দেখছিলাম আপনাকে😊

আর হে কালো যে কোন কিছু আপনাকে অনেক সুন্দর মানায় 😊

আর sorry ঐ দিন লুকিয়ে আপনার একটা ছবি তুলছিলাম 🤭

অনেক গল্পের বই বা কবিতায় পড়তাম যে ভালোবাসা বলে আসে না, তা আমি এখন নিজে অনুভব করি😐
আপনাকে অনেক অনেক ভালোবাসি 🥰🥰🥰
আমার মতো হয়তো আপনার পরিচিত অনেক ছোট বোন বা রিলেটিভ আছে, কিন্তু আমার থেকে বেশি কেউ আপনাকে ভালোবাসবে না🥰

আপনার হাসি আমার রাতের ঘুম কেঁড়ে নিয়েছে।।। হঠাৎ রাতে ঘুম ভেঙ্গে যায় আপনার কথা মনে পরলে।।।।

(আপনি আমার চাঁদ হবেন যেখানে তারা হয়ে কাছাকাছি থাকব আমি আর কেউ আপনার এত কাছে আসতে পারবে না 🥰🥰🥰)

আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি ❤️🌸

(সামনাসামনি তো বলতে পারব না সেই সাহস নাই😓)

I love YOU ❤️❤️❤️

ইতি
আপনার অপরিচিত একজন তবে আপনি আমার পরিচিত

From:Unknown To:Unknown আপনাকে আমি গতকাল (১১/০৭/২৪) ১১ টা ৩০ এর দিকে গফরগাঁও উপজেলায় দেখেছিলাম, তখনিই ভালো লেগে যাই,মনের...
12/07/2024

From:Unknown
To:Unknown

আপনাকে আমি গতকাল (১১/০৭/২৪) ১১ টা ৩০ এর দিকে গফরগাঁও উপজেলায় দেখেছিলাম, তখনিই ভালো লেগে যাই,মনের মাঝে অন্য রকম একটা অনুভূতির সৃষ্টি হয়। কিন্তুু আমি আপনার কোনো নাম ঠিকানা কিছুই জানি না, একটি পিক আছে তাও অস্পষ্ট, কেউ ওনাকে চিনে থাকলে পোস্টে মেনশন দিয়েন।

Confession Number: 1To: মায়াবতীসবার কাছে রিকুয়েষ্ট কেও যদি তাকে চিনে থাকেন তাহলে অবশ্যই তাকে মেনশন করবেন। ধন্যবাদ ❤️মায়া...
14/04/2024

Confession Number: 1

To: মায়াবতী
সবার কাছে রিকুয়েষ্ট কেও যদি তাকে চিনে থাকেন তাহলে অবশ্যই তাকে মেনশন করবেন।
ধন্যবাদ ❤️
মায়াবতী বলার কারণ হচ্ছে তোমার চোখে অনাবিল মায়া। যে মায়াতে আটকে যেতে পারে যে কেউ। এত সুন্দর চোখ,এত সুন্দর ব্রু।যা দেখে আমি তোমার মায়ায় পড়ে গেছি। জানি না কে তুমি! জানি না কোথায় তোমার বাসা 🥹।তাই তোমার নাম দিলাম মায়াবতী।

তোমার অপেক্ষায় রইলাম 😊

19/01/2024

আপনার ক্রাশ কে নিয়ে লিখা কনফেশন আর সেন্ড করে দিন আমাদের কাছে...💞 আর মনে রাখবেন পোস্ট ডিলিট করা হয়না। তাই ভেবে চিন্তে পোস্ট করবেন।
আর আপনার নাম ঠিকানা পরিচয় অবশ্যই লুকানো থাকবে..
ধন্যবাদ🖤

Address

Mymensingh
2240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gafargaon crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Our Story

A National Newspaper Of Bangladesh

Nearby media companies