Bangladesh Express

Bangladesh Express Voice of Bangladesh

এটাকেই বলে খাজনার চেয়ে বাজনা বড়
24/12/2024

এটাকেই বলে খাজনার চেয়ে বাজনা বড়

24/12/2024

Solve the problem
28+3÷657×2=???

18/12/2024

হাগু করতাছি কোনো কথা হবেনা।
Silence 🤣🤣

Witness The Beginning of Bengali Cinema’s Ultimate Action-Violence Saga! Here’s The First Look motion poster of ! 🔥

Mega⭐ , , ,
, , ,

17/12/2024

রুপার মেয়ে আমার মেয়ের মা, তাহলে রুপা আমার কে হয়?!

16/12/2024
দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তরহে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,দাও সেই তপোবন পুণ্যচ্ছায়...
15/12/2024

দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর
হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,
দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি,
গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যাস্নান

- রবীন্দ্রনাথ ঠাকুর( চৈতালি)

শুনেছিলাম একটা সময় আসবে, এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি উড়ে উড়ে যাবে, কথা গুলো গল্পের মতো মনে হলেও আজ সত্যি হলোরেকিং নিউ...
12/12/2024

শুনেছিলাম একটা সময় আসবে, এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি উড়ে উড়ে যাবে, কথা গুলো গল্পের মতো মনে হলেও আজ সত্যি হলো

রেকিং নিউজ: এলন মাস্কের উড়ন্ত টেসলা গাড়ির প্রথম প্রোটোটাইপ বিশ্বকে ধাক্কা দিয়েছে

জরিপে অংশ নিন...
09/12/2024

জরিপে অংশ নিন...

09/12/2024

পলক ভাই মনে মনে কী বলেন? জোরে বলেন আমরাও শুনি!🤣

07/12/2024

আচ্ছা দাদা, জেনে রাখলাম🤣

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :প্রিয় অভিভা...
29/11/2024

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :

প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

👉একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

👉একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

👉একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷

👉একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

👉যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

👉তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

👉আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

👉প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

👉একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷

👉প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন ৷

27/11/2024

আমার ফ্রেন্ডলিস্টের বহু শিক্ষিত চিকিৎসক ইনিয়ে বিনিয়ে ইসকনের সাফাই গাইলো। ইভেন একটা জলজ্যান্ত মানুষকে ইসকন কুপিয়ে হত্যা করার পরও তাদের অনুশোচনা নেই।
এরা নিজেদের বিবেকবান দাবী করা শিক্ষিত হলেও ধর্মীয় উগ্রবাদকে রক্তে ধারণ ও বাহন করে।

এরাই হেফাজতের মাওলানা মামুনকে নিয়া বিশ্রী ট্রল করেছে, এরা প্রতিটা মুসলিমের সামান্য ভুলটুকুও নিজেদের টাইমলাইনে এড করে পৈশাচিক আনন্দ নিয়েছে।
তাদের সাথে যুক্ত হয়েছিলে মুসলিম বীর্যে , মুসলিম পরিবারে জন্ম নেয়া স্মার্ট শাহবাগীরা, যারা পায়জামা পাঞ্জাবী, টুপিতে এলার্জি নিয়ে হেঁটেছে, তাদের বাপ দাদার ধর্মের গীবত গাওয়াটাও তাগো কাছে স্মার্টনেস মনে হইছে।

' ধর্ম যারা যারা উৎসব সবার ' লাল জাম্বো টিপ আর হাতাকাটা ব্লাউজ পড়া মুসলিম পরিবারের কিছু মাতা*রি এখন চুপ, মাতা*রির দল বলবে না আজ - ' ধর্ম যার যার রাষ্ট্র সবার '

বিশ্বজিৎ হত্যায় আমরাই প্রতিবাদ করেছি - আমার তথাকথিত বন্ডুরা, শাহবাগী নট নটিরা চুপ ছিলো।
সিনহা সাহেবকে দেশ ছাড়া করার সময়ও আমরা সরব ছিলাম - নট নটিরা চুপ।
সীমান্তে ২ জন হিন্দুকে হত্যা করা হলো - তাগো ভাইবোনরা চুপ, শাহবাগী নট নটিরাও চুপ, প্রতিবাদ আমরা করলাম।

সব সোধানীর সন্তানদের চেহারা চিনা হয়া গেছে,
আর চেহারা যেহেতু চিনছিই - হিসাব করে পথ চলতে সমস্যা হবেনা।
ভালো থাকো সুধীর পোলারা
আর হ্যাঁ ! এই দিন দিন না আরও দিন আছে ❤️
©

25/11/2024

ফুটবল ম্যাচ

19/11/2024

নিজের মোবাইল ফোন থেকে তোলা 📸

একটি প্রকৃতির ছবি এখানে তুলে ধরেন!🥰

বলে ফেলুন-
17/11/2024

বলে ফেলুন-

Address

Kalibari Road
Mymensingh

Telephone

+8801762197749

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Express:

Videos

Share