Da'wah E-lallah

Da'wah E-lallah Stay in Islam and get Happiness

21/10/2023
19/04/2023

নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন 🍁

12/04/2023

আগামীকাল রাত থেকে লাইলাতুল ক্বদর তালাশ করুন। যদি
লাইলাতুল কদর পেয়ে যান তবে সে রাত্রের আমল
হবে টানা ৮৩ বছর ৪ মাসের সমান। কারন এই রাত হাজার
মাস ইবাদত করার চেয়েও উত্তম। ছোট ছোট কিছু
আমল প্রতি রাতে করতে পারেন।
১) সূরা ইখলাস (কুলহু আল্লাহু আহাদ) বেশিবেশি
বুঝে বুঝে পড়বেন। তিনবার পড়লে একবার পুরো
কোরআন পড়ার সাওয়াব পাবেন। (সহীহ বুখারি
৫০১৫)
২) মসজিদে/ অন্য কোথাও নিজে সাধ্যের
আলোকে প্রতিরাতে ২ টাকা হলেও দান করুন। যদি
রাতটি লাইলাতুল ক্বদর হয় তবে আপনি লিটেরালি ৮৩
বছর টানা ২ টাকা দানের সাওয়াব পাবেন। বোনেরা
আপনার ভাই/হাজবেন্ডের মাধ্যমে টাকা পৌছাতে
পারেন।
৩) কয়েক পৃষ্টা কোরআন তেলোয়াত করুন।
রাতের বেলায় যে ১০০ আয়াত কোরআন পাঠ
করবে তাঁকে সারারাত তাহায্যুদ পড়ার সাওয়াব দিবেন।
(সহিহুল জামে ৬৪৬৮)
সূরা কদর থেকে সর্বশেষ সূরা নাস পর্যন্ত পড়তে
পারেন। কম সময়ে অতি সহজে ১০০ আয়াত পূর্ন
করতে পারবেন।
৪) সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি বেশি পাঠ করবেন। কারন
এটি একবার পাঠ করা আল্লাহর রাস্তায় পাহাড় পরিমান স্বর্ণ
দান করার চেয়েও উত্তম। [তাবরানি ফিল কাবির:
(৭৭৯৫)]
৫) বেশি দুরুদ, ইস্তেগফার ও অন্যান্য যিকির
করবেন।
৬) মসজিদে ফরয নামায পড়তে গেলে বাসা
থেকে ওযু করে যাবেন। তাহলে পুরোপুরি একটি
কবুলযোগ্য হজ্বের সাওয়াব পাবেন। (মিশকাত ৭২৮)
বোনেরা আপনার পরিচিত সবাইকে আমলটিতে
উদ্বুদ্ধ করুন। ইনশাআল্লাহ, আপনি সমান সাওয়াব
পাবেন।
৭) আর বিশেষ করে লাইলাতুল কদরের ছোট্ট এই
দোয়াটি পড়বেন।
"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু
আন্নি"...
অর্থঃ হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ কর।
তাই আমাকে ক্ষমা করো। (আহমাদ ৬/১৮২)
৮) কিছু সময় পিতামাতার খেদমত করতে পারেন।
৯) কয়েক রাকাত নফল সালাত আদায় করবেন।
সেহরির পূর্বে অন্তত দুই রাকাত তাহায্যুদ পড়বেন।
১০) সুন্দর করে দু রাকাত সালাত পড়ে আল্লাহর
কাছে ক্ষমা চাইবেন। তওবা করবেন।
রামাদানের এই শেষ দশ রাতের একটা মুহূর্তকেও
অপচয় করবেননা। কারন রাতটি যদি শবে ক্বদর হয়ে
যায় তবে আপনি অনেক সাওয়াব থেকে বঞ্চিত
হবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তাওফিক
দান করুক।

28/03/2023

নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না...।
🎙️নোমান আলি খান 🤎

27/03/2023

নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন 🌲🍁

24/03/2023

সূরা আল- বাকারাহ্।
🍁আয়াত : ১৮৪-১৮৬🍁

12/12/2022

সূরা ইয়াসিন ( ফজরের পর)!!
পড়লে সগিরা গুনাহ মাফ হয়ে যায়।
__[তিরমিযী- ২৮৮৭, সহীহ ইবনে হিব্বান - ২৫৭৪]
🔘 সূরা ওয়াক্বিয়া ( মাগরিবের পর) পড়লে
রিযিকের পেরেশানি দূর হয়ে যায়। অভাব থাকেনা।
______[ বাইহাকী - ২৪৯৭]
🔘 সূরা মূলক ( এশার পর অথবা রাতে ঘুমানোর আগে) পড়লে
কবরের আ-যা-ব থেকে বাচা যাবে। পাঠকারীর জন্যে সুপারিশ করতে থাকবে যতক্ষণ তাকে মাফ না করা হয়।
______[তিরমিযী - ২৮৯০]
🔘 সূরা বাকারা ( যে কোন সময়) পড়লে
যে ঘরে পাঠ করা হয় সেখানে শয়তান থাকেনা।
__[তাফসির ইবনে কাসির ১ম খন্ড / পৃ : ১২৩-১২৪]
🔘 সূরা ইখলাস , ফালাক্ব, নাস (প্রতি ফরয সলাতের পর একবার করে। আর ফজর আর মাগরিবের পর ৩ বার করে পড়া। রাতে ঘুমানোরর আগে পড়ে শরীর মাসেহ করা।)
শয়তান, জাদু টুনার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।
____[তাফসিরে তাওযিহুল কোরআন ৩য় খণ্ড / ৭৬০ পৃ, আবু দাঊদ ২/৮৬, নং ১৫২৩; তিরমিযী, নং ২৯০৩; নাসাঈ ৩/৬৮, নং ১৩৩৫]
🔘আয়তুল কুরসি (প্রতি ফরজ সলাতের পর একবার। রাতে ঘুমানোর আগে।)
যে পড়ে তার আর জান্নাতের মাঝে শুধু মৃত্যু বাধা থাকে।
____[তাবরানী কাবীর - ৭৪০৮]
🔘 সূরা কাহাফ পারলে সবটা পড়া। আর নাহলে ১ম ১০ আয়াত ও শেষের ১০ আয়াত।
( বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে একবার পড়া।)
দা-জ্জা-লের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়।
___[তাফসিরে তাওযিহুল কোরআন ২য় খন্ড / ২৫০ পৃ, মুসলিম হাদীস নং ৮০৯;তাফসীরে ইবনে কাসীর-৩/৭৯]
🔘 সূরা হাশরের শেষ তিন আয়াত। ( ফজর আর মাগরিবের পর) পড়লে
৭০ হাজার ফেরেশতা রহমত পাঠাতে থাকে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত। আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত। সে দিন মারা গেলে শ-হী-দি মর্যাদা পাবে।
_______ তিরমিযী - ২৯২২]

06/11/2022

ফিতানাময় দুনিয়ায় চলার জন্য কিছু গুরুত্বপূর্ণ নসীহ।।
🎙️আবু তুহা মুহাম্মদ আদনান

28/10/2022

যে আমলে অনেক সওয়াব পাওয়া যায়💥

24/10/2022

আল্লাহর কাছে ভাংগা হৃদয়ের মূল্য অনেক বেশি 🪷

24/10/2022

দুঃখ তো তোমার থাকবেই নারী...।।

18/10/2022

আসুন সহীহ্ হাদিসের আলোকে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ৮টি আমল করার চেষ্টা করি।

গুরুত্বপূর্ণ আমল গুলো হলো....।

● (১) দুই হাতের তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস, সূরা

ফালাক ও সূরা নাস পড়ে তাতে ফুঁ দিবে : তারপর দুই হাতের তালু দ্বারা দেহের যতোটা অংশ সম্ভব মাসেহ করবে। মাসেহ আরম্ভ করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। (এভাবে ৩ বার করবে।)

--(বুখারি-৫০১৭)।

• (২) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসী পড়বে শয়তান সারা রাত তার নিকটে যাবে না।

-(বুখারি-২৩১১)।

● (৩) রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ ২ আয়াত (আ-মানার রাসূলু-) তেলাওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে। -(বুখারি- ৪০০৮)।

(৪) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) বলেছেন, রাতে (কুল ইয়া আইয়্যু হাল কা-ফিরুন) (অর্থাৎ সূরা কা-ফিরুন) পাঠ করা শির্ক থেকে মুক্তি পেতে উপকারী। _(সহীহ তারগীব-৬০২)।

• (৫) একদা রাসূলুল্লাহ (সাঃ) তার সাহাবাদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলকে বিষয়টি ভারী মনে হলো। বলল, একাজ আমাদের মধ্যে কে পারবে, হে আল্লাহর রাসূল?! তিনি বললেন, সূরা ইখলাস হল এক তৃতীয়াংশ কুরআন। ---(বুখারী- ৫০১৫)

(৬) রাসূলুল্লাহ (সাঃ) যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তাঁর ডান হাত তাঁর গালের নীচে রাখতেন, তারপর এ দো‘আটি বলতেন।

اللهم باسمك أموت وأخيا

(আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহ্‌ইয়া)।

‘হে আল্লাহ্! আপনার নাম নিয়েই আমি মরছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হবো।' -(বুখারি-৬৩২৪)।

● (৭) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) হযরত আলী এবং ফতেমা (রাঃ)- কে বলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিবো না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, এবং ৩৪ বার আল্লাহু আকবার বলবে, তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে।

---(বুখারী-৩৭০৫)।

● (৮) প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) বলেন, যে ব্যাক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাযী বিইয়াদিহিল মুলক (সূরা মূলক) পাঠ করবে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ্ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। (নাসাই - শাইখ আলবানি (রঃ) হাদিসটাকে হাসান সহিহ বলেছেন এছাড়াও তিরমিজি-২৮৯০)।

আল্লাহ্ পাক আমাদের সবাইকে আমল করার তাওফীক দিন, আ-মী-ন।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Da'wah E-lallah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Da'wah E-lallah:

Videos

Share


Other Digital creator in Mymensingh

Show All