কানিজ ফাতেমা জুঁই

কানিজ ফাতেমা জুঁই artist
(6)

17/01/2025

।।এই পৃথিবীতে আপনি সবার কাছে ভালো হতে পারবেন না।।

লেখা : সংগৃহীত
কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই

゚ #কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুঁই

16/01/2025

।।দেখতে সুন্দর,এমন মানুষের চেয়ে, শুনতে সুন্দর এমন মানুষ জীবনে থাকাটা জরুরি।।

লেখা : সংগৃহীত
কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই

14/01/2025

।।আপনার অনুপস্থিতি যদি তাকে একবিন্দু না ভাবায়, তবে সেই মানুষটা আপনার না।।

লেখা : সংগৃহীত
কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই

#কানিজেরডায়েরি ゚

এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক, সেই মানুষটা আমার না হোক।আমার আমিটাকেই প্রিয় না করে,অন্যের সাথে তুলন...
12/01/2025

এক সমুদ্র ভালোবাসার পরেও
যার অন্যের প্রতি থাকে ঝোঁক,
সেই মানুষটা আমার না হোক।

আমার আমিটাকেই প্রিয় না করে,
অন্যের সাথে তুলনা করেই অনবরত থাকে যার মুখ;
সেই মানুষটা আমার না হোক।

কারো উপর ভীষণভাবে আকৃষ্ট হয়ে
আমাকে যে দেখায় ব্যস্ত থাকার নাটক,
সেই মানুষটা আমার না হোক।

আমার দূর্বলতায় বারংবার আঘাত করে কাঁদিয়ে
যার বড্ড বেশি লাগে সুখ,
সেই মানুষটা আমার না হোক।

আমাকে অন্য কারো সাথে কথা বলতে দেখে
যার এতটুকুও হয়না ক্ষোভ
সেই মানুষটা আমার না হোক।

দুঃসময়ে কিঞ্চিৎ পরিমাণ স্বান্তনা না দিয়ে
মন খারাপের গল্প শুনেই যে বিরক্ত হয়ে চলে গেল
সেই মানুষটা আমার না ই বা হল।
লেখা : কাজী ইশরাক জাহান

10/01/2025

।।আজ যে মানুষটা আপনার জন্য পাগল,সেই মানুষটা একদিন আপনাকে অবলীলায় ভুলে যাবে।।

লেখা : সংগৃহীত
কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই

#কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুঁই

08/01/2025

'কন্ঠ' সিনেমার বিখ্যাত সেই ডায়লগটা মনে আছে......
কথা বলা হয়না বলে কত সম্পর্ক ভেঙে গেছে..।।

লেখা : সংগৃহীত
কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই

#কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুঁই

06/01/2025

।।আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেয়ার আগে কয়দিন আগে দীপিকা পাড়ুকোণের একটা খুব সুন্দর সাক্ষাৎকার দেখেছিলাম, যেখানে উনি বললেন- they always say men stay where they find peace but I would say women give peace where they treated right. ঠিকভাবে ট্রিট করলে কেউ আপনাকে ছেড়ে যাবেনা।।

কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই
লেখা : সংগৃহীত
#কানিজফাতেমাজুঁই #কানিজেরডায়েরি

01/01/2025

।।আপনি যার প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন,দেখবেন সেই মানুষটাই আপনার সবচেয়ে বাজে সময়ে আপনার হাতটা সবার আগে ছেড়ে দেয়।।
লেখা : ফাহাদ মিয়া
কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই

#কানিজফাতেমাজুঁই #কানিজেরডায়েরি

কারও জীবনে থাকতে হলে মূল্যবান মানুষটি হয়েই থাকা উচিত। যদি কারও কাছে আপনার গুরুত্ব না থাকে তাহলে সেখানে পরে থাকাটা অযৌক্ত...
01/01/2025

কারও জীবনে থাকতে হলে মূল্যবান মানুষটি হয়েই থাকা উচিত। যদি কারও কাছে আপনার গুরুত্ব না থাকে তাহলে সেখানে পরে থাকাটা অযৌক্তিক, অসম্মানের।

হতে পারে সেই মানুষটাকে আপনি ভালোবাসেন বা হতে পারে সেই মানুষটা আপনার খুব প্রিয় কেউ। কিন্তু নিজের আত্মসম্মানের চেয়ে কোন কিছুই বড় নয়। যারা আপনাকে অবহেলা করে, কষ্ট দেয়, দিনের পর দিন তাদের পেছনে পরে থেকে নিজেকে ছোট করাটা সত্যিই বোকামী।

আসলে কি জানেন আমরা ভুল মানুষের কাছে ছোট হই, নত হই। যারা সত্যিই আমাদের গুরুত্ব দেয়, আমাদের মূল্যায়ন করে তারা কখনই কোথাও আমাদেরকে এতটুকু ছোট হতে দেয় না। বরং সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদেরকে সবসময় আগলে রাখে।
copy post

নতুন ছন্দে জীবন.....!!

যে আইনের মধ্যে বসবাস করে, তার জন্য সব স্থানই নিরাপদ   - হেনরি জর্জ।।সপ্ন ছোঁয়ার ইচ্ছা।।
30/12/2024

যে আইনের মধ্যে বসবাস করে, তার জন্য সব স্থানই নিরাপদ
- হেনরি জর্জ

।।সপ্ন ছোঁয়ার ইচ্ছা।।

27/12/2024

।।কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাকে দরজাটা খুলে দাও।জোর করে আর যাই হোক ভালোবাসা হয়না।।
লেখা : সংগৃহীত
কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই
#কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুঁই

21/12/2024

।।বয়স থাকতেই হাজবেন্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত।।

লেখা : সংগৃহীত
কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই

#কানিজফাতেমাজুঁই #কানিজেরডায়েরি

20/12/2024

।।আমাকে হারালে তুমি বেশি কিছু হারাবে না‼

লেখা : সংগৃহীত
কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই

#কানিজেরডায়েরি #কানিজফাতেমাজুঁই

19/12/2024

লক্ষাধিক মানুষ ‼️

19/12/2024

এত ভীড় ‼️

18/12/2024

গত ৩৫৩ দিনে আপনার জীবনে কি হারিয়েছেন.....??
আর কি অর্জন করেছেন.....?

লেখা : সংগৃহীত
কন্ঠে : কানিজ ফাতেমা জুঁই

゚ #কানিজেরডায়েরি

স্ত্রী'কে কখনো ব্যস্ততা দেখাতে নেই।শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই স্ত্রীকে আপনার মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না, ...
17/12/2024

স্ত্রী'কে কখনো ব্যস্ততা দেখাতে নেই।
শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই স্ত্রীকে আপনার মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না, এ ভারী অন্যায়।

অফিসে কিংবা কাজের যতই চাপ থাকুক না কেন, অন্তত তার কলটা রিজেক্ট করার আগে একবার ভেবে নিন, মানুষটা আপনার খোঁজ নিতেই কল করেছে।

বিয়ের পরবর্তী সময়ে কোনো দম্পতি মনে হয় না দীর্ঘক্ষণ কথা বলে মুঠোফোনে, বলার প্রয়োজনও নেই। একটা মানুষের খোঁজ নিতে খুব একটা কাজে ব্যাঘাত ঘটে বলে আমার মনে হয় না।

কর্মব্যস্ততার অজুহাতে আপনার সঙ্গী কিংবা সহধর্মিণীকে যে ব্যস্ততা দেখাচ্ছেন, তাও কিন্তু একপ্রকার অবহেলা!

একটা ব্যপার খেয়াল করে দেখবেন; যেদিন ভোরে ঘুম থেকে উঠেই সঙ্গীর সাথে ভালো আচরণ করবেন, সেদিন সারাটা দিন আপনাদের দু'জনেরই ভালো দিন অতিবাহিত হবে। দুজনের মন ভালো থাকবে, দুজনের প্রতি দু'জনের আন্তরিকতা এবং ভালোবাসা বাড়বে।

কাজ রেখে সঙ্গীর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। তবে সে যাতে বুঝতে না পারে কিংবা বলতে না পারে, আপনার কাজের চাপের কারণে কিংবা অজুহাতে আপনি তাকে অবহেলা করছেন-দূরে সরিয়ে রাখছেন।

পুরুষ মানুষ কর্মক্ষেত্রে আজীবন লেগে থাকে, তার পরিবারের কারণেই। আর সেই কর্মব্যস্ততার অজুহাতে যদি পরিবার থেকে আপনাকে বিচ্ছিন্ন থাকতে হয়, তাহলে সেই কর্ম দিয়ে আপনি কি করবেন?

মনে রাখবেন;
আপনার সহধর্মিণীর মন যদি ভালো থাকে, তবে আপনি স্বামী হিসাবে তার কাছ থেকে মানসিক এবং শারীরিক সাপোর্ট-দুটোই পাবেন। আর কর্মব্যস্ততার অজুহাতে কিংবা কাজের চাপের কারণে তাকে যদি মানসিক অশান্তিতে রাখেন, তবে সে আপনাকে কস্মিনকালেও মানসিক কিংবা শারীরিক সাপোর্ট দিতে পারবে না।

লেখায়ঃ- মোঃ ফাহাদ মিয়া🌼

তীব্র রোদে সানগ্লাস নিতে যখন ভুলে যাই...তখন চোখ বন্ধ ছাড়া কোনো উপায় নাই....
17/12/2024

তীব্র রোদে সানগ্লাস নিতে যখন ভুলে যাই...
তখন চোখ বন্ধ ছাড়া কোনো উপায় নাই....

Address

Netrokona
Mymensingh
2400

Website

Alerts

Be the first to know and let us send you an email when কানিজ ফাতেমা জুঁই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category