মোঃ সাদিকুর রহমান স্বপন

মোঃ সাদিকুর রহমান স্বপন Sadiqur Rahman

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2024

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

18/08/2024

ধর্ষ*ণের শাস্তি যদি হয় ভয়া*ন*ক।

দেশের মেয়েরা থাকবে নিরাপদ।

আমি খুবই সাধারণ একজন মানুষ , আমার পক্ষে বাংলাদেশ পুলিশ নিয়ে কিছু লেখার যোগ্যতা নেই বললেই চলে। তার পরেও লিখতে বাধ্য হলাম।...
11/08/2024

আমি খুবই সাধারণ একজন মানুষ , আমার পক্ষে বাংলাদেশ পুলিশ নিয়ে কিছু লেখার যোগ্যতা নেই বললেই চলে। তার পরেও লিখতে বাধ্য হলাম।

আমি মনে করি পোশাক এবং লগো পরিবর্তন করে যে পরিমাণ অর্থ ব্যায় করবেন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক মন্দার সময় এটি না করে। দেশকে কিভাবে সাবলীল উল্লেখযোগ্য একটি দেশের কাতারে এবং উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় সেদিকে নজর দিন।আমি মনে করি পোশাক এবং লগো পরিবর্তন করার আগে তাদের মন মানসিকতার পরিবর্তন জরুরী,
ছোট থেকে শুনে আসছি পুলিশ জনগণের বন্ধু সত্যিই কি পুলিশ জনগণের বন্ধু হতে পেরেছে।
আমার মনে হয় না, পারেনি। পুলিশ কে আগে জনগণকে বন্ধু মনে করা শিখতে হবে,তখন জনগণও পুলিশ কে বন্ধু ভাববে।
কোন নেতা কে নয়। কোন সাধারণ মানুষ পুলিশ মারা গেলে। আলহামদুলিল্লাহ, না বলে, ইন্না-লিল্লাহ বলবে। আশা করি নতুন ভাবে শপথ করে নামবে যে, আমি জনগণের সেবক আমার পুলিশ হওয়া একমাত্র জনগণের সেবা করার জন্য । এই জনগণের সেবা করা ও নিরাপত্তা প্রদান করার পথে যদি কোন বাধা আসে সেটা কে শক্ত হাতে ধমন করাই হবে আমার কাজ। মানুষের ঘৃণার পাত্র হয়ে ১০০ বছর বাঁচার চেয়েও মানুষের ভালবাসার পাত্র হয়ে একদিন বাঁচা অনেক গৌরবের।।

বিস্তারিত কমেন্টে।

07/08/2024
বিনীত অনুরোধ করছি 🙏আপনারা সবাই পুলিশের পাশে থাকুন। পুলিশের প্রতি কেউ ক্ষিপ্ত হবেন না তারাও এই দেশের মানুষ তারাও দেশের যু...
07/08/2024

বিনীত অনুরোধ করছি 🙏
আপনারা সবাই পুলিশের পাশে থাকুন। পুলিশের প্রতি কেউ ক্ষিপ্ত হবেন না তারাও এই দেশের মানুষ তারাও দেশের যুদ্ধে প্রাণ দিয়েছে।

পুলিশের পোশাক ধারী কিছু অমানুষ হয়তোবা খারাপ ছিল কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্ট খারাপ না।তাই আমাদের এখন উচিত পুলিশের পাশে এসে দাঁড়ানো।কারন এই পুলিশ সদস্য রাও আমাদের কারো ভাই,বোন,কারো বাবা,মামা বা চাচা,তারা প্রত্যেকে কোন কোন না পরিবার থেকে এসেছে।

পুলিশকে সহযোগিতা করুন এবং বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ।❣️❣️

05/08/2024

নিজ নিজ অবস্থান থেকে সবাই রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ভুমিকা রাখুন।
দেশটা আপনার দেশের সম্পদও রক্ষা করা আপনার দায়িত্ব।

05/08/2024

আমি ৫২ এর ভাষা আন্দোলন দেখিনি,
আমি ৭১ এর মুক্তিযুদ্ধ
দেখিনি, আমি ২৪ এর ছাত্র আন্দোলন দেখেছি।
Student Power is Best Power.

আসসালামু আলাইকুম, প্রিয় ভালুকাবাসী কোটা সংস্কার আন্দোলন শুরু থেকে আজ পর্যন্ত আমি কোন পোস্ট দেয়নি, কারণ আমার পোস্টে কারো ...
04/08/2024

আসসালামু আলাইকুম, প্রিয় ভালুকাবাসী কোটা সংস্কার আন্দোলন শুরু থেকে আজ পর্যন্ত আমি কোন পোস্ট দেয়নি, কারণ আমার পোস্টে কারো এইরকম যেন মনে না হয় যে আমি কোন দল বা ব্যাক্তি কে নিয়ে কোন কথা বলছি। কিন্তু আজ আমার প্রানের শহর এবং আমার মাতৃভূমি ভাল নেই মাতৃভূমির মানুষ গুলো ভাল নেই। আমি একটা কথায় বলবো এই দেশ টা আপনার আমার এবং আমাদের দেশের মানুষ গুলোও আপনার ভাই, বন্ধু , সন্তানও, আমারও ভাই, বন্ধু ও সন্তান, আজ দেশের এই পরিস্থিতিতে। সকলেই একটা কথা মাথায় রাখবেন। আপনাদের বা আমার কেউ যদি এই পরিস্থিতির কারণে মারা যায় বা পঙ্গুত্ত বরণ করে। দিন শেষে আপনি বা আমিই কাঁদবো। কোন নেত্রী বা নেতা কাঁদবে না সে তার জায়গায় ঠিকই থাকবে। হারাবো শুধু আমরা। নেতারা আপনাকে দিয়ে তার সার্থ উদ্ধার হয়ে গেলে আপনি কে চিনতেও তাদের অসুবিধে হবে। কারণ তারা টাকা ছড়ালে কর্মীর অভাব হয়না, তা এখন শিখে গেছে। যা বাস্তব সমাজে প্রমাণিত। আপনারা তার সাক্ষী। তাই আপনি যে দলই করুন না কেন। আপনার ভাই বা বন্ধুর মাথায় আঘাত করার আগে একবার ভাবুন বেলা শেষে আপনাকেই কাঁদতে হবে। সুষ্ঠ সমাধান যে ভাবে হয়, সে ভাবে সমাধানের জন্য চেষ্টা করুন। আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি। আপনারা সমাধান করুন। কিন্তু নিজেদের রক্ত নিয়ে নিজেরা হলি খেইলেন না। আমি আবারও বলছি দিন শেষে কাঁদতে হবে আপনাকে ও আমাকে। ❣️❣️❣️🇧🇩🇧🇩❣️❣️❣️আমি প্রবাসী,,🇧🇩🇧🇩🇧🇩🇸🇦🇸🇦🇸🇦

20/07/2024

#প্রবাসি #বাংলাদেশ

17/06/2024
Muscat International Airport Oman..
28/11/2023

Muscat International Airport Oman..

Address

Bhaluka
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ সাদিকুর রহমান স্বপন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share