H.M. Al Aminッ

H.M. Al Aminッ 💞আসসালামু আলাইকুম💞
💓💓💓হে প্রিয় বন্ধু 💝💝💝
আমার পেইজে আপনাকে স্বাগতম,
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

27/09/2023

সুবহানাল্লাহ

30/06/2023

>>>>>>>Mdina

30/06/2023

মাদিনা মাদিনা।
💝💝💝💝💝💝
🥀🥀🥀🥀🥀🥀

,,,,আলহামদুলিল্লাহ,,,
27/06/2023

,,,,আলহামদুলিল্লাহ,,,

07/06/2023

আহ্ কথা গুলো হিরা-মু_ক্তার চাইতেও বেশি দামী। কেউ বলেনি আগে । মুফতি নজরুল ইসলাম কাসেমী _kasemi waz


এটাই হলো বাস্তব দুনিয়া
15/08/2022

এটাই হলো বাস্তব দুনিয়া

💵💸টাকা পয়সার জন্যে ভালো আছে💸💸                 🍁তা কিন্তু নই।🍁🌼🌼আপনি আর আমি ভালো আছি🌼🌼🏵️🏵️শুধু মাত্র আল্লাহর রহমতে কারণে।...
06/08/2022

💵💸টাকা পয়সার জন্যে ভালো আছে💸💸
🍁তা কিন্তু নই।🍁
🌼🌼আপনি আর আমি ভালো আছি🌼🌼
🏵️🏵️শুধু মাত্র আল্লাহর রহমতে কারণে। 🏵️🏵️
♦♦♦♦আলহামদুলিল্লাহ...!♦♦♦♦

ভালকাজ করতে না পারলেওমন্দকাজ করো না,,,আর মন্দকাজ করে নিজের উপর সীমাহীনজুলুম করো না...।।
01/08/2022

ভালকাজ করতে না পারলেও
মন্দকাজ করো না,,,
আর মন্দকাজ করে
নিজের উপর সীমাহীন
জুলুম করো না...।।

সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব
29/07/2022

সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব

হে মুমিন আল্লাহর ডাকে সারা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করো
28/07/2022

হে মুমিন আল্লাহর ডাকে সারা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করো

আপনা কি বলেন.....?একমত হলে। yes  লিখুন
17/07/2022

আপনা কি বলেন.....?
একমত হলে। yes লিখুন

জুমু'আহর দিনের গুরুত্বপূর্ণ আমলঃ ১. সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত২. রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক পরিমাণে...
15/07/2022

জুমু'আহর দিনের গুরুত্বপূর্ণ আমলঃ

১. সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত

২. রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করা

৩. অধিক পরিমাণে দুয়া করা। বিশেষ করে সলাতের আগে পরে, খুতবার সময় দুই খুতবার মাঝের সময় এবং বিশেষ করে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দুয়া করা।

তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল গুনাহ থেকে বেচে থাকা, কারণ বড় স্থানে ছোট গুনাহ ও বড় হয়ে যায়। আর জুমু'আহর দিন বিশেষ মর্যাদাসম্পন্ন দিন।

রাসূল ﷺ বলেছেন,

যে ব্যক্তি জুমু'আহর দিনে সূরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমু'আহ থেকে অন্য জুমু'আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে।

[সহিহ আত-তারগীব, হাদিস: ৭৩৬]

⚠️🚫 সালাম দেওয়াতে এখনও সতর্ক হন!🚫⚠️১.স্লামালাইকুম ❌অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )২.আসসালামালাইকুম ❌অ...
12/07/2022

⚠️🚫 সালাম দেওয়াতে এখনও সতর্ক হন!🚫⚠️

১.স্লামালাইকুম ❌
অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )

২.আসসালামালাইকুম ❌
অর্থ : আপনার মৃত্যু হোক ( আস্তাগফিরুল্লহ )

৩.স্লামালিকুম ❌
অর্থ :আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ )

সেলামালাইকুম ❌
•আসলা মালিকুম ❌
•> যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় ।

আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার,
•অলাইকুম সালাম ❌
••অলাইকুম আস-সালাম ❌
•আলিকুম সালাম ❌
•>যার উত্তরেও গজব ,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়

▪️ নাঊজুবিল্লাহি মিন জালিক!
আস্তাগফিরুল্লহ্ আ'জিম!
তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে :

▪️সালাম এর সঠিক উচ্চারণ হলো,
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَ
✅ আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি, ওয়া
বারকাতুহ্।❤️

وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
✅ ওয়া আলাইকুমুস-সালাম, ওয়া রহমাতুল্লহি, ওয়া বারকাতুহ্।❤️

অনেক গল্পের মাঝে সত্যি টা জানিয়ে দেওয়া যায়একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল।হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল।গরুটি অনেক্ষন দৌড়ানো...
11/07/2022

অনেক গল্পের মাঝে সত্যি টা জানিয়ে দেওয়া যায়

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল।
হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল।
গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।
মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন
পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল।
বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম।
এখনতো দুজনেই মরব রে।"
গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা।
আমার আবার মালিক কে..???
আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে
পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে
গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।

মূল_কথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো,
আমাদের মালিক ( আল্লাহ ) ঠিকই আমাদেরকে রক্ষা করবে। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।

10/07/2022

কুরবানী নিয়ে চমৎকার গজল।
Qorbani Qorbani.
Kalarab new Islamic song...

আলহামদুলিল্লাহ
07/07/2022

আলহামদুলিল্লাহ

❝পরিপূর্ণ মানসিক প্রশান্তি কেবল মাত্র আল্লাহর স্মরনে রয়েছে❞ ❤     -সূরা আর-রাদঃ২৮
05/07/2022

❝পরিপূর্ণ মানসিক প্রশান্তি কেবল মাত্র আল্লাহর স্মরনে রয়েছে❞ ❤

-সূরা আর-রাদঃ২৮

04/07/2022

🌹স্বপ্নের শহরে আল্লাহ আমাদের সবাই কে একদিন যাওয়ার তৌফিক দান করো,,,,,,,,,,,,,,,,,, আমীন ,,,,,,, -🕋
- লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক....!🖤🥀

হে আল্লাহ আপনি আমাদের কে সুন্দর চরিত্রে অধিকারি হওয়ার তাওফিক দান করুন.. 🤲🤲
04/07/2022

হে আল্লাহ আপনি আমাদের কে সুন্দর চরিত্রে অধিকারি হওয়ার তাওফিক দান করুন.. 🤲🤲

03/07/2022

মাশা-আল্লাহ,,
এ যেন এক জান্নাতি দৃশ্য ❤️

02/07/2022

🌿🌹হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; “কুরআনে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যা তার তিলাওয়াতকারীকে

ক্ষমা করে না দেয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সূরাটি হলো– তাবারাকাল্লাযী বি ইয়াদিহিল মূলক অর্থাৎ সূরা মূলক…।”

[আবু দাউদ-১৪০২, তিরমিজি-২৮৯১, ইবনে মাজাহ-৩৭৮৬, মুসনাদে আহমদ-২/২৯৯]

আর যে ব্যক্তি নিয়মিত সূরা মূলক তিলাওয়াত করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে।’
[তিরমিজি-২৮৯০, মুসতাদরাকে হাকেম]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,” আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেনো সূরা মূলক মুখস্ত থাকে। “[বায়হাকীর শুআবুল ইমান-২৫০৭]।🌿🌹

01/07/2022

কুরবানীর চমৎকার একটি গজল।
শুনতে পারেন🥰

আমিন ইয়া রাববাল আলামিন।। 🤲🤲🤲🤲🤲🤲🤲
30/06/2022

আমিন ইয়া রাববাল আলামিন।।
🤲🤲🤲🤲🤲🤲🤲

09/06/2022

কখনো জনসমুদ্র দেখেছো?
না দেখে থাকলে দেখে নাও।
রাসুলুল্লাহ সাঃ কে ভালোবাসার সামান্য একটু নজির মাত্র। ইয়া রাসুলুল্লাহ সাঃ আপনাকে জীবনের চেয়েও বেশি ভালো

Address

Sherpur
Mymensingh
2150

Website

Alerts

Be the first to know and let us send you an email when H.M. Al Aminッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Mymensingh

Show All