Lukman Hossain

Lukman Hossain ‘হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো।’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)
(8)

02/01/2024

⭕ নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ হচ্ছে ৭+৬=১৩ টি এবং ওয়াজিব হচ্ছে ১৪ টি। এই ১৩ টি ফরজের মধ্যে কোন একটি ভুলক্রমে বাদ পড়ে গেলে নামাজ বাতিল হয়ে যাবে। আবার পুনরায় সেই নামাজটি আদায় করে নিতে হবে।

🔲 আর ১৪ টি ওয়াজিবের মধ্যে কোনো ১ টি ওয়াজিব ভুলক্রমে বাদ পড়লে কিংবা ওয়াজিব আগে পরে হয়ে গেলে সাহু সিজদা দিয়ে নামাজ পূর্ণ করতে হবে। সাহু সিজদা দিতেও ভুলে গেলে সেই নামাজটি আবার পুনরায় আদায় করে নিতে হবে। [ফাতাওয়া শামী- ১/৪৪৭]

⭕ নামাজের বাহিরে সাতটি ফরজ হচ্ছেঃ-

১) শরীর পবিত্র হওয়া। [সুনানে তিরমিযী- ১/৩]

২) কাপড় পবিত্র হওয়া। [সুরা মুদ্দাসসির- ৪]

৩) নামাজের জায়গা পবিত্র হওয়া। [বাকারা- ১২৫]

৪) সতর ঢাকা (পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা, দুই হাত কবজি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা ফরজ) [আহমাদ- ৬৭৫৬]

৫) কিবলামুখী হওয়া। [সহীহ বুখারী- ৬২৫১]

৬) ওয়াক্ত মতো নামাজ পড়া। [সুরা নিসা- ১০৩]

৭) অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা। [সহীহ বুখারী- ১]

🔰 নামাজের ভিতরে ছয়টি ফরজ হচ্ছেঃ-

১) তাকবিরে তাহরিমা অর্থাৎ শুরুতে আল্ল-হু আকবার বলা। [সহীহ বুখারী- ৮৩৩]

২) ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া। [সহীহ বুখারী- ১১১৭]

৩) কিরাত পড়া। (অর্থাৎ চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের প্রতি রাকাতেই ক্বিরাত পড়া ফরজ)। [সুরা মুজ্জাম্মিল- ২০]

৪) নামাজের প্রত্যেক রাকাতে রুকু করা। [সুরা বাকারা- ৪৩]

৫) প্রত্যেক রাকাতে দুই সিজদা করা। [সুরা হজ্জ- ৭৭]

৬) শেষ বৈঠক (নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পরিমাণ সময় বসা) [আবু দাউদ- ৯৭০]

➡️ বিঃদ্রঃ- নামাজি ব্যক্তির নিজস্ব কোনো কাজের মাধ্যমে (যেমন সালাম ফেরানো ইত্যাদির মাধ্যমে) নামাজ থেকে বের হওয়াও একটা ফরজ। [আল বাহরুর রায়েক- ১/৫১৩]

🔲 নামাজের মধ্যে কোনো ফরজ ভুলক্রমে বাদ পড়লেও নামাজ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে সাহু সিজদা করলেও নামাজ সহীহ হবে না। [ফাতাওয়া শামি- ৪৪৭]

⭕ নামাজের মধ্যে ১৪ টি ওয়াজিবসমূহ হচ্ছেঃ-

🔰 নামাজের ওয়াজিবগুলো তুলনামূলক একটু কঠিন। তাই প্রতিটি পয়েন্ট মনযোগ সহকারে একাধিক বার পড়ে দেখবেন। তাহলে ওয়াজিবগুলো বুঝতে সহজ হবে এবং তা আয়ত্ত্বে চলে আসবে ইন শা আল্লাহ 💞✅

১) ফরজ নামাযের প্রথম দুই রাকাতে এবং সুন্নত, নফল, ওয়াজিব নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। আর ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষের ২ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করা সুন্নত। (মোট কথা সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই পাঠ করতে হবে) [বুখারি- ৭৫৬]

২) ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য যেকোনো একটি সূরা বা কমপক্ষে ছোট তিন আয়াত পাঠ করা ওয়াজিব। [মুসলিম- ৪৫১]

🔸 [বাকি ২ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হবে। অন্য কোনো সূরা পাঠ করতে হবে না।]

৩) ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্দিষ্ট করা ওয়াজিব। [বুখারী- ৭৭৬]

৪) সূরা ফাতিহা অন্য সূরার আগে পাঠ করা ওয়াজিব। [মুসলিম- ৪৯৮]

৫) তারতীব অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করে নামায আদায় করা ওয়াজিব। অর্থাৎ নামাযে যে সকল কাজগুলো বারে বারে আসে ঐ সমস্ত কাজগুলোর ধারাবাহিকতা ঠিক রাখা ওয়াজিব।

🔹 [অর্থাৎ রুকু এবং সিজদা যা নামাযের প্রতি রাকাতে বারে বারে আসে। কিরাত পাঠ করা শেষে রুকু করা, রুকু করে দাঁড়িয়ে আবার সিজদা করা। এই যে ধারকবাহিকতা রয়েছে, এর ব্যতিক্রম হলে নামায নষ্ট হয়ে যাবে এবং নতুন করে নামায আদায় করতে হবে। [তিরমিযী- ২৪৬]

৬) ৩ অথবা ৪ রাকাত বিশিষ্ট নামাজের ২ রাকাত শেষ করে আত্তাহিয়্যাতু পাঠ করতে যতটুকু সময় লাগে, সে পরিমাণ সময় পর্যন্ত বসে থাকা ওয়াজিব। [বুখারী- ৮২৮]

৭) ৩ অথবা ৪ রাকাত বিশিষ্ট নামাজের উভয় বৈঠকেই আত্তাহিয়্যাতু পাঠ করা ওয়াজিব। [বুখারী- ৮৩০]

৮) নামাজের ফরজ এবং ওয়াজিবগুলো নিজ নিজ স্থানে আদায় করা ওয়াজিব। [অর্থাৎ দ্বিতীয় সিজদা প্রথম সিজদার সঙ্গে করা, প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া শেষ করে তৎক্ষণাৎ তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি] [তিরমিযী- ৩০২, ৩০৩]

🔸 [এক্ষেত্রে কোনো রাকাতে একাধিকবার রুকু করে ফেললে কিংবা ৩ টি সিজদা দিয়ে ফেললে অথবা ৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ শরীফের অর্ধেক বা সম্পূর্ণ দুরূদ পড়ে ফেললে ওয়াজিব তরক করা হবে, তাই এক্ষেত্রে সাহু সিজদা দিয়ে নামাজ পূর্ণ করতে হবে]

৯) নামাজের সব রুকন ধীরস্থিরভাবে আদায় করা [অর্থাৎ রুকু, সিজদা ও রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এবং দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে কমপক্ষে এক তাসবীহ সুবহা-নাল্ল-হ বলা পরিমাণ সময় দেরি করা] ওয়াজিব। [মুসলিম- ৩৯৭]

১০) বেতের নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলিয়ে, হাত ছেড়ে দিয়ে আবার হাত উঠিয়ে তাকবীর দেওয়া ওয়াজিব। তাকবীর দিয়ে পুনরায় হাত বেধে দোয়ায় কুনুত পড়া হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। [বুখারী- ১০০২]

🔸 [দোয়ায় কুনুত না পারলে দোয়ায় কুনুতের স্থানে কুরআনে বর্ণিত যেকোনো একটি দোয়া পড়া। যেমন- রব্বানা আতিনা ফিদনইয়া.. দোয়াটি পড়া এবং দোয়ায় কুনুত মুখস্থ করার দৃঢ় চেষ্টা চালিয়ে যাওয়া]

১১) জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইমামের জন্য যোহর, আসর এবং দিনের বেলায় সুন্নত ও নফল নামাজে কিরাত আস্তে পড়া। আর ফজর, মাগরিব, এশা, জু'মআ, দুই ঈদ, তারাবি ও রমজান মাসের বিতর নামাজে কিরাত শব্দ করে পড়া ওয়াজিব। [মুসলিম- ২৫৯, নাসাঈ- ৯৭০, তিরমিজি ১/১০৬]

🔹 [মনে রাখতে হবে, আস্তে পড়ার অর্থ মনে মনে পড়া নয়। বরং আওয়াজ না করে মুখে উচ্চারণ করে পড়াকে বুঝানো হয়েছে। কারন মনে মনে কিরাত পড়লে নামাজ শুদ্ধ হবে না। আর মহিলারা সব সময় এভাবে আওয়াজ না করে মুখে উচ্চারণ করে সূরা কিরাত পাঠ করবে]

১২) দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবীর বলা ওয়াজিব। [মুসনাদে আহমাদ- ১৯৭৩৪]

১৩) দুই ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিন তাকবীর বলার পর রুকুতে যাওয়ার সময় ভিন্নভাবে তাকবীর বলা ওয়াজিব। [মুসান্নাফে আবদুর রাজ্জাক- ৫৬৮৬] [তবে এই তাকবীরটি অন্যান্য নামাজে সুন্নত]

১৪) নামায শেষে “আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্ল-হ” বলে নামায শেষ করা ওয়াজিব। [বুখারী- ৮৩৭]

🔲 উপরে উল্লিখিত ওয়াজিবগুলোর মধ্যে কোনো একটি ওয়াজিব ভুলে ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে। সাহু সিজদা দিলে নামাজ পূর্ণ হয়ে যাবে। আর সাহু সিজদা না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। [ফাতাওয়া শামী- ৪৫৬]

⭕ সাহু সিজদা দেয়ার নিয়ম হচ্ছে, নামাজের শেষ রাকাতে বসে তাশাহুদ (আত্তাহিয়্যাতু..) পড়ে শুধু ডান দিকে সালাম ফিরিয়ে আবার ২ টি সিজদা দিতে হবে। সিজদা দিয়ে বসে এরপরে আবার তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরাতে হবে। [সুনানে তিরমিযি- ৩৬১]

🔸 সাহু সিজদা দেওয়ার দ্বিতীয় নিয়মটি হচ্ছে, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ ও দোয়ায় মাসূরা পড়ে, আবার দুটি সিজদা দেওয়া। সিজদা দিয়ে বসে উভয় দিকে সালাম ফিরিয়ে নেওয়া। তাহলেও সাহু সিজদা আদায় হয়ে যাবে এবং নামাজ শুদ্ধ হয়ে যবে। [সহীহ বুখারী- ১২২৪]

🔹 সাহু সিজদা দেওয়ার তৃতীয় নিয়মটি হচ্ছে, শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায় মাসূরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে এরপরে আবার ২ টি সিজদা করা। তাহলেও সাহু সিজদা আদায় হয়ে যাবে। [বুখারী- ১২২৬]

🔲 উপরোক্ত তিনটি পদ্ধতিই সহীহ হাদীস দ্বারা প্রমানিত। তাই যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করলেই সাহু সিজদা আদায় হয়ে যাবে ইন শা আল্লাহ। তবে হানাফি মাযহাব অনুযায়ী আমরা প্রথম পদ্ধতিটি অনুসরণ করে সাহু সিজদা দিয়ে থাকি। আর এটিই উত্তম পদ্ধতি হিসেবে বিবেচিত। তাই প্রথম পদ্ধতিটি অনুসরণ করার পরামর্শ থাকবে 💞✅

02/01/2024

কিছুক্ষণ দুরুদ শরীফ ইস্তেগফার পড়ে, নামাজ ছাড়া আলাদাভাবে সেজদা দিয়ে নিজের মনের জায়েজ হাজত গুলো আল্লাহতালার কাছে বলুন ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ তায়ালা কবুল করবেন।

01/01/2024

কি সুন্দর তাদের বন্ধু💔
মুহতারাম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিঃ]
মুহতারাম মাওলানা আব্দুল বাসেত খান সাহেব হাফিঃ]

30/12/2023

পরিচিত মুখ মাও: আবদুল বাসেত খান হাফি. সিরাজগঞ্জ থেকে বাসযোগে ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইলের এলেঙ্গায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। তিনি এখন চিকিৎসারত আছেন। আল্লাহ তায়ালা তাকে পরিপূর্ণ সুস্হতার নিয়ামত দান করুন।।

30/12/2023

চেষ্টা না করে তাকদিরের দোষ দিবেন না। উত্তম কিছু পেতে হলে অবশ্যই সালাত, দোয়া, ধৈর্যের পাশাপাশি হালাল ভাবে চেষ্টা করতে হবে। ♡ ̆̈

মানুষ তাই পায় যা সে চেষ্টা করে"
[সূরা নাজম:৩৯]

27/12/2023

হঠাৎ করেই আল্লাহ আপনাকে এতোটা খুশি করবেন যে, আলহামদুলিল্লাহ বলে খুশিতে কেদে ফেলবেন.!

ইনশাআল্লাহ

27/12/2023

কোনো বিষয়ে দুশ্চিন্তা বা কষ্ট হলে ওযূ করে নামাযে দাঁড়িয়ে যান, অঝরে কান্না করুন, সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।

27/12/2023

🤲কী সুন্দর দোয়া!🤲

হে আল্লাহ,যদিও আমি আপনার রহমত পর্যন্ত পৌছার যোগ্য না,কিন্তু আপনার রহমত তো আমার পর্যন্ত পৌছার যোগ্য।

26/12/2023

আগামীকাল আপনার ভালো দিন হবে ইনশাআল্লাহ 🖤

26/12/2023

খুব শীঘ্র'ই আল্লাহ আপনাকে একটি সুন্দর অলৌকিক ঘটনা উপহার দিবেন এবং আপনার সব কষ্ট, ডিপ্রেশন যা আপনি ভেবেছিলেন এভাবে'ই থাকবে কখনও ঠিক হবে না তা একদিন নিমিষে'ই শেষ হয়ে যাবে !! 'ইনশাআল্লাহ

22/12/2023

যেভাবে চাপ প্রয়োগ করে মাদানী হুজুরকে বোর্ড বাজার মসজিদ ছাড়তে বাধ্য করা হলো । কি হয়েছিলো তার সাথে বিস্তারিত শুনুন ।
মাওঃ আব্দুর রহিম আল মাদানী

21/12/2023

নুরুল ইসলাম ওলীপুরি ও মুস্তাকুন্নাবী হুজুর চুক্তিবাদী বক্তাদের রাতের ঘুম হারাম করেছে ।

15/12/2023

কেন ভালো জিনিস ভালো লাগে না ?
মিজানুর রহমান আজহারি

14/12/2023

তাহাজ্জুদের শক্তি এতো বেশি যে তা বান্দার ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে

14/12/2023

এতো চিন্তা কিসের,,
তকদীরে যা আছে তাই হবে,,
মুচকি হাসি দিয়ে বলি আলহামদুলিল্লাহ

14/12/2023

বিধবা মহিলাকে বিয়ে করা ভাগ্যের ব্যাপার বা সুন্নাত
কারণ রাসূল(সা:)ও বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন।
আলহামদুলিল্লাহ!!

14/12/2023

আকাশের দিকে তাকিয়ে
নিজের কষ্টগুলো
আল্লাহর কাছে বলা সুন্নত।
আলহামদুলিল্লাহ!

14/12/2023

কি সুন্দর দোয়া!
ইয়া আল্লাহ,আপনি সেই মৃত ব্যক্তিদের ক্ষমা করে দিন,
যাদের জন্য দোয়া করার মতো পৃথিবীতে কেউ'ই নেই।
আমিন ইয়া রব্ব,

14/12/2023

🚫ছোট একটি মোনাজাত
মোনাজাতে সবাই অংশ গ্রহণ করবেন। ইন-শা-আল্লাহ

সবাই পড়ুন

ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,"ইয়া গাফফার" ইয়া সাত্তার, "ইয়া জব্বার "ইয়া ওয়াদুদ" ইয়া আজিজু "ইয়া আজিম "ইয়া হান্নানু "ইয়া মান্নান হে আমার রব, "হে আমার সৃষ্টি কর্তা।

আপনার পবিত্র নামগুলোর উছিলায়, আপনার তাওহীদের সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহু এর উছিলায়, আপনার বন্ধু ও হাবীব হযরত মুহম্মদ (সঃ) এর উম্মত হিসেবে আমাদের সকলের মনের নেক ইচ্ছা গুলো পূরণ করে দেন। অভাব,ঋণ দূর করে দিন।
আমার মতো যারা যারা বিপদে আছে তাদের সকল কে তুমি বিপদ থেকে মুক্ত করে দাও।আমাদের মানসিক কষ্ট দুঃখ দূর করে দাও।আমাদের রিযিকে বরকত দান করুন।বাবা মা পরিবারের সকলকে নেক হায়াত দান করুন। সকলে বলুন আমিন 🤲🤲

সবাই আমিন লিখবেন কষ্ট করে ।।

14/12/2023

আমি ভেবেছিলাম আমি সবকিছু হারিয়েছি,কিন্তুু সিজদাতে আল্লাহকে পেয়েছি!'

আলহামদুলিল্লাহ!!

14/12/2023

ধৈর্য ধরো তুমি আবার কাঁদবে তবে দোয়া কবুল হওয়ার আনন্দে।
‎وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی
অচিরে তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে তুমি খুশী হয়ে যাবে।

‎(সূরা আদ-দোহাঃ ৫)

11/12/2023

পরিবার পদে পদে আপনাকে স্বর্ণ খননকারী হতে চাপ দিবে কিন্তু ভুলেও এই ফিতনায় পা বাড়ানো যাবেনা। নিজের অল্প তুষ্ট স্বভাবে দৃঢ় থাকুন। যদি আলী পান তবে ফাতেমা হয়ে যান, যদি মুহাম্মদ পান তবে আয়েশা হয়ে যান তবুও ফেরাউনকে বিয়ে করে আসিয়া হওয়ার দরকার নাই।

বিয়ে এমন কাউকেই করবেন যিনি জান্নাতে বাড়ি বানানোর সামর্থ্য রাখে, যিনি অঢেল রত্ন ভান্ডারের ব্যবস্থা করে দিতে পারবে আপনার জান্নাতে। মনে রাখবেন বোন, এই দুনিয়া না থাকারই জায়গা। মুসাফিরাহ হয়ে জন্মেছেন আবার সব ফেলে চলে যাবেন। কাফনে পকেট নেই, কবরে নেই লকার। নিজের আমল আখিরাতে ফোকাস দিন।

পাছে লোকে কিছু বলবেই এটাই তাদের স্বভাব! আপনি শুধু ইগনর করে যান। হায়াত ফুরায় আসলে দেখা মিলবে রবের, রাসুলের (স.) হাতে হাউজে কাউসার হতে পানি খেতে পারবেন। এই ছোট মরিচিকার জীবনে আর কি দরকার আপনার!! গভীরভাবে ভাবেন! পরে সময় ফুরালে ভেবে কোন লাভ নাই আফসোস ছাড়া।

11/12/2023

আমি ভেবেছিলাম আমি সবকিছু হারিয়েছি,কিন্তুু সিজদাতে আল্লাহকে পেয়েছি!'

আলহামদুলিল্লাহ!!♥️🌸

10/12/2023

যদি তুমি দেখতে পাও সালাতে তোমার মন বসছে না, বুঝে নিবে এর কারণ ঈমানের দুর্বলতা। তাই তখন ঈমান শক্তিশালী করার জন্য চেষ্টা চালাবে।

10/12/2023

আল্লাহর সন্তষ্টির জন্য নিজের ইচ্ছে গুলোকে বিসর্জন দেওয়ার নামই ভালোবাসা!

10/12/2023

কখনো এটা বলবেন না যে কেউ আপনার অনুভূতি বুঝে না। বরং এটা বলুন যে কেউ বুঝুক আর না বুঝুক আমার রব আমার অনুভূতি ঠিকই বুঝেন।

08/12/2023

দুনিয়াটা ত্যাগের জায়গা,
ভোগের জায়গা না।
অতিরিক্ত চিন্তা বাদ দিন, তকদিরে যা আছে তাই হবে...!
মুচকি হেসে বলে দিন 'আলহামদুলিল্লাহ'💓

08/12/2023

শত শত দোয়া কবুল হওয়ার ভিড়ে
একদিন আমার আপনার দোয়াও কবুল হয়ে যাবে"
ইনশা আল্লাহ!

07/12/2023

'Think Before you say something' - কথাটাকে কখনো গভীর ভাবে ভেবে দেখেছেন?
ভেবে চিন্তে হিসাব করে সুন্দর ভাবে কথা বলুন। আপনার কথায় যেনো কেউ কষ্ট না পায় এভাবে কথা বলুন। মনে রাখবেন ছু'ড়ি, কা'চি বা তলো'য়া'র দ্বারাও যদি কাউকে আঘাত করেন তাহলে সেই আঘাত অথবা ঘা আস্তে আস্তে আজ হোক বা কাল অথবা কয়েক বছর পর ঠিক শুকিয়ে যাবে আল্লাহ চাইলে!
কিন্ত কথার আঘাত এতোই বাজে যা আজ থেকে ২০ বছর পরেও মনে থাকে এমনকি মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কথার আঘাত ভুলতে পারে না 😊
আপনার একটা কথা পারে কারো রুহ পর্যন্ত পৌছাতে, ২০ বছর পরও কারো কষ্টের দীর্ঘশ্বাস হতে!
তাই ভেবে চিন্তে কথা বলুন, সুন্দর ব্যবহার করুন। 💓

07/12/2023

জীবন থেকে হারাম জিনিস গুলো বের করে দিন। তারপর দেখুন আপনার জীবন এবং অন্তর কতটা প্রশান্তিময় হয়।

07/12/2023

আপনি যে পরিমান সময় মানুষকে খুশি করার জন্য ব্যয় করেন সেই সময়টুকু যদি আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করতেন তাহলে আপনি অনেক কিছু অর্জন করতে পারতেন।

07/12/2023

একটা সময় ভাবতাম ;
এত মায়া নিয়ে মানুষ বানানোর পর
আল্লাহ কীভাবে জাহান্নামের আগুনে পোড়াবেন!
এখন মনে হয় ;জীবনের কাছে
যে পরিমাণ সময় আর সুযোগ পেয়েছি,
বাধ্যগত থাকার প্রতিশ্রুতি দিয়ে যতবার অবাধ্য হয়েছি,
এরপর জাহান্নামে না পাঠালেই অবাক হবো!
যদি রেহাই পেয়ে যাই
তবে সেটা তাঁর একান্ত অনুগ্রহ!

আমার যত গোনাহ,ভুল পথে জমা হওয়া পাপ,
প্রভু, তোমার কাছেই পানাহ
গফুরু রহীম তুমি, নেই ক্ষমার অভাব।

--সালমান হাবীব
কবিতায় গল্প বলা মানুষ

06/12/2023

বাসায় মেহমান আসলে কীভাবে বুঝবেন তিনি খেয়ে এসেছেন নাকি খাবেন? উসমানি আমলে এটা বুঝার একটি উপায় ছিলো।

বাসায় কোনো মেহমান আসলে তাকে এক গ্লাস পানি এবং এক কাপ কফি দেয়া হতো। মেহমান যদি প্রথমে কফির কাপ হাতে নিতো, তাহলে ধরা হতো মেহমান খেয়ে এসেছেন। অন্যদিকে, মেহমান যদি আগে পানির গ্লাস হাতে নিতো, তাহলে ধরে নেয়া হতো মেহমান ক্ষুধার্ত, তিনি খাবেন। বাড়ির লোকজনকে তখন সিগনাল দেয়া হতো মেহমানের জন্য যেন খাবার প্রস্তুত করা হয়।

মেহমান খেয়ে আসলে তার জন্য ভারী খাবার প্রস্তুত না করে ফলমূল দেয়া হতো।

এই রীতি মেহমান যেমন জানতো, তেমনি মেজবানও। ফলে, এই ধরনের ভদ্রোচিত সাংকেতিক কমিউনিকেশনে কোনো অসুবিধা হতো না।

' মুমিন এতই নম্র স্বভাব, কোমল ভাষী হয় যে, তার নম্রতার কারণে লোকেরা তাকে বোকা মনে করে।'[ শুয়াবুল ইমান লিল বায়হাকিবাবু ...
05/12/2023

' মুমিন এতই নম্র স্বভাব, কোমল ভাষী হয় যে, তার নম্রতার কারণে লোকেরা তাকে বোকা মনে করে।'

[ শুয়াবুল ইমান লিল বায়হাকি
বাবু ফি হুসনিল খুলুক্ব- ২১২৭৬/২৬২]

04/12/2023

সিজদার সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে, আপনি চুপিসারে জমিনে ফিসফিস করে বলছেন" আর আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ শুনছেন!

03/12/2023

স্ত্রীর সাথে রানির মতো আচরণ করুন, এতে ঘরে
রাজা হয়ে থাকতে পারবেন। আর এটাও প্রমাণিত হবে যে, আপনি একটি রাজপরিবারে রাজা-রানির অধীনে লালিত-পালিত হয়েছেন।

Address

Phulpur
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Lukman Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lukman Hossain:

Videos

Share


Other Digital creator in Mymensingh

Show All

You may also like