Arman Tips Bangla

Arman Tips Bangla Follow Me
(1)

27/08/2024
কাক্কু ২ 😄😄
02/04/2024

কাক্কু ২ 😄😄

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা! সকল সুবিধা যখন নারী কোটায় তাহলে এমন হওয়া অস্বাভাবিক কিছু নয়। ৭৫% উচ্চ শিক্ষিত ম...
08/03/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা! সকল সুবিধা যখন নারী কোটায় তাহলে এমন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

আবার যাদের বিয়ে হয়েছে তারা ক্যারিয়ার গড়তে গিয়ে স্বামী-সংসারে সময় দিচ্ছে না। মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দর কষাকষি করে। আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব ও নারীত্ব না পেয়ে দিনে দিনে অসহ্য হয়ে উঠছে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়ছে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারী বৈশিষ্ট্যর হলে ও সে মানসিকভাবে পুরুষ।

দিনে দিনে এ ব্যাপারটা ভয়াবহ আকার ধারণ করছে। এমন একটা দিন আসতে যাচ্ছে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে, বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।

((সংগৃহীত, কিন্তু পরিমার্জিত)

ময়মনসিংহ আমার গর্ব🙂
06/03/2024

ময়মনসিংহ আমার গর্ব🙂

03/03/2024

আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো – দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর।পক্ষ হতে রহমত মনে হবে।

বলুন তো লোকটার কাকে বাঁচানো উচিৎ আগে?? তথ্য এবং ছবি ( ইন্টারনেট থেকে সংগৃহীত) অনুবাদ - Manira Sultana Papri এই চিত্রকর্ম...
29/01/2024

বলুন তো লোকটার কাকে বাঁচানো উচিৎ আগে??

তথ্য এবং ছবি ( ইন্টারনেট থেকে সংগৃহীত)
অনুবাদ - Manira Sultana Papri

এই চিত্রকর্মটির নাম 'প্রলয় দৃশ্য' Scene of deluge!

১৮২৬ সালের গ্রেট ফ্লাড বা দ্য গ্রেট ফ্লাড হল এর একটি দৃশ্য। জোসেফ-ডিসির কোর্টের Noah's flood বা নূহের বন্যার উপর করা একটি চিত্রকর্ম। ১৮২৭ সালের ৪ঠা নভেম্বর প্যারিস সেলুনে এটি প্রথম প্রদর্শিত হয়েছিল, যদিও - প্রিক্স ডি রোমের বিজয়ী হিসাবে - তিনি সেই সেলুনের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।

এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছেন এবং তার স্ত্রী এবং বাচ্চাকে (ছেলে) সম্পূর্ণরূপে উপেক্ষা করছেন। অথচ তারা তার বেশি কাছাকাছি আছে, তাদেরকে বাঁচানো সোজা। তার বাবা দূরে, তাকে বাঁচানোই বরং কঠিন।

এখানে ছবিটি রুপক। স্ত্রী বর্তমান জীবনের রুপক। পুত্র ভবিষ্যত এবং অপরদিকে বাবা অতীতের রুপক। বোঝাচ্ছে ব্যাক্তিটি অতীতকে আঁকড়ে আছে এবং তার বর্তমান জীবন ও ভবিষ্যৎ হারাচ্ছে। অনেকের দৈনন্দিন জীবনে যা ঘটে তার একটি নিখুঁত রূপক।
এরকম পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়া খুবই কঠিন।
অথচ সিদ্ধান্ত নিতেই হবে এবং মাথা থেকে নিতে হবে। আমাদের জীবনেও এমন পরীক্ষা আসে। আমাদেরকে সেই পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার উপর অনেক সময় আমাদের বাকী জীবন নির্ভর করে।

29/01/2024

স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না।

বিয়ে করে টেলা সামলাও🥰🥰🥀🥀
01/12/2023

বিয়ে করে টেলা সামলাও🥰🥰🥀🥀

বাসটা মাইনকার চিপাই আছে
29/11/2023

বাসটা মাইনকার চিপাই আছে

Address

Ghangail
Mymensingh
2291

Alerts

Be the first to know and let us send you an email when Arman Tips Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arman Tips Bangla:

Videos

Share

Category