Express 24 BD

Express 24 BD MOVES WITH REALITY.
সত্যের সাথে সঞ্চালন।
সত্যই সুন্দর, সুন্দরই সত্য

পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স। দ...
01/06/2024

পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স। দুই স্থানেই পৌঁছানো প্রথম মানুষটি কে জানেন?

তিনি "ভিক্টর ভাসকেভো"! যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এডভেঞ্চারের নেশা।

পৃথিবীর ৭ মহাদেশের ৭টি সর্বোচ্চ চূড়ায় এবং পৃথিবীর মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম ৫ স্থানে অভিযান সফল করেছেন তিনি"

এক্স মার্কিন নেভিয়ান ভিক্টর মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম ৫ স্থানে যে অভিযান করেছিলেন, সেখানে সলো অভিযান ছিলো দুইটি।

এমনকি গত বছরেও তিনি মহাকাশ ভ্রমনের অভিজ্ঞতা নিয়ে এসেছেন!

শুধু তাই নয়, উত্তর মেরু আর দক্ষিন মেরুর শেষ বিন্দুতে স্কি করে এসেছেন তিনি।

এই মানুষটা তার জীবদ্দশায় এমন এমন অভিযান করেছেন যে রিস্ক ফেক্টর বিবেচনা করলে বেঁচে থাকাটা মহা বিস্ময়! কিন্তু রাখে আল্লাহ মারে কে!

টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন ৩২ বার ডুবন্ত টাইটানিক দেখতে বার বার অতল সমুদ্রে অভিযান করেছেন!

টাইটানিক তো মাত্র ১২০০০ ফুট নিচে, ভিক্টর প্রথম একা মানুষ হিসেবে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্সের গভীরে সফল অভিযান করেছিলেন! সমুদ্রের ৩৫০০০ হাজার ফুটে নিচে ছোট্ট একটা সামবেরিন নিয়ে ল্যান্ড করিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে গভীরতম যায়গায়।

যেখানে পানির চাপ ছিলো প্রতি বর্গ ইঞ্চিতে ১৬০০০ পাউন্ডের বেশি! দুর্ঘটনা ঘটলে পানির প্রেসারে চেপ্টা হয়ে মৃত্যু বরন করতে হতো। তবুও এডভেঞ্চার নামক নেশাটা তাকে দমিয়ে রাখতে পারেনি। সফল ভাবে বেচে ফিরেছিলেন তিনি।

মানুষের এই অদম্য এডভেঞ্চারাস একটিভিটি পৃথিবীর মানচিত্র পাল্টে দিয়েছিলো একসময়। অনেক কিছুই আমরা উপভোগ করছি যা মানুষের মৃত্যুর মুখোমুখি হয়ে অর্জন করতে হয়েছে।

আর আপনি কিনা নিজের ছোট-খাটো লক্ষ্যগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন! কেন?

উঠে দাঁড়ান। আবার পরিকল্পনা করুন। পরিশ্রম করুন। লেগে থাকুন।

বাবর আলীর এভারেস্ট জয় ।Proud of 🇧🇩
19/05/2024

বাবর আলীর এভারেস্ট জয় ।
Proud of 🇧🇩

এর জন্য বেশি দ্বায়ী প্রতিবেশীরা.....
13/05/2024

এর জন্য বেশি দ্বায়ী প্রতিবেশীরা.....

কি আশ্চর্যজনক আবিষ্কার! বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পিঁপড়ারা শীতের জন্য প্রয়োজনীয় শস্য এবং বীজ সংগ্রহ করার পরে তাদে...
11/05/2024

কি আশ্চর্যজনক আবিষ্কার! বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পিঁপড়ারা শীতের জন্য প্রয়োজনীয় শস্য এবং বীজ সংগ্রহ করার পরে তাদের বাসাগুলিতে সংরক্ষণ করার আগে সেই বীজগুলির প্রতিটি অর্ধেক ভাগ করে ফেলে :

এর কারণ সেগুলিকে অর্ধেক করে ভেঙ্গে বৃষ্টির মধ্যেও অঙ্কুরোদগম করা থেকে বিরত রাখে ।

কিন্তু বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন যখন তারা আবিষ্কার করেছিলেন যে পিঁপড়ার বাসাটিতে সংরক্ষিত ধনের বীজ 2 টুকরার পরিবর্তে 4 টুকরো হয়ে গেছে। গবেষণার পরে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে একটি ধনে বীজ দুটি ভাগে বিভক্ত হওয়ার পরেও অঙ্কুরিত হবে, তবে এটি চার ভাগে বিভক্ত হওয়ার পরেও অঙ্কুরিত হবে না।

তাহলে এই ক্ষুদ্র ক প্রাণীরা কিভাবে এই সব জানে? মানুষ খুব কম জানে, তার অন্যান্য প্রাণীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

সংগৃহীত।

 #মেট্রোরেল_সকলেরশরীরে ময়লার গন্ধ, মুখে বাজে গন্ধ, গায়ে ছেড়া পোশাক।একদল এদের দেখেই আনসার ডেকে এনে নামিয়ে দিতে চাইলো। সাথ...
11/05/2024

#মেট্রোরেল_সকলের
শরীরে ময়লার গন্ধ, মুখে বাজে গন্ধ, গায়ে ছেড়া পোশাক।
একদল এদের দেখেই আনসার ডেকে এনে নামিয়ে দিতে চাইলো। সাথে সাথে তারা কার্ড দেখিয়ে বুঝিয়ে দিলো মেট্রোরেল সবার❤️🥰

৪১ বছরের সুদীর্ঘ প্রচেষ্টায় বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে বাঁচাতে মরুভূমির মতো জমিকে তিনি বদলে দিলেন ঘন সবুজ অরণ্যে...
07/05/2024

৪১ বছরের সুদীর্ঘ প্রচেষ্টায় বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে বাঁচাতে মরুভূমির মতো জমিকে তিনি বদলে দিলেন ঘন সবুজ অরণ্যে,বৃক্ষরোপণের মাধ্যমে বন্ধ্যা ভূমিকে বদলে দিলেন অরণ্যে। ৪১ বছর আগে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নিজেই চারাগাছ লাগানো শুরু করেন হিকমেত। কর্মজীবন তো বটেই অবসর নেওয়ার পরেও উনিশ বছর ধরে লাগাতার বৃক্ষরোপণ করে চলেছেন তিনি। ইতিমধ্যেই প্রায় তিন কোটি গাছ লাগিয়েছেন তিনি। ব্যর্থ হয়নি তাঁর অধ্যবসায়। ৪১ বছরের দীর্ঘ প্রচেষ্টায় মরুভূমির মতো জমি বদলে গিয়েছে ঘন সবুজ অরণ্যে। স্বপ্ন সফল করতে পেরে নিজেও খুশি হিকমেত। গোটা বিশ্বেই যখন রোজ কমছে অরণ্যের পরিমাণ,তখন একজন মানুষের এমন কাজ আদায় করে নিচ্ছে কুর্নিশ ......

১৯৭৮ সালে তুরস্কের বন দফতরের কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন হিকমেত। দীর্ঘদিন উত্তর তুরস্কে বন দফতরের শীর্ষকর্তার দায়িত্ব সামলেছেন তিনি। এই সময়ে চোখের সামনে দেখতে পান কীভাবে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অরণ্য। প্রায় মরুভূমিতে পরিণত হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল। ছিলেন বন দফতরের অধিকর্তা,নিজের চোখে দেখেছেন কী ভাবে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অরণ্য। শেষমেশ পরিবেশ রক্ষার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন তুরস্কের বন দফতরের প্রাক্তন অধিকর্তা হিকমেত কায়া,বৃক্ষরোপণের মাধ্যমে বন্ধ্যা ভূমিকে বদলে দিলেন অরণ্যে .......🙏🏻

আসসালামুআলাইকুম, টেক্সাসে একটি পুরোনো বিশাল আকৃতির গাছকে বাঁচিয়ে রাখার জন্য কত যে চেষ্টা চলছে তাই ছবিটি শেয়ার করলাম। আ...
28/04/2024

আসসালামুআলাইকুম,
টেক্সাসে একটি পুরোনো বিশাল আকৃতির গাছকে বাঁচিয়ে রাখার জন্য কত যে চেষ্টা চলছে তাই ছবিটি শেয়ার করলাম। আমাদের বাংলাদেশে নিজস্ব এবং সরকারী উদ্যোগে সকলে মিলে বেশী বেশী করে গাছ লাগিয়ে নতুন এবং পুরাতন গাছ সমূহকে ছবির এই গাছের মতো টিকিয়ে রাখার মন মানসিকতা নিয়ে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ তাহলে তীব্র তাপমাত্রার লু হাওয়া হতে অনেকটা বেঁচে থাকা সম্ভব হবে, এসবের কোনো বিকল্প নেই।

জলবায়ু পরিবর্তনকে অনেকটা রুখে দেয়া সম্ভব যদি নিজেরা একটু সচেতন হওয়া যায়, সমগ্র বিশ্ব নিয়ে তো আমরা কিছু করতে পারবোনা এবং সম্ভব নয়, চাচা আপন পরাণ বাঁচা- এমনকি উন্নত বিশ্বের দেশ সমূহ কিন্ত জলবায়ু পরিবর্তনের ধাক্কাতে বিপর্যস্ত বাদ বাকী বিশ্বকে নিয়ে তারা সত্যিকার অর্থে মোটেও চিন্তিত নয়, তারা নিজেরা তাদের আখের গোছানো নিয়ে ব্যস্ত, তাই আমরা বাংলাদেশের জনগণ সকলে মিলে জলবায়ু পরিবর্তনকে কিভাবে ঠেকানো যায় সেই চেষ্টা করে যেতে হবে।
ধন্যবাদ

সংগৃহীত
ইরমান
হিউস্টন
টেক্সাস
আমেরিকা
২৫শে এপ্রিল, ২০২৪ ইং।।

আহ্ জীবন!!!মূহুর্তের মধ্যেই‌ সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল...কি থেকে কি হয়ে গেল...অথচ এই ...
25/03/2024

আহ্ জীবন!!!
মূহুর্তের মধ্যেই‌ সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল...কি থেকে কি হয়ে গেল...অথচ এই জীবন নিয়ে আমাদের কতশত আশা...আরও‌ কত কি...মহান আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে হেফাজত করুন...

#আমীন 🤲

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চালক সিএনজিতেই জ্বলে-পুড়ে নিহত হয়ে যায়। ভাগ্যিস সিএনজিতে কোনো যাত্রী ছিল না।

কী নির্মম মৃত্যু! দেখে খুব খারাপ লাগছে !😰

16/01/2024

গফরগাঁও এর আলোচিত ডাঃ হারুনের হত্যাকারী ঘাতক রুবেলকে গণপিটুনি।
গয়েশপুর বাজারে হোমিওপ্যাথি
ডা: হারুন অর রশিদ কে
ডা: শাহাবুদ্দিন এর ছেলে রুবেল - আজ বাজারে কু*পিয়ে হ*ত্যা করেন।

--অতঃপর ঘরবাড়িতে অ*গ্নিসংযোগ, তারপর মানুষ খুনিকে গণপিটুনি দেয়।ছেলেকে বাচাতে যেয়ে মা মৃত্যুশয্যায়

 #যেখানে_মিলিত_হয়েছে_চারটি_দেশজাম্বিয়ার ছোট্ট সীমান্তবর্তী শহর কাজুঙ্গুলা। এখানে মিলিত হয়েছে চারটি ভিন্ন দেশের সীমান্ত: ...
01/01/2024

#যেখানে_মিলিত_হয়েছে_চারটি_দেশ
জাম্বিয়ার ছোট্ট সীমান্তবর্তী শহর কাজুঙ্গুলা। এখানে মিলিত হয়েছে চারটি ভিন্ন দেশের সীমান্ত: জাম্বিয়া, জিম্বাবুয়ে, বৎসোয়ানা ও নামিবিয়া।

সবজি চাষে সফলতার পরকৃষকের মুখে তৃপ্তির হাসি🥰
24/11/2023

সবজি চাষে সফলতার পর
কৃষকের মুখে তৃপ্তির হাসি🥰

👀 গাছ না কেটেই ৭০০ বছর ধরে কাঠ উৎপাদন করছে জাপানিরা... ১৪ শতকে অসাধারণ 'ডাইসুগি' কৌশলের  সৃষ্টি করে জাপান...🌗.. ডাইসুগি ...
18/11/2023

👀 গাছ না কেটেই ৭০০ বছর ধরে কাঠ উৎপাদন করছে জাপানিরা... ১৪ শতকে অসাধারণ 'ডাইসুগি' কৌশলের সৃষ্টি করে জাপান...🌗.. ডাইসুগি এমন একটি পদ্ধতি যে.. প্রাচীন গাছগুলো না কেটেই নতুন করে বৃক্ষরোপন করার পদ্ধতি...
🌗 ছবিতে উল্লেখিত ৭০০ বছর পুরাতন বনসাইটিকে না কেটে তার উপর দিয়েই নতুন করে বৃক্ষরোপন করা হয়েছে....
সংগৃহীত 🌹

এই সেই এন্ড্রিক,,যার জন্য ব্রাজিলিয়ানরা পাগলের মতো অপেক্ষা করেছিল এতদিন.. 🇧🇷💫অবশেষে ব্রাজিলের ৩য় খেলোয়াড় হিসেবে ১৭ বছর ব...
11/11/2023

এই সেই এন্ড্রিক,,যার জন্য ব্রাজিলিয়ানরা পাগলের মতো অপেক্ষা করেছিল এতদিন.. 🇧🇷💫

অবশেষে ব্রাজিলের ৩য় খেলোয়াড় হিসেবে ১৭ বছর বয়সেই জাতীয় দলে ডাক পেলেন🖤🌺
শুভকামনা রইলো ভবিষ্যত তারকা।

ট্রান্সলেশন
03/11/2023

ট্রান্সলেশন


ইংরেজি র চৌদ্দ গোষ্ঠী
01/11/2023

ইংরেজি র চৌদ্দ গোষ্ঠী

হাসিমুখে শহীদ সন্তানের লাশ কাধে নিলেন মা🌹ইতিহাসে সাক্ষী হয়ে রইলেন এই ফিলিস্তিনি মা🇵🇸❤️আল্লাহু আকবার।🇵🇸
15/10/2023

হাসিমুখে শহীদ সন্তানের লাশ কাধে নিলেন মা🌹

ইতিহাসে সাক্ষী হয়ে রইলেন এই ফিলিস্তিনি মা🇵🇸❤️
আল্লাহু আকবার।🇵🇸

স্বাধীন_ফিলিস্তীন
13/10/2023

স্বাধীন_ফিলিস্তীন

Address

Fulbaria
Mymensingh

Telephone

+8801743294497

Website

Alerts

Be the first to know and let us send you an email when Express 24 BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Express 24 BD:

Videos

Share

Category

Nearby media companies