netrokonar_adda

netrokonar_adda এই পেইজের নিয়মিত কার্টুন ভিডিও শিক্ষণীয় ভি‌ডিও,গ্রাম বাংলার বৈ‌চিত্র ভি‌ডিও আপ‌লোড করা হয়

05/08/2024
03/08/2024

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতেআগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ শুক্রবার রাতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মু. মেহেদী হাসান।

তিনি জানান, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের ওপর গুলি করার প্রতিবাদে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো।

অসহযোগ আন্দোলন সফল করার জন্য আপনারা কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানিরসহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদানে বিরত থাকুন, সরকারি-বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ রাখুন, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন, রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন, সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন।

তিনি আরও জানান, আপনারা ভবনে-ভবনে, পাড়ায়- পাড়ায়, মহল্লায়-মহল্লায়, জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলুন। প্রত্যেক দল-মতের মানুষকে আহ্বান জানাচ্ছি আন্দোলন সফল করার জন্য। এছাড়া ছাত্র হত্যার প্রতিবাদে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীকালের বিক্ষোভ মিছিল সফল করুন।

17/07/2024

Important Post ( Approve Please)

আমরা ভুল জায়গায় ট্রেন্ডিং করতেছি। ভাই দয়া করে টুইটারে আসেন সবাই। ফেসবুক ট্রেন্ডিং করে কোন লাভ নাই। আমাদের অনলাইনের আন্দোলন এক্স(টুইটার) করা উচিত। এক্স ( টুইটার) হচ্ছে অনলাইন আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যাম।

১ যেখানে খুব সহজেই ইন্টারনেশনাল মিডিয়ার ফোকাস পাওয়া যায়। বিদেশি রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, মিডিয়া, সাংবাদিক, সাধারণ মানুষ, বিশ্ব নিয়ে সচেতন মানুষ সকলেই একটিভ।

২ টুইটারের রেসপন্স ভালো পাওয়া যায় । যতো বেশি হ্যাসট্যাগ হবে তো ট্রেন্ডিয়ে থাকবে। ততো ইন্টারনেশনাল মিডিয়া ফোকাস পাওয়া যাবে৷

৩ ফেসবুক শুধু আমাদের দেশেই জনপ্রিয়। বাহিরে আন্দোলনের জন্য টুইটারই ব্যবহার করা হয়। ভারতের বেশির ভাগ অনলাইন আন্দোলন টুইটারেই করা হয়। আর সমাধানও বেশি পাওয়া।

৪ ফেসবুক ট্রেন্ডিং করে খুব বেশি লাভ নাই। কমেন্টে হ্যাশট্যাগ দিয়েও লাভ নাই কাউন্ট হয় না। তাই টুইটারে করা উচিত। জানি অনেকেরই একাউন্ট নাই এক্স( টুইটারে) তাই যতো তাড়াতাড়ি সম্ভব একাউন্ট খোলা।

৬ অবশ্যাই টুইট করার সময় হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ৮০/৯০ হ্যাশট্যাগ হয় মাত্র। আমাদের ৪/৬ মিলিয়ন লাগবে সারা বিশ্বে সারা ফেলতে।

৭ দয়া করে টুইটারে আসেন৷ বড় বড় নেতাদের ট্যাগ করে পোস্ট দেন। ইংলিশে গুছিয়ে লিখেন সব কথা। তাদের মনের কথা গুলা ইংলিশে লিখেন। তাদের বুজে পোস্ট দেন।

আরো একবার বলি টুইটার থেকে বেস্ট কিছু নাই। ইন্টানেশনাল মিডিয়ার ফোকাস পেতে হলে টুইটারই বেস্ট



স্বা-ধী-নতা অর্জনের চেয়ে স্বা-ধীনতা র-ক্ষা করা কঠিনভাব- সম্প্রসারণটার অর্থ আজ চো-খের সামনে!'🙂💔
16/07/2024

স্বা-ধী-নতা অর্জনের চেয়ে স্বা-ধীনতা র-ক্ষা করা কঠিন
ভাব- সম্প্রসারণটার অর্থ আজ চো-খের সামনে!'🙂💔

16/07/2024

ছাত্রদের দমিয়ে রাখা যদি এতটাই সহজ হতো তাহলে আজকে রাষ্ট্রভাষা উর্দু থাকতো।

16/07/2024

ব্রেকিং নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটা হলে ছাত্রলীগ তালা মেরে দিয়েছে এবং সর্বদা নজরদারিতে রাখতেছে আজকের কর্মসূচিতে যেভাবেই হোক ওরা কাউকে যেতে দিবে না।
রাজধানীতে যত কলেজ ইউনিভার্সিটি আছে সরকারি হোক বেসরকারি হোক, সবাইকে একতাবদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অসহায় দিনে পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছে।
বিভিন্ন গ্রুপে পোস্ট করে দিন এটা।
(Collected)

আহ! স্বাধীনতা 🥲১৫-০৭-২০২৪এটা ইসরা‌য়েল ভে‌বে কেউ ভূল কর‌বেন না, এা স্বাধীন বাংলাদে‌শের চিত্র ,😪😪😪😓
16/07/2024

আহ! স্বাধীনতা 🥲
১৫-০৭-২০২৪
এটা ইসরা‌য়েল ভে‌বে কেউ ভূল কর‌বেন না, এা স্বাধীন বাংলাদে‌শের চিত্র ,😪😪😪😓

06/07/2024

Active আছি
follow‌ দেন beack follow
নেন

05/07/2024

back to back

26/04/2024

Hlw......

With Math Worlds – I just got recognized as one of their top fans! 🎉
21/11/2023

With Math Worlds – I just got recognized as one of their top fans! 🎉

21/09/2023

₹₹₹ ‌যে বউ‌য়ের মা যত
বেশ‌ি চ‌লাক
সে বউ‌য়ের তত তাড়াতা‌ড়ি
তালাক₹₹₹₹₹

14/09/2023

ফ্রি আছি এখন
𝐅𝐨𝐥𝐥𝐨w 𝐛𝐚𝐜𝐤 𝐭𝐨 𝐛𝐚𝐜𝐤
রকেটের গতিতে চলবে ফলো ব্যাক একে অন্যকে সহযোগিতা করি, সবার পেইজটা বড় করি।

02/09/2023

বাবার ডেড বডি নিয়ে অপেক্ষা করছে সবাই। একমাত্র রত্ন ছেলে আমেরিকায়। মস্ত ইঞ্জিনিয়ার। যেকোনো মুহূর্তে হয়তো এসে যাবেন।

খালার কাছে ফোন এল, 'কোম্পানি গতকালই আমাকে অনেক উঁচু পদে প্রমোশন দিয়েছে। আসতে অক্ষম। যত টাকা দরকার পাশ বই থেকে মা তুলে নিক। খুব ঘটা করে যেন চল্লিশার ভোজন হয়। পরে আসব। দুঃখিত।'

মা কান্নায় ফেটে পড়েন। বলেন, 'খোকা। তোর কাছে বস-ই সব, বাবা কিচ্ছু না? পাড়াতে ছিঃ ছিঃ পড়ে যাবে। সবাই মুখ লুকিয়ে হাসবে। তোর অন্ধ গোলামী দেখে। যে করে হোক বাবা অন্তত চল্লিশার আগের দিন আয়।'

ছেলে বলে 'কিছু মনে কোরো না মা। দাদু যেদিন মা’রা গেলেন সেদিনও তুমি আমাকে স্কুলে পাঠিয়েছিলে জোর করে। বলেছিলে, অন্যের দিকে, কারোর দিকে না তাকিয়ে নিজের কাজ করো। এটাই উন্নতির চাবিকাঠি। তোমার শিক্ষাই তো.....।

কাঁপতে কাঁপতে মা ফোনটা ছেড়ে দিলেন হঠাৎ।😶
©
#পারিবারিকশিক্ষা

🤫🤫🤫🤫🤫🤫🤣🤣🤣
01/09/2023

🤫🤫🤫🤫🤫🤫🤣🤣🤣

Address

Netrokona Road
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when netrokonar_adda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to netrokonar_adda:

Videos

Share

Category