R.H Academy with Hasi Mem

R.H Academy with Hasi Mem "শিক্ষা হোক জ্ঞান অর্জনের জন্য"
সহকারী শিক্ষক (আরবি)
বি.এড & বি.এস.এস (অর্থনীতি)
"সঠিক জানেন, সঠিক শিখেন,
নিজেকে, সমাজকে এবং দেশকে আলোকিত করেন"
(3)

25/12/2024

রফা, নসব, যার অথবা যম্মা, ফাতহা, কাসরা

09/12/2024

প্রশ্নোত্তরে ১০০ আমেল (সম্পূর্ণ)

🔰 প্রাচীন বাংলার জনপদসমূহ 🔰১. পুণ্ড্রঃ বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ। প্রাচীন বাংলার জনপদগুল...
08/12/2024

🔰 প্রাচীন বাংলার জনপদসমূহ 🔰
১. পুণ্ড্রঃ বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ। প্রাচীন বাংলার জনপদগুলাের মধ্যে অন্যতম হলাে পুন্ড্র। বলা হয় যে, পুন্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুন্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল।পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুন্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন।
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খােদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয়, বাংলাদেশে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।

২. বরেন্দ্ৰঃ নাটোর,পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ।
বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়।
এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা হয়, পুরো একটি অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলাজুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।

৩. বঙ্গঃ ঢাকা, ফরিদপুর, বিক্রমপুর, বাকলা (বরিশাল)।
‘বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে বঙ্গ’ বলে একটি জাতি বাস করতাে। তাই জনপদটি পরিচিত হয় ‘বঙ্গ’ নামে।
প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়—একটি বিক্রমপুর, আর অন্যটি নাব্য। বর্তমানে নাব্য বলে কোনাে জায়গার অস্তিত্ব নেই।
ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভুমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল। ‘বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল।

৪. গৌড়ঃ মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ। গৌড়’ নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়ের রাজ বলা হতাে। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতাে।

৫. সমতটঃ বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল।
পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মােহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতাে সমতট।
কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম।

৬. রাঢ়ঃ পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর জেলা।

৭. হরকূল বা হরিকেলঃ চট্টগ্ৰাম, পার্বত্য চট্ৰগ্ৰাম, ত্ৰিপুরা, সিলেট। সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এ জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল।

৮. চন্দ্ৰদ্বীপঃ বরিশাল, বিক্ৰমপু্‌র, মুন্সীগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল। প্রাচীন বাংলায় আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়। এটি হলাে চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

৯. সপ্তগাঁওঃ খুলনা এবং সমুদ্ৰ তীরবর্তী অঞ্চল।

১০. তাম্ৰলিপ্তঃ মেদিনীপুর জেলা। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে।

১১. রূহ্ম/ আরাকানঃ কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলি নদীর দক্ষিণা অঞ্চল।

১২. সূহ্মঃ গঙ্গা-ভাগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ, আধুনিক মতে বর্ধমানের দক্ষিণাংশে, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে সূহ্ম দেশের অবস্থান ছিল।

১৩. বিক্রমপুরঃ মুন্সীগঞ্জ এবং পার্শ্ববর্তী অঞ্চল।
১৪. বাকেরগঞ্জঃ বরিশাল, খুলনা, বাগেরহাট।

[অনলাইন মাধ্যমে হতে সংগৃহীত]

05/12/2024

১৬ প্রকার ইসিমের ৯ প্রকার اعراب

04/12/2024

English Second paper (Grammer Part) #
Tag Question/ Question Tag
Part: 01
SSC/Dhakhil/Alim/JoB preparation

বিসিএস ভাইভার নম্বর ১০০ এবং আবেদন ফি ৩৫০ টাকা নির্ধারণ
02/12/2024

বিসিএস ভাইভার নম্বর ১০০ এবং আবেদন ফি ৩৫০ টাকা নির্ধারণ

01/12/2024

الاسماء الموصولات

01/12/2024

📣পড়া মনে রাখতে পারেন না? 🧠🎯

আপনার কি মনে হয় বিসিএস প্রিলি প্রস্তুতিতে অনেক কিছু পড়েন, মুখস্থ করেন, কিন্তু পরীক্ষার সময় মনে থাকে না?
চিন্তা করবেন না! জেনে নিন পড়াকে দীর্ঘ সময় মনে রাখার কার্যকর কৌশল👇👇👇

✅ ১. সংক্ষেপে লিখুন, বড় না পড়ুন!
যতটুকু সম্ভব নিজের নোট তৈরি করুন। ছোট বাক্যে বা পয়েন্ট আকারে লিখলে সহজে মনে থাকে।

✅ ২. রিভিশনের সাইকেল ফলো করুন।
২৪ ঘণ্টা, ৭ দিন, ৩০ দিন—এই নিয়মে রিভিশন দিন। এটি আপনার স্মৃতিকে দীর্ঘস্থায়ী করবে।

✅ ৩. ভিজ্যুয়াল মেমোরি ব্যবহার করুন।
টেবিল, চার্ট, বা মাইন্ডম্যাপ তৈরি করুন। চোখে দেখে শিখলে তা মস্তিষ্কে গভীর ছাপ ফেলে।

✅ ৪. সময় ভাগ করে পড়ুন।
একটানা ঘণ্টার পর ঘণ্টা পড়ার চেয়ে ছোট ছোট সময় ধরে পড়ুন। ২৫ মিনিট পড়া + ৫ মিনিট বিরতির পমোডোরো টেকনিক ব্যবহার করুন।

✅ ৫. শেখান এবং লিখুন।
যা শিখেছেন তা কাউকে শেখানোর চেষ্টা করুন। শেখানো বা নিজে লিখে প্র্যাকটিস করলে স্মৃতি আরও শক্তিশালী হয়।

🎯 মনে রাখুন: প্রস্তুতি কৌশলগত হলে সফলতা নিশ্চিত। শুধু কঠোর পরিশ্রম নয়, স্মার্ট পড়াশোনা করতে হবে।

©

28/11/2024

الاسماء الاشارات
এর ব্যবহার।

28/11/2024

৪৭তম প্রিলিমিনারি সার্কুলার প্রকাশিত...
পোস্ট- ৩৪৮৭ টি।
পরীক্ষা সম্ভাব্য মে মাসে হতে পারে।

27/11/2024

নির্দেশ বাচক বিশেষ্যসমূহ ( الاسماء الاشارات)

25/11/2024

গুরুত্বপূর্ণ তারকিব

25/11/2024

ই'রাব হিসেবে ফে'ল মুযারে এর #ভাইভা প্রকার
পর্ব ০১
১ম প্রকার

24/11/2024

প্রশ্নোত্তরে ১০০ আমেল

পাঠ: ০৫

23/11/2024

প্রশ্নোত্তরে ১০০ আমেল

পাঠ: ০৪

22/11/2024

প্রশ্নোত্তরে ১০০ আমেল

পাঠ: ০৩

With At-Tadrees Online Madrasah – I just got recognized as one of their top fans! 🎉
22/11/2024

With At-Tadrees Online Madrasah – I just got recognized as one of their top fans! 🎉

Address

Haluaghat
Mymensingh

Telephone

+8801406322752

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.H Academy with Hasi Mem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R.H Academy with Hasi Mem:

Videos

Share