20/12/2024
আপনার ওয়্যারড্রোবে কতোগুলো পোশাক আর পণ্য আছে আপনার একার? জামা/ শার্ট, পাজামা/ প্যান্ট, মোজা, জুতো, ইনার, ব্যাগ এগুলো প্রতিটার ফরম্যাল, ক্যাজুয়াল, পার্টি, সিজনাল, উৎসব, উদযাপন ভার্সনসহ গুনলে মোট কতোগুলো?
এই যে এতো উদ্যোগ আর উদোক্তাদের মিছিল, এই যে ইন্ডাস্ট্রির সেল বাড়ানো, প্রফিট বাড়ানোর প্রতিযোগিতা, এইটার এক্সিট পয়েন্ট কী? অ্যাপল প্রতি বছর নতুন মডেলের আইফোন আনে, যেখানে এক বছর আগের আইফোনের আয়ু শেষ হয় নাই কিন্তু কনজিউমারের মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে -
"তোমার নতুন আরেকটা আইফোন লাগবে। কারণ আমরা কষ্ট করে এটা উৎপাদন করেছি শুধু তোমার প্রয়োজনের কথা ভেবে।"
আমরা মনে করছি, অ্যাপল আমাদের কথা ভাবে, অ্যামাজন আমাদের কথা ভাবে, নাইকি আমাদের কথা ভাবে, আমরা কী চাই এটা তারা ভেবে ভেবে আমাদের জীবন সহজ করছে। তাই কি?
আমাদের "চাওয়া"র স্ট্যান্ডার্ড সেট করে সফল মানুষের স্ট্যান্ডিং ওভেশান নিচ্ছে অন্য কেউ, ব্যাপারটা হাস্যকর না? এক বছর আগে যেটা চাইলাম, সেটা কীভাবে আমাদের বাসা থেকে এক্সিট করছে? আমরা ডিক্লাটার, ডোনেশান নামের যে ছেলেভুলানো লেবেনচুষ খেয়ে নিজেদের বাহবা দিচ্ছি, সেটা আসলে পৃথিবীর ঠিক কোন জায়গায় গিয়ে শেষ হচ্ছে?
আরেকটু সহজ করে বলি।
আমার আগের আইফোন আমি দিলাম এমন কাউকে যে শাওমি ইউজ করে, সে আইফোন পেয়ে তার শাওমি দিলো অং বং চং ফোন যে ইউজ করে তাকে, ঐ ইউজেবল ফোনটা কোথায় গেলো? সের দরে বাতিল পণ্য কেনে যে লোকটা তার ভাঙারির দোকানে? এরপর কোথায়? ক্রাশ করা হলো? রিসাইকেল? ডিভাইসের হেভি মেটালটা?
আমি উত্তর দিচ্ছি। আমার এই বছর নতুন আইফোন চাওয়ার বিনিময়মূল্য আরেকটা মানুষ তার জীবন দিয়ে দিচ্ছে। যার জীবন অনেক সস্তা টেকনিক্যালি সব মেইনটেইন করে আইফোন রিসাইকেল করার প্রসেসের চেয়ে। যে ক্রাশ করে রিসাইকেল করার সময় শ্বাসের সাথে বিষ শুষে নিলো।
এই চক্র কয়েক বছর চললে অং বং চং থাকবে না, প্রতি নতুন আইফোনের বিনিময়ে পুরনো কিন্তু ফাংশনাল আইফোন রিসাইকেল হবে।
আবার ধরেন, আমি জেফ বেজোসকে আমার গ্লোরিফায়েড আইডল করে উদ্যোক্তা হলাম, সেল বাড়ালাম, টাকা বানালাম আমার সন্তানের জন্য, আমার সন্তান সেই টাকায় ক্যান্সারের ওষুধ কিনবে যখন আমি থাকবো না। কারণ এই ক্যান্সার পৃথিবীর মাটিতে, বাতাসে, পানিতে রেখে গেছি আমি নিজেই। যদিও এই কথা খুব কম মানুষই পষ্ট উচ্চারণে স্বীকার করবে।
সেল বাড়ানো মানে প্রোডাকশান বাড়ানো, প্রোডাকশান বাড়ানো মানে কনজিউমারের বেশি বেশি ওয়েস্ট করার মেন্টালিটিকে ভ্যালিডিটি দেয়া, পুরনো পণ্যের এক্সিট পয়েন্ট নিয়ে কাউকে জানতে না দেয়া- এটা যদি সফলতার গল্প হয় তাহলে আমি দৈনিক ব্যবহারের ১০০ ভোগ্য পণ্য আর আপনি নিজের ২০০ ভোগ্য পণ্য রেখে কালকে একসাথে মারা গেলে জীবনে কে জিতে গেলাম? কে সফল হলাম? ৩০০ গার্বেজের বিনিময়ে আপনার-আমার জীবনের সফলতার মূল্য নির্ধারণ হবে কি?
(এই লেখা আরো বিভিন্ন সেক্টর নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বড় করতে পারতাম, করলাম না। আপনি চিন্তা করেন, দৈনন্দিন এসব পণ্য উৎপাদনে কয়টা ব্র্যান্ড যুগ যুগ ধরে লিড দিয়ে যাচ্ছে আর তাদের দেখে প্রতি বছর কয়টা পাতি ব্র্যান্ড ব্যবসা শুরু করছে। পণ্য উৎপাদন বাড়তে থাকার বিপরীতে কনজিউমার আসলে কতোজন?)