Sadia Luna

Sadia Luna Nätürë lover,Finding Pëacë in every Petäl

দেখতে দেখতে আরও একটি বছর পেরিয়ে গেলো এভাবেই সময়গুলো জীবন থেকে ছুটি নিয়ে পালিয়ে বেড়ায় যা সবার ধরা ছোয়ার বাহিরে। এই...
31/12/2024

দেখতে দেখতে আরও একটি বছর পেরিয়ে গেলো এভাবেই সময়গুলো জীবন থেকে ছুটি নিয়ে পালিয়ে বেড়ায় যা সবার ধরা ছোয়ার বাহিরে।

এই সময়ের ব্যবধানে কত কিছুই না হারিয়ে ফেলি আবার কত কি না অর্জন করে নেই তবুও জীবন থেমে নেই জীবন চলছে জীবনের নিয়মে।
এভাবেই কেটে যাবে প্রতিটি বছর, শুধু বছরের শেষ প্রান্তে দাড়িয়ে সবাই পিছু ফিরে তাকিয়ে দেখে কতই না সুখ, দুঃখ পেলাম বিগত দিনগুলোতে তবে এই হিসাব কখনোই মানুষ মিলাতে পারে না।
সবটাই মেনে নিয়ে সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দেয় শুধু নতুন কোনো এক প্রত্যাশায়.🤍

নতুন বছরের শুভেচ্ছা রইলো।।

31/12/2024
আর মাত্র ৩ দিন‼️সারা বছরেও আপনাকে কেউ ভালোবাসে নাই, এই ৩ দিনেও ভালোবাসবে না! ঘুমাইয়া যান! ❤️
28/12/2024

আর মাত্র ৩ দিন‼️
সারা বছরেও আপনাকে কেউ ভালোবাসে নাই, এই ৩ দিনেও ভালোবাসবে না!
ঘুমাইয়া যান! ❤️

With preety girl Tanmee's Notebook.A Very well hearted person..♥️
27/12/2024

With preety girl Tanmee's Notebook.
A Very well hearted person..♥️

রাত জাগতে জাগতে চেহারা 🙂হুবহু NID কার্ডের সাথে মিলে যাচ্ছে!💔
26/12/2024

রাত জাগতে জাগতে চেহারা 🙂
হুবহু NID কার্ডের সাথে মিলে যাচ্ছে!💔

মানুষ ঠকিয়ে জান্নাতের আশা ছেড়ে দিন। সৃষ্টিকর্তা দয়াবান, কিন্তু ন্যায় বিচারক‼️
26/12/2024

মানুষ ঠকিয়ে জান্নাতের আশা ছেড়ে দিন।
সৃষ্টিকর্তা দয়াবান, কিন্তু ন্যায় বিচারক‼️

মেয়েরা নিজেদের সেটিসফেকশন আর সেল্ফি তুলার জন্য সাজে‼️🤨🤨🤭
24/12/2024

মেয়েরা নিজেদের সেটিসফেকশন আর
সেল্ফি তুলার জন্য সাজে‼️🤨🤨🤭

আপনার ওয়্যারড্রোবে কতোগুলো পোশাক আর পণ্য আছে আপনার একার? জামা/ শার্ট, পাজামা/ প্যান্ট, মোজা, জুতো, ইনার, ব্যাগ এগুলো প্র...
20/12/2024

আপনার ওয়্যারড্রোবে কতোগুলো পোশাক আর পণ্য আছে আপনার একার? জামা/ শার্ট, পাজামা/ প্যান্ট, মোজা, জুতো, ইনার, ব্যাগ এগুলো প্রতিটার ফরম্যাল, ক্যাজুয়াল, পার্টি, সিজনাল, উৎসব, উদযাপন ভার্সনসহ গুনলে মোট কতোগুলো?

এই যে এতো উদ্যোগ আর উদোক্তাদের মিছিল, এই যে ইন্ডাস্ট্রির সেল বাড়ানো, প্রফিট বাড়ানোর প্রতিযোগিতা, এইটার এক্সিট পয়েন্ট কী? অ্যাপল প্রতি বছর নতুন মডেলের আইফোন আনে, যেখানে এক বছর আগের আইফোনের আয়ু শেষ হয় নাই কিন্তু কনজিউমারের মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে -
"তোমার নতুন আরেকটা আইফোন লাগবে। কারণ আমরা কষ্ট করে এটা উৎপাদন করেছি শুধু তোমার প্রয়োজনের কথা ভেবে।"

আমরা মনে করছি, অ্যাপল আমাদের কথা ভাবে, অ্যামাজন আমাদের কথা ভাবে, নাইকি আমাদের কথা ভাবে, আমরা কী চাই এটা তারা ভেবে ভেবে আমাদের জীবন সহজ করছে। তাই কি?

আমাদের "চাওয়া"র স্ট্যান্ডার্ড সেট করে সফল মানুষের স্ট্যান্ডিং ওভেশান নিচ্ছে অন্য কেউ, ব্যাপারটা হাস্যকর না? এক বছর আগে যেটা চাইলাম, সেটা কীভাবে আমাদের বাসা থেকে এক্সিট করছে? আমরা ডিক্লাটার, ডোনেশান নামের যে ছেলেভুলানো লেবেনচুষ খেয়ে নিজেদের বাহবা দিচ্ছি, সেটা আসলে পৃথিবীর ঠিক কোন জায়গায় গিয়ে শেষ হচ্ছে?

আরেকটু সহজ করে বলি।
আমার আগের আইফোন আমি দিলাম এমন কাউকে যে শাওমি ইউজ করে, সে আইফোন পেয়ে তার শাওমি দিলো অং বং চং ফোন যে ইউজ করে তাকে, ঐ ইউজেবল ফোনটা কোথায় গেলো? সের দরে বাতিল পণ্য কেনে যে লোকটা তার ভাঙারির দোকানে? এরপর কোথায়? ক্রাশ করা হলো? রিসাইকেল? ডিভাইসের হেভি মেটালটা?

আমি উত্তর দিচ্ছি। আমার এই বছর নতুন আইফোন চাওয়ার বিনিময়মূল্য আরেকটা মানুষ তার জীবন দিয়ে দিচ্ছে। যার জীবন অনেক সস্তা টেকনিক্যালি সব মেইনটেইন করে আইফোন রিসাইকেল করার প্রসেসের চেয়ে। যে ক্রাশ করে রিসাইকেল করার সময় শ্বাসের সাথে বিষ শুষে নিলো।

এই চক্র কয়েক বছর চললে অং বং চং থাকবে না, প্রতি নতুন আইফোনের বিনিময়ে পুরনো কিন্তু ফাংশনাল আইফোন রিসাইকেল হবে।

আবার ধরেন, আমি জেফ বেজোসকে আমার গ্লোরিফায়েড আইডল করে উদ্যোক্তা হলাম, সেল বাড়ালাম, টাকা বানালাম আমার সন্তানের জন্য, আমার সন্তান সেই টাকায় ক্যান্সারের ওষুধ কিনবে যখন আমি থাকবো না। কারণ এই ক্যান্সার পৃথিবীর মাটিতে, বাতাসে, পানিতে রেখে গেছি আমি নিজেই। যদিও এই কথা খুব কম মানুষই পষ্ট উচ্চারণে স্বীকার করবে।

সেল বাড়ানো মানে প্রোডাকশান বাড়ানো, প্রোডাকশান বাড়ানো মানে কনজিউমারের বেশি বেশি ওয়েস্ট করার মেন্টালিটিকে ভ্যালিডিটি দেয়া, পুরনো পণ্যের এক্সিট পয়েন্ট নিয়ে কাউকে জানতে না দেয়া- এটা যদি সফলতার গল্প হয় তাহলে আমি দৈনিক ব্যবহারের ১০০ ভোগ্য পণ্য আর আপনি নিজের ২০০ ভোগ্য পণ্য রেখে কালকে একসাথে মারা গেলে জীবনে কে জিতে গেলাম? কে সফল হলাম? ৩০০ গার্বেজের বিনিময়ে আপনার-আমার জীবনের সফলতার মূল্য নির্ধারণ হবে কি?

(এই লেখা আরো বিভিন্ন সেক্টর নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বড় করতে পারতাম, করলাম না। আপনি চিন্তা করেন, দৈনন্দিন এসব পণ্য উৎপাদনে কয়টা ব্র‍্যান্ড যুগ যুগ ধরে লিড দিয়ে যাচ্ছে আর তাদের দেখে প্রতি বছর কয়টা পাতি ব্র‍্যান্ড ব্যবসা শুরু করছে। পণ্য উৎপাদন বাড়তে থাকার বিপরীতে কনজিউমার আসলে কতোজন?)

শুভ সকাল।।
13/12/2024

শুভ সকাল।।

🔔ফেইসবুক সার্ভার ডাউনকে কতবার ফোন / ইন্টারনেট রিস্টার্ট করলেন?📱
11/12/2024

🔔ফেইসবুক সার্ভার ডাউন

কে কতবার ফোন / ইন্টারনেট রিস্টার্ট করলেন?📱

বোরিং হয়ে ফেসবুক থেকে বের হয়ে যাই, একটু পর আবার বোরিং হয়ে ফেসবুকেই আসি..😎
11/12/2024

বোরিং হয়ে ফেসবুক থেকে বের হয়ে যাই,
একটু পর আবার বোরিং হয়ে ফেসবুকেই আসি..😎

শরীর থেকে ৪০ কেজি কমালে, তোমার ওজন কত হবে⁉️
10/12/2024

শরীর থেকে ৪০ কেজি কমালে, তোমার ওজন কত হবে⁉️

জলজ চোখের মানুষ জানে, জলই ভীষণ রুক্ষ,দুঃখ পোষে মানুষ, নাকি মানুষ পোষে দুঃখ‼️⁉️
09/12/2024

জলজ চোখের মানুষ জানে, জলই ভীষণ রুক্ষ,
দুঃখ পোষে মানুষ, নাকি মানুষ পোষে দুঃখ‼️⁉️

আজকের দিনটা আমার এই ছবির মতো অন্ধকার..🤭
09/12/2024

আজকের দিনটা আমার এই
ছবির মতো অন্ধকার..🤭

কিছু মানুষ কখনো বদলায় না! এরা গতো ডিসেম্বরেও গরী'ব ছিলো, এই ডিসেম্বরেও গরী'ব‼️ছবিতে প্রমান সহ উদাহরণ 😎
08/12/2024

কিছু মানুষ কখনো বদলায় না! এরা গতো ডিসেম্বরেও গরী'ব ছিলো, এই ডিসেম্বরেও গরী'ব‼️
ছবিতে প্রমান সহ উদাহরণ 😎

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Luna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadia Luna:

Videos

Share