31/01/2025
❝প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না❞
এটি একটি ঐতিহাসিক ডাক। ৫ আগস্ট কারফিউ ভাঙ্গার আগে এই ডাকটি হ্যামিলনের বাঁশিওয়ালার সাথে তুলনা করা যায়। সেদিন ঢাকা মেডিকেল এবং চানখারপুলে যারা ছিলেন তারা ভালো বলতে পারবেন। কি ভয়াবহ চিত্র ছিল সেদিন। এই মিছিল থেকেই ৫ জন শহীদ হোন। এরপর চানখারপুলে আবার তিনি সবাইকে একত্রিত করে ডাক দেন। তারপর আরও তিনজন শহীদ হয়েছেন। তিনি বারবার বলছিলেন- «প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। এই যুদ্ধের ময়দানে আমাদের সঙ্গে থাকেন। আজকেই আমরা জিতব।» তখনও পর্যন্ত মানুষ জানে না তারা শিগগিরই জয়ী হচ্ছেন। নিঃসন্দেহে এই ডাকটি প্রচন্ড শক্তি জুগিয়েছে। যে মিছিল পরবর্তীতে শাহবাগে বিজয়ের মিছিলে একত্রিত হয়।
ডাকটি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। গতকাল তিনি ঐক্যে ফাটল ধরা শিক্ষার্থীদের মাঝে অভিনব ঐক্যের ডাক দিলেন। ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গ্রাফিতি করে লিখে দিয়েছেন 'প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না'...