Abu Bakar Rana

Abu Bakar Rana " আমরা সবাই পাপী
আপন পাপের বাটখারা দিয়ে
অন্যের পাপ মাপী "

✍ কাজী নজরুল ইসলাম।

প্রতিষ্ঠাতা- নিউরন মডেল স্কুল ও ডিলাক্স ল্যাব এন্ড হাসপাতাল।
"রিমী পরিবহন ও আরাফাত ফিসারী এন্ড এগ্রুো প্রজেক্ট।

31/01/2025

❝প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না❞
এটি একটি ঐতিহাসিক ডাক। ৫ আগস্ট কারফিউ ভাঙ্গার আগে এই ডাকটি হ্যামিলনের বাঁশিওয়ালার সাথে তুলনা করা যায়। সেদিন ঢাকা মেডিকেল এবং চানখারপুলে যারা ছিলেন তারা ভালো বলতে পারবেন। কি ভয়াবহ চিত্র ছিল সেদিন। এই মিছিল থেকেই ৫ জন শহীদ হোন। এরপর চানখারপুলে আবার তিনি সবাইকে একত্রিত করে ডাক দেন। তারপর আরও তিনজন শহীদ হয়েছেন। তিনি বারবার বলছিলেন- «প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। এই যুদ্ধের ময়দানে আমাদের সঙ্গে থাকেন। আজকেই আমরা জিতব।» তখনও পর্যন্ত মানুষ জানে না তারা শিগগিরই জয়ী হচ্ছেন। নিঃসন্দেহে এই ডাকটি প্রচন্ড শক্তি জুগিয়েছে। যে মিছিল পরবর্তীতে শাহবাগে বিজয়ের মিছিলে একত্রিত হয়।

ডাকটি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। গতকাল তিনি ঐক্যে ফাটল ধরা শিক্ষার্থীদের মাঝে অভিনব ঐক্যের ডাক দিলেন। ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গ্রাফিতি করে লিখে দিয়েছেন 'প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না'...

আজকের এই দিনটির জন্য দীর্ঘ ১৮ বছর অপেক্ষা করেছেন "লুৎফুজ্জামান বাবর" আল্লাহ কবুল করেছেন। ছেলেদের সাথে নিয়ে আল্লাহর ঘরে ...
30/01/2025

আজকের এই দিনটির জন্য দীর্ঘ ১৮ বছর অপেক্ষা করেছেন "লুৎফুজ্জামান বাবর" আল্লাহ কবুল করেছেন। ছেলেদের সাথে নিয়ে আল্লাহর ঘরে শুকরিয়া আদায় করতে যাচ্ছেন।

30/01/2025

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার আগে, তারেক জিয়ার ৩১ দফা, দলের কিছু সংস্কার এবং সারাদেশ ব্যাপী সদস্য ফরম পুরন করে ওয়ার্ড,থানা,উপজেলা,জেলা ও বিভাগীয় কমিটিগুলি পুনর্গঠন এবং ফাইনালি নেতাদের হাজার হাজার মামলা গুলির নিষ্পত্তি করা ছিল অতীব জরুরী।

সেখানে দখল চাঁদাবাজ লুটতরাজ গ্রুপিং সহ নেতিবাচক কর্মকান্ডে জড়িয়ে, সাধারন জনগনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী,
এভাবে চলতে পারেনা। নেতাদের আচরন, কথা আর বর্তমান সরকারের কাছে নির্বাচন নির্বাচনের কথা বলে আমজনতার মাঝে নেগেটিভ ধারনা ঢুকাচ্ছে--
অথচ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এটা পাগলেও জানে।
ক্ষমতার মোহে সব পাগল হয়ে গেছে মনে হয়...

22/01/2025

যারা টাকার লোভে আওয়ামিলীগের হয়ে প্রতিনিধিত্ব বা দালালী করছেন তাদের জন্য।।।

18/01/2025

ডাঃ জোবাইদা রহমান এর বক্তব্য...

17/01/2025

Address

Mymensingh.
Mymensingh
2410

Alerts

Be the first to know and let us send you an email when Abu Bakar Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Bakar Rana:

Videos

Share