Taste Best

Taste Best love to eat and love to cook

11/10/2024

আমি তোমাকে পাই না, আবার পাই..
আমি খুচরো পয়সার মতো বুক পকেটে তোমার স্মৃতি জমাই..
আমি তোমাকে চাই না আবার চাই, তোমাকে আমার না হলেও চলবে এমন অভিনয় করে যাই, তোমাকে পাওয়ার চেয়েও বেশি সুখ যে চাওয়ার প্রার্থনায়, হারানোর হিসেব-নিকেশ এই আমাকে ভাবায় জীবনের সব মানে নিয়ে তুমি আছো কখনো আবার অর্থহীন, অযথাই..
বুনো মেঘ তুমুল আবেগ, আমি সমস্তটা নিয়ে বেঁচে আছি, তুমি না থাকার মতো করে পাশে আছো তাই..!
আমি তোমাকে পাইনা, আবার পাই
আমি খুচরো পয়সার মত
বুকপকেটে তোমার স্মৃতি জমাই

আমি তোমাকে চাই না, আবার চাই
"তোমাকে আমার না হলেও চলবে",
এমন অভিনয় করে যাই,,,, 💝🥹

কামডা করলো কি??
04/10/2024

কামডা করলো কি??

07/02/2024

মেয়ে মানুষ হওয়া এত্ত সহজ না, সবসময় আপনার কিছু না কিছু কিনতে ইচ্ছা করবে।

সারাদিন ওজন কমাতে ইচ্ছা করবে, এদিকে আবার পেট ভরে মিষ্টিও খেতে ইচ্ছা করবে।

মাঝে মাঝে খু*নও করতে ইচ্ছা করবে। এদিকে যাদের খু*ন করতে ইচ্ছা করবে, তাদের জন্যই আবার রান্না করতে হবে।

Life is beautiful!

Collected thoughts, 😂

23/01/2024

এভাবে রান্না করলে তরকারি এতোটাই মজা হবে, কেউ আর ডানে বামে তাকাবে না,এক তরকারি তেই প্লেট খালি😋😋

🤗🤗
18/01/2024

🤗🤗

😂😂
12/01/2024

😂😂

06/01/2024

#নির্বাচন টা শেষ হোক পরে দেখতাছি তোগরে..

🤭🤭
06/01/2024

🤭🤭

21/06/2023

গরুর সাথে ছবি আপলোড দিবেন না, গরু চিনতে অসুবিধা হয়!

😁😁😁
17/06/2023

😁😁😁

04/06/2023

মরে যাওয়ার আগেও যারা ভিতরে মরে গিয়েছেন তারা কয়লা হয়ে পায়ড়া বিদ্যুৎ কেন্দ্রে চলে যান। এ দেশ আমাদের সবার।
😂

31/05/2023

যে যাই বলুক শেষ পর্যন্ত মানুষ আসলে তার নিজের সঙ্গেই লড়ে। কখনো নিজের না পাওয়া গুলোর সঙ্গে লড়ে। কখনো পাওয়া গুলোকে ধরে রাখার জন্য লড়ে। নিজের বাইরে মানুষের আসলে কোনো প্রতিপক্ষ নেই। কোনো প্রতিপক্ষ থাকে না।.. রুদ্র গোস্বামী।

07/05/2023

মেয়ে মানুষ জন্ম নেয়ার সময় তার গলায় একটা টাইম বোমা বেঁধে দেয়া হয়। ৩০ বছর সময়, ৩০ বছর পরে সেটা ফাঁটবে। ৩০ বছরের মাঝে ক্যারিয়ার কর, কিন্তু ক্যারিয়ারের ঠেলায় যদি বিয়ে পিছায়? ৩০ এর পরে মেয়ের বিয়ে কীভাবে হবে? এরপরে বায়োলজিকাল ক্লক টিকিং, বাচ্চা নেয়া লাগবে ৩০ এর আগে, কিন্তু বাচ্চা নিলে যদি ক্যারিয়ার পিছায়? এরপরে আবার পোস্টগ্র‍্যাড করবা কখন? বিদেশে যাবা, না দেশেই? সরকারির বয়সও তো ৩০। রান্নাটা শিখো ৩০ এর আগে, শরীরটা মেইনটেইন কর, দেখো না বিজ্ঞাপনে বলল, ৩০ থেকেই এইজ মিরাকেল লাগাইতে, নাহলে রিংকেল পড়বে। তারপরে ৩০ এ বোমা ফাঁটে, অফিসিয়াল এই গড় আয়ু শেষের পরে কী হয়?

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taste Best posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category