11/10/2024
আমি তোমাকে পাই না, আবার পাই..
আমি খুচরো পয়সার মতো বুক পকেটে তোমার স্মৃতি জমাই..
আমি তোমাকে চাই না আবার চাই, তোমাকে আমার না হলেও চলবে এমন অভিনয় করে যাই, তোমাকে পাওয়ার চেয়েও বেশি সুখ যে চাওয়ার প্রার্থনায়, হারানোর হিসেব-নিকেশ এই আমাকে ভাবায় জীবনের সব মানে নিয়ে তুমি আছো কখনো আবার অর্থহীন, অযথাই..
বুনো মেঘ তুমুল আবেগ, আমি সমস্তটা নিয়ে বেঁচে আছি, তুমি না থাকার মতো করে পাশে আছো তাই..!
আমি তোমাকে পাইনা, আবার পাই
আমি খুচরো পয়সার মত
বুকপকেটে তোমার স্মৃতি জমাই
আমি তোমাকে চাই না, আবার চাই
"তোমাকে আমার না হলেও চলবে",
এমন অভিনয় করে যাই,,,, 💝🥹