Hossain Sulov

Hossain Sulov হোসাইন আহাম্মেদ সুলভ

ইতিহাস ঐতিহ্যসহ যে-কোন নিউজ আমার আগ্রহের বিষয়। তাইতো ঘুরতে ভালোবাসি। ছুটে চলি দিকবিদিক। জানান চেষ্টা করি চারপাশের সবকিছু। দুচোখে যা দেখি তাই আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করি & নানা বিষয়, ভ্রমন ব্লগ শেয়ার করে থাকি। আপনারা দেখতে পারেন, আশা করি ভাল লাগবে। আপনারা আপনাদের অনুভুতি আমাকে জানান, ধন্যবাদ। আমার ক্ষুদ্র পেইজটির পাশে থেকে সহযোগিতা করবেন এই প্রত্যাশায়।

১. এলাকার মুরব্বিদের কাছে খোঁজ নিবেন। মেয়ের খারাপ অতীত থাকলেও তারা মিথ্যা বলবে না।২. বিয়ের পূর্বে ফেসবুক আইডি নিবেন এবং...
21/01/2025

১. এলাকার মুরব্বিদের কাছে খোঁজ নিবেন। মেয়ের খারাপ অতীত থাকলেও তারা মিথ্যা বলবে না।

২. বিয়ের পূর্বে ফেসবুক আইডি নিবেন এবং ভালো করে ঘাঁটাঘাঁটি করবেন। যদি দেখেন আইডি নতুন খোলা তাহলে রিজেক্ট করবেন।

৩. নারীবাদী বিষয়ক এবং কোরআন হাদিস নিয়ে প্রশ্ন করবেন।

৪. ভার্সিটির মেয়ে যদি বলে অতীত একবারে ক্লীন তাহলে ওইটা প্রথমেই বাদ কেননা এটা অসম্ভব।

৫. মেয়ের পূর্বের রিলেশন থাকলেও কতটা গভীর ছিলো তা আগে জানবেন, মানসিক ভাবে বেশি গভীর হলে বিয়ের পরেও আপনার প্রতি মন থাকবে না আর শারীরিক সম্পর্ক থাকলে আরো আগেই বাদ। আমাদের মেয়েরা এগুলা লুকায়, আপনি কৌশলে চালাকি প্রশ্ন না করলে ধরতে পারবেন না।

৬. ভার্সিটির হোস্টেলের মেয়ে বিয়ে করলে রুমমেট দের থেকে খোঁজ নিলে প্লাস পয়েন্ট।

৮. অতীত জিজ্ঞেস করা হারাম, এই ধরনের হাদিস শোনাইলে রিজেক্ট করবেন।

৯. ভার্সিটির সদ্য হেদায়েত প্রাপ্ত মেয়ে কিছুতেই বিয়ে করবেন না।

১০. ফেসবুকে বেশি বেশি ইসলামী পোস্ট করা মেয়েদের থেকে এড়িয়ে চলবেন।

১১. মেয়ের বান্ধবীদের থেকে খোঁজ নিবেন না তাহলে আরো সুন্দর করে অতীত লুকাবে, শত্রুর থেকে ও নিবেন না।

১২. আকিদ্বা, ঈমান, পুরুষের একাধিক বিয়ের সম্মতি সম্পর্কে তার মতামত জেনে নিবেন।

১৩. আরেকটা হচ্ছে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করছে ওইখানের জুনিয়র সিনিয়রদের কাছে জিজ্ঞেস করবেন? এখানেই ৮০% তথ্য পাবেন। (টপিক গুলো অভিজ্ঞতা থেকে বললাম, কারো পছন্দ না হলে এড়িয়ে চলুন)

আপনি সৎ থাকলে আপনি অবশ্যই ভালো পাবেন। নিজে অসৎ থেকে সৎ খুঁজলে আপনার থেকেও অসৎ জুটবে।

সোর্স- পোস্ট এডা যে লিখছে তারে আমিও খুঁজতেছি 🐸🤗🤗🤗

শৈলশহর দার্জিলিং হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে উত্তর অঞ্চলের একটি শহর। দার্জিলিং চায়ের জন্যেও বেশ বিখ্যাত।
13/01/2025

শৈলশহর দার্জিলিং হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে উত্তর অঞ্চলের একটি শহর। দার্জিলিং চায়ের জন্যেও বেশ বিখ্যাত।

সরকারি ছুটির দিন উল্লেখিত বর্ষপঞ্জি 2025
30/12/2024

সরকারি ছুটির দিন উল্লেখিত বর্ষপঞ্জি 2025

আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে কোন আত্বীয় - স্বজনের সহযোগিতা ছাড়া, কঠোর পরিশ্রম করে তিল তিল করে টাকা জমিয়ে , কোনো...
07/12/2024

আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে কোন আত্বীয় - স্বজনের সহযোগিতা ছাড়া, কঠোর পরিশ্রম করে তিল তিল করে টাকা জমিয়ে , কোনো লোন না নিয়ে নিজের উপার্জনের টাকা দিয়ে একটি মোবাইল কিনে এই ভবনটির ছবি উঠালাম 🙂🥹🤣

১০০% সঠিক! আপনার কি মনে হয়?🍀
18/11/2024

১০০% সঠিক! আপনার কি মনে হয়?🍀

ইনশাআল্লাহ 🍀
18/11/2024

ইনশাআল্লাহ 🍀

আপনার কাছে কি তাই মনে হয়?
17/11/2024

আপনার কাছে কি তাই মনে হয়?

চমৎকার একটা কথা, ❤️
17/11/2024

চমৎকার একটা কথা, ❤️

ইনশাআল্লাহ।❤️
08/11/2024

ইনশাআল্লাহ।❤️

রোজ রাতেই আমি টের পাইআমার বড় মেয়ে রাতে পানুরপুনুর পুনুর করে ফোনে কথা বলে।আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে...
05/11/2024

রোজ রাতেই
আমি টের পাই
আমার বড় মেয়ে রাতে
পানুর
পুনুর পুনুর করে ফোনে কথা বলে।আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে ব্যাঙ্গের মতন পরে থাকে। আমি ওর মা আমিও এমন করে ওর বাপের সাথে প্রেম করতাম।তখন ফোন ছিলনা,রাতে চিঠি আদান প্রদান করতাম।আব্বারে দেখলে আমিও ব্যাং মরার মতন পরে থাকতাম।

ভাবলাম আমার কিছু একটা করতে হবে।আমার আব্বা কলেজ যাওয়া অফ করে দিছিল তাই আমি পালিয়ে এসেছিলাম।কিন্তু আমি ডিজিটাল মা,আমার এসব করা চলবেনা।

টেকনিক করে, মেয়ে যখন ওয়াশ রুমে গেল আর ওর ফোনখানা নিয়ে দেখি রিসিভ কল ভর্তি হয়ে আছে একটি নম্বর।আর তা জান নামে সেভ করা।সুন্দরভাবে ওই নম্বর টুকে নিলাম।

ব্যাস!রান্না ঘরে গিয়ে ওই নম্বরে মেসেজ দিলাম,জান আমি লিমু,এটা আমার নিউ নম্বর।আগের নম্বরে ভুলেও কল দিবানা।ওটা মায়ের কাছে।ওই নম্বর ব্লাক লিস্ট এ দেও।এখন থেকে মেসেজিং করবো। মা টের পেয়েছে সব।তাই কিছুদিন কথা বলা যাবেনা।

ওপাশ থেকে টুং করে ফিরতি মেসেজ,আচ্ছা জান।কি করছো সোনা?

মনে মনে ভাবি,তরে একবার হাতের নাগালে পাই সোনা পুড়ে তামা বানামু।

আমি মেসেজ দিলাম,কিছুনা জান।মন খারাপ।

এভাবেই আমাদের মেসেজিং চলতেই রইল,চলতেই রইল,৫দিনের মাথায় আমি ভোর রাতেও বারান্দায় গিয়ে মেসেজিং করি।আমার বর মহাশয় ইদানীং আমার দিকে কেমন সন্দেহর দৃষ্টিতে তাকায়।তাতে কিছুই আসে যায়না। আমার মেয়ের লাইফ আগে।আমি অনেকদিন মেসেজিং করলে আমার মেয়ে ওদিক থেকে ওই ছেলেকে ভুলে যাবে।

ইদানীং আমার মেয়েকেও মন মরা দেখি।নম্বর ব্লক লিস্ট এ দিয়েছে কিনা।

যাক, অবশেষে আমি ভাবলাম আমি সেই ছেলের সাথে দেখা করি।ওকে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসবো।তাহলেই সাকসেস।

সাজুগুজু করছি,মন বেশ ফুরফুরা লাগছে আজ সেই বেয়াদপ কে চরম ধোলাই দিব।

আমার বর মশাই পেপার পড়া বাদ দিয়ে আমায় আড়চোখে দেখছে আর জিজ্ঞেস করছে কি!কই যাও?

ওকে বললে ও বেপার টা নিয়ে হাইপার হবে।তাই বললাম বাজারে কিছু কেনার আছে

-এই বিকেলবেলা?

তো?মধু নাই বাসায়।তুমি তো জানো সকালে খালি পেটে আমি মধু খাই।ডায়েটে আছি তো।

বাসা থেকে নেমে পার্ক এ গিয়ে দাড়িয়ে আছি।
অল্প বয়সী কাউকেই দেখছিনা।কিন্তু আমার বরের চেয়েও বয়স্ক লোক আমার পাশে ঘুরঘুর করছে।

ফোনটা হাতে নিয়ে আবার মেসেজ দিলাম কই তুমি?

ওপাশ থেকে মেসেজ না দিয়েই কল দিল।আমি রিসিভ করে চুপ করে আছি।কি অদ্ভুত আমার পাশে দাড়ানো লোকটির কানেও ফোন আর আমার দিকে শকুনের মতন তাকিয়ে আছে।আমি কেটে দিয়ে আবার কল দিলাম,আমি আরো শিহরিত হলাম,ফোন বাজছে ওই লোকের হাতের টা ই।

রেগে গিয়ে বললাম,আপনি ই সেই মানুষ! ছিঃ মেয়ের বয়সী একজন এর সাথে প্রেম করতে লজ্জা লাগেনা।আবার তারে জান,সোনা ডাকেন!

লোকটি তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে,বেত্তমিস মহিলা,তিন কাল গিয়ে এক কালে ঠেকছে আর এখন বাচ্চার বয়সী ছেলেকে বিরক্ত করেন!

ঝগড়ার এক পর্যায় জানতে পারলাম,আমার মেয়ে এই লোকের ছেলের সাথে প্রেম করে।তিনি তার ছেলের ফোন নিয়ে গেছিল।আর আমি এতদিন তার ছেলে ভেবে তার সাথেই প্রেমালাপ করেছিলাম।

দুজন ই এক পর্যায় হাসতে হাসতে মরার উপক্রম হয়েছে।দুই ব্যর্থ গোয়েন্দাই এক পর্যায় কফি শপ এ বসলাম।নিজের কর্মকান্ডর জন্য স্যরিও বললাম।তিনিও বললেন।ভাবলাম বেয়াই হিসেবে ছেলের বাবা মন্দ না।হেসে হেসে বললাম ছেলের ফোনটা বাসায় গিয়ে ছেলেকে দিয়ে দিয়েন,আমার মেয়ে খুব ই মন মরা হয়ে আছে।

সে উঠে বললো,হুম আগে মেসেজিং গুলি মুছে নেই।এমন প্রেমালাপ দেখলে মামলা খেয়ে যাব হা হা হা।

আমি হেসে কুটিকুটি হয়ে কফির মগে চুমুর দিব তখন ই দেখছি আমার দিকে রাক্ষসের মতন তাকিয়ে আছে লিমুর বাবা।
এ কি তুমি এখানে?

-বাহ!আরজু বাহ!না আসলে তো এমন রঙ্গ দেখতেই পেতাম না

এই কি বলো?ভুল ভাবছো তুমি আমায়।

-ভুল!ছিঃ এত নিচ তুমি?এখন তো আমি তিতা হয়ে গেছি?আর এই বেটা মধু?তাই তো ভ্রমর মধু খেতে এসেছে।খাও মধু।
এই বলে লিমুর বাবা চলে গেল।

আমি পিছন পিছন ছুটছি।বেয়াই মশাই উঠে বললো,ঘাবড়াবেন না সোনা থুক্কা আপা।আমি আছি অলয়েজ পাশে।

রেগে বললাম,চুপ কর টাকলা ব্যাটা।মেয়ের প্রেম ভাংতে গিয়া আমার সংসার ই ভাঙার উপক্রম হইছে।

ও লিমুর আব্বা...খারাও..তুমি ভুল ভাবতেছো,দুনিয়ার সব মধুই ভেজাল,তুমি ই আসল।

ও লিমুর আব্বা খারাও কইলাম.....
লেখাটা কেমন লাগলো, প্লিজ কমেন্টে জানাবেন।

05/11/2024
04/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

কিছু সৌন্দর্য ঠিক কাঠগোলাপের মতো! যা ভাষায় প্রকাশ করা যায় না🍀
04/11/2024

কিছু সৌন্দর্য ঠিক কাঠগোলাপের মতো! যা ভাষায় প্রকাশ করা যায় না🍀

সঞ্চয়ের নেশা।🪢
02/11/2024

সঞ্চয়ের নেশা।🪢

যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে...
28/10/2024

যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে...

কে কে এই দোকানের মালিক ছিলেন..!😊💝
04/09/2024

কে কে এই দোকানের মালিক ছিলেন..!😊💝

Address

62, Naha Road
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Hossain Sulov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hossain Sulov:

Videos

Share

Category