Hossain Sulov

Hossain Sulov হোসাইন আহাম্মেদ সুলভ

ইতিহাস ঐতিহ্যসহ যে-কোন নিউজ আমার আগ্রহের বিষয়। তাইতো ঘুরতে ভালোবাসি। ছুটে চলি দিকবিদিক। জানান চেষ্টা করি চারপাশের সবকিছু। দুচোখে যা দেখি তাই আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করি & নানা বিষয়, ভ্রমন ব্লগ শেয়ার করে থাকি। আপনারা দেখতে পারেন, আশা করি ভাল লাগবে। আপনারা আপনাদের অনুভুতি আমাকে জানান, ধন্যবাদ। আমার ক্ষুদ্র পেইজটির পাশে থেকে সহযোগিতা করবেন এই প্রত্যাশায়।

প্রতিবাদের ভাষা সবসময় উচ্চ হয় না!💔
23/06/2024

প্রতিবাদের ভাষা সবসময় উচ্চ হয় না!💔

শুভ সকাল। কেমন আছেন সবাই!❤️
23/06/2024

শুভ সকাল। কেমন আছেন সবাই!❤️

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন ✅🔰জমি ক্রয়ের পূর্বে ও পরে যা করণীয়।জমি ক্রয় কালে ক্রেতাদেরকে কী কী সাবধানতা অবলম্বন করতে হব...
20/06/2024

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন ✅
🔰জমি ক্রয়ের পূর্বে ও পরে যা করণীয়।
জমি ক্রয় কালে ক্রেতাদেরকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তা তুলে ধরা হলোঃ👇👇

১। জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে।
২। জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে।
৩। প্রযোজ্য ক্ষেত্রে সিএস, এসএ, আরএস, বিএস পর্চা দেখতে হবে।
৪। বিক্রেতা ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা ভায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত হতে হবে।
৫। বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে।
৬। জরিপ চলমান এলাকায় বিক্রেতার কাছে রক্ষিত মাঠ পর্চা যাচাই করে দেখতে হবে।
৭। বিক্রেতার কাছ থেকে সংগৃহীত দলিল সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস/জেলা রেজিস্ট্রার রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে।
৮। খতিয়ান/পর্চা/মৌজা ম্যাপ ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস/উপজেলা ভূমি অফিস/জেলা প্রশাসকের রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে।
৯। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ আছে কি না দেখতে হবে।
১০। প্রস্তাবিত সম্পত্তির দখল বিক্রেতার আছে কি না। সম্পত্তিতে বিক্রেতার দখল না থাকলে সে জমি ক্রয় করা উচিত হবে না।
১১। ওয়ারিশি জমি কিনতে চাইলে, ঐ সম্পত্তিতে মোট কতজন ওয়ারিশ আছে তা খোজ নিয়ে দেখুন। আপনি যে ওয়ারিশের নিকট থেকে কিনবেন, তার ততটুকু বিক্রয়ের অধিকার আছে কিনা যাচাই করুন।
১২। সম্পত্তিটি খাস কিংবা সরকারী কিনা যাচাই করুন। সরকারী বা খাস সম্পত্তি বিধিবহির্ভূত ভাবে ক্রয়-বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ।
১৩। অন্য কোন পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়না পত্র রেজিস্ট্রি করা আছে কি না তা যাচাই করুন।
১৪। ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কি না তা যাচাই করুন।
১৫। জমি বিক্রয়ের জন্য অ্যাটর্নি নিয়োগ করা আছে কিনা তা যাচাই করুন। অ্যাটর্নি নিয়োগ করা থাকলে অ্যাটর্নি ছাড়া মূল মালিকের সম্পাদন গ্রহণযোগ্য নয়।
১৬। জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে কিনা যাচাই করুন। মামলাভুক্ত জমি কেনা উচিত নয়।

✅জমি ক্রয়ের পরে ক্রেতা বা মালিকের করণীয়ঃ

১। জমি রেজিস্ট্রি করার পর ক্রয়কৃত জমির দখল, সীমানা নির্ধারণ এবং জমি ব্যবহার তথা চাষাবাদ বা বাড়ীঘর নির্মাণ করা।
২। রেজিস্ট্রি অফিস হতে মূল দলিল গ্রহন করা। মূল দলিল প্রাপ্তিতে বিলম্ব হলে দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করা।
৩। মিউটেশন/নামজারী করার জন্য সহকারী কমিশনার (ভূমি) এর অফিসে দলিলের সত্যায়িত কপিসহ নির্ধারিত ফরমে আবেদন করে মিউটেশন/নামজারী করানোর ব্যবস্থা
৪। নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা, ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা হলে জমি নিলাম হয়ে যেতে পারে।
৫। ভালোভাবে জমির সীমানা চিহ্নিত করে না রাখলে অন্যেরা অনধিকার প্রবেশ করার সুযোগ পাবে।
ভূমি সম্পর্কিত যে কোন পরামর্শ নিতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ✅

#পরামর্শ #জমি #দলিল #ভূমি
#জমিদারি #দলিল #ভূমিসেবা #জমি_পরিমান #জমি_মাপা #ভাগবন্টন #ভূমি

"""শুভ সকালGood Morning 🌷🌳🌹 আজ বৃহস্পতিবার ২০ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ১৩ জিলহজ্জ ১৪৪৫ হিজরি ০৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ এখন বর্ষাক...
20/06/2024

"""শুভ সকাল
Good Morning 🌷🌳🌹
আজ বৃহস্পতিবার
২০ জুন ২০২৪ খ্রিষ্টাব্দ
১৩ জিলহজ্জ ১৪৪৫ হিজরি
০৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
এখন বর্ষাকাল☂️🌧🌱
দিনটি শুরু ক‌রি এক‌টি ভালো কাজের মাধ্যমে,
যত্রতত্র পলিথিন পরিহার করি
অকারণে হর্ন বাজিয়ে শব্দ দূষণ বন্ধ করি
গাছ লাগিয়ে নতুন প্রজন্মের দেশ গড়ি
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন💙❤💜"""

🚨 সকলের দৃষ্টি আকর্ষন করছি 🚨 রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের খবর সকলেই শুনেছেন। এটা কতটা মারাত্নক সেটাও এখন আর কারো অজা...
19/06/2024

🚨 সকলের দৃষ্টি আকর্ষন করছি 🚨

রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের খবর সকলেই শুনেছেন। এটা কতটা মারাত্নক সেটাও এখন আর কারো অজানা নয়।

বিভিন্ন অঞ্চলে এই সাপ ক্রমাগত ছড়িয়ে পরছে এবং দ্রুত বংশ বিস্তার করছে। এখন নতুন পানির আগমনের ফলে নদী তীরে ভ্রমন পিপাসু দর্শনার্থীর আনাগোনা বেশি হবে।

নদী তীরবর্তী ফসলী জমি ও চরাঞ্চলে এই সাপের অস্তিত্বের সম্ভাবনা সবচেয়ে বেশি।

রাত বিরাতে চলাচলের সময় ক্ষেতখামারে কাজ করার সময় সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।

যে কোন সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে কোন ঝাড়ফুঁক ওঝা বৈদ্যর কাছে না গিয়ে হাসপাতাল যাওয়ার জন্য বিশেষ ভাবে বলা হলো।

সকলকে সতর্ক করা হলো...

পোস্টটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন।

নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরকেও সতর্ক করুন।

(সংগৃহীত পোস্ট)

আজ সকালে কে কে রুটি মাংস খেয়েছেন?
18/06/2024

আজ সকালে কে কে রুটি মাংস খেয়েছেন?

নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাই আর নাহি রে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরঝর, আউশের ক্ষেত জলে ভরভর,কালি...
17/06/2024

নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
বাদলের ধারা ঝরে ঝরঝর,
আউশের ক্ষেত জলে ভরভর,
কালি-মাখা মেঘে ও পারে আধাঁর ঘনিছে
দেখ্ চাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।

-- রবীন্দ্রনাথ ঠাকুর

সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা'র শুভেচ্ছা। ঈদ মোবার🌙
17/06/2024

সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা'র শুভেচ্ছা।
ঈদ মোবার🌙

প্লিজ কমেন্ট করে জানান আপনার মতামত?
16/06/2024

প্লিজ কমেন্ট করে জানান আপনার মতামত?

Good morning 🌅 🌄সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি হলো ফুল , ফুল হলো সুন্দরের প্রতীক যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে।         ...
16/06/2024

Good morning 🌅 🌄

সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি হলো ফুল , ফুল হলো সুন্দরের প্রতীক যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে।

15/06/2024

জীবনে কিছু কষ্ট
আসে বুঝিয়ে দিতে যে
তোমার রব ছাড়া
আপন কেউ নেই..!

শুভ সকাল, অনেক অনেক ভালো কাটুক দিনটি। সবার জন্য রইলো শুভ কামনা।
15/06/2024

শুভ সকাল, অনেক অনেক ভালো কাটুক দিনটি। সবার জন্য রইলো শুভ কামনা।

একটি মানুষ যে কোন কিছুর মায়া পড়তে পারে সেটা হোক বা মানুষ পশু গাছপালা নদী-নালা ইত্যাদি। যে কোন কিছুর মায়ায় পড়তে পারে...
14/06/2024

একটি মানুষ যে কোন কিছুর মায়া পড়তে পারে সেটা হোক বা মানুষ পশু গাছপালা নদী-নালা ইত্যাদি। যে কোন কিছুর মায়ায় পড়তে পারে সে। কারণ মানুষ হচ্ছে একটি অদ্ভুত কখন কার মায়া পড়ে যায় সে নিজেও বলতে পারবে। মানুষ কিছু সময় তার নিজের মধ্যে থাকে না কারণ সে অন্যের মায়ায় পড়ে নিজেকে হারিয়ে ফেলে। দুনিয়াতে কতই না মানুষ মায়ায় পড়ে আজ সে আড়াল হয়ে কোথায় আছে কেমন আছে তার খবর কেউ জানে না। মায়া এমন একটি অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে যেতে।
মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যদি পারেন তাহলে মায়া থেকে বেরিয়ে আসুন, জীবনকে সঠিকভাবে গড়ে তুলুন এবং একটি সুন্দর পরিবার গঠিত করে জীবনকে সুখী ও উজ্জ্বলময় করে তুলুন।

🍀মায়া নিয়ে আপনার একটি মন্তব্য জনতে চাই!

যারা সকালের স্নিগ্ধতা পেয়ে যায়। তারা পুরো দিনটাকে উপভোগ করতে পারে। শুভ সকাল ❤️
14/06/2024

যারা সকালের স্নিগ্ধতা পেয়ে যায়। তারা পুরো দিনটাকে উপভোগ করতে পারে। শুভ সকাল ❤️

অপমান সহ্য করার ক্ষমতা যে অর্জন করেছে সে ধৈর্য্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।"ধৈর্য্যশীলদের জন্য আছে ক্ষমা এবং পুরস্কার"  ...
13/06/2024

অপমান সহ্য করার ক্ষমতা যে অর্জন করেছে
সে ধৈর্য্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

"ধৈর্য্যশীলদের জন্য আছে ক্ষমা এবং পুরস্কার"
৷৷ আল কুরআন ।।

স্নিগ্ধ বকুল ফুলের মায়ায় আটকে গেলাম🤍 শুভ সকাল ❤️
13/06/2024

স্নিগ্ধ বকুল ফুলের মায়ায় আটকে গেলাম🤍 শুভ সকাল ❤️

মধ্যবিত্ত ছেলেদের কোন গল্প কিনে পড়তে হয় না! কারণ মধ্যবিত্ত ছেলেরা এক একটি গল্প যে গল্পের কোন শেষ নেই এই গল্পতে শুধু আছ...
12/06/2024

মধ্যবিত্ত ছেলেদের কোন গল্প কিনে পড়তে হয় না! কারণ মধ্যবিত্ত ছেলেরা এক একটি গল্প যে গল্পের কোন শেষ নেই এই গল্পতে শুধু আছে দুঃখ-কষ্ট আর রাগ অভিমান।

◾যোগ্যতার ৪টি উপাদান:১। জ্ঞান  ২। দক্ষতা  ৩। মূল্যবোধ ও ৪। দৃষ্টিভঙ্গি১. জ্ঞান  :  গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞা...
12/06/2024

◾যোগ্যতার ৪টি উপাদান:
১। জ্ঞান ২। দক্ষতা ৩। মূল্যবোধ ও ৪। দৃষ্টিভঙ্গি

১. জ্ঞান : গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।
২. দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।
৩. দৃষ্টিভঙ্গি : সিগন্যালে গাড়ি নেই, সার্জেন্টে নেই , আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি।
৪. মূল্যবোধ : সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ।

💚যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালো ভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে যেতে পারা হচ্ছে তার যোগ্যতা।

সুখ একদিন আসবেসাদা কাফনে মোড়ানো দেহটা যখন উঠোনে শোয়ানো থাকবে।নাম হবে লাশ।আর কোন পরিচয় থাকবে না তখন।না থাকবে ক্ষুধার কষ্ট...
11/06/2024

সুখ একদিন আসবে
সাদা কাফনে মোড়ানো দেহটা যখন উঠোনে শোয়ানো থাকবে।নাম হবে লাশ।আর কোন পরিচয় থাকবে না তখন।

না থাকবে ক্ষুধার কষ্ট, না থাকবে প্রিয়জন হারানোর যন্ত্রণা, না থাকবে কারো প্রতি ভালোবাসার টান।

একটা বয়সে মানুষ বোধহয় শুধু একটা কমফোর্ট জোন খোঁজে । যেখানে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচা যায়। উষ্কখুষ্ক চুল, পুরোনো জামা, সদ্য ঘুম থেকে উঠে ফুলকো লুচির মত চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় গিয়ে দাঁড়িয়ে পড়া যায়। যখন সেটাও আর পাওয়া যায়না তখন মানুষ শান্তি খুঁজে একাকিত্বে।

হাজারো পাপের মধ্যে থেকে রহমানের রহমতের আশায় বুক বেঁধেছি। ঈমানের সাথে এক টুকরো প্রশান্তিময় মৃত্যুর অপেক্ষায়।

হঠাৎ একদিন হারিয়ে যাবো সাদা কাফনের আড়ালে, অতি প্রিয়জনরাও বলবে দেরী কেন দাফনে!

~একজন মৃত্যুর পথিক

নারীর  ধৈর্যের পরিক্ষা নিতে যেও না ! ধৈর্যের জন্য নারী অসীম ক্ষমতা নিয়ে  জন্মায়! যে নারী তার অপছন্দের একটা জামা পড়তে চায়...
11/06/2024

নারীর ধৈর্যের পরিক্ষা নিতে যেও না ! ধৈর্যের জন্য নারী অসীম ক্ষমতা নিয়ে জন্মায়! যে নারী তার অপছন্দের একটা জামা পড়তে চায় না সেই নারী-ই তার অপছন্দের একটা পুরুষের সাথে সারাজীবন কাটিয়ে দিতে পারে! সংসার জীবনে সমস্ত সুখ আল্লাদ বিসর্জন দিয়ে হাসি মুখে বাঁচতে ঠিকই জানে! নারীরা সব পারে!

ইনশাআল্লাহ 💛❤️💚
10/06/2024

ইনশাআল্লাহ 💛❤️💚

কত সুন্দর কথা! সত্যিই অসাধারণ 🥰❤️ #ভালোকথা  #সুন্দরকথা Hossain Sulov
10/06/2024

কত সুন্দর কথা! সত্যিই অসাধারণ 🥰❤️

#ভালোকথা #সুন্দরকথা Hossain Sulov

10/06/2024

পৃথিবীতে ভুল বুঝার জন্য
অনেকেই আছে
কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। আপনি কি আমার সাথে একমত?

এই ফুলটার নাম বলেন তো?
02/06/2024

এই ফুলটার নাম বলেন তো?

সন্তানের জন্য বাবার লেখা"!প্রিয় সন্তান,,আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়...
01/06/2024

সন্তানের জন্য বাবার লেখা"!

প্রিয় সন্তান,,
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।

3. জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে।

৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।

৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি।

——————
ভালোবাসা সহ,
তোমার বাবা......

বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য।

আমি তোমার মুখ মনে রাখতে চাই যাতে স্বর্গে তোমার সাথে দেখা হলে আমি তোমাকে চিনতে পারি এবং আবারো ধন্যবাদ দিতে পারি। ভারতীয় ...
24/05/2024

আমি তোমার মুখ মনে রাখতে চাই যাতে স্বর্গে তোমার সাথে দেখা হলে আমি তোমাকে চিনতে পারি এবং আবারো ধন্যবাদ দিতে পারি।

ভারতীয় ধনকুবের স্যার রতনজি টাটাকে যখন টেলিফোন সাক্ষাত্কারে রেডিও উপস্থাপক জিজ্ঞাসা করেছিলেন:
স্যার, আপনি যখন যখন জীবনের সবচেয়ে সুখী হয়েছেন, সেই সেই সময় গুলি আপনার কী মনে আছে ?

রতনজি টাটা বলেছিলেন:
"আমি জীবনে সুখের চারটি ধাপ অতিক্রম করেছি, এবং অবশেষে আমি প্রকৃত সুখের অর্থ বুঝতে পেরেছি।"
প্রথম পর্যায়ে ছিল সম্পদ ও সম্পদ আহরণ।
কিন্তু এই পর্যায়ে আমি যে সুখ চেয়েছিলাম তা পাইনি।
এরপর আসে মূল্যবান জিনিসপত্র সংগ্রহের দ্বিতীয় পর্যায়।
কিন্তু বুঝলাম এই জিনিসের প্রভাবও সাময়িক এবং মূল্যবান জিনিসের দীপ্তি বেশিদিন থাকে না।
এরপর আসে বড় প্রকল্প পাওয়ার। তৃতীয় পর্ব। তখন ভারত ও আফ্রিকায় আমার ৯৫% ডিজেল সরবরাহ হত।
আমি ভারত ও এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানার মালিকও ছিলাম। কিন্তু এখানেও যে সুখ কল্পনা করেছিলাম তা পাইনি।
চতুর্থ ধাপটি ছিল যখন আমার এক বন্ধু আমাকে কিছু প্রতিবন্ধী শিশুদের জন্য হুইলচেয়ার কিনতে বলেছিল।
প্রায় ২০০ শিশু।
এক বন্ধুর নির্দেশে সাথে সাথে হুইলচেয়ার কিনলাম।

কিন্তু বন্ধুটি জোর দিয়েছিল যে, আমি যেন তার সাথে যাই এবং বাচ্চাদের হুইলচেয়ারগুলি হস্তান্তর করি। আমি রেডি হয়ে ওর সাথে গেলাম।
সেখানে এই শিশুদের আমি নিজ হাতে এই হুইল চেয়ার দিয়েছি। এই শিশুদের মুখে এক অদ্ভুত আনন্দের আভা দেখলাম। আমি তাদের সবাইকে হুইলচেয়ারে বসে হাঁটতে এবং মজা করতে দেখেছি।
যেন তারা একটি পিকনিক স্পটে পৌঁছেছে, যেখানে তারা একটি বিজয়ী উপহার ভাগ করছে।
আমি আমার ভিতরে প্রকৃত সুখ অনুভব করলাম। যখন আমি চলে যাবার সিদ্ধান্ত নিলাম, তখন একটা বাচ্চা আমার পা চেপে ধরল।

আমি ধীরে ধীরে আমার পা ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু শিশুটি আমার মুখের দিকে তাকিয়ে আমার পা শক্ত করে ধরে রাখল। আমি ঝুঁকে শিশুটিকে জিজ্ঞাসা করলাম: তোমার কি আর কিছু দরকার?
এই শিশুটি আমাকে যে উত্তর দিয়েছিল তা আমাকে শুধু হতবাক করেনি বরং জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও পুরোপুরি বদলে দিয়েছিল।
ওই শিশুটি বলেছিল :
*"আমি তোমার মুখ মনে রাখতে চাই যাতে তোমার সাথে স্বর্গে দেখা হলে আমি তোমাকে চিনতে পারি এবং তোমাকে ধন্যবাদ দিতে পারি।"*

উল্লেখ্য : ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা তার আয়ের ৭০% মানব কল্যাণে ও সমাজসেবার কাজ অনুদান দিয়ে থাকেন।
জয় হোক মানবতার। 🍂

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।হাত লাগলেই শেষ। সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।এই হাত লাগা শুধু শারীরিক...
22/05/2024

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ।
সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।
এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না,
পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়।
যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে,
তার লজ্জা তত কমবে।
যেমন-চিত্র নায়িকারা।
বিকিনি পড়তেও দ্বিধা করেনা।
পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে।
কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া
দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।
ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের
ভূমিকা পালন করছে।-
ফেসবুকে বন্ধু বেশি।
অতি-আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে
পিরিয়ড নিয়ে কথা বলে।
ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা
বলে- মাইন্ড করলে বলে '' জাস্ট
কিডিং, টেক ইট ইজি।'
ইজিলি নিতে নিতে সেই অশালীন
বিষয় আর অশালীন লাগে না।
লজ্জা শেষ !
আবার ফেসবুকে প্রেমিক বেশি!!
কেউ প্রেমে পড়েছে তো,
প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে।
স্বামীর মতো।
এরপর ব্রেকআপ হয়।
আবার কারো প্রেমে পড়ে।
আবারো চুম্মা-চাটি,আরো কত কি করে !!
আবার ব্রেকাপ।
লজ্জা -শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ
হয়ে যায়।
'প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে,
পুরুষের সব বিলীন হয়ে যায়।
নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো।
প্রথমে একটা খেলেই পিনিক আসে।
পরে ২০-২৫ টা খেলেও কাজ হয় না।
ব্যস !
এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করেনা।
প্রেমিকের ভালবাসা তার কাছে পানসে লাগে।
একটার পর একটা পুরুষ বদল করে।
কিন্তু স্থির হতে পারে না।
জানাশোনা শেষ হলেই - আর ভালো লাগে না।
বোরিং লাগে।
কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালবাসার
অনুভূতিই শেষ !
মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের
লজ্জা কমে।
বাচ্চা হবার পরে আরো কমে যায়।
তখন বুঝতাম না।
ভাবতাম লজ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
tongue emoticon
এখন বুঝি।
আগে মেয়েদের কাছে স্বামীই ছিলো পুরুষ।
তাই বিয়ের পরের কথা এসেছে।
এখন বিয়ে লাগে না পুরুষের কাছে
আসতে- ফেসবুক হলেই চলে।
ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে।

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন,
তারপরে মন্তব্য করুণ।

আর যাদের এই লেখা পড়ে গায়ে লাগবে লেখাটা বিশেষ ভাবে তাদের জন্য..
সংগৃহীত

ভ্রমণের উপকারিতা তখনই অনুধাবন করা যায়, যখন জীবনের ঝক্কি-ঝামেলা পেছনে ফেলে প্রিয় গন্তব্যের উদ্দেশে বেরিয়ে পড়া হয়।
22/05/2024

ভ্রমণের উপকারিতা তখনই অনুধাবন করা যায়, যখন জীবনের ঝক্কি-ঝামেলা পেছনে ফেলে প্রিয় গন্তব্যের উদ্দেশে বেরিয়ে পড়া হয়।

20/01/2022
16/01/2022

Address

62, Naha Road
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Hossain Sulov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hossain Sulov:

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Mymensingh

Show All